Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

विधानसभा चुनाव से पहले विष्णुपुर में गुटबंदी पर तृणमूल का एकजुट रहने का संदेश

MDMritunjay Das
Oct 09, 2025 03:51:24
Bankura, West Bengal
কর্মীরা নয়, দলের অন্দরে বিভাজন আমরা করি দলের বিজয়া সম্মেলনে নেতাদের মধ্যে গোষ্ঠীদ्वন্দের কথা স্বীকার করে নির্বাচনের আগে দ্বন্দ মেটানোর কড়া বার্তা তৃনমূল জেলা নেতৃত্বের, কটাক্ষ বিজেপির কর্মীরা নয়, আমরা যারা আজ মঞ্চে বসে আছি বিভাজনটা আমরা করি। তৃনমূলের বিষ্ণুপুর ব্লক নেতৃত্ব ও কর্মীদের বিজয়া সম্মেলনে যোগ দিয়ে এই ভাষাতেই দলের গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়ে দ্বন্দ মেটানোর কড়া বার্তা দিলেন তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। বিজেপির কটাক্ষ ভাগের টাকা কর্মীরা পায় না, তা নেতাদের পকেটে যায়। স্বাভাবিক ভাবেই সেই ভাগ নিয়ে কোন্দল তৃনমূলের নেতারাই করেন। এ কোনো নতুন ঘটনা নয়। দলের গোষ্ঠীকোন্দলে দীর্ঘদিন ধরেই জর্জরিত তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংগঠন। দলীয় পর্যালোচনায় গত বিধানসভা নির্বাচনে ওই সাংগঠনিক জেলার ৬ টি আসনের মধ্যে ৫ টি ও লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন হাতচাড়া হওয়ার পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দের তত্বই উঠে এসেছে। nhưng তারপরেও থেমে নেই দলের কোন্দল। কয়েকমাস আগে দলের গোষ্ঠীকোন্দলে সোনামুখীতে খুন হন তৃনমূলের এক বুথ সভাপতি। সামনেই বিধানসভা নির্বাচন। সংগঠনের গোষ্ঠীদ্বন্দ মেটানো এই নির্বাচনের আগে সবথেকে বড় চ্যলেঞ্জ তৃনমূলের কাছে। এবার সেই লক্ষ্যেই খোদ জেলা সভাপতির গলায় শোনা গেল কড়া বার্তা। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাঁর কড়া বার্তা, বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনো বিভাজন নয়, আমাদের একসাথে, একমতে ও একপথে চলতে হবে। তৃনমূলের জেলা সভাপতির এমন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি তৃনমূলের ভাগের টাকা কর্মীরা পায় না। তাই কর্মীদের মধ্যে বিভাজন থাকার কথা নয়। কিন্তু ভাগের টাকা নিয়ে নেতাদের দ্বন্দ প্রবল। যার জেরে খুনোখুনি পর্যন্ত হচ্ছে। আসলে তৃনমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। আর এসব কথা বলে কোনো লাভ নেই।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Oct 09, 2025 06:19:28
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 09, 2025 06:19:09
Dinajpur, Rangpur Division:বালুরঘাট হাসপাতালে মর্গে ময়না তদন্তের বিশেষজ্ঞ হিসেবে কাজে মাত্র কয়েক মাস আগে বন্ডে যোগ দেওয়া মহিলা চিকিৎসক লিখিতভাবে hospitala কর্তৃপক্ষকে জানিয়ে হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়াতে চরম বিপাকে পড়েছে hospitala কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষ। গত 26 শে সেপ্টেম্বর hospitala সুপারের কাছে চাকরি করবেন না বলে বালুরঘাট hospitala ছেড়ে দিয়েছেন ওই চিকিৎসক। যদিও ওই চিকিৎসকের আবেদন মঞ্জুর না হতেই, তিনি কাজে আসা বন্ধ করায় hospitala পক্ষ থেকে শোকজও করা হয়েছে। কিন্তু আর কোন উত্তর পাওয়া যাচ্ছে না তার। তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না বলে hospitala কর্তৃপক্ষের দাবি। ফলে ময়না তদন্ত বিভাগটি চালু রাখতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে hospitala কর্তৃপক্ষকে। জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসকদের দিয়ে আপাতত ওই বিভাগটি চালু রাখা হয়েছে। এদিকে ওই চিকিৎসকের এমন অনড় মনের ভাবের কথা, রিপোর্ট আকারে রাজ্য স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন বলে এদিন জানিয়েছেন hospitala সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। বিশেষ করে ওই চিকিৎসক আর যোগাযোগ না রাখায়, তার সময়ের প্রায় শতাধিক ময়নাতদন্তের রিপোর্ট আটকে গিয়েছে। সেই রিপোর্টগুলোর কি হবে তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছে hospitala কর্তৃপক্ষ। সাধারণ মানুষের এই দুর্দশার কথা বিবেচনা করছে না রাজ্য সরকার এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি সমস্ত বিষয়টি সংশ্লিষ্ট মহল অবগত তারা সরকারের কাছে নিশ্চয়ই দাবি জানিয়েছে সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাববে। hospitala ও পুলিস সূত্রে খবর, বালুরঘাট জেলা hospitala-এর মর্গে জেলার বিভিন্ন প্রান্ত의 মৃতদেহ의 ময়নাতদন্ত করা হয়। প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি ময়না তদন্ত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে hospitala-তে ফরেনসিক বিভাগের চিকিৎসক ছিল না। গত জুন মাসে ফরেন্সিক বিভাগের একজন মহিলা চিকিৎসক কাজে যোগ দেন। কিন্তু তিনি দেরিতে মর্গে আসতেন বলে অভিযোগ। আর এই নিয়ে প্রায় প্রতিদিনই মৃতের পরিবারদের সাথে বিক্ষোভের মুখে পড়তে হতো ওই চিকিৎসককে। শুধু তাই নয় ওই চিকিৎসকের গরিমসিতে, তিন মাসে প্রায় শতাধিক ময়না তদন্তের রিপোর্ট ঝুলে রয়েছে, বলে অভিযোগ। আর ওই রিপোর্টের খোঁজে প্রায় প্রতিদিনই বালুরঘাট জেলা hospitala-এ ঘুরে বেড়াচ্ছেন মৃতের আত্মীয় পরিজনরা। বারবার hospitala কর্তৃপক্ষের সতর্ক ও মৃতের পরিজনদের বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে চেয়ে সুপারকে চিঠি দিয়েছেন ওই ময়নাতদন্ত বিশেষজ্ঞ। যদিও সেই আবেদন মঞ্জুর না হতেই ওই চিকিৎসক hospitala-এ আর তার ডিউটি করতে আসছেন না। একদিকে বালুরঘাট hospitala-এ শতাধিক চিকিৎসকের প্রয়োজন হলেও, রয়েছেন মাত্র ৫০ থেকে ৫৫ জন। ফলে চিকিৎসক সংকটে থাকা hospitala কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে। অন্যান্য চিকিৎসকদের দিয়ে কোন রকমে ওই বিভাগটিকে চালু রেখেছে। hospitala সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন,ময়নাতদন্ত বিশেষজ্ঞ ওই চিকিৎসক বন্ডে আমাদের hospitala-এ এসেছিলেন। উনি এখন আর চাকরি করতে চাইছেন না। একটা চিঠি দিয়ে উনি আসা বন্ধ করে দিয়েছেন। আমরা আমরা সমস্ত বিষয়ে রিপোর্ট দিয়ে রাজ্য স্বাস্থ ভবনে পাঠিয়েছি। পাশাপাশি hospitala-এর জন্য চিকিৎসকও চেয়েছি। বাইট ১/ পীযূষ চক্রবর্তী বালুরঘাটের স্থানীয় বাসিন্দা 2/ স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সভাপতি 3/ সুভাষ চাকি জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি 4/ কৃষ্ণেন্দু বিকাশ বাগ hospitala সুপার বালুরঘাট
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 09, 2025 06:18:53
Baruipur, West Bengal:বিজেপি টাকা না দিলে আইএসএফ পার্টি চলবে না,বিজেপির পা চাটা গোলাম আইএসএফ। প্রতিনিয়ত দুই ভাই আব্বাসও নওশাদ কোলাঘাট কাঁথি এমনকি ফুরফুরা শরীফ ও মিটিং করে বিজেপির সাথে বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শাওকত মোল্লা। ভাঙ্গড় বিজয়গঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন। বিজেপির পা চাটা গোলাম আইএসএফ এবং এই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার ভাই আব্বাস সিদ্দিকী তারা প্রতিনিয়ত বিজেপির নেতাদের সাথে মিটিং করছে। কারণ বিজেপি টাকা না দিলে আইএসএফ পার্টি চলবে না, বিজেপি যদি অর্থ না দেয় আইএসএফের পা ফেলার ক্ষমতা নেই বিস্ফোরক অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পাশাপাশি তিনি আরো বলেন বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এভাবে হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক শওকত মোল্লা。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 09, 2025 06:18:38
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 06:18:24
Jalpaiguri, West Bengal:ফ্যাক্টরি গড়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জলের প্যাকেট বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ। কোথাও এখনও গোড়ালির উপর পর্যন্ত কিংবা হাঁটু সমান জল।কিছু জায়গায় জল নেমে যাওয়ার পর থিকথিকে কাদা। সেই পথ পেরিয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছছে পুলিশ। আজ বৃহস্পতিবার জেলাশাসকের দেওয়া কিট পৌঁছে দেওয়া হয় পুলিশ ও प्रशासनনের তরফে। সেই কিটে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই , থালা-বাসন সহ চিঁড়ে, বিস্কুট, বেবিফুড সহ শুকনো খাবার। সেই ত্রাণ সামগ্রী কাঁধে বা মাথায় তুলে হেঁটে দুর্গত এলাকায় পৌঁছচ্ছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা। যেসব গ্রাম এখনও জলবন্দি, সেখানে নৌকায় পৌঁছেỈছেন তাঁরা। ময়নাগুড়ি থানার আইসি বলেন, ব্লকে ২৬টি কমিউনিটি কিচেন চলছে। বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। এখন জল নামতে শুরু করেছে, ফলে দুর্গতরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার সবরকম চেষ্টা চলছে। প্রচুর গবাদি পশু মারা গিয়েছে। সেসব সরানোর কাজ চলছে। ৯০ শতাংশ কাজ আমরা সেরে ফেলেছি। বাকিটাও দু'একদিনের মধ্যে আমরা সেরে ফেলতে পারব বলে মনে করছি। ময়নাগুড়িতে জলের ফ্যাক্টরি গড়ে প্রতিদিন ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দুর্গত এলাকায় জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠাচ্ছে। বানভাসি এলাকায় যাতে কোনওভাবেও ডায়েরিয়া না ছড়ায় সেটা খেয়াল রাখছে স্বাস্থ্য দপ্তর। যেখানে জল নামছে, সেখানে ব্লিচিং ছড়ানো হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 06:18:07
Jalpaiguri, West Bengal:ফ্যাক্টরি গড়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জলের প্যাকেট বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছে ময়নাগুরি থানার পুলিশ। কোথাও এখনও গোড়ালির উপর পর্যন্ত কিংবা হাঁটু সমান জল।কিছু জায়গায় জল নেমে যাওয়ার পর থিকথিকে কাদা। সেই পথ পেরিয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছছে পুলিশ। আজ বৃহস্পতিবার জেলাশাসকের দেওয়া কিট পৌঁছে দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের তরফে। সেই কিটে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই , থালা-বাসন সহ চিঁড়ে, বিস্কুট, বেবিফুড সহ শুকনো খাবার। সেই ত্রাণ সামগ্রী কাঁধে বা মাথায়ে তুলে হেঁটে দুর্গত এলাকায় পৌঁছচ্ছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা। যেসব গ্রাম এখনও জলবন্দি, সেখানে নৌকায় পৌঁছচ্ছেন তাঁরা। ময়নাগুড়ি থানার আইসি বলেন, ব্লকে ২৬টি কমিউনিটি কিচেন চলছে। বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। এখন জল নামতে শুরু করেছে, ফলে দুর্গতরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার সবরকম চেষ্টা চলছে। প্রচুর গবাদি পশু মারা গিয়েছে। সেসব সরানোর কাজ চলছে। ৯০ শতাংশ কাজ আমরা সেরে ফেলেছি। বাকিটাও দু'একদিনের মধ্যে আমরা সেরে ফেলতে পারব বলে মনে করছি। ময়নাগুড়িতে জলের ফ্যাক্টরি গড়ে প্রতিদিন ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দুর্গত এলাকায় জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠাচ্ছে। বানভাসি এলাকায় যাতে কোনওভাবে ডায়েরিয়া না ছড়ায় সেটা খেয়াল রাখছে স্বাস্থ্য দপ্তর। যেখানে জল নামছে, সেখানে ব্লিচিং ছড়ানো হচ্ছে।
0
comment0
Report
EGE GOPI
Oct 09, 2025 05:39:36
Kharagpur, West Bengal:খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয় সড়কের পাশে) বিড়লাদের নবনির্মিত রঙের কারখানার উদ্বোধনী অনুষ্ঠান আপাতত 'স্থগিত' করা হলো। বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওই কারখানা উদ্বোধনের কথা ছিল। সমস্ত প্রস্তুতিও নেওয়া হয়। তবে, অনিবার্য কারণে বৃহস্পতিবারের সেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। ওই অনুষ্ঠান পরে কোন একটি দিনে হবে বলে বিড়লা কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচি আপাতত 'স্থগিত' করা হয়েছে। বৃহস্পতিবার ওই অনুষ্ঠান হচ্ছেনা। পরে বিড়লা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা হবে। উল্লেখ্য যে, উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই উদ্বোধনী অনুষ্ঠান একপ্রকার অনিশ্চিতই ছিল। তবে, মঙ্গলবার দুপুরের পর তা একপ্রকার 'নিশ্চিত' করা হয় বিভিন্ন মহল থেকে। তারপরই কারখানা চত্বর তথা অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। সন্ধ্যা পর্যন্ত একপ্রকার নিশ্চিত ছিল, বৃহস্পতিবারই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। তবে, রাত্রি নাগাদ তা 'বাতিল' করা হয় বলে সূত্রের খবর। যদিও, অনুষ্ঠান বাতিল বা স্থগিত করার সঠিক কারণ এখনও জানা যায়নি। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, "আমরাও খবর পেয়েছি মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আসবেন না। উদ্বোধনী অনুষ্ঠান পরে কোন একদিন হবে। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এমন সিদ্ধান্ত." যদিও, বিজেপি-র তরফে কটাক্ষ করে জেলা সহ-সভাপতি ড. শঙ্করকুমার গুছাইত বলেন, "সাম্প্রতিক নানা কারণে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ওঁর আমলে আর কোন শিল্প-কারখানা হবেনা! সব বিজেপি সরকার ক্ষমতায় এলে হবে।"
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 09, 2025 05:33:48
Ranaghat, West Bengal:কেরল থেকে গহনা সোনা ও টাকা চুরি করে পালিয়ে এসেও মিললো না রেহাই, কেরল পুলিশ এর আবেদনে বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক ও চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলো রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিন আগে রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা তাপস সাহা নামের এক যুবক কেরলে কাজে গিয়ে, এক ব্যক্তির বাড়ী থেকে সোনার গহনা ও টাকা চুরি করে চম্পট দেয়। পরে ওই ব্যক্তি কেরল পুলিসের কাছে অভিযোগ জানালে রানাঘাট পুলিসের সাহায্য চায় কেরল পুলিশ। আর এর পরই বুধবার দুপুরে কেরল পুলিশ রানাঘাটে এলে, রানাঘাট থানার পুলিশ কে সাথে নিয়ে রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এএসআই পিন্টু প্রামানিক একটি বিশেষ দল গঠন করে অভিযান চালায়। ঘটনায় পায়রাডাঙ্গার উকিলনাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে সন্ধান চালিয়ে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয়েছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Oct 09, 2025 05:12:17
Kolkata, West Bengal:উত্তরবঙ্গ সহ জেলাভিত্তিক বর্তমান পরিস্থিতি: *দার্জিলিং* কোন সেফ সেল্টারে কতজন? মিরिकঃ ২৫০ কার্শিয়ং: ৩১ জোড়বাংলো: ৯৭ *রাস্তার পরিস্থিতি* কার্শিয়াং-শিলিগুড়ি: রোহিনী রোড বন্ধ। রাস্তা সারাইয়ের কাজ শুরু মিরিক-শিলিগুড়ি: দুধিয়া রাস্তা বন্ধ *জলপাইগুড়ি* নাগরাকাটা: বিভিন্ন সেফ শেল্টারে রয়েছে ২০০০ লোক রাস্তাঃ ছোটো বড় মিলিয়ে ৫০ টো রাস্তা খতিগ্রস্থ ২৫/২৬ সেতু /কালভার্ট ক্ষতিগ্রস্ত । ১৭ নম্বর জাতীয় সড়কে ছোটো গাড়ির জন‍্য যান চলাচল শুরু হয়েছে *আলিপুরদুয়ার* ১. পরিস্থিতি স্বাভাবিক ২. ⁠জমা জল প্রায় পরিষ্কার ৩. ⁠ খুব কম আশ্রয়কেন্দ্র চালু আছে, যারা কাদা ও ময়লার কারণে রাতে বাড়িতে থাকতে পারছেন না তারা প্রতিদিন সকালে তাদের ঘর পরিষ্কার করে আপাতত সেখানে থাকার জন্য ফিরে যাচ্ছেন। ৪. ⁠ জেলায় কোনও বড় রাস্তা/সেতু ক্ষতিগ্রস্ত হয়নি। শুধুমাত্র কয়েকটি ফরেস্ট সেতু ভেসে গেছে *মালদহ* ৩০টি গ্রামে এখনো জল জমে তার মধ্যে রতুয়ার ১২, বৈষ্ণবনগর ১৬, হরিশচন্দ্রপুর ২। গঙ্গা নদীর জলস্তর কমেছে ॥ কিন্তু ফুলাহার নদীর জলস্তর বেড়েছে *কোচবিহার* সেফ শেল্টারে আরও কেউ নেই। সকলে বাড়ি ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 05:02:43
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাহায্যে রাজ্যজুড়ে অর্থ এবং ত্রাণ সংগ্রহের ডাক দিয়েছে সিপিআই(এম)। এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণারও দাবি জানিয়েছে সিপিআই(এম)। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর গোলঘুমটি এলাকায় বন্যা কবলিত মানুষগুলির জন্য অর্থ সংগ্রহে নামে সিপিআই(এম) কর্মীরা। বিপর্যয়গ্রস্ত মানুষগুলির help-এ সাধারণ মানুষ ব্যাপকভাবে অর্থ সংগ্রহ করে সাড়া দিয়েছেন। জলপাইগুড়ি শহর লাগলো গোলঘুমটি পালপাড়া এলাকায় মালতি দে সরকার তার সঞ্চিত সমস্ত অর্থ বন্যা দুর্গতদের দান করেছেন। বহু মানুষ বাড়ি থেকে বের হয়ে অর্থ সংগ্রহে সাহায্য করেছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাংগুলি, বিশ্বজিৎ মোহন্ত, রাজু বল, সুরজ দাস, উদয় শংকর সরকার, সুবরন সরকার প্রমুখ। চৌরঙ্গী মোড়, গৌরীকোন, গোল ঘুমটি, কুমারপাড়া, পালপাড়া এলাকায় অর্থ সংগ্রহ হচ্ছে। আগামী কয়েকদিন জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় এই অর্থ সংগ্রহ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশيس সরকার। সংগৃহীত অর্থ জলপাইগুড়ি জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা এবং বানারহাট ব্লকের বিপর্যয়গ্রস্ত মানুষের সাহায্যে খরচ হবে বলে জানিয়েছেন তিনি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 09, 2025 05:01:55
Basirhat, West Bengal:হিংলগঞ্জ ব্লকের হেমনগরের রায়মঙ্গল নদীর প্রায় চারশো ফুট ধসে যাওয়া নদীবাঁধ মেরামতি করল প্রশাসন। পূর্ণিমার ভরা কোটালে রাতে উত্তর ২৪ পরগণার হিংলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলের হেমনগর কোস্টাল থানার সংলগ্ন হরি বাড়ি খেয়া ঘাট এলাকায় রায় মঙ্গল নদীর প্রায় চারশো ফুট মাটির বাঁধে ব্যাপক ধস নামে। যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কিত, হয়ে পড়ে গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে যায় হিংলগঞ্জ থানার পুলিস ও প্রশাসনিক কর্তারা। রাতে মাইকিং করে সতর্ক করা হয় নদী তীরবর্তী গ্রামবাসীদের। ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে জমি থেকে মাটি তুলে ধসে যাওয়া নদী বাঁধ মেরামতি করে প্রশাসন।
0
comment0
Report
ABArup Basak
Oct 09, 2025 04:50:19
Mal Bazar, West Bengal:शনি ও রবিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরাকাটার বিভিন্ন এলাকা। কিছু কিছু পরিবারের খাবারের সমস্যা দেখা দিয়েছে। তাই প্রশাসনের উদ্যোগে ক্ষতিগৃহspers্তদের রান্না করে খাওয়ানো হচ্ছে। নাগরাকাটার লুকসান গ্রাম پঞ্চায়েতের বন্যায় ক্ষতিগ্রস্ত परिवारগুলিকে কমিউনিটি রান্নাঘরের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে। এই এলাকায় প্রায় ৮০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়িতে খাদ্য সংকট দেখা দিলেও হয়েছে। प्रशासन ত্রাণ সরবরাহ করছে। কয়েকদিন চলবে এই খাবার সরবরাহের ব্যাবস্থা। প্রতিদিন দুবেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাওয়ানো হচ্ছে। বাইট ১) ক্ষতিগ্রস্ত পরিবার আবেদা খাতুন।
0
comment0
Report
Advertisement
Back to top