Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ढाका समेत देश के कई जिलों में भूकंप, बच्चों सहित पांच की मौत
PMPiyali Mitra
Nov 21, 2025 10:02:15
Kolkata, West Bengal
ঢাকা, নভেম্বর ২১, ২০২৫: ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন।
212
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 21, 2025 10:31:43
Kolkata, West Bengal:ইসুতে বনগাঁয় সভা ও রোড শো করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুক্রবার দুপুরে বনগাঁ জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এর সঙ্গে তিনি বৈঠক করেন ৷ এরপরই বিশ্বজিৎ বাবু সাংবাদিক সম্মেলন করে জানান মঙ্গলবার দুপুরে প্রথমে বনগাঁ নীল দর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। এদিন বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ প্রতাপগড় মাঠ ও বনগাঁ স্টেডিয়াম মাঠ পরিদর্শন করে। SIR ইসুতে মতুয়াগর বনগাঁ জুড়ে বেশিরভাগ উদ্বাস্তু মানুষ থাকায় তারা বিভ্রান্ত তাদের জন্যই মুখ্যমন্ত্রী বনগাঁয় আসেবেন বলে জানান নেতৃত্বরা ।
178
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 21, 2025 10:31:29
Kolkata, West Bengal:অ্যাডিশনাল বি এল ও বিজেপি কর্মী, বাড়ি নিয়ে যাচ্ছে এস আই আর ফর্ম, দমদমে চাঞ্চল্য। দমদম বিধানসভার ১৮নং বুথের অ্যাডিশনাল বি এল ও বাড়ি নিয়ে যাচ্ছে এসআইআর ফর্ম। তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো দমদমের ২নং এয়ারপোর্ট অঞ্চলে। অভিযোগ, ওই অ্যাডিশনাল বি এল ও বিজেপি কর্মী কোন বি এল এ ২-কে না জানিয়ে ফর্ম বাড়ি নিয়ে যাচ্ছে। এই নিয়ে এদিন প্রতিবাদ জানায় তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি, কাউকে না জানিয়ে ফর্ম নিয়ে যাচ্ছে অ্যাডিশনাল বি এল ও। ইমনিতেই ১০০ ফর্ম বাড়ি নিয়ে চলে গিয়েছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ না করেই ক্লাবে বসে চলছে ফর্ম সংগ্রহের কাজ। বয়স্ক লোকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাদের ফর্ম নেওয়া হচ্ছে না। যদিও ওই এডিশনাল বি এল ও কোন দলের কর্মী নয় বলেই নিজেকে দাবি করে। তীব্র চাঞ্চল্য ছাড়ায় ওই অঞ্চলে。
146
comment0
Report
MMManoj Mondal
Nov 21, 2025 10:30:53
Kolkata, West Bengal:কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার অস্থির পরিস্থিতি। পৌর প্রধান গোপাল শেঠকে দলীয় নির্দেশে পদত্যাগ করতে বলা হলেও তিনি পদত্যাগ না করায় বনগাঁ সাংগঠনিক জেলায় কাউন্সিলর দের নিয়ে মিটিং এরপর অনাস্থা । অনাস্থায় সম্মতি না দেওয়া ছয় কাউন্সিলের বাড়িতে রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে । এই পরিস্থিতির মধ্যে নাগরিক পরিষেবা নিয়ে সরব হলেন বিজেপি নেতা দেবদাস মন্ডল। দেবদাস বাবু বলেন পৌরসভার বর্তমান যে পরিস্থিতি নিজেদের মধ্যে ব্যবসা নিয়ে ভাগাভাগি, টাকার ভাগাভাগি এরমধ্যে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আর কয়েকদিন দেখব। পরিস্থিতি স্বাভাবিক না হলে রাস্তায় নামবো এবং পৌরসভার সামনে ধরনা দেব।
82
comment0
Report
AGAyan Ghosal
Nov 21, 2025 10:05:15
Kolkata, West Bengal:६ दिसंबर बाबरी मस्जिद दिवस में तृणमूल कांग्रेस कोलकाता की गांधी मूर्ति के सामने हर साल की तरह इस साल भी यूनिटी दिवस (sanhati diwas) मनाएगा। २६ की विधासभा चुनाव से पहले इस बार इस इवेंट को बहुत ही अहमियत दिया जा रहा है। क्यूंकि इस आई आर के माहौल में बंगाल के मुसलमान डरे हुए हैं। और बाबरी मस्जिद की तबाही उनके लिए आज भी एक सेंटीमेंटल इसू माना जाता है। इस तरह का आरोप भी सामने आया है जहां बांग्लादेशी घुसपैठियों को सत्ताधारी तृणमूल द्वारा आधार और रेशन कार्ड देके उनको बंगाल में सेटल होने दिया गया। हालांकि अब उनमें से कही लोग बांग्लादेश पलायन करने की कगार में हैं। राज्य के मंत्री और तृणमूल कांग्रेस की सीनियर नेता जो कि बहुत प्रभावशाली माइनॉरिटी नेता भी माने जाते हैं उस फिरहद बॉबी हकीम को जब जी मिडिया इस बार की एकता दिवस के बारे में सवाल पूछा तो ये जवाब देने से मुकर गए। हाला की पश्चिम बंगाल तृणमूल के अहम मुखपत्र अरूप चक्रवर्ती ने बताया कि न केवल मुसलमान बल्कि इस आई आर बांग्लादेश के आए हुए हिंदू शरणार्थी पर भी भारी पड़ेगा। बंगाल की मिट्टी हिंदू मुस्लिम सिख ईसाई सबके लिए हे। यही संदेश ६ तारीख को एकता दिवस प्रोग्राम में आए हुए लोगों को बताया जाएगा। समावेश की आयोजन हर साल पश्चिम बंगाल तृणमूल माइनॉरिटी सेल करते हे। इस बार ज्यादा लोक आएंगे इसको ध्यान में रखते हुए तृणमूल यूबा मोर्चा को भी माइनॉरिटी सेल के साथ इस आयोजन में जुड़ा गया।
119
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 21, 2025 10:04:57
Kolkata, West Bengal:দমকলকর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করল বিচারপতি জে.কে মহেশ্বরীর বেঞ্চ। ২০১৯ সালে রাজ্য জুড়ে Auxilury Fire Operator পদে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ করা হয়। জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বীরভূমে প্রায় ২৮ জন নিযুক্ত হন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের চ্যালেঞ্জ করে মামলা হয় SAT - এ. সেখান থেকে মামলা গড়ায় হাইকোর্টে। ২০২৩ সালে ২৮ জনের নিয়োগ খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এই নির্দেশ।
110
comment0
Report
CDChittaranjan Das
Nov 21, 2025 10:04:39
89
comment0
Report
ASAyan Sharma
Nov 21, 2025 10:03:27
Kolkata, West Bengal:পাঁশকুড়ার সুপার স্পেশালিটি ছায়া এবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। রাত হলেই হাসপাতালের মধ্যে কু প্রস্তাব মহিলা सुरक्षा রক্ষীদের। জি ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে বিস্ফোরক বয়ান এক মহিলা নিরাপত্তা রক্ষীর। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ। আইন আইনের পথে চলবে,অভিযোগ প্রমাণিত হলে, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে কড়া ব্যবস্থার হুশিয়ারি অধ্যক্ষের। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থ প্রতীম প্রধান। জানান আইন ,আইনের পথে চলবে। অভিযোগ এখনো আমার কাছে আসেনি,অভিযোগ সত্যি হলে হলে কেউ ছাড় পাবে না।
124
comment0
Report
ASAyan Sharma
Nov 21, 2025 10:03:08
121
comment0
Report
Advertisement
Back to top