Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
विकास भवन के सामने बस दुर्घटना, चार यात्री घायल
AGAyan Ghosal
Nov 08, 2025 03:44:39
Kolkata, West Bengal
বিকাশ ভবনের সামনে বাস দুর্ঘটনা। বসে যাত্রী সংখ্যা কম থাকায় বড় বিপত্তি থেকে রেহাই। বাসের ৪ যাত্রী আহত।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:33:10
Kolkata, West Bengal:आज বিকেলের আবহাওয়া। সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আবহাওয়াবিদ। আলিপুর আবহাওয়া দপ্তর。 #উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু তিন দিনে আরও তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে দাবি আবহাওয়া দপ্তরের। ##শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৬ ডিগ্রি। পুরুলিয়াতে ১৭ ডিগ্রি সেলসিয়াস। মালদাতেও ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ###দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাথ জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। ####দক্ষিণবঙ্গে শীতের আমেজ। খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫/১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে তাপমাত্রা।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 08, 2025 09:32:42
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে চুরি, এক পরিবারের বাড়ি থেকে উধাও লক্ষাধিক টাকার সোনাদানা ও নগদ অর্থ বালুরঘাট, ৮ নভেম্বরঃ বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙ্গা অঞ্চলের বড় রঘুনাথপুর এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৭ নভেম্বর, শুক্রবার গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী এক পাড়ায় অরূপ কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা যায়, ওইদিন রাতে বোল্লা কালীপুজো উপলক্ষে পরিবারের সকলেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে আনুমানিক ৩০ লক্ষ টাকার সোনাদানা, গয়না ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর_pে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর_pা পর্যন্ত চুরি হওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি। এলাকায় ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, চুরি হওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানা_gেছে।
0
comment0
Report
TDTapan Deb
Nov 08, 2025 09:32:09
Alipurduar, West Bengal:ভোটার বা আধার কার্ড না দেখিয়ে মৃতদেহ হাসপাতালে ফেলে চম্পট দিল পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জেলায় হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল জানান গত ৫ নভেম্বর সকালে সঞ্জিদা বিবি হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়। রুগীর অভিভাবক হিসাবে স্বামী জাভেদ আলি ভর্তি করান। ঠিকানা দেয় দমনপুর, ফোন নম্বর দিয়েছিল - ৯২১১৫৩৮০৭৪। ৬ তারিখ রাতে সঞ্জিদা বিবি মারা যান। মৃত্যু's পরে ডেথ সার্টিফিকেটের জন্য মৃতের ভোটার কার্ড বা আধার কার্ড চাইলে মৃতের আত্মীয়রা বাড়িতে যান; কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা না আসায় ফোন করলে ফোনের সুইচ অব শোনায়। পরের দিন সকালে ফোন করলে পরিবার জানান তারা দেহ নেবেন না। এর পর থেকে সুইচ অব হয়ে যায়। ঠিকানা অনুযায়ী তাদের কোন হদিশও পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে এসআইআর এর এই অবহা এদের কাছে কোন পরিচয় পত্র না থাকায় পরিবারের লোক অন্যত্র কোথাও গাঁ ঢাকা দিয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ৭-১৪ দিন পর নিয়ম মেনে পরিচয়হীন দেহ হিসেবে সৎকার করা হবে বলে জানান হাসপাতাল সুপার।
0
comment0
Report
AMAshok Manna
Nov 08, 2025 09:31:47
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 08, 2025 09:21:04
Barrackpore, Kolkata, West Bengal:তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা! বিএলএ নিয়োগে বিভ্রাট জগদ্দলে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন। বিএলও দের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ রা ও। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএলএ দের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল লোকসভার জগদ্দল বিধানসভায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ! জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় ১২৪ নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নাম ই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে। জানিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। আঁতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস। তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে। এই বিষয়ে নিখিল দাস জানান, আমি আগে বিজেপি করতাম। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। কিন্তু কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানিনা। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালো বলেন, এটাই হচ্ছে বিজেপির কাজ। ওদের কোন লোকজন নেই। তাই তৃণমূল কর্মীকেই বিজেপি হিসেবে চিহ্নিত করে নাম পাঠিয়ে দিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওরা ভয় দেখিয়ে চমকিয়ে ওকে তৃণমূল দেখাতে চাইছে। নিখিল দাস ছবি ও সই দিয়ে নিজের নাম বিএলএ হিসাবে নথিভুক্ত করেছে। তাঁর প্রমাণও রয়েছে কমিশনের খাতায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 09:01:46
Chinsurah, West Bengal:পক্ষপাত দুষ্ট বিএলও! সিপিএম বিএলএ'র বাড়িতে বসে গণনা ফর্ম গোছাচ্ছেন। জানতে পেরে ভিডিও করে ফেসবুকে দিলেন তৃনমূল কাউন্সিলর। বৈদ্যবাটির ২০৪ নম্বর বুথের ঘটনা। আজ সকালে চাঁপদানী বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন।সিপিএম বিএলএ সন্দীপদ চ্যাটার্জির বাড়িতে ফর্ম গোছ করছিলেন খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃনমূল কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। তার অভিযোগ নির্বাচন কমিশন নিয gutted.এই বিএলও পক্ষপাত দুষ্ট। এরপরই তিনি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন।ছবিতে দেখা যায় ঘরের মেঝেতে ছড়ানো ফর্ম।বিএলও সেগুলোকে গুছিয়ে ব্যাগে ভরছেন।সিপিএম বিএলএ কেও দেখা যায় মোবাইলে কাউন্সিলের ছবি তুলছেন আর বলছেন চলে যেতে। এবিষয়ে বিএলও রঞ্জনা দত্ত বলেন,আমি সুগারের রুগি।ওনার বাড়িতে বাথরুমে গিয়েছিলাম।বাড়ি অনুযায়ী ফর্ম আমি নিজে গুছিয়ে নিচ্ছিলাম এই টুকুই হয়েছে।এটা কি আমার অপরাধ? সিপিএম এর বিএলএ সন্দীপন চ্যাটার্জি বলেন,যিনি বিএলে আছেন তার সঙ্গে গত চার তারিখ থেকেই একসঙ্গে কাজ করছি আমরা।গতকাল তাকে অনেক ফর্ম দেওয়া হয়েছে।সেগুলো ঠিকমতো গোছানো ছিলনা।সেগুলো গুছিয়ে ব্যাগে ভরছিলেন সেই সময় কাউন্সিলর চলে আসেন।মোবাইলে ছবি তুলে হাউমাউ করে চেঁচামেচি করেন। বিষয়টা নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয়েছে।এখন আর কোন সমস্যা নেই.
0
comment0
Report
PDPradyut Das
Nov 08, 2025 08:42:50
Jalpaiguri, West Bengal:আবহে আতঙ্কে, বেঁচেও মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর। কোন একসময় ভোটের দায়িত্ব পালন করেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই অবসরপ্রাপ্ত বনকর্মীর! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকার দীর্ঘদিনের সরকারি কর্মচারী হিসেবে পরিচিত অনিয়াল রহমান তিনি নিজে জীবনের দীর্ঘ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এর কর্মী ছিলেন তিনি, বর্তমানে অবসরপ্রাপ্ত। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় চরম হতাশায় ভুগছেন অনিয়াল রহমান ও তাঁর পরিবার। বাড়িতে বন্ধ হয়েছে রান্না, যেন দম বন্ধ কর পরিস্থিতি হয়ে রয়েছে পুরো পরিবারের। এই পরিস্থিতিতে মেয়েদের পরিবার ও ভেসে যাবে এই ভেবেই মাথায় হাত অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মচারীর। ইতিমধ্যে আতঙ্কের মধ্যেও একেবারে ফাইল করে রাখা হয়েছে নিজেদের পরিচয় এর যুগ যুগ ধরে চলে আসা কাগজপত্র। কি নেই তাতে, ১৯৫৬ সালে জমির কাগজ থেকে শুরু করে ১৯৬৬ সালের থেকে ভোটার লিস্ট সবকিছুতেই নাম রয়েছে পরিবারের। তবে অদ্ভুতভাবে ২০০২ সালে সরকারি কোয়ার্টারে পরিবারকে রেখে সরকারের কর্মচারী হিসেবে ভোটের ডিউটি পালন করতে গিয়ে পোস্টাল ভোট দিলেও নাম কাটা পড়েছে ষাটোর্ধ্ব এর government's পেনশন ভুক্ত কর্মীর। তবে এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে, তৃণমূল সরকার। তৃণমূলের তরফে বলা হয়েছে সরকারি এই কর্মচারীর আতঙ্কের কোন কিছু নেই বলে আশ্বাস।
2
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 08, 2025 08:41:50
Arambag, West Bengal:আরামবাগঃ০৮ নভেম্বর এবার মৃত্যু নিয়ে রাজনীতি আরামবাগে। তৃনমূলের দাবী এস আই আর আতঙ্কে মারা গেছে। মানুষকে ভুল বোঝাচ্ছে তৃনমূল। বলছে বিজেপি।মৃত্যু কে ঘিরে তুমুল রাজনীতি। আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রভাত দত্ত (৭০) সকালেই অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন ও স্থানীয়রা প্রভাত বাবুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই জল্পনা শুরু হয় আরামবাগে। আর এই খবর পেয়েই মাঠে নামে তৃণমূল। সকালে বলেছিলেন বুকের পাঁজরে একটু ব্যাথা হচ্ছে। ডাক্তার দেখাবো বলে বৌমাকে বলেছিলেন। এস আই আর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে, প্রভাত বাবুর বৌমা রিমা দেবী বলেন "ওই সব কিছুই ব্যাপার নয়"। কাগজপত্র সব ঠিকঠাক ছিল ২০০২ সালেও নাম আছে। ওইসব কোন সমস্যা ছিল না। ভুয়ো খবর। এদিকে, হৃদ রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু কে নিয়ে রাজনীতি। এস আই আর আবহে আরামবাগের মোহনপুরের বাসিন্দা তথা প্রবীন ব্যবসায়ী প্রভাত দত্তের মৃত্যু হয় শনিবার সকালে। আর তার পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা ও কর্মী দের বক্তব্য,এসআইআর আতংক নিয়ে ছিলেন।কয়েকদিন ধরেই টেনসনে ভুগছিলেন।আর সেই কারণে তিনি হঠাৎই হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। যদিও পরিবারের সদস্য, তার ছেলে ও বৌমা বলেন,এসব কোন আতংক নয়।ওটা ভুয়ো খবর। উনি এমনই মারা গেছেন।* তবে এই মৃত্যু নিয়ে তৃণমূল ও বিজেপি উভয়েই ময়দানে নেমে পড়েছে।তৃণমূল নেতারা বলছেন প্রভাত বাবুর মৃত্যু এস আই আর আতংকে। আর বিজেপির নেতৃত্ব বলছেন,কোন আতংক নয়,আতংকের কিছু নেই।উনি মারা গেছেন হৃদ রোগে আক্রান্ত হয়ে। আর যাই হচ্ছে তৃণমূল রাজনীতি করার জন্য এস আই আর এর ওপরে চাপিয়ে দিচ্ছে। পরিবারের লোকের দাবি সকালে গ্যাস অম্বল হয়েছে বলছিল প্রভাত বাবু।এই রাজনীতি কোথাকার জল কোথায় নিয়ে যায় তা এখন দেখার বিষয়।
2
comment0
Report
BBBimal Basu
Nov 08, 2025 08:35:06
3
comment0
Report
AGAyan Ghosal
Nov 08, 2025 08:34:53
Kolkata, West Bengal:বিকেলের আবহাওয়া প্রেস মিট সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া বিজ্ঞানী এই মুহূর্তে একবারে শুষ্ক পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়া রাজ্যে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি নামবে রাতের পারদ। পশ্চিমের জেলায় শ্রীনিকেতন ইতিমধ্যেই ১৫.৮ ডিগ্রিতে পৌঁছে গেছে। কলকাতায় আজ রাতে পারদ নামতে পারে ২০ ডিগ্রিতে। মঙ্গলবারের মধ্যে যা নেমে যেতে পারে ১৭ বা ১৮ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় রাতের পারদ ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে। দার্জিলিং ১০ ডিগ্রি। কালিম্পং ১৬ ডিগ্রি। আজ রাতে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে। টানা ৭ দিন রাজ্য জুড়ে রাতের পারদ স্বাভাবিকের থেকে নিচে থাকবে। দিনের তাপমাত্রা আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় স্বাভাবিকের সামান্য নিচে। সোমবারের পর কলকাতায় তাপমাত্রা ২৮ বা ২৯ ডিগ্রির কাছাকাছি নামবে। পশ্চিমের জেলায় সেই পারদ দিনের বেলায় ২৪ থেকে ২৬ এর মধ্যে ঘোরাফেরা করবে। হঠাৎ করেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া সংলগ্ন এলাকায় কিছু আঞ্চলিক কারণে সম্প্রতি পারদের অতিরিক্ত পতন দেখা যাচ্ছে। এটি আবহাওয়া বিজ্ঞানীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নয়। আঞ্চলিক স্তরে কিছু ভৌগোলিক বা নির্মাণগত পরিবর্তনের কারণে অনেক সময় এরকম ঘটনা ঘটে।
1
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 08, 2025 08:15:23
Rajpur Sonarpur, West Bengal:দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি! পোলঘাট পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলি মোল্লা নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারীর দাবি, এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে—জলাভূমি ভরাট, সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয়ের মতো গুরুতর দুর্নীতি ঘটছে পোলঘাট পঞ্চায়েতে। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ আনেন তিনি। আর সেই অভিযোগ প্রকাশের পর থেকেই তাঁকে variousভাবে ভয় দেখানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারউল হকের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, “সব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ যাতে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করে, সেই দাবি জানাচ্ছি।” পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন, তাকেও হুমকি দেওয়া হচ্ছে কিছু মহলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে এই অভিযোগ ঘিরে। বামনেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, “তৃণমূলের হাল ভালো নয়, এটা তাদের মাথায় রাখা উচিত।” পোলঘাটে দুর্নীতির অভিযোগ এবং পরবর্তী হুমকির ঘটনায় ফের একবার সামনে উঠে এসেছে স্থানীয় প্রশাসন ও রাজনীতির অস্বচ্ছ সম্পর্কের চিত্র। ঘটনায় নজর রাখছে সোনারপুর থানার পুলিশ
2
comment0
Report
Advertisement
Back to top