Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पश्चिम बंगाल के मुख्यमंत्री के आचरण पर आरोपों की गूंज, ED-चर्चा तेज
AGAyan Ghosal
Jan 09, 2026 03:15:34
Kolkata, West Bengal
১) আজ ইডি বিরোধী মিছিলে মুখ্যমন্ত্রী ৮ বি থেকে শ্যামবাজার। টালা থেকে টালিগঞ্জ। উনি মিছিল করতেই পারেন। এটা ওনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কাল গোটা দেশ দেখল যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নামতে পারেন। উনি কাল নিজেই নিজেকে খুন করলেন। সংবিধানে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রীর থেকে মানুষ এই আচরণ প্রত্যাশা করেনা। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি যে সমার্থক সেটা গতকাল প্রমাণ হয়ে গেছে। ২) কালকের ওই সবুজ ফাইল আগামী বিধানসভা নির্বাচনে ওনাকে এগিয়ে রাখবে না পিছিয়ে দেবে? রাজ্যের মানুষ আর ফাইল দেখছে না। এর আগেও মুখ্যমন্ত্রী বহু ফাইল নিয়ে পৌঁছ gে গেছিলেন নিউ টাউনে। কারুর যাওয়ার সময় হয় তখন কোনো ফাইল ঘণ্টা মিছিল বিবৃতি মানুষের মনে দাগ কাটে না। ২০১১ সালে সিপিএমের ব্রিগেড দেখে কেউ বোঝেনি দল টা চলে যাবে। দলের সবথেকে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য কে যাদবপুরে রাজনীতিতে রাতারাতি এন্ট্রি নেওয়া একজন আমলা যিনি ২১ জুলাই গুলি চালানোর অন্যতম কান্ডারী তার কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরে গেছিলেন। এবার ঠিক সেটাই হতে চলেছে। ৩) ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ওসব চলতে থাকে। ইডি উত্তর দেবে। আমি ইডি মুখপাত্র নই। ৪) সন্দেশখালি থেকে কলকাতা। বারে বারে শাসক দলের টার্গেট ইডি আপনি কি মনে করেন শেখ শাহাজাহান বাহিনী যে আক্রমণ করেছিল ইডি কে সেখানে দলের অনুমোদন ছিল না? আপনি কি মনে করেন ওইদিন রাতে বনগাঁ তে ইডি কে আক্রমন করার পিছনে দলের অনুমোদন ছিল না? আপনি কি মনে করেন অনুব্রত মন্ডল পুলিসকে যে ভাষায় আক্রমণ করেছে তার পিছনে দলের অনুমোদন ছিল না? এগুলো তৃণমূলের নির্দেশে তৃণমূলের অনুপ্রেরণায় হয়েছে। ৫) ভারত সেবাশ্রম সংঘ সহ একাধিক সাধু সন্তের নাম SIR থেকে বাদ পড়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ তালিকা শুদ্ধিকরণ চলছে। দুই একটি বিচ্যুতি থাকতে পারে। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা তো তৃণমূলের রাজ্য নির্বাচন কমিশন নয় যে সকালে একটা সিদ্ধান্ত নিল আর রাতে তৃণমূল নেতারা সম্মিলিত ভাবে কমিশন ঘেরাও করার পর সিদ্ধান্ত বদলে গেল। ৬) মুখ্যমন্ত্রীর গতকালের আচরণ কি ভয়ের ইঙ্গিত? উনি প্যারাশুট করে নেমে আসা রাজনীতিক নন। উনি কোনো বড় রাজনৈতিক পরিবারের লিগ্যাসি বহন করেন না। উনি তৃণমূল স্তর থেকে মাটির#gন্ধ অনুভব করে আসা একজন মাঠে ময়দানে নেমে আন্দোলন করা রাজনীতিক। উনি একজন স্ট্রিট ফাইটার। জিনি বিরোধী রাজনৈতিক লড়াই করতে আজ এখানে এসেছেন। উনি রাজনীতির মাটি চেনেন। পশ্চিমবঙ্গের মাটি চেনা রাজনীতিক দের মধ্যে উনি অন্যতম অগ্রণী। উনি তাই বুঝতে পারছেন এবার কি ঘটতে চলেছে। সেই হতাশা থেকে এই ঘটনা ঘটিয়েছেন। ৭) কাশ্মীর ফাইলস বেঙ্গল ফাইলস এর পর এবার কি সবুজ ফাইল? প্রথম দুটো ছিল মধ্যযুগীয় বর্বরতার ফাইল। শেষের টা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফাইল। ওয়াক থ্রু
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Jan 09, 2026 18:45:14
Kolkata, West Bengal:ভারত বিদ্ব slobা ধ্বেষী মনোভাব এবং ভারতে বিশ্বকাপ না খেলার ডাক তোলার মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তুমুল আন্তর্দ্বন্দ্ব। যার ফলে বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ভারত বিদ্বেষ’ দেখাতে গিয়ে নিজেদের প্রাক্তন প্লেয়ার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেছিলেন বাংলাদেশের কিছু নাগরিক ও বিশিষ্ট কিছু ক্রিকেট ব্যক্তিত্ব। প্রতিবাদে এখন বাংলাদেশের क्रिकेटাররা একজোট হয়ে বিসিবি কর্তাকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে বলছেন। এমনকী বোর্ডের কর্মকর্তাদের জন্যও আচরণ বিধি চালু করতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিন কয়েক আগে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল তার দেশের ভারতে বিশ্বকাপ বয়কটের অবস্থান সমালোচনা করে বলেন, সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত। বিসিবি-র ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করাটা যে আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে।এর পরেই তামিমকে অসম্মান করে বিসিবি’র অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ বিসিবি কর্তার এই মন্তব্যের প্রতিবাদে একজোট হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মমিনুল হকরা। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্যের জন্য ওই কর্মকর্তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এবং বিসিবির উচিত কড়া পদক্ষেপ নেওয়া।কিন্তু ঘটনার s্রোত সেখানে থামেনি। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়। তাদের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। দেশের সফলতম ওপেনার, ১৬ বছর ক্রিকেট খেলা একজনকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। দেশের যে কোনও ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 09, 2026 14:56:11
Kolkata, West Bengal:মন্দির জল দিয়ে ধোয়া - শান্তনু ঠাকুর জায়গা টা অপবিত্র করেছেন।মতুয়াদের বেকায়দায় ফেলেছেন তিনি। যাদের ভোটে জিতলেন আগে বাদ দিতে হবে। আগে পদত্যাগ করুন আপনি।আপনারা ওই এলাকা কে কলুষিত করছেন।মূখ্যমন্ত্রী মিছিল সময় শুভেন্দু বক্তব্য চোরদের এনার্জি ---- তিনি একটা সময় এই দলে ছিলেন।তিনি একজন ওয়াশিং মেশিন। কার ক্ষমতা এই কম সময়ে জন সমুদ্রে পরিনত হয়েছে।২৪ ঘণ্টার নোটিশে এই মিছিল।তাতে এই পরিস্থিতি।শুভেন্দুর তুলনা শেখ সাহাজন এর সাথে তুলনা ----- বিজেপি যাদের দুর্নীতি,তাদের পরে দলে নেবে।তৃণমূল এর লিগ্যাল সেল কোর্টে ------ এটা কোর্টের বিষয় এখনই কিছু বলছিনা।এর সাথে রাজনীতি কিসের।আগুনের ছবি পোস্ট গঙ্গা সাগর মেলায় আগুন --- একটা দুর্ঘটনা হয়েছে সেটা সামাল দেওয়া হয়েছে।আপনাদের কুম্ভ এ অনেক দুর্ঘটনা ঘটেছে।ইডি পিটিশন - মুখ্যমন্ত্রীর যা বলার বলছেন। তল্লাশির নামে তথ্য চুরি ঠেকাতে যা করার করেছেন।দিল্লীতে সাংসদ দের আন্দোলন ----- শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল।পুলিশ শক্তি প্রয়োগ।দুর্ব্যবহার করেছ এটা ঠিক নয়।এরাজ্যে তো হয়না।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ----রাজ্যপালের অভিযোগ - তিনি অভিযোগ করুন।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 09, 2026 07:23:09
0
comment0
Report
NHNantu Hazra
Jan 09, 2026 06:21:38
Salt Lake City, Utah:About 40 to 45 houses succumbed to the fierce fire on Wednesday night. Incident of Nonadanga Matangini Colony of Ward No. 108 under Kolkata Municipality. Residents are trying to find the last piece of property from the ruins. বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত প্রায় ৪০ থেকে ৪৫টি বাড়ি। কলকাতা পৌরসভার অন্তর্গত 108 নম্বর ওয়ার্ডের নোনাডাঙ্গা মাতঙ্গিনী কলোনির ঘটনা। ধ্বংসাবশেষ থেকে শেষ সম্বল টুকু খুঁজে বের করার চেষ্টা করছে এখানকার বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের নোনাডাঙ্গা মাতঙ্গিনী কলোনি বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪০ থেকে ৪৫টি বাড়ি পুরোপুরি পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ। আগুন লাগার ফলে এখানকার বাসিন্দারা নিজেদের পরিবারের সদস্যকে নিয়ে শুধুমাত্র বেরিয়ে যেতে পেরেছে বাকি কিছু নিয়ে বেরোতে পারেননি। বৃহস্পতিবার সকাল থেকেই সেই ধ্বংসাবশেষ থেকে শেষ সম্বল টুকু খুঁজে কিছু পাওয়া যায় কিনা তারই চেষ্টা করছেন বাসিন্দারা। আসবাবপত্র থেকে দরকারী নদী বাচ্চাদের বই সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। কাউন্সিলর এর দাবি তাদেরকে পাশে একটি কমিউনিটি সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে , খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা করা হয়েছে। এখানে নতুন করে তাদেরকে ঘর করে দেওয়া হবে। এবং সরকারের সাথে আলোচনা করে তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি। সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলেই তার দাবি।
0
comment0
Report
Advertisement
Back to top