Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
डोनाल्ड ट्रंप: इजराइल-हामास Peace Plan के पहले चरण पर सहमति, सभी बंधक जल्द रिहा
PDProvat Deshi
Oct 09, 2025 02:03:59
Kolkata, West Bengal
US President Donald J Trump posts, "I am very proud to announce that Israel and Hamas have both signed off on the first phase of our Peace Plan. This means that ALL of the hostages will be released very soon, and Israel will withdraw their troops to an agreed-upon line as the first steps toward a strong, durable, and everlasting peace..."
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 09, 2025 05:02:43
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাহায্যে রাজ্যজুড়ে অর্থ এবং ত্রাণ সংগ্রহের ডাক দিয়েছে সিপিআই(এম)। এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণারও দাবি জানিয়েছে সিপিআই(এম)। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর গোলঘুমটি এলাকায় বন্যা কবলিত মানুষগুলির জন্য অর্থ সংগ্রহে নামে সিপিআই(এম) কর্মীরা। বিপর্যয়গ্রস্ত মানুষগুলির help-এ সাধারণ মানুষ ব্যাপকভাবে অর্থ সংগ্রহ করে সাড়া দিয়েছেন। জলপাইগুড়ি শহর লাগলো গোলঘুমটি পালপাড়া এলাকায় মালতি দে সরকার তার সঞ্চিত সমস্ত অর্থ বন্যা দুর্গতদের দান করেছেন। বহু মানুষ বাড়ি থেকে বের হয়ে অর্থ সংগ্রহে সাহায্য করেছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাংগুলি, বিশ্বজিৎ মোহন্ত, রাজু বল, সুরজ দাস, উদয় শংকর সরকার, সুবরন সরকার প্রমুখ। চৌরঙ্গী মোড়, গৌরীকোন, গোল ঘুমটি, কুমারপাড়া, পালপাড়া এলাকায় অর্থ সংগ্রহ হচ্ছে। আগামী কয়েকদিন জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় এই অর্থ সংগ্রহ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশيس সরকার। সংগৃহীত অর্থ জলপাইগুড়ি জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা এবং বানারহাট ব্লকের বিপর্যয়গ্রস্ত মানুষের সাহায্যে খরচ হবে বলে জানিয়েছেন তিনি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 09, 2025 05:01:55
Basirhat, West Bengal:হিংলগঞ্জ ব্লকের হেমনগরের রায়মঙ্গল নদীর প্রায় চারশো ফুট ধসে যাওয়া নদীবাঁধ মেরামতি করল প্রশাসন। পূর্ণিমার ভরা কোটালে রাতে উত্তর ২৪ পরগণার হিংলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলের হেমনগর কোস্টাল থানার সংলগ্ন হরি বাড়ি খেয়া ঘাট এলাকায় রায় মঙ্গল নদীর প্রায় চারশো ফুট মাটির বাঁধে ব্যাপক ধস নামে। যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কিত, হয়ে পড়ে গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে যায় হিংলগঞ্জ থানার পুলিস ও প্রশাসনিক কর্তারা। রাতে মাইকিং করে সতর্ক করা হয় নদী তীরবর্তী গ্রামবাসীদের। ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে জমি থেকে মাটি তুলে ধসে যাওয়া নদী বাঁধ মেরামতি করে প্রশাসন।
0
comment0
Report
ABArup Basak
Oct 09, 2025 04:50:19
Mal Bazar, West Bengal:शনি ও রবিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরাকাটার বিভিন্ন এলাকা। কিছু কিছু পরিবারের খাবারের সমস্যা দেখা দিয়েছে। তাই প্রশাসনের উদ্যোগে ক্ষতিগৃহspers্তদের রান্না করে খাওয়ানো হচ্ছে। নাগরাকাটার লুকসান গ্রাম پঞ্চায়েতের বন্যায় ক্ষতিগ্রস্ত परिवारগুলিকে কমিউনিটি রান্নাঘরের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে। এই এলাকায় প্রায় ৮০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়িতে খাদ্য সংকট দেখা দিলেও হয়েছে। प्रशासन ত্রাণ সরবরাহ করছে। কয়েকদিন চলবে এই খাবার সরবরাহের ব্যাবস্থা। প্রতিদিন দুবেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাওয়ানো হচ্ছে। বাইট ১) ক্ষতিগ্রস্ত পরিবার আবেদা খাতুন।
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 04:34:55
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি ময়নাগুড়ি বন্যা ফলোআপ । SIR আতঙ্কের মাঝেই, বন্যায় জলে ভেসে গেছে সমস্ত জরুরী নথি। নথি ফিরিয়ে দিতে দুয়ারে ক্যাম। প্রশাসনের তরফে ময়নাগুড়ি চারের বাড়ি বেদগারা এলাকায় Lost Document ক্যাম্পে খোদ জয়েন বিডিও। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, রামসাই এবং ময়নাগুড়ির চারের বাড়ি, বেদগারা সহ বিভিন্ন এলাকা এবার প্রবল বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত বললে ভুল হবে—বাড়িঘর, জমিজমা, এমনকি জরুরি নথিপত্রও ভেসে গেছে খরস্রোতা জলঢাকা নদীর স্রোতে। কোথাও কোথাও গ্রামের অস্তিত্বই প্রায় মুছে গেছে। এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার একাধিক দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবুও এলাকার মানুষরা চরম সমস্যায় পড়েছেন, কারণ তাঁদের ভোটার কার্ড, আধার, জমির কাগজ, ব্যাংক পাসবুক—সবই হারিয়ে গেছে বন্যার জলে। এই সমস্যার সমাধান করতে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ ‘Lost Document’ কেন্দ্র। প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় এই কেন্দ্রের মাধ্যমে মানুষ তাঁদের হারিয়ে যাওয়া নথি পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। কেবল নিজের নাম, ঠিকানা ও হারিয়ে যাওয়া নথির বিবরণ জমা দিলেই, সরকার সেই সমস্ত কাগজপত্র পুনরায় তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে দুটি হেল্পলাইন নম্বর — 790810175 এবং 7797863700 এই নম্বরে ফোন করে নাগরিকরা জানতে পারবেন কেন্দ্র কোথায় বসছে এবং কীভাবে আবেদন করতে হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে আশার আলো দেখছেন বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলি। প্রশাসনের বার্তা — “চিন্তা নয়, পাশে আছে সরকার।”
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 09, 2025 04:34:24
Barrackpore, Kolkata, West Bengal:শিয়ালদহ মেন শাখায় নৈহাটি স্টেশানে ১০০ কেজি গাজা উদ্ধার করলো GRP, গ্রেফতার চার, যাত্রী সেজে টুরিস্ট ব্যাগে এতো পরিমান গাজা পাচার নজির বিহীন ঘটনা শিয়ালদহ মেন শাখায় নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার এক কুন্টাল গাজা!! গ্রেফতার চারজন।যাত্রী সেজে টুরিস্ট ব্যাগে করে গাজা নিয়ে ট্রেন ধরবার স্টেশানে দাড়িয়ে ছিলো চার যুবক। যুবকদের আচরনের সন্দেহ হয় নৈহাটীর GRP ইর।এরপর জিজ্ঞাসাবাদ শুরু হতেই একজন পালাবার চেস্টা করে ব্যাগ রেখেই।তখন কর্তব্যরত GRP পুলিশরা সবাই ওই চারজন কেই ধরে ফেলে।এরপর ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। নদিয়া যাচ্ছিলো এই বিপুল পরিমাণ গাজা পুলিশ সূত্রের খবর। তবে ধৃতরা সবাই নিউ ব্যারাকপুরের বাসিন্দা।পুলিশ সূত্রর খবর ধৃতদের মধ্যে দুইজন আন্তঃরাজ্য মাদক পাচারকারী। এদের এই গাজার র‍্যাকেট কতো দূর বিস্তৃত তার খোজ চালাচ্ছে রেল পুলিশ।তবেও এতো পরিমান গাজা পাচার শিয়ালদহ মেন শাখায় নজীর বিহীন ঘটনা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 04:34:08
Jalpaiguri, West Bengal:जलपाईगुड़ि जिले के मयागुड़ी, अमगुरी, रामसाय और बेड़ग excavation? क्षेत्र सहित विविध इलाकों में भीषण बाढ़ ने भारी नुकसान किया है। घर‑जमीन के साथ‑साथ मतदान कार्ड, आधार, जमीन‑कागज, बैंक पासबुक जैसे जरूरी दस्तावेज जलधारा में डूब गए हैं। इस समस्या के समाधान के लिए जिला प्रशासन ने ‘Lost Document’ केंद्र शुरू किया है ताकि प्रभावित लोग अपने गुमशुदा दस्तावेज़ دوبارہ बनवा सकें। हर क्षेत्र में केंद्र के जरिए आवेदन संभव है। आवेदक केवल अपना नाम, पता और गुम दस्तावेज़ का विवरण दें— सरकार उन कागजातों को पुनः तैयार करेगी। केंद्र से संपर्क के लिए दो हेल्पलाइन नंबर दिए गए हैं: 790810175 और 7797863700. सरकार के इस कदम से बाढ़ से पीड़ित परिवारों को एक नई उम्मीद मिली है। रिपोर्ट‑ प्रद्युत दास (मयागुड़ी, जलपाईगुड़ी)
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 09, 2025 04:17:08
Barrackpore, Kolkata, West Bengal:খরদহে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ्व, দলীয় বিষয়ে ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় সিপিএম নেতা hand আক্রান্ত সিপিএম কর্মী, আতঙ্কে সিপিএম কর্মী, পলাতক অভিযুক্ত নেতা সিপিএম দলের মধ্যে দলের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম নেতা উত্তম বনিক। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার প্রতিবাদ করেছিল সিপিএম কর্মী তথা পার্টির সদস্য সৌমಿತ್ರ আচার্য্য। আর তার প্রতিবাদ করায় সিপিএম নেতা উত্তম বনিকের দলবল মারধর করল সিপিএম কর্মী সৌমিত্রকে। সিপিএম কর্মীকে বাড়ির সামনে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করল। অল্পের জন্য রক্ষা পেল সিপিএম কর্মীর চোখ। ঘটনার কেন্দ্র করে ফের দেখা দিল সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাকে ঘিরে চরম আতঙ্কে রয়েছে আক্রান্ত সিপিএম কর্মী। অভিযুক্ত সিপিএম নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে রহড়া থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিপিএম নেতা উত্তম বনিক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 09, 2025 03:52:56
Dinajpur, Rangpur Division:আবারও বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটাল এর নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন গভীর রাতে হাসপাতালে ফিমেল ওয়ার্ডে ঢুকে গেল নেশাগ্রস্থ দুই মহিলা এবং তাদের বিরুদ্ধে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার অভিযোগ আর এরপরেই রোগীর আত্মীয়রা ক্ষোভ ফেটে পড়েন হাসপাতাল চত্বরে। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে মহিলা ওয়ার্ডে ঢুকে পড়া নেশাগ্রস্থ দুই মহিলার বিরুদ্ধে। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে বালুরঘাট থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিল। ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ। তবে এখন পর্যন্ত এনিয়ে জেলা হাসপাতালে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই হাসপাতালে তরফে জানানো হয়েছে। পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
0
comment0
Report
MDMritunjay Das
Oct 09, 2025 03:51:24
Bankura, West Bengal:কর্মীরা নয়, দলের অন্দরে বিভাজন আমরা করি দলের বিজয়া সম্মেলনে নেতাদের মধ্যে গোষ্ঠীদ्वন্দের কথা স্বীকার করে নির্বাচনের আগে দ্বন্দ মেটানোর কড়া বার্তা তৃনমূল জেলা নেতৃত্বের, কটাক্ষ বিজেপির কর্মীরা নয়, আমরা যারা আজ মঞ্চে বসে আছি বিভাজনটা আমরা করি। তৃনমূলের বিষ্ণুপুর ব্লক নেতৃত্ব ও কর্মীদের বিজয়া সম্মেলনে যোগ দিয়ে এই ভাষাতেই দলের গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়ে দ্বন্দ মেটানোর কড়া বার্তা দিলেন তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। বিজেপির কটাক্ষ ভাগের টাকা কর্মীরা পায় না, তা নেতাদের পকেটে যায়। স্বাভাবিক ভাবেই সেই ভাগ নিয়ে কোন্দল তৃনমূলের নেতারাই করেন। এ কোনো নতুন ঘটনা নয়। দলের গোষ্ঠীকোন্দলে দীর্ঘদিন ধরেই জর্জরিত তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংগঠন। দলীয় পর্যালোচনায় গত বিধানসভা নির্বাচনে ওই সাংগঠনিক জেলার ৬ টি আসনের মধ্যে ৫ টি ও লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন হাতচাড়া হওয়ার পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দের তত্বই উঠে এসেছে। nhưng তারপরেও থেমে নেই দলের কোন্দল। কয়েকমাস আগে দলের গোষ্ঠীকোন্দলে সোনামুখীতে খুন হন তৃনমূলের এক বুথ সভাপতি। সামনেই বিধানসভা নির্বাচন। সংগঠনের গোষ্ঠীদ্বন্দ মেটানো এই নির্বাচনের আগে সবথেকে বড় চ্যলেঞ্জ তৃনমূলের কাছে। এবার সেই লক্ষ্যেই খোদ জেলা সভাপতির গলায় শোনা গেল কড়া বার্তা। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাঁর কড়া বার্তা, বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনো বিভাজন নয়, আমাদের একসাথে, একমতে ও একপথে চলতে হবে। তৃনমূলের জেলা সভাপতির এমন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি তৃনমূলের ভাগের টাকা কর্মীরা পায় না। তাই কর্মীদের মধ্যে বিভাজন থাকার কথা নয়। কিন্তু ভাগের টাকা নিয়ে নেতাদের দ্বন্দ প্রবল। যার জেরে খুনোখুনি পর্যন্ত হচ্ছে। আসলে তৃনমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। আর এসব কথা বলে কোনো লাভ নেই।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 09, 2025 03:46:40
Salt Lake City, Utah:Dilip Ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকোপার্ক খগেন মুর্মু এবং শংকর ঘোষ এর ওপর আক্রমণ গ্রেপ্তার ২ বিহারে যদি SIR প্রক্রিয়া সফল ভাবে সম্পূর্ণ হয়। তাহলে পশ্চিমবঙ্গ আরো ভালো ভাবে করতে পারে বার্তাই জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। ত্রিপুরায় পৌঁছল তৃণমূল প্রতিনিধি দল।হুমকি দিয়ে গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিসি বাধার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কার্যালয়ে পৌঁছাতে পারলেন প্রতিনিধ দল। ত্রিপুরায় বাধার মুখে তৃণমূলের প্রতিনিধিরা। কড়া টক্করে ২ মুখ্যমন্ত্রী মানিক সাহা, মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। আমি নিজে যাব, চ্যালেঞ্জ ছুঁড়ে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ রাজ্যপালের!
0
comment0
Report
ABArup Basak
Oct 09, 2025 03:46:06
Mal Bazar, West Bengal:চার দিন পেরিয়ে গেলেও, এখনো সুখানি বস্তির সঙ্গে নাগরাকাটার যোগাযোগ সম্ভব হয়নি... কারণ মূল রাস্তাটি রবিবার ভোরে সুখানী নদীর জলে উড়ে গেছে। সুখানি বস্তির কাছে একটি কার্লভার্ট ও রাস্তা জলের ভাবনায় ভেসে যায়। তারপর থেকে চরম সমস্যায় এই এলাকার মানুষ। রবিবার ভোরে নাগরাকাটায় ভয়াবহ বন্য পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রাম, রাস্তা, সেতু। সেরকমই ক্ষতি হয়েছে সুখানি বস্তিতে যাতায়াতের রাস্তা ও কার্লভার্ট। সুখানী নদীর প্রবল জলপ্রবাহে ভেঙে যায় গ্রামের যাতায়াতের একটি কার্লভার্ট ও রাস্তা। যার ফলে সুখানি গ্রামের মানুষ নদী পেরিয়েই নাগরাকাটায় যাতাযাত করছে। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি ঠিক করা হোক। নদী পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 09, 2025 03:17:37
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 09, 2025 03:16:15
Baruipur, West Bengal:গোসাবায় নদী বাঁধে ধস, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। গোসাবা- প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলি পঞ্চায়েতের হরিতাল নদীবাঁধ ভেঙে লবণাক্ত জল ঢুকে প্লাবিত হল এলাকা। এলাকার মানুষজন চরম আতঙ্কে থাকে। উল্লেখ্য বর্তমানে ভরা কোটাল চলছে। তারপর সামনেই আবার কালিপুজোর ভরা অমাবস্যার কোটাল। এছাড়াও রয়েছে নিন্মচাপের ভ্রুকুটি। চলছে বরষণ। ইতিমধ্যেই এমন দুর্যোগপূর্ণ সময়ে সুন্দরবনের নদীবাঁধে ধস নামে সকালেই। নদীবাঁধে ধস নামায় নদীর লবণাক্ত জল হু হু করে গ্রামের মধ্যে ঢুকে পড়ে চাষের জমি ও পুকুরে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার অসংখ্য ধান ও মাছ চাষীরা। প্লাবিত হয়েছে এলাকা। অনেক বাড়িঘর জলমগ্ন হয়েছে। ঘটনার পর সকাল থেকেই ব্লক প্রশাসনের তরফ থেকে নদীবাঁধ মেরামতির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীতে জোয়ার থাকায় তা সম্ভব হচ্ছে না। নদীতে ভাটা শুরু হলে যুদ্ধকালीन তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজে হাত লাগানো হয় বলে জানা গিয়েছে সেচ দফতর সূত্রে। জানা গিয়েছে আমতলি পঞ্চায়েতের গ্রাম সংলগ্ন এলাকায় বয়ে চলেছে সুন্দরবনের হরিতাল নদী। এইদিন সকালে আচমকা হরিতাল নদীবাঁধ ধস নামতে দেখেন গ্রামের বাসিন্দারা। নদীতে জোয়ার থাকায় নদীর লবণাক্ত জল ঢুকে পড়ে গ্রামের চাষের জমিতে ও পুকুরে। লবনাক্ত জল চাষের জমিতে ঢুকে পড়ায় এলাকার প্রায় কয়েক হাজার বিঘা ধানের জমি নষ্ট হয়েছে বলে দাবী এলাকার চাষীদের। পাশাপাশি পুকুরের মাছও নষ্ট হয়েছে, প্লাবিত হয়েছে বাড়িঘর। ক্যানিং মহকুমা সেচ দফতরের এসডিও শুভজিত দালাল বলেছেন, ‘সুন্দরবনের হরিতাল নদীবাঁধে ধস নামে সকালে। প্রায় ৬০ মিটার ধস নেমে নদীর লবণাক্ত জল গ্রাম ও চাষের জমিতে ঢুকে প্লাবিত হয়েছে। নদীবাঁধ মেরামতের জন্য যুদ্ধকালিন তৎপরতায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
0
comment0
Report
Advertisement
Back to top