Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बांग्लादेश ने MEA बयान के गलत narratives पर इनकार किया; पड़ोसी रिश्ते मजबूत रखें का आह्वान
PMPiyali Mitra
Dec 28, 2025 15:03:33
Kolkata, West Bengal
Our attention has been drawn to the recent comments made by the Spokesperson of the Ministry of External Affairs of India regarding the situation of the minority communities in Bangladesh. His comments do not reflect the facts. The Government of Bangladesh categorically rejects any inaccurate, exaggerated, or motivated narratives that misrepresent Bangladesh’s longstanding tradition of communal harmony. With much regret, we note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts as systemic persecution of the Hindus and maliciously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India. We observe a selective and unfair bias in certain quarters, where isolated incidents are amplified, misrepresented and propagated to incite common Indians against Bangladesh, its diplomatic missions and other establishments in India. One of the individuals cited by the MEA spokesperson was a listed criminal whose unfortunate death happened when he was committing extortion with his Muslim accomplice, who was later arrested. To portray this criminal act in the lens of minority treatment is not factual but misleading. Bangladesh calls upon different quarters in India to refrain from spreading misleading narratives that undermines the spirit of good-neighborly relations and mutual trust.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 28, 2025 15:04:47
Howrah, West Bengal:বর্তমানে একা চললেও আগামী বিধানসভা নির্বাচনে জোটের সম্ভাবনা জিইয়ে রাখলো কংগ্রেস।আজ জাতীয় কংগ্রেসের ১৪১ তম প্রতিষ্ঠা দিবসে জোটের প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন সবার ওপর মানুষ সত্য তাই মানুষ যদি চায়,দল যদি চায়,কর্মী সমর্থকরা যদি চায় তাহলে ভাবনা চিন্তা করা হবে।কি সিদ্ধান্ত নেওয়া হয় জানা যাবে।কংগ্রেস দুর্বল হয়েছিলো।তবে এখন শক্তিশালী।প্রতিনিয়ত শক্তি সঞ্চয় করছে।কংগ্রেসকে ধংস করা যাবেনা।কংগ্রেসকে দুর্বল করা মানে দেশকে দুর্বল করা।মানুষের ভোটাধিকার,নির্বাচন কমিশন সবই কংগ্রেস করেছে।মানুষের কথা তারা ভেবেছেন।তাই কংগ্রেসকে আঘাত করা মানে মানুষকে আঘাত করা।আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।এই দিনে শপথ নিতে হবে দেশের সংবিধানকে রক্ষা করার।বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় মেরুকরণ করছে।তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মিছিল বের করা হয়।নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।প্রথম সভাপতি ডব্লু সি ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে স্বামী বিবেকানন্দর বাসভবনে আসে।সেখানে মূর্তিতে মাল্যদান করা হয়।এরপর শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল করে নেতাজীর মূর্তিতে মাল্যদান。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 15:04:29
Howrah, West Bengal:মিম কতটা মাথাব্যথার শাসক দলের কাছে。 কংগ্রেসের একমাত্র মাথাব্যথা জনগণের জন্য উন্নয়ন।কোন রাজনৈতিক দল কার মাথাব্যথা তা ভেবে বাংলার অর্থনৈতিক উন্নতির কথা ভাবতে হবে。 শুভঙ্কর সরকার..... ১..মুখ্যমন্ত্রীকে মন্দির করতে বিরত থাকার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের。 ২..শুধু বলবো তৃণমূলকে পরিবর্তন করুন।বিজেপি ভোট নয়。 হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ।তৃণমূল বিজেপি নেতাদের সুরক্ষা দেওয়া হচ্ছে।কিন্তু মানুষের পাহারা কে দেবে।কে সুরক্ষা দেবে。 ৩..বাঁকুড়ায় আত্মঘাতী বি এল ও。 বি এল ও দের মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন।মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে হবে。 ৪..নিউটাউনে দুর্গা অঙ্গন তৈরি হবে。 মন্দির মসজিদ সব হোক।আপত্তি নেই।তবে পাশাপাশি হসপিটাল,কলেজ এগুলো বেশী করলে খুশী হবো。 বাইট....শুভঙ্কর সরকার(রাজ্য সভাপতি, প্রদেশ কংগ্রেস)
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 28, 2025 15:04:18
Durgapur, West Bengal:আরএসএস, কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে ব্যবহার করে আদিবাসী, মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, বাস্তুহারা মানুষ, বিয়ে করে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, যারা গরিব মানুষ, ডিগ্রি নেই, কাগজ নেই, দলিল নেই, জমিজমা নেই, তাদের বলছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিতে হবে, রবিবার বিকেলে পশ্চিম বर्धমান জেলার কাঁকসায় জনসভাতে যোগ দিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তিনি কটাক্ষ করে বলেন, সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করেছে বিজেপি। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। তারপরেই তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, তৃণমূলকে আর কোনওভাবেই জায়গা দেওয়া যাবে না, তাদের ফাঁদে পা দিলেই ক্ষতি অনিবার্য। তাঁর অভিযোগ, তৃণমূল আসলে মেসি বা খেলোধুলার উন্নয়নের জন্য কিছু করছে না, বরং মেসির নাম ব্যবহার করে কালো টাকা সাদা করার ছক কষা হচ্ছে। খেলাধুলা এখানে উন্নয়নের হাতিয়ার নয়, লুটের ঢাল মাত্র। অরূপ বিশ্বাসকে সামনে রেখে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, অরূপকে শিক্ষা মন্ত্রী করা দরকার, কারণ সে ‘ক্রীড়া’ শব্দের বানানই ঠিকঠাক জানেন না। ক্রিয়া প্রতিক্রিয়া লেখেন। তারপরেই তিনি ব্রাত্য বসুর কাজ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কটাক্ষ, পার্থ চট্টোপাধ্যায় যদি দুর্নীতির উদাহরণ হন, তবে অরূপ বিশ্বাস সেই রাস্তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ফিরহাদ হাকিমের দাবি, তৃণমূল ও বিজেপি যোগসাজশে জেলা থেকে রাজ্য সব স্তরের ক্রীড়া সংগঠন দখল করে নিয়েছে। এর ফলেই বাংলার খেলাধুলা আজ ধ্বংসের মুখে। মাঠে খেলা নেই, আছে শুধু কমিটি, পদ আর টাকার হিসেব।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 28, 2025 15:03:45
Kolkata, West Bengal:বাঁকুড়ার রানীঁবাঁধ এর বি এল ও, হারাধন মন্ডলের অস্বাভাবিক মৃত্যু। প্রতিবাদে কমিশনের দপ্তর এর বাইরে বিক্ষোভ বি এল ও অধিকার রক্ষা কমিটির। হারাধন মন্ডলের ছবি এনে, সেখানে ফুল ও মালা দেওয়া হয় বি এল এদের তরফ থেকে। এছাড়াও দপ্তরের বাইরে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায় বি এল ও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। দাবি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ওই বি এল এর পরিবারকে। পরিবারের এক সদস্য চাকরির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকের হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখান। তোর পাশাপাশি বি এল ও অধিকার রক্ষা কমিটি সদস্য, পুরুলিয়ার বিএলও সোনালী চক্রবর্তীকে গতকাল পুরুলিয়া ই আরও তরফ থেকে শোকজ করা হয়। তিনি জানান মাইক্রো অবজার্ভার হওয়ার জন্য হওয়ার জন্য, চাপ সৃষ্টি করা হচ্ছে। আইনি পথেই এই শোকজের জবাব দেবেন তিনি জানান।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 28, 2025 14:45:47
Kolkata, West Bengal:ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মমতা বালা অনুগামী ও শান্তনু অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনার চার দিন কেটে গেলেও শুধুমাত্র একজন অপরাধী গ্রেপ্তার হয়েছে। মূল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবিতে সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করে মতুয়া ভক্তরা৷ শতাধিক মতুয়া ভক্ত নিশান হাতে নিয়ে গাইঘাটা থানার সামনে স্লোগান দিতে পারে ৷ সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, এফআইআর-এ উল্লেখিত একজন গ্রেপ্তার হয়েছে বাকি ১২ জন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ৷ তারা আমাদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে তারই প্রতিবাদে এবং বাকি ১২ জনের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অবস্থান-বিক্ষোভ শুরু করেছি ৷ যতক্ষণ গ্রেফতার না হবে আমাদের আন্দোলন চলবে ৷ অবশেষে পুলিশ এর আশ্বাসে তারা তাদের এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 28, 2025 14:17:32
Jhargram, West Bengal:হুমায়ুন কবির ছেলে প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন পুলিশ পুরোটাই বেআইনি করেছে পুরোটাই পুলিশ রাজ চলছে, পিসি ভাইপোর বিরুদ্ধে যেই বলবে তাকে পুলিশ লেলিয়ে দেবে। এই বিষয়টা হুমায়ুন কবিরই বলতে পারবে। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে শুভেন্দু অধিকারী বলে এর আগের ভোটে পাড়ায় পাড়ায় ঘুরেছিল পূর্ব মেদিনীপুর মুক্ত করতে। ওরাই পূর্ব মেদিনীপুর মুক্ত হয়। আগামী ভোটে অবিভক্ত মেদিনীপুরে ৩৫ টা আসনে ৩৫ টাই আমরা লিড দেব পিসি ভাইপোকে শূন্য করব। আর বলব পিসিকে যত পাড়ায় পাড়ায় আসবে তত 10000 করে ভোট আমাদের বাড়বে। আমি সবসময় সেবা দি ওরা নতুন করে সেবা দিয়ে করতে পারবে না আর আমি বলব সেবাস্টারে কেউ যাবেন না তো একটা করে প্যারাসিটামল দিয়ে সবকিছু হয় না। ওরা হিন্দু কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট দিয়ে দিতে পারে। ওরা হিন্দু কমানোর জন্য কিছু না করতে পারে এমন কোন বিষয় নেই। তাই বলবো ওদের ট্যাবলেট কেউ খাবেনা.
0
comment0
Report
NRNarayan Roy
Dec 28, 2025 14:17:02
Siliguri, West Bengal:শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একাধিক নতুন বন্যপ্রাণীর আগমন ঘটতে চলছে। শহরের অন্যতম মূল আকর্ষণের জায়গা শিলিগুড়ির বেঙ্গল সাফারি প্রতি বছরই নতুন কিছু চমক থাকছে৷ গত বছর सিংহের পাশাপাশি লেঙ্গুর , চশনা বানর সহ একাধিক বন্যপ্রাণী নিজেদের জায়গা করে নিয়েছে। এ বছরও তার ব্যাতিক্রম হল না। ২০২৬ এ বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জলহস্তি , জিরাফ সহ একাধিক বন্যপ্রান। সাফারি সুত্রে খবর শুধুমাত্র জলহস্তি বা জিরাফই নয় , আরও একাধিক নতুন বন্যপ্রাণীদের সম্পুর্নভাবে প্রস্তুত সাফারি পার্ক। বাঘের পর সিংহের সফল প্রজননের পর সাফারি পার্কের ধারনক্ষমতা নিয়ে যথেষ্ঠ সুনিশ্চিত বন্যপ্রাণ বিভাগ৷ সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রাণীর রিকুইজশন কথাই ইতিমধ্যেই জানানো হয়েছে উর্ধতন কর্তৃপক্ষকে। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এই মুহুর্তে বেড়ে দাঁড়িয়েছে ১৪ অন্যদিকে সিংহের সংখ্যা চার। রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতেই রয়েছে তবে সিংহ এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়া হয়নি। শুধুমাত্র ডিসপ্লে করা রয়েছে। নতুন বছরে সেই সিংহ পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়ার ভাবনা সাফারি কর্তৃপক্ষের। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ঈ বিজয় কুমার জানান , "জলহস্তি নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে আসতে চলেছে৷ জিরাফ সহ আরও একাধিক প্রাণীর আসবার কথা রয়েছে। মূলত পর্যটকদের আকর্ষন হাতি সাফারি আমরা পূনরায় তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছি।"
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 28, 2025 14:16:51
Katwa, West Bengal:ম্যারুটি ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক সহ জখম দুই আরোহী। রবিবার সন্ধ্যেয় কাটোয়া বর্ধমান রাজ্যসড়কের যাজিগ্রাম কোল্ড স্টোরেজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।মৃত যুবকের নাম বাদশা সেখ(২২) বাড়ি মঙ্গলকোট থানার সিনুট গ্রামে। সংজ্ঞাহীন অবস্থায় বাদশা সেখ সহ জখম یونुस সেখ এবং শেখ আবদুর রহিমকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাইকচালক বাদশা সেখকে মৃত বলে জানিয়ে দেয়। জখম শেখ আব্দুল রহিম জানায় বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিভ্যান আমাদের বাইকের সামনে চলে আসে। এরপর আমার কিছু মনে নাই। খাঁয়েরহাট গ্রামের আত্মীয় বাড়ি থেকে নিজেদের বাড়ি মঙ্গলকোটের কেষ্টবাটি এবং সিনুট গ্রামে ফিরছিল বাদশা ও শেখ আব্দুর রহমান। অপর বাইকে یونुस সেখ একা যাচ্ছিল। یونুসের বাইকও নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিভ্যানে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে যায়।ইউনুসের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানায়।দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়রা কাটোয়া মহকুমা হাসপাতালে আসে। বাইট:১) শেখ আব্দুর রহমান, জখম বাইক আরোহী,কেষ্টবাটি গ্রাম।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 28, 2025 14:16:31
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ ডিসেম্বর --------------------------------------------- খানাকুলের মঞ্চে এসে পরিবর্তন সংকল্প যাত্রায় এসে সর্বভারতীয় বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে বুঝিয়ে দিয়ে গেলেন আরামবাগ মহকুমায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট।তাই মঞ্চে হাজির হওয়া বিজেপির বিধায়ক সভাপতি,সহ সভাপতি,প্রধান, উপ প্রধান সহ বিভিন্ন মন্ডল কমিটির নেতা দে র বললেন,নির্দেশ দিলেন,আপনাদের কারো মনের মধ্যে যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে মিটিয়ে নিন।গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিন।আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এক হয়ে কাজ করুন।আর যদি এক না হয়ে কাজ করেন তাহলে এই সরকার কে হঠাতে পারবেন না।এই সরকার কে পরিবর্তন করতে হলে নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে যান।এক হয়ে চলুন。 অপর দিকে তিনি এও বলেন,আমি কমিউনিস্ট দের বলছি,কংগ্রেস কেও বলছি,এমন কি তৃণমূলের লোকজন দের বলব,আপনাদের মধ্যে হিন্দুত্ব বোধ থাকলে তাহলে আসুন,আমরা সকলেই মিলে একসাথে কাজ করি।এক সাথে ভোট করে এই সরকারকে হঠাই。 এর পাশাপাশি মিঠুম বলেন, বাংলাদেশে যা হচ্ছে পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। পুরশুড়ার আটঘড়ায় পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, যেখানেই যাচ্ছি সবাই আমাকে বলছে, আমাদের বাংলা বাংলাদেশ হয়ে যাবে না তো? আমি বলছি যদি সবাই মিলে একছাতার তলায় এসে বিজেপিকে জেতাও তাহলে হবে না। মায়ের গান গাইতে বাধা দেওয়া হচ্ছে। ধর্মীয় গান গাইতে দেওয়া হচ্ছে না। লালন মেলায় শিল্পী মধুবন্তীকে হুমকি দেওয়া হচ্ছে। এই ইস্যুতে সুর চড়িয়ে মিঠুন বলেন, হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের যা কাজ আছে বাধা দেওয়া হচ্ছে। মিঠুন বলেন, ওদের যাওয়ার অনেক জায়গা আছে, কিন্তু হিন্দুদের অন্য কোনো ভিটে বা কোনো দেশ আছে? নেই। তাহলে যাবো কোথায়? মুখ্যমন্ত্রীর নাম না করে মিঠুন বলেন, বাংলাদেশের প্রতি কেন আপনার এত ভালোবাসা। আমি যেন অধিকারে থাকি, পশ্চিমবঙ্গ চুলোয় যাক। সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক দেন মিঠুন। বিজেপি ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। যারা ভারতকে ভালোবাসে, ভারতের হীতে কাজ করে তাদের পক্ষে। এখনও তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবে সেদিন বুঝবে। কাশ্মীর ফাইলস সিনেমার কথা তুলে ধরে মিঠুন বলেন, বাঁচতে হলে সবাই একসাথে ভোট করে বিজেপিকে জেতাতে হবে। কংগ্রেস, বাম, তৃণমূলের হিন্দুদের সবাইকে একসঙ্গে ভোট দিয়ে বর্তমান সরকারের পতনের আহ্বান করেন। পাশাপাশি বিজেপির দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে যদি কোনও মনোমালিন্য থাকে ভোট পর্যন্ত মিটিয়ে নিন। স্লাগ--- 2812ZG_ARM_MITHUN_R ছবি, বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 28, 2025 13:49:20
0
comment0
Report
MDMritunjay Das
Dec 28, 2025 10:49:47
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 28, 2025 10:49:28
Dihierench, West Bengal:নন্দীগ্রামে শুভেন্দুর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখ এবং ২৪ তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন সেবাশ্রয় উদ্বোধন করবেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন----তাতে অসুবিধে নেই, আমরা তো সেবা ডেইলি দিই। সেবাদান দিতে আসছেন মানে পরিষেবা দিতে আসছেন তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এটাই প্রমাণিত হয়। করছেন ভালো কথা। কোথা থেকে টাকা নিয়ে আসছেন চুরির টাকা কিনা আমি সব হিসেব নেব। কোন খাতের টাকা সব হিসেব নেব। আর কোন হাসপাতাল থেকে চিকিৎসক তুলে আনছেন তারও লিস্ট দেখবো। আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও হিন্দুদের কিনতে পারেনি। আর একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপোবাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুকে কিনতে পারবেন না ।আমি হিন্দুদের আত্মীয় ,তারা জানে এ আছে বলে শান্তি আছে ।নইলে কাজাহার রুকুমুদ্দিন সুফিয়ান শাহাবুদ্দিনের হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো। এবার একটু বড় অংশের রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাব。 অভিষেকের অভিযোগ কতজন বাংলাদেশী কতজন রোহিঙ্গা প্রকাশের দাবি এই প্রসঙ্গে বললেন----উনি কি দাবি করলেন তার জন্য কমিশন নেই উনি ভারতবর্ষের ৫৪০-৪৫ জনের মধ্যে একজন, উনাকে আপনারা গুরুত্ব দিতে পারেন নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না। আমরাও সিরিয়াসলি নিই না। হিসেব ১৪ই ফেব্রুয়ারি পর দিয়ে দেবে। বাংলাদেশে দিপুদাশ হত্যার জামাত রাজনীতি করছে। এদেশে বিজেপির রাজনীতি করছে। এই প্রসঙ্গে বললেন---আমি উনার পিসিকে হারিয়েছি। আমি উনার কথার উত্তর দেব না আমাদের কোন ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই। এদেশের হিন্দুরা লড়েছে লড়বে। আর বাংলাদেশের মুসলিমরা যদি হুমায়yunের বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে আমরাও দিপু দাসের পরিবারের জন্য টাকা পাঠাতে পারি。 এস আই আর চলছে আশী বছর উর্ধ্ববয়স্কা নাম পোস্ট করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই বৃদ্ধার নাম বাদ গেছে তাকে অসুস্থ অবস্থায় সিঁড়ি ভেঙ্গে উঠতে হচ্ছে। ওই বৃদ্ধা কি রোহিঙ্গা নাকি? এই নিয়ে বললেন---আমি এটা আনম্যাপ্ট হতে পারে। নিয়ে পার্টিকুলার কিছু বলতে পারব না এটা রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা যেমন আন ম্যাপ্ট আছেন এমনি প্রয়োজন ম্যাপিংগো আছেন। সেটা তো খোলেনি কমিশন খুললে বুঝা যাবে। ভারত সেবাশ্রমে 22 জন সন্ন্যাসী হেয়ারিংয়ে গেছেন তৃণমূল বলছে ৪০ জনের নাম বাদ গেছে। এই প্রসঙ্গে বললেন---মিথ্যা কথা ,তৃণমূলের মুখ্যমন্ত্রী একটাও সত্যি কথা বলে না, তার দল সত্যি কথা বলবে এটা কি করে আশা করা যায়। এই যে টোটোতে করে নন্দীগ্রামে ঘোরাচ্ছে চুরির পাঁচালী গ্রামের লোকই থুতু ফেলছে, মিথ্যা কথা বলছে প্রত্যেক গ্রামের ছেলেদের ১০০ থেকে দেড়শ শতাংশ ভিন রাজ্যে গেছে কোন মহিলা সুরক্ষিত নয় কাজ নেই। আমার মনে হয় সৌগত রায় বলতে চেয়েছেন দিপুদাসকে যারা পুড়িয়ে মেরেছে, তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালবাসেন। এটাই হয়তো বাস্তব সত্যি। যাহা ইউনুস মোল্লা তাহাই খালা মমতা।
0
comment0
Report
Advertisement
Back to top