Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में राज्य की स्थिति और चुनाव का आगाज: आम लोग क्या बोले?

MMManoranjan Mishra
Nov 21, 2025 10:32:09
Purulia, West Bengal
পুরুলিয়া : রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনের হাল নিয়ে সাধারন মানুষের বক্তব্য। বাইট: ১) তাপস মণ্ডল (শিক্ষক) ২) সজল মাহাতো (সমাজসেবী) ৩) সুস্মিতা মাহাতো (আশাকর্মী) ৪) নয়নতারা মাহাতো (বিশ্ববিদ্যালয় পাশআউট) ৫) জিতেন বাউরি (মোটর মেকানিক)
182
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Nov 21, 2025 12:15:53
Baruipur, West Bengal:শওকত মোল্লার কথায় কেউ মিটিং মিছিলে যাবেন না। ও দলের কেউ না, পুলিশ গার্ড না করলে এক সেকেন্ড থাকার ক্ষমতা নেই ভাঙ্গড়ে, শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। ভাঙড়ে রাজনৈতিক উত্তাপ আরও একবার চড়ল। বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম শুক্রবার নতুনহাট বাজারে নিজের বাড়ির সংলগ্ন এলাকায় একটি চা–চক্রে অংশ নিয়ে শওকত মোল্লাকে কড়া হুঁশিয়ারি দেন। তার বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন—তৃণমূল কংগ্রেসে ‘অবজারভার’ নামে কোনও পদ নেই। তাই শওকত মোল্লা দলের কেউ নন। অবজারভারের নাম করে ভাঙড়ে জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন ও তোলাবাজি করছেন। তাই সওকাতের কথায় মিটিং–মিছিলে কেউ যাবেন না। পুলিশ যদি গার্ড না করে বা দায়িত্ব না নেয়, তাহলে ভাঙড়ে এক সেকেন্ডও থাকার ক্ষমতা নেই শওকতের।” অন্যদিকে, শওকত মোল্লার ঘনিষ্ঠ তথা ভাঙড় ১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মদক্ষ তৃণমূল নেতা আহসান মোল্লা পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, “আরাবুল ইসলাম পচা মাল বলেই দল ওঁকে বহিষ্কার করেছে। তোলাবাজির অভিযোগে তিনি জেল খেটেছেন। তাঁর কথার আর কোনও দাম নেই। ভাঙড়ে আরাবুলের রাজনীতি শেষ।” দু’পক্ষের এমন তীব্র মন্তব্যে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে ভাঙড়ে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 21, 2025 12:05:41
Barrackpore, Kolkata, West Bengal:এস আই আর এর কারনে আত্মহত্যা চেষ্টা করা অশোক কুমার সর্দারের বাড়ি তে দেখা করলেন বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপধ্যায়। তার দাবি কি কারনে দু বছরের প্রক্রিয়া দু মাসে করা হচ্ছে। লোকসভার ফুটেও তো এই ভোটার দিয়েই ভোট হয়েছিল। জিতে আসার পরে মনে পড়ল পাল্টাতে হবে। এটা বিহার নয় এটা বাংলা。 বরানগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার সরদার, sir আতঙ্কে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভাগ্যের সহযোগিতায় তিনি প্রাণে বেঁচে যান。 বর্তমানে তার দুটি বা বাদ হয়ে গিয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন আরজিকর হাসপাতালে。 আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে এসে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন বরানগর বিধানসভার এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা。 সমস্ত রকম অভাব অভিযোগ শুনলেন পরিবারের。
106
comment0
Report
PDPradyut Das
Nov 21, 2025 12:03:35
Jalpaiguri, West Bengal:দিন-দুপুরে নির্ভয়ে বালি মাফিয়ারা চালিয়ে যাচ্ছে অবৈধ বালি পাচার চক্র। অভিযান চলছে বলে জানান ময়নাগুড়ির বি এল আর ও। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। বারংবার ক্যামেরা উঠে আসছে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের আলোয় নির্ভয়ে বালি মাফিয়াদের অবৈধ বালি পাচার। বারংবার প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালি পাচার বন্ধের নির্দেশ দিলেও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই দিবালকে চলছে অবৈধ বালি পাচার। প্রশাসন কি তাহলে বালি মাফিয়াদের অবৈধ বালি পাচার চক্র বন্ধ করতে ব্যর্থ হচ্ছে বারংবার। নাকি চোখেই পড়ছে না প্রশাসনের? ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এই অবৈধ বালি পাচারের রমরমা কারবার বলে অভিযোগ। যেমন জল্পেশ, মাধবডাঙ্গা ১, মাধবডাঙ্গা ২, রাজারহাট, পুটিমারি, পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর, ছোট দমহনি, বালাসন সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায়। বিশেষ করে জল্পেশ এলাকাতেই সবচেয়ে বেশি চলছে অবৈধ বালি পাচার চক্র। শুধু অবৈধ বালি উত্তোলনই নয় জর্দা নদী থেকে অবৈধভাবে পাথরও উত্তোলন চলছে। যদিও এ ব্যাপারে কিছু অবৈধ বালি ও পাথর তোলা এক ব্যক্তি তার নিজের দোষ স্বীকার করে নিলেন এই বিষয়ে। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি বি এল আর ও, ভিক্টর সাহা বলেন, বিষয়টি আপনাদের কাছে শুনলাম আমরা দ্রুত ওইসব এলাকায় আমাদের কর্মীদের পাঠাচ্ছি। সেই সঙ্গে যে সকল ব্যক্তি বেআইনিভাবে বালি ও পাথর উত্তোলন করছে নদী থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। যদিও তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। এই বিষয়ে এলাকার বাসিন্দারা, এবং বালি মাফিয়ারা কি বললেন শুনে নেওয়া যাওয়া যাক। বাইট:- স্থানীয় বাসিন্দা। বাইট:- বেআইনি বালি ও পাথর চক্রের পক্ষে।
79
comment0
Report
MMManoj Mondal
Nov 21, 2025 10:31:43
Kolkata, West Bengal:ইসুতে বনগাঁয় সভা ও রোড শো করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুক্রবার দুপুরে বনগাঁ জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এর সঙ্গে তিনি বৈঠক করেন ৷ এরপরই বিশ্বজিৎ বাবু সাংবাদিক সম্মেলন করে জানান মঙ্গলবার দুপুরে প্রথমে বনগাঁ নীল দর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। এদিন বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ প্রতাপগড় মাঠ ও বনগাঁ স্টেডিয়াম মাঠ পরিদর্শন করে। SIR ইসুতে মতুয়াগর বনগাঁ জুড়ে বেশিরভাগ উদ্বাস্তু মানুষ থাকায় তারা বিভ্রান্ত তাদের জন্যই মুখ্যমন্ত্রী বনগাঁয় আসেবেন বলে জানান নেতৃত্বরা ।
178
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 21, 2025 10:31:29
Kolkata, West Bengal:অ্যাডিশনাল বি এল ও বিজেপি কর্মী, বাড়ি নিয়ে যাচ্ছে এস আই আর ফর্ম, দমদমে চাঞ্চল্য। দমদম বিধানসভার ১৮নং বুথের অ্যাডিশনাল বি এল ও বাড়ি নিয়ে যাচ্ছে এসআইআর ফর্ম। তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো দমদমের ২নং এয়ারপোর্ট অঞ্চলে। অভিযোগ, ওই অ্যাডিশনাল বি এল ও বিজেপি কর্মী কোন বি এল এ ২-কে না জানিয়ে ফর্ম বাড়ি নিয়ে যাচ্ছে। এই নিয়ে এদিন প্রতিবাদ জানায় তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি, কাউকে না জানিয়ে ফর্ম নিয়ে যাচ্ছে অ্যাডিশনাল বি এল ও। ইমনিতেই ১০০ ফর্ম বাড়ি নিয়ে চলে গিয়েছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ না করেই ক্লাবে বসে চলছে ফর্ম সংগ্রহের কাজ। বয়স্ক লোকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাদের ফর্ম নেওয়া হচ্ছে না। যদিও ওই এডিশনাল বি এল ও কোন দলের কর্মী নয় বলেই নিজেকে দাবি করে। তীব্র চাঞ্চল্য ছাড়ায় ওই অঞ্চলে。
151
comment0
Report
MMManoj Mondal
Nov 21, 2025 10:30:53
Kolkata, West Bengal:কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার অস্থির পরিস্থিতি। পৌর প্রধান গোপাল শেঠকে দলীয় নির্দেশে পদত্যাগ করতে বলা হলেও তিনি পদত্যাগ না করায় বনগাঁ সাংগঠনিক জেলায় কাউন্সিলর দের নিয়ে মিটিং এরপর অনাস্থা । অনাস্থায় সম্মতি না দেওয়া ছয় কাউন্সিলের বাড়িতে রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে । এই পরিস্থিতির মধ্যে নাগরিক পরিষেবা নিয়ে সরব হলেন বিজেপি নেতা দেবদাস মন্ডল। দেবদাস বাবু বলেন পৌরসভার বর্তমান যে পরিস্থিতি নিজেদের মধ্যে ব্যবসা নিয়ে ভাগাভাগি, টাকার ভাগাভাগি এরমধ্যে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আর কয়েকদিন দেখব। পরিস্থিতি স্বাভাবিক না হলে রাস্তায় নামবো এবং পৌরসভার সামনে ধরনা দেব।
153
comment0
Report
AGAyan Ghosal
Nov 21, 2025 10:05:15
Kolkata, West Bengal:६ दिसंबर बाबरी मस्जिद दिवस में तृणमूल कांग्रेस कोलकाता की गांधी मूर्ति के सामने हर साल की तरह इस साल भी यूनिटी दिवस (sanhati diwas) मनाएगा। २६ की विधासभा चुनाव से पहले इस बार इस इवेंट को बहुत ही अहमियत दिया जा रहा है। क्यूंकि इस आई आर के माहौल में बंगाल के मुसलमान डरे हुए हैं। और बाबरी मस्जिद की तबाही उनके लिए आज भी एक सेंटीमेंटल इसू माना जाता है। इस तरह का आरोप भी सामने आया है जहां बांग्लादेशी घुसपैठियों को सत्ताधारी तृणमूल द्वारा आधार और रेशन कार्ड देके उनको बंगाल में सेटल होने दिया गया। हालांकि अब उनमें से कही लोग बांग्लादेश पलायन करने की कगार में हैं। राज्य के मंत्री और तृणमूल कांग्रेस की सीनियर नेता जो कि बहुत प्रभावशाली माइनॉरिटी नेता भी माने जाते हैं उस फिरहद बॉबी हकीम को जब जी मिडिया इस बार की एकता दिवस के बारे में सवाल पूछा तो ये जवाब देने से मुकर गए। हाला की पश्चिम बंगाल तृणमूल के अहम मुखपत्र अरूप चक्रवर्ती ने बताया कि न केवल मुसलमान बल्कि इस आई आर बांग्लादेश के आए हुए हिंदू शरणार्थी पर भी भारी पड़ेगा। बंगाल की मिट्टी हिंदू मुस्लिम सिख ईसाई सबके लिए हे। यही संदेश ६ तारीख को एकता दिवस प्रोग्राम में आए हुए लोगों को बताया जाएगा। समावेश की आयोजन हर साल पश्चिम बंगाल तृणमूल माइनॉरिटी सेल करते हे। इस बार ज्यादा लोक आएंगे इसको ध्यान में रखते हुए तृणमूल यूबा मोर्चा को भी माइनॉरिटी सेल के साथ इस आयोजन में जुड़ा गया।
186
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 21, 2025 10:04:57
Kolkata, West Bengal:দমকলকর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করল বিচারপতি জে.কে মহেশ্বরীর বেঞ্চ। ২০১৯ সালে রাজ্য জুড়ে Auxilury Fire Operator পদে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ করা হয়। জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বীরভূমে প্রায় ২৮ জন নিযুক্ত হন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের চ্যালেঞ্জ করে মামলা হয় SAT - এ. সেখান থেকে মামলা গড়ায় হাইকোর্টে। ২০২৩ সালে ২৮ জনের নিয়োগ খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এই নির্দেশ।
110
comment0
Report
Advertisement
Back to top