Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Bhawanipore विधानसभा में सुनवाई जारी, वरिष्ठ नागरिकों पर कमीशन का दबाव दिखा
PCPrabir Chakraborty
Dec 30, 2025 08:54:39
Kolkata, West Bengal
Bhawanipore assembly Chetla boys high school Hearing cholche Lokkhonio aged ra aschen Karor age 81 karor 76 2/3 ghanta ei thandar madhhe bose royechen husband wife. Dujon kei daka hoeche hearing e. Tarao bolchen bari te jadi lok pathato bhalo hoto. Ei el dabi nie commission er opor lagatar chap barachhe tmc. Je senior citizen der bari te jak commission er pratinidhi Vis Byte WT jabe
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Dec 30, 2025 06:52:23
Baruipur, West Bengal:পড়ন্ত আপডেট মহিলা হোমগার্ড খুন কান্ডে অধরা এখনো থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য CANING থানার পুলিশ আবাসনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল থানারই মহিলা হোমগার্ড। ঘটনার পর বেপাত্তা হয়ে যায় ওই এসআই। তাঁর ফোন বন্ধ। এমনকি পলাতক এসআইয়ের খোঁজে পুলিশের একটি দল তাঁর উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের বাড়িতে একাধিক বার হানা দিলেও খোঁজ মেলেনি। ওই এসআইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হতেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।এছাড়াও খুনের ঘটনা তদন্তের জন্য গঠন করা ছয় সদস্যের হয়েছে সিট সিটের প্রধান রয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রুপান্তর সেনগুপ্ত। উল্লেখ্য মৃত হোমগার্ডের সাথে এসআই সায়ন ভট্টাচার্যের প্রেমের সম্পর্ক ছিল। এমনকি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিল ঐ মহিলা। ময়নাতদন্তের রিপোর্টে যানা যায়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 30, 2025 05:49:39
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির গড়ালবাড়ির এ ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে। যে ব্যক্তি জমিতে বিষ ছড়িয়ে রেখেছিলেন তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছে পক্ষীপ্রেমী সংগঠন ও সাধারণ মানুষ। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারিপাড়া। এখানেই বিষ প্রয়োগ করে পাখি মারা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির মোট সংখ্যা ২০০-র বেশি। 많은 পাখি ওই জমিতে বিষমিশ্রিত খাবার খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরব হন। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 30, 2025 05:48:22
Kolkata, West Bengal:Dhaka, 30 December 2025: The Chief Adviser of the interim government, Professor Muhammad Yunus, has expressed profound sorrow at the death of Begum Khaleda Zia—three-time former Prime Minister, symbol of the democratic movement, and Chairperson of the BNP. In a condolence message, the Chief Adviser said that with the passing of Begum Khaleda Zia, the nation has lost a great guardian. “I am deeply saddened and grief-stricken by her death,” he said. Professor Yunus stated that Begum Khaleda Zia was not merely the leader of a political party; she represented an important chapter in the history of Bangladesh. Considering her contributions, her long struggle, and the deep public sentiment towards her, the government declared her a Very, Very Important Person of the State earlier this month. The Chief Adviser said that her role in the struggle to establish democracy, a multi-party political culture, and the rights of the people in Bangladesh will be remembered forever. Through her uncompromising leadership, the nation was repeatedly freed from undemocratic conditions and inspired to regain liberty. The nation will remember her contributions to the country and its people with respect. Despite political differences, her long political journey dedicated to national welfare, her people-oriented leadership, and her firm resolve always showed the way. With her death, the country has lost an experienced and proven stateswoman. The Chief Adviser noted that three-time former Prime Minister Begum Khaleda Zia was Bangladesh’s first female Prime Minister and the Chairperson of the BNP, who led the struggle to restore democracy against autocracy. He said that after the death of her husband—former President, Army Chief, and valiant freedom fighter Ziaur Rahman—Begum Khaleda Zia entered politics in 1982. Her strong leadership played a decisive role in bringing down the nine-year-long autocratic rule of HM Ershad. The Chief Adviser said that many of Begum Khaleda Zia’s actions and decisions moved the country forward. She introduced free education and stipends for girls, which is considered a milestone in the advancement of women’s eeducation in Bangladesh. He said that Begum Khaleda Zia was immensely successful in her political life and was never defeated in any election. In the general elections from 1991 to 2001, she was elected from five different parliamentary constituencies. In 2008, she contested three seats and won all of them. The Chief Adviser said that after being elected Prime Minister in 1991, she laid a strong foundation for the country’s economy through economic liberalization. He further said that during Sheikh Hasina’s fascist rule, Begum Khaleda Zia stood as a unique symbol of struggle and resistance. Her uncompromising stance greatly inspired the nation throughout a long period of struggle. The Chief Adviser said that because of her political success, Begum Khaleda Zia became a victim of extreme political vengeance. She was sentenced to 17 years in prison in false and fabricated cases and had to endure long periods of incarceration. The Chief Adviser expressed deep condolences to the bereaved family of Begum Khaleda Zia and to the leaders and activists of her party. On this day of irreparable loss for the nation, he called upon the people of the country to remain calm and patient, and requested everyone to pray and offer supplications for Begum Khaleda Zia from their respective positions.
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 30, 2025 05:48:09
Baruipur, West Bengal:ভাঙ্গরে বিরোধীদের ঘরে ঢোকাতে হবে। তৃণমূল কংগ্রেসকে এক লক্ষ ভোট দিয়ে জেতাতে হবে। সভা থেকে কড়া হুঁশিয়ারি দিলেন শাওকত মোল্লা। পাশাপাশি ইলেকশন কমিশনারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শাওকত মোল্লা। ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সভা থেকে তিনি ইলেকশন কমিশনার গণেশ কুমারকে সরাসরি “অপদার্থ” বলে কটাক্ষ করেন। একইসঙ্গে, বাংলায় এস আই আর (SIR) আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তার সম্পূর্ণ দায় ইলেকশন কমিশনের ওপর চাপান তিনি। শওকত মোল্লার অভিযোগ, বর্তমান ইলেকশন কমিশনারের ভূমিকার জেরেই রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক থেকেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। সভামঞ্চ থেকে তিনি বলেন, বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি ও বাস্তব পরিস্থিতি না বুঝেই ইলেকশন কমিশন একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি আরও বলতে, গণতন্ত্র রক্ষার নামে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া কখনও গ্রহণযোগ্য হতে পারে না। এস আই আর নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন কমিশন বাংলার মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করছে বলে অভিযোগ তোলেন শওকত মোল্লা। এই সব বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে。
0
comment0
Report
ABArup Basak
Dec 30, 2025 05:20:39
Mal Bazar, West Bengal:দুই এলাকা থেকে দুটি চিতাবাঘ উদ্ধার মালবাজার মহকুমায়... লোকালয়ে ঢুকে চা বাগানে ঘাপটি মেরে বসে ছিল একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের চক মৌলানি হরিসভা এলাকায়। স্থানীয় কৃষক রোহিনী রায়ের চা বাগানে পরিবারের লোকজন প্রথম চিতাবাঘটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই চা বাগানে চিতাবাঘ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। চিতাবাঘটি অসুস্থ থাকায় অনেকেই বিপজ্জনকভাবে কাছে গিয়ে ছবি তুলতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। খবর দেওয়া হয় বনদফতরে। পরে বনদফতরের বন্যপ্রাণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে জালের সাহায্যে অসুস্থ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় আগে কখনও চিতাবাঘ দেখা না যাওয়ায় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অন্যদিকে, মাল ব্লকের বেদগুলি চা বাগানের ১২ নম্বর আবাদি এলাকা থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেছে বনদফতর। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা চা বাগানের নালায় চিতাবাঘটির দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। বনদফতর সূত্রে জানা গেছে, চিতাবাঘটি পুরুষ ও পূর্ণবয়স্ক। মৃত্যুর কারণ জানতে লাটাগুড়ির প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাইট ১) স্থানিয় ব্যাক্তি。 ২) উৎসাহিত মানুষ।
0
comment0
Report
TDTapan Deb
Dec 30, 2025 05:20:20
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 30, 2025 05:20:00
Baruipur, West Bengal:একদিকে অমিত শাহ কলকাতায় এসে বিজেপি নেতৃত্বদের কে জানান, বাংলায় বিজেপি জেতা জরুরি, কোন রকম ফাঁকফোকর রাখা চলবে না। একটাই লক্ষ্য জয়। সব কিছুতেই প্রচার, আন্দোলন, কর্মসূচি নিন , তৃণমূল দম ফেলার সময় না পায়。 ঠিক তার উল্টোদিকে ২৬ শে জয় কে লক্ষ্য রেখে সারা বাংলায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর এলাকায় হবে তার প্রথম জনসভা। সেই জনসভা সফল করতে ভাঙ্গরে প্রস্তুতি মিছিল সওকাত মোল্লার কয়েক হাজার সমর্থকদের নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে ভাঙড়ে প্রস্তুতি মিছিল, "বারুইপুরে চলো " নেতৃত্বে শওকত মোল্লা。 বারুইপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে ভাঙড়ে ‘বারুইপুর চলো’ প্রস্তুতি মিছিল করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা。 জানা গেছে, আগামী ২ জানুয়ারি বারুইপুরের সাগর সংঘ মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভাকে সফল করতে ভাঙড় ও ক্যানিং এলাকা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক নিয়ে যোগদান করবেন শওকত মোল্লা。 ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটকপুকুর এলাকায় বাসন্তী হাইওয়েতে ‘বারুইপুর চলো— জনসভা সফল করি’ স্লোগানকে সামনে রেখে প্রস্তুতি মিছিল শুরু হয়। এই মিছিলে অংশ নেন ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ও বিভিন্ন স্তরের নেতৃত্বরা。 মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। মিছিল শেষে ঘটকপুকুর চৌমাথায় একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে আইএসএফ ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ ও সতর্কবার্তা দেন শওকত মোল্লা。 এদিনের প্রস্তুতি মিসিলে হাজার হাজার কর্মী-সমর্থক পা মিলিয়ে অংশগ্রহণ করেন, যা ঘিরে ব্যাপক উৎসাহ ও রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়。
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 30, 2025 05:19:43
Dinajpur, Rangpur Division:২০০৩ সালে বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে ভারতে চলে আসেন যুধিষ্ঠির মন্ডল ও তার পরিবার। ভারতে এসে বালুরঘাট ব্লকের জোতগোপাল গ্রামে সাযাধ্যমত জায়গা কিনে বসবাস শুরু করেন। বছর কয়েক পর স্থানীয় নেতাদের সাহায্যে সেই সময় পাশের বাড়ির প্রদীপ মণ্ডলের নাম ব্যবহার করে ভোটার লিস্টের নাম তুলে নেন যুধিষ্ঠির মন্ডল। তারপর দীর্ঘ সময় পেরিয়েছে সেভাবে সমস্যা কিছু হয়নি কিন্তু ২০১৬ সালে ইন্দ্রাবাস যোজনার ঘর আসার পর প্রদীপবাবু জানতে পারেন তার আরএক ছেলে রয়েছে তার নাম যুধিষ্ঠির মন্ডল। কিন্তু তিনি কখনোই যুধিষ্ঠির মণ্ডলের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে যুক্ত নন। ২০১৬ সালের ইন্দ্রা আবাস যোজনার ঘর পেয়ে যান যুধিষ্ঠির মন্ডল। প্রদীপ মণ্ডল এরপর থেকেই বিভিন্ন জায়গায় দরবার করেছেন যাতে তার নাম কেটে দেওয়া হয়। কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। এমনকি ২০০৫ থেকেই ভোটার লিস্ট प्रदীপ মণ্ডলকেই বাবা হিসেবে দেখানো হয়েছে যুধিষ্ঠির মন্ডল এর। ২০২৫ এ এস আই আর প্রক্রিয়া য় দেখা গেছে এপিক কার্ড নং CTB1382795, PART 144, SL NO 282 লিঙ্ক হিসেবে ব্যবহার করেছেন যুধিষ্ঠির মন্ডল যার এপিক নাম্বার CTB23298636। প্রদীপ মন্ডলের নাম ব্যবহার করা হয়েছে বাবা হিসেবে তা স্বীকার করেছেন যুধিষ্ঠির মন্ডল এর পরিবার। শুধু তারা বলছে যত রকম ভাবে চেষ্টা করা যায়, সব রকম ভাবে চেষ্টা they've tried but নাম কাটানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রদীপ মন্ডলের আশঙ্কা তাকে বাবা সাজিয়ে নাম তোলা হয়েছে বর্তমানে সেই তথ্য জমা দিয়ে ওয়ারিসান সার্টিফিকেট বার করলেই জমি জায়গা বাড়ির অর্ধেকের মালিক হয়ে উঠবে তার প্রতিবেশী এবং ভবিষ্যতে তার পরিবারের ক্ষেত্রে সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আশা ছিল এস আই আর এর পর সেই সমস্যা মিটবে কিন্তু সমস্যা মেটেনি বরং আশঙ্কা আরো বেড়েছে। ভোটার লিস্টে অন্যের বাবা হিসেবে পরিচয় দিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তাকে নিয়েই চিন্তিত প্রদীপ মন্ডল ও তার পরিবার। কিন্তু কিভাবে তার নাম যুধিষ্ঠির মন্ডল এর সঙ্গে যুক্ত হলো তা জানেন না মন্ডল পরিবারের কেউ। তৎকালীন নেতারা কায়দা করে নাম তুলে দিয়েছে এখন নিজের পিতৃত্বের পরিচয় ঘোচাতে প্রশাসনের দরজায় ঘুরে বেড়াচ্ছেন ওই বৃদ্ধ। ১। প্রদীপ মন্ডল ২। মাম্পি মন্ডল লাহা ( মেয়ে) ৩।মিনতি মন্ডল ( যুধিষ্ঠির মন্ডলের স্ত্রী) 3012ZG_SDIN_VOTER_LIST
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 30, 2025 03:06:14
Kolkata, West Bengal:বৈদ্যুতিন রুম হিটার থেকে বিছানায় আগুন ধরে বিপত্তি। ভোররাতে পুড়ে ছাই বাগুইআটির পার্বতী বিহার হাউজিং সোসাইটির ডি উইংয়ের ৫ তলার ফ্ল্যাট। ভোর ৫ টা নাগাদ হঠাৎ ফ্ল্যাটের বারান্দা দিয়ে গলগল করে আগুনের শিখা বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা (ভিডিও আছে)। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সিঁড়ি বেয়ে ৫ তলার ফ্ল্যাটে পৌঁছে ফায়ার ফাইটিং কঠিন হয়ে দাঁড়ায়। কারণ গোটা সিঁড়িটাই কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। আগুন আরেকটু বাড়ে। গ্রাস করে নেয় গোটা ফ্ল্যাট। তবে দুই শিশু সহ ফ্ল্যাটের ৪ আবাসিক ঘটনার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসায় হতাহতের কোনো খবর নেই। দমকলের মোট ৬ টি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভায়।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 30, 2025 02:49:10
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সোমবার রাতের পারদ ১২.৬ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। বড়দিনের আগে এবং বড়দিনে দুইবার পারদ ১২ এর ঘরে নেমেছিল। ওই দুই দিন পারদ ছিল যথাক্রমে ১২.৯ এবং ১২.৮ ডিগ্রি। সেই নিরিখে সোমবারের রাত টেক্কা দিল এই মরশুমের বাকি রাতগুলিকে। ২) বিগত ৩০ বছরের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরের শীতের ইনিংস সবথেকে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া চলতি শীতের ইনিংসে মাঝে বিক্ষিতভাবে ৩ দিন তাপমাত্রা সামান্য উত্থান হলেও মোটের ওপর ১৪ ডিগ্রির ঘর পেরোয়নি খুব একটা। একটানা ১৭ দিনের শীতের জমজমাট ইনিংস সাম্প্রতিক কালের মধ্যে দেখেনি পশ্চিমবঙ্গ। ৩) চলতি শীতের ইনিংসে সাময়িক ছেদ পড়তে পারে ২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে। রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিনের পারদ ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছুটা উষ্ণ বর্ষবরণ পর্ব কাটিয়ে ফের আগামী সোমবার ৫ জানুয়ারি থেকে শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস। সেই ইনিংসে রাজ্যের উত্তর এবং পশ্চিমের জেলায় তৈরি হতে পারে শৈত্য বলয়। কোনো কোনো জেলা সরাসরি শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৪) শীত আরো কামড় দিচ্ছে দিনের তাপমাত্রা অস্বাভাবিক কম থাকায়। কলকাতার আলিপুরে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৭ ডিগ্রি কম ছিল। কাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি। ৫) দার্জিলিং পার্বত্য ৩ ডিগ্রি। সান্দাকফু মাইনাস ৩ ডিগ্রি। আলিপুরদুয়ার ৯ ডিগ্রি। মালদহ ১০ ডিগ্রি। মুর্শিদাবাদ ১১ ডিগ্রি। বাঁকুড়া ৮ ডিগ্রি। কল্যানী ৯ ডিগ্রি। সবমিলিয়ে রাজ্য জুড়ে অকৃপণ হিমেল হাওয়া। জমিয়ে ধুন্ধুমার ব্যাটিং শীতের। ৬) আজ ৩০ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। বাধাপ্রাপ্ত হবে আফগানিস্তানের শীতল হাওয়ার স্রোত অর্থাৎ জেড স্ট্রিম। তাই গোটা দেশে সার্বিক ভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত পারদ সামান্য হলেও ঊর্ধ্বমুখী হবে। রবিবার রাত থেকে ফের দেশ জুড়ে পারদ পতনের পূর্বাভাস। দিন আগে পারদ
0
comment0
Report
Advertisement
Back to top