Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Baguiatia में इलेक्ट्रिक रूम हीटर से आग, पार्वती बिहारी हाई-ट्रो हाउसिंग सोसाइटी की 5वीं मंजिल जलकर ...
AGAyan Ghosal
Dec 30, 2025 03:06:14
Kolkata, West Bengal
বৈদ্যুতিন রুম হিটার থেকে বিছানায় আগুন ধরে বিপত্তি। ভোররাতে পুড়ে ছাই বাগুইআটির পার্বতী বিহার হাউজিং সোসাইটির ডি উইংয়ের ৫ তলার ফ্ল্যাট। ভোর ৫ টা নাগাদ হঠাৎ ফ্ল্যাটের বারান্দা দিয়ে গলগল করে আগুনের শিখা বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা (ভিডিও আছে)। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সিঁড়ি বেয়ে ৫ তলার ফ্ল্যাটে পৌঁছে ফায়ার ফাইটিং কঠিন হয়ে দাঁড়ায়। কারণ গোটা সিঁড়িটাই কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। আগুন আরেকটু বাড়ে। গ্রাস করে নেয় গোটা ফ্ল্যাট। তবে দুই শিশু সহ ফ্ল্যাটের ৪ আবাসিক ঘটনার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসায় হতাহতের কোনো খবর নেই। দমকলের মোট ৬ টি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভায়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Dec 30, 2025 02:49:10
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সোমবার রাতের পারদ ১২.৬ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। বড়দিনের আগে এবং বড়দিনে দুইবার পারদ ১২ এর ঘরে নেমেছিল। ওই দুই দিন পারদ ছিল যথাক্রমে ১২.৯ এবং ১২.৮ ডিগ্রি। সেই নিরিখে সোমবারের রাত টেক্কা দিল এই মরশুমের বাকি রাতগুলিকে। ২) বিগত ৩০ বছরের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরের শীতের ইনিংস সবথেকে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া চলতি শীতের ইনিংসে মাঝে বিক্ষিতভাবে ৩ দিন তাপমাত্রা সামান্য উত্থান হলেও মোটের ওপর ১৪ ডিগ্রির ঘর পেরোয়নি খুব একটা। একটানা ১৭ দিনের শীতের জমজমাট ইনিংস সাম্প্রতিক কালের মধ্যে দেখেনি পশ্চিমবঙ্গ। ৩) চলতি শীতের ইনিংসে সাময়িক ছেদ পড়তে পারে ২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে। রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিনের পারদ ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছুটা উষ্ণ বর্ষবরণ পর্ব কাটিয়ে ফের আগামী সোমবার ৫ জানুয়ারি থেকে শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস। সেই ইনিংসে রাজ্যের উত্তর এবং পশ্চিমের জেলায় তৈরি হতে পারে শৈত্য বলয়। কোনো কোনো জেলা সরাসরি শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৪) শীত আরো কামড় দিচ্ছে দিনের তাপমাত্রা অস্বাভাবিক কম থাকায়। কলকাতার আলিপুরে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৭ ডিগ্রি কম ছিল। কাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি। ৫) দার্জিলিং পার্বত্য ৩ ডিগ্রি। সান্দাকফু মাইনাস ৩ ডিগ্রি। আলিপুরদুয়ার ৯ ডিগ্রি। মালদহ ১০ ডিগ্রি। মুর্শিদাবাদ ১১ ডিগ্রি। বাঁকুড়া ৮ ডিগ্রি। কল্যানী ৯ ডিগ্রি। সবমিলিয়ে রাজ্য জুড়ে অকৃপণ হিমেল হাওয়া। জমিয়ে ধুন্ধুমার ব্যাটিং শীতের। ৬) আজ ৩০ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। বাধাপ্রাপ্ত হবে আফগানিস্তানের শীতল হাওয়ার স্রোত অর্থাৎ জেড স্ট্রিম। তাই গোটা দেশে সার্বিক ভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত পারদ সামান্য হলেও ঊর্ধ্বমুখী হবে। রবিবার রাত থেকে ফের দেশ জুড়ে পারদ পতনের পূর্বাভাস। দিন আগে পারদ
0
comment0
Report
ALArup Laha
Dec 30, 2025 02:48:46
Belna, West Bengal:এবার শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক তরুণী বধূ।তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় চিকিৎসা কেন্দ্রে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। সোমমর পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক অফিসে এসআইআরের শুনানির জন্য হাজির ছিলেন বধূ হাসিনা Seek। ওই সময়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি Seek আব্দুল লালনের নেতৃত্ব কয়েক জন তৃণমূল কর্মী বিডিও অফিসে গিয়েছিলেন।তাদের দাবী শুনানি কক্ষে বিএলএ ২ দের ঢুকতে দিতে হবে। ঠিক ওই সময়ে হাসিনা Seek অসুস্থ বোধ করেন।তিনি বিডিও অফিসের মধ্যেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক স্থানীয় জামতাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিত্সার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপত Sleep আবদুল লালন বলেন, আমরা দলের সাধারণ সম্পাদক আবিষেক ব্যানার্জীর নির্দেশে বিডিও অফিসে গিয়েছিলাম যাতে বিএলএ ২ দের শুনানি কক্ষে ঢুকতে দেওয়া হয়। ওই সময়ে আমরা জানতে পারি একজন মহিলা শুনানি কক্ষে অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার বন্দবস্ত করি। নির্বাচন কমিশনের নির্দেশিকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। চরম হয়রানির শিকার হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এই নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কিন্তু কমিশন বিজেপির দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে। বছর কয়েক আগে হাসিনা সেখের বিয়ে হয় আউশগ্রামের এড়াল গ্রামে।তার বাবার বাড়ি জেলার নপাড়ায়। আউশগ্রাম ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস বলেন, একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিল। তবে এর সঙ্গে শুনানির কোন সম্পর্ক নাই। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কাছে দাবী করা হয় বিএলএ ২ দের শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে।কিন্তু আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। এই ঘটনায় বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই চাইছে রাজ্যে যাতে কোন ভাবেই এসআইআর না হয়।আর now সেই নিয়ে নতুন করে অশান্তি ও ঝামেলা পাকানোর চেষ্টা করছে। অন্যদিকে তরুণীর স্বামী আনিসুর রহমান সেখ দাবী করেন, তার স্ত্রী অসুস্থ। তাই আমি বলেছিলাম আমিও ঢুকবো শুনানি কক্ষে। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় নি।তার জন্যই ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 30, 2025 02:48:10
Kolkata, West Bengal:আয়রন ম্যান বিপ্লব。 এ মার্বেলার আয়রন ম্যান বা লৌহ মানব না। একেবারে সত্যিকারের আয়রন ম্যান। চলতি ভাষায় চলতি ফিরতি আয়রন ম্যান। নভেম্বরে আয়রন ম্যান হয়ে ফিরেছে। আবার যাচ্ছে আয়রন ম্যান হতে খুব শীঘ্রই অস্ট্রেলিয়া। কথা বলছি পেশায় সিভিক ভলেন্টিয়ার নিমতার বাসিন্দা বিপ্লব দাসের。 নিমতার উত্তর দমদম পুরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব পেশায় সিভিক ভলেন্টিয়ার কিন্তু ওর নেশা সাইকেল নিয়ে বিভিন্ন দেশ ও দেশের দুর্গম পথ পাড় করা। এই নেশায় সে কখন সাগরে সাঁতার, কখন দৌড় আবার কখন সাইকেল নিয়ে পাড়ি দিয়েছে বিভিন্ন পথ। এই করতে করতে নভেম্বরে মালেশিয়া আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশ নেন সে। যাকে খেলাধুলার ভাষায় বলে ট্রাইথেলান। সেই প্রতিযোগিতায় বিপ্লব প্রায় ১.৯ কি.মি সুইমিং করে আন্দামান সাগরে, ৯০ কি.মি সাইকেলিং পাহাড়ে ও ২১ কি.মি পথ দৌড়ায়। এই দীর্ঘ পথ সাড়ে আট ঘণ্টায় সম্পন্ন করলে তাকে আয়রন ম্যান বলা হয়। নিম্মতার বিপ্লব সেই পথ আট ঘণ্টা পাঁচ মিনিটে পনেরো সেকেন্ডে অতিক্রম করে নিজেকে আয়রন ম্যান করে তুলেছে। আগামী বছর মার্চে আবারও আয়রন ম্যান হতে অস্ট্রেলিয়া পাড়ি দেবে সে। যদিও প্রথমে পেশায় সিভিক ভলেন্টিয়ার বিপ্লব সাইকেলিং শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে। সেই প্রচারে সাইকেল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিতে থাকে সে। এরপর ধীরে ধীরে সাইকেলিং তার নেশায় পরিনত হতে শুরু করে। একের পর এক দেশে পাড়ি চলে তার। প্রতিযোগিতায় অংশ একাধিক মেডেল জয়। সর্বশেষ মালেশিয়া আয়রন প্রতিযোগিতায় আয়রন ম্যান হয়ে ফেরা। তার এই ইচ্ছাকে তার দফতর অর্থাৎ পুলিশ বিভাগ যথেষ্ট সাহায্য করে বলেই জানান বিপ্লব। মালেশিয়া যাওয়ার আগে ব্যারাকপুর কমিশনারেট থেকে বর্তমানে তার যান প্রায় তিন লক্ষ টাকার সাইকেল দেয়। যাতে সে প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে। আয়রন ম্যান হয়ে ফেরার পর রাজ্য পুলিশের সর্বচ্চো পদাধিকারী ডিজি রাজীব কুমারের হাত থেকে অ্যাপরিসিয়েশন লেটার ও আর্থিক সাহায্য পান সে। এখন সে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার আগে একটাই আবেদন রাখেন যাতে এই ধরনের খেলাধুলার সঠিক পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলা যায় রাজ্যে। ছেলের সাফল্যে খুশি মা মনে মনে ভয় নিয়ে ছেলেকে ভিন দেশে পাঠায়। তবে তার আর্জি ছেলেকে যদি সরকার আর একটু সাহায্য করে তাহলে ভালো হয়。
0
comment0
Report
PDPradyut Das
Dec 30, 2025 01:45:52
Jalpaiguri, West Bengal:বাংলাভাষী পরিযায়ী শ্রমিক জুয়েল রানা খুনের প্রতিবাদে ময়নাগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের মৌন মিছিল। বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে বিজেপি Shাসিত ওড়িশার সম্বলপুরে নির্মমভাবে পিটিয়ে খুন করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করল তৃণমূল যুব কংগ্রেস। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ময়নাগুড়ি বিধানসভা এলাকায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়। ময়নাগুড়ি ১ নম্বর, ২ নম্বর ও টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার হয়ে ময়নাগুড়ি ট্রাফিক মোড় পর্যন্ত অগ্রসর হয়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 30, 2025 01:45:39
Jalpaiguri, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঠিক আছে। কিন্তু জলপাইগুড়িতে ড্রাইভার বদল দরকার। এসআইআর বিরোধী সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তাঁর ওই মন্তব্য নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বলে কটাক্ষ বিজেপির। কাকে বদলানোর কথা বললেন কৃষ্ণ দাস? এদিকে রাজগঞ্জ বিধানসভা এলাকায় সভা হলেও হাজির ছিলেন না স্থানীয় তৃণমূল বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। ফলে জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি বিধানসভা ভোটের মুখে খগেশ্বর ও কৃষ্ণ দাসের বিরোধ ফের মাথা চাড়া দিচ্ছে? তৃণমূলের অনেকেই অবশ্য এমনটাই মনে করছেন। সভা শেষে ড্রাইভার বদল প্রসঙ্গে ইঙ্গিত পূর্ণ মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে কৃষ্ণ বলেন, যা বোঝার দলের জেলা নেতৃত্ব বুঝবেন। তাঁর দাবি, ছুটতে পারবে, দৌড়াতে পারবে, এমন ইয়ং ব্লাড দরকার। তাহলে কি তিনি খগেশ্বরের বদল দাবি করছেন? এনিয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, সেটাই বলতে চেয়েছেন তিনি। কৃষ্ণ যখন সংবাদ মাধ্যমকে এমনটা বলছেন, তখন পাশেই ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। কৃষ্ণর বক্তব্য নিয়ে তাঁকে জানতে চাওয়া হলে মহুয়া বলেন, আমরাও চাই নতুন মুখ উঠে আসুক। তবে বিধানসভার প্রার্থী কারা হবেন তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। ফলে এনিয়ে আমার কিছু বলার নেই। এই প্রসঙ্গে, সভায় উপস্থিত না থাকা নিয়ে রাজগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়ের তোপ, আমাকে ফোন করে বলেনি। বললে নিশ্চয়ই যেতাম। না বললে কী করে যাব। বাইট:- ১) কৃষ্ণ দাস ( জেলা সভাপতি,, তৃণমূল এসসি ও ওবিসি সেল, ) ২) Shyam prasad ( বিজেপি নেতা) ৩) মহুয়া গোপ ( তৃণমূল জেলা সভাপতি) ৪) খগেশ্বর রায় (বিধায়ক) ফোন বাইট,, রিপোরট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 29, 2025 17:16:49
Dinajpur, Rangpur Division:SIR শুনানিতে হয়রানির অভিযোগ, ঠান্ডায় নাজেহাল দিনমজুররা রায়গঞ্জে রায়গঞ্জ মহকুমা শাসকের দফতরে SIR শুনানিতে হাজির হওয়া নাগরিকদের অভিযোগে একই সুর। সোমবার দুপুরে শুনানিতে আসা একাধিক মানুষ অভিযোগ করেন, ন্যূনতম ত্রুটি নিয়েও ডেকে এনে হয়রানি করছে প্রশাসন। কারও ভোটার তালিকায় বয়সের অমিল, কারও আবার বহু আগের ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ ওঠে। হাড় কাঁপানো ঠান্ডায় দিনমজুরদের এই যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দৈনিক রোজগার বন্ধ রেখে শুনানিতে হাজির হতে বাধ্য হচ্ছেন তারা, ফলে আর্থিক ক্ষতিও হচ্ছে। কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের নীরদ মন্ডল জানান, “২০০২ সালের তালিকায় নাম ছিল না, ২০০৩ সালে উঠেছে। ভিনরাজ্যে কাজ করায় নাম তুলতে দেরি হয়েছিল। পাইলসের অপারেশন হয়েছে, তবুও লাইনে দাঁড়িয়ে থাকতে হল। এটা সরাসরি হয়রানি।” একই এলাকার সমর পালও বলেন, “জন্মভিটা এখানেই। শুধু বয়সের হেরফের থাকার জন্য শুনানিতে ডাক! এটা মানা যায় না।” সব মিলিয়ে সাধারণ মানুষের অভিযোগ, ক্ষুদ্র ভুলের জন্য ডেকে এনে হয়রানির শিকার হতে হচ্ছে, তার উপর তীব্র শীতের দংশন। যদিও অভিযোগ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 29, 2025 17:15:54
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 29, 2025 16:36:30
Purulia, West Bengal:পুরুলিয়া: ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য । সোমবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া রাঘুনাথপুর শহরে । স্কুটির ব্যাটারি বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো শোরুমে । ঘটনাকে ঘিরে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রাঘুনাথপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রনে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টাায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 29, 2025 16:36:07
Katwa, West Bengal:নিখোঁজের ছয়দিন পর কাটোয়া থানার পুলিশ কাটোয়ার স্কুল শিক্ষক তথা ২৩ নম্বর বুথের বিএলও অমিত মণ্ডলকে উড়িষ্যার পুরী থেকে উদ্ধার করল।পুলিশ সূত্রে জানা যায় অমিত মণ্ডলের বাজারে প্রচুর টাকা ঋণ ছিল। পাওনাদারদের চাপে অমিত মণ্ডল কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার কাটোয়া থেকে কলকাতায় গা ঢাকা দেয়। দুদিন পর কলকাতা থেকে পুরীতে এক বন্ধুর বাড়ি ওঠে।মোবাইল ফোনের সূত্র ধরে রবিবার গভীর রাতে পুরীর সমুদ্রে সৈকত থেকে কাটোয়া পুলিশ অমিত মণ্ডলকে উদ্ধার করে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার এক জামা প্যান্ট পরে মিটিং আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান ২৩ নম্বর বুথের বি এল ও অমিত মণ্ডল। মঙ্গলবার রাত অবধি বাড়ি না ফেরায় পরিবারের পক্ষে কাটোয়া থানায় মিসিং অভিযোগ দায়ের করা হয়।প্রথমে পরিবার দাবি করেছিল এস আই আর এর কাজের চাপে নিখোঁজ হয়েছে। কিন্তু মহকুমা শাসক জানান উনি খুব ভালো করেছেন। বি এল ও-র কাজে কোন খামতি ছিল না। সোমবার অমিত মণ্ডল বলেন, আমি বেড়াত গিয়েছিলাম,মানসিক কারণে হতাশায় বাড়ির কাউকে না জানিয়ে বেড়াতে আমি গিয়েছিলাম। এস আই আর এর কাজের চাপে নয়। অমিত বাড়িতে ফোন করেছিল সেই ফোন সূত্রে ধরে পুলিশ অমিতের সন্ধান পায়। মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে অমিতের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়.
0
comment0
Report
Advertisement
Back to top