Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बीडियो प्रशांत बर्मन के खिलाफ गिरफ्तारी वारंट जारी, सुप्रीम कोर्ट में दायर चुनौती
PMPiyali Mitra
Dec 26, 2025 08:16:16
Kolkata, West Bengal
বিডো প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন বিধাননগর কোর্টে আবেদন বিধান নগর কমিশনারেট সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেলেও পুরোনো নির্দেশের কোনো স্থগিতাদেশ নেই তার প্রেক্ষিতেই আবেদন কিছু দিন আগে আগাম জামিন বাতিল হয় ৭২ ঘন্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টের দারস্থ হয় প্রশান্ত বর্মন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হয় বিডিও কিন্তু সেই আবেদন এখনো লিস্টিং হয়নি। ফলে খোলে স্থগিতাদেশও নেই প্রশান্তর বিরুদ্ধে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGShreyasi Ganguly
Dec 26, 2025 09:54:02
Kolkata, West Bengal:[26/12, 11:51 am] Shreyasi Ganguly: গোটা জানুয়ারি জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একাধিক কর্মসূচি দিয়ে দেওয়া হল দলের পক্ষ থেকে ।। এস আই আর এর কাজ করার পাশাপাশি এগুলো করার নির্দেশ দেওয়া হল।। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করতে হবে ।। দলের পতাকা উত্তোলনের পাশাপাশি ।。 এছাড়া উন্নয়নের পাঁচালী নিয়েও প্রচার করতে . এছাড়া ১২ই জানুয়ারি ,২৩ শে জানুয়ারি, ২৬ শে জানুয়ারি ও ৩০ শে জানুয়ারি নির্দিষ্টভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে ।。 প্রতিটা কর্মসূচি শুরু হবে রাজ্য সংগীত দিয়ে এবং শেষ হবে জাতীয় সংগীত দিয়ে ।। এমনটাই দলের পক্ষ থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে ।。
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 26, 2025 09:53:39
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- ভাতা নয়, নিয়মিত মাসিক বেতনের দাবী, সরকারি সুযোগ-সুবিধা সহ সরকারি চাকরির স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। এই দাবিতে ইতিমধ্যেই গত ২৩শে ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আশা কর্মীদের কর্ম বিরতি চলছে। এদিন জেলার বিভিন্ন ব্লকের আশা কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে বিশাল বিক্ষোভ মিছিল করে। বালুরঘাট থানার সামনে সরকারি নির্দেশ নামার প্রতিলিপি পোড়ানো হয়। পাশাপাশি, এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন আশা কর্মীরা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 26, 2025 09:53:10
Dihierench, West Bengal:2024 के 26 दिसंबर को नंदीग्राम के बृंदावन चौक पर तृणमूल कांग्रेस के कार्यकर्ता महादेवर বিষয়ী की हत्या हुई थी। उनकी दुकान के अंदर खून से लथपथ शव बरामद किया गया था। एक वर्ष पूरा होने के बावजूद अभी तक न्याय न मिलने के आरोप मृतक के परिवार की ओर से उठाए जा रहे हैं। परिवार का दावा है कि महादेवर विषयी की हत्या योजनाबद्ध तरीके से की गई थी। आज महादेवर विषयी की स्मरणसभा के अवसर पर एक सभा आयोजित की गई जिसमें सत्ता पक्ष के सांसद पार्थ भौमिक भी उपस्थित थे। मंच से उन्होंने Bangladesh की सruprati और केंद्र की राजनीति पर कई विस्फोरक टिप्पणियां कीं। उनका कहना था कि शुभেন্দु अधिकारी की राजनीति के पीछे भारत के बाहर हिंदुओं की हत्या हो तो Here भारत में बीजेपी मजबूत होगा, और यहाँ मुसलमानों की हत्या हो तो Bangladesh के जमात को ताकत मिलेगी। उनका आरोप था कि Bangladesh जमात और भारत के RSS एक ही सिक्के के दो कठोर-अलग चेहरे हैं, ताकि धर्म के नाम पर दोनों देशों पर कब्जा किया जा सके। आगे उन्होंने कहा, अगर बीजेपी कभी বাংলা पर कब्जा कर ले तो বাংলार लोगों को क्या खाना-पीना, पहनना–सब कुछ तय कर दिया जाएगा। यदि बिना अनुमति घर में मछली-चावल-कुकिंग भी करेंगे तो घरों में ताले लगाकर बंद कर दिए जाएंगे। उन्होंने श्रोताओं से पूछा, “क्या आप वही बंगला चाहते हैं?” पुलवामा घटनाक्रम का उल्लेख कर उन्होंने कहा कि उग्रपंथी हमले में 42 सैनिक शहीद हुए थे, लेकिन बाद में पेहलगांव में हमले की कैसे या घटना कैसे हुई—यह भी सवाल उठाया गया। पेहलगांव के मुद्दे पर केंद्र की भूमिका के बारे में पार्थ भौमिक ने कहा कि यह मामला विदेश में प्रतिनिधिमंडल भेजे जाने से जुड़ा है, जबकि मुख्यमंत्री ममता बनर्जी विदेश में बात करने के लिए अभिषेक बनर्जी को भेजे जाने की बात कर रहे हैं। उन्होंने यह भी आरोप लगाया कि केंद्र नेतृत्व बंगला पर कब्जे की बात कर रहा है। पार्थ भौमिक का दावा है कि 1971 के अटल बिहारी वाजपेयी के प्रभाव की छाया अब अभिषेक बनर्जी के भीतर दिख रही है। महादेवर विषयी की स्मरणसभा के इर्द-गिर्द ये टिप्पणियाँ राजनीतिक हलचल फिर से शुरू कर चुकी हैं। इन बयानों को भी मध्यम रूप से प्रसार में बताया गया है।
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 08:32:52
Jalpaiguri, West Bengal:চোলাইয়ের নেশা ছাড়াতে গ্রাম ‘দত্তক’। শিক্ষার আলো জ্বলল বিএড কলেজের সৌজন্যে। জলপাইগুড়ি জেলার_Gorumaara_jungle_laya_Maynaguri_block_ram/Saiya_bhuduram_banbas ti থেকে এই প্রথম বোর্ডের পরীক্ষায় আদিবাসী ছাত্রী। স্থানীয় ভবানী হাইস্কুল থেকে মাধ্যমিকে বসতে চলেছে এই গ্রামের পরিযায়ী শ্রমিকের মেয়ে_somila_orauṅ। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি مুর্মু তার আইকন।_Somila_ke_darshense_... গ্রামে অশিক্ষার আলোচাচাতে তল্লাটের অন্য ছেলেমেয়েরাও পা বাড়িয়েছে স্কুলের পথে। কয়েক বছর আগেও যে গ্রামে প্রাথমিকের পড়ুয়া মিলত না, সেখানে এখন অনেকেই হাইস্কুলে পড়ে। বিএড কলেজের ছাত্র-শিক্ষকদের উদ্যোগে আট থেকে আশির জন্য বুধুরাম বনবস্তিতে গড়ে উঠেছে মুক্ত বিদ্যালয়। শুধু বুধুরাম নয়, আদিবাসী অধ্যুষিত রামসাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যাচ্ছে বিএড কলেজের ছাত্র-শিক্ষকরা। তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রশাসনের পাশাপাশি শিক্ষাদপ্তরের আধিকারিকরা।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 26, 2025 08:32:38
Kolkata, West Bengal:চন্দ্রিমা আগামী কাল থেকে শুনানি। বিশ্বাস আছে সঠিক ভাবে করবেন।upper থেকে আলাদা করে কোন নির্দেশ থাকলে মানুষ বুঝতে পারছেন। আতঙ্ক কারা তৈরি করছে। তারা দায় নিচ্ছে না কেন?? যাদের প্রাণ যাচ্ছে তারা বহুবার ভোট দিয়েছে।এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের।শ্রী যুক্ত জ্ঞানেশ্ কুমারকে এর দায় নিতে হবে জয় প্রকাশ নির্বাচন কমিশন নিজেদের ভিলেন বানানোর চেষ্টা করছে。 চন্দ্রিমা রাজ্য সরকার জানে কোথায় কি খরচ করতে হবে দিল্লিতে না গিয়ে ডেপুটি করে কি হবে?? মুখ্য মন্ত্রী বলছেন দেশের যখন দরকার দল থাকবে。 জয় প্রকাশ 71 এর দরকার যদি মনে করেন শুভেন্দু অধিকারী তাহলে কি আরেকজন ইন্দিরা গান্ধীর প্রয়োজন নেই?? নরেন্দ্র মোদী কি পারবেন ৭১ করতে?? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কে বলে দিক ৭১ সম্ভব কি না?? নাহলে আরেক ইন্দিরা গান্ধীর দরকার
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 26, 2025 08:16:33
Kolkata, West Bengal:রাজ্যে যে প্রক্রিয়ায় এসআইআর (SIR) করা হয়েছে, তা নিয়ে প্রবল আপত্তি তোলা হলো WBCS অ্যাসোসিয়েশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে WBCS অ্যাসোসিয়েশনের তরফে。 চিঠিতে জানানো হয়েছে, আইন অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ERO-দের একটি ভূমিকা থাকে। যাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা হচ্ছে,ínsh তাঁর বক্তব্য শোনার সুযোগ দেন ERO। চিঠিতে অভিযোগ করা হয়েছে,এই সুযোগটাই দেওয়া হয়নি。 যে সিস্টেমের মাধ্যমে নাম বাদ দেওয়ারプロক্রিয়া হয়েছে, তার মধ্যে ERO-রা ছিলেন না বলে অভিযোগ। এর ফলে অনেকের নাম বাদ গিয়েছে, কিন্তু যে আইন রয়েছে, সেটা ব্যবহার করলে এমনটা নাও হতে পারত বলে দাবি করা হয়েছে。
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 26, 2025 07:49:33
Kalna, West Bengal:কলকাতায় মেসিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কিত পরিস্থিতি নিয়ে সরব হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও প্রবাদপ্রতিম গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে নাদনঘাটের কোবলায় আয়োজিত খালবিল, চুনোপুঁটি ও প্রাণিপালন উৎসবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের অদূরদর্শিতা ও সঠিক পরিকল্পনার অভাবেই বাংলার মুখ পুড়েছে। একই সঙ্গে বাংলার ফুটবলের বর্তমান অবস্থান নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন ভাস্কর। তাঁর বক্তব্য, গত ১৫–২০ বছরে বাংলার ফুটবল প্রায় শেষ হয়ে গিয়েছে এবং এখন ভারতীয় দলে বাংলার ফুটবলার দেখাই যায় না। কলকাতা লিগ তার পুরনো সৌন্দর্য হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগে বর্ধমান-সহ বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ফুটবলার উঠে এসে কলকাতা লিগে খেলতেন, এখন সেই সুযোগ প্রায় নেই। বড়জোর ১০–১২টি ম্যাচ খেলে অনেক ফুটবলার হারিয়ে যাচ্ছে বলে জানান ভাস্কর। সংক্ষিপ্ত টুর্নামেন্টে ফুটবলার তৈরি সম্ভব নয় বলেও মত তাঁর। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের মাঠেও পাঠাতে হবে। কোয়ান্টিটি এলে তবেই কোয়ালিটি আসবে। এই প্রসঙ্গে সদ্য শুরু হওয়া বিএসএ-র ফুটবল টুর্নামেন্টের প্রশংসা করে ভাস্কর জানান, এ ধরনের উদ্যোগ বাড়লে গ্রামবাংলা থেকে প্রতিভা উঠে এসে বাংলার ও দেশের মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠিত ভাস্কর গাঙ্গুলির সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বিকাশ পাঁজি ও আলভিটো ডি কুনহা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জিও
0
comment0
Report
CDChampak Dutta
Dec 26, 2025 07:32:36
Kaji Chak, West Bengal:এস আই আর হেয়ারিং নোটিশ হাতে পেয়ে দুশ্চিন्तায় মৃত্যু দাবি পরিবারের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এক নম্বর বুথের ঘটনা মৃতের নাম আলম খান (৬৫)। বছর ৬৫ এর আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন। নিঃসন্তান দম্পতি স্বামী-স্ত্রীর সংসার। এস আই আরের হেয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম শেখের স্ত্রী এবং স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যায় বি এল ও আলম সেখের হাতে হেয়ারিংয়ের নোটিশ ধরিয়ে যায় হেয়ারিং এর নোটিস পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম শেখ অসুস্থ বোধ করেন রাত্রিতেই মৃত্যু হয়েছে। বুথের বি এল ও আশফাকুল্লা খাঁন বলেন হেয়ারিং এর নোটিশ ধরানোর সময়েই দুশ্চিন্তা শুরু করেছিলেন আলম। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে স্যার আতঙ্কে নয়, উনি রোগগ্রস্ত ছিলেন।শারীরিক অসুস্থতাতেই মৃত্যু হয়েছে।ঘটনায় শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। ছবি বাইট 2c তে বাইট ১)নাসু বিবি (মৃতের স্ত্রী) ২)হাসিবুল খান (প্রতিবেশী) ৩)আশফাকুল্লাহ খান (বিএলও) ৪)ইসমাইল খান (তৃণমূল নেতা) ৫)সুকান্ত দলুই (বিজেপি নেতা)
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 26, 2025 06:31:14
Baruipur, West Bengal:একদিকে বাসন্তীতে বোমা বিস্ফোরণের আঘাতে ক্লাস ফোরের ছাত্র যখন কলকাতা এসএসকেমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক তার উল্টোদিকে এক ছোট্ট শিশু বিরল এক রোগের আক্রান্তের অর্থ সাহায্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এমএলএ ফুটবল কাপের মঞ্চ থেকে শিশুটি চিকিৎসার জন্য তার বাবার হাতে ৫০ হাজার টাকা তুলে দিলেন। পাশাপাশি দর্শকশদে কাছথেকে একটা অর্থ তুলে দেন বিধায়ক। শিশুটির বাড়ি বারুইপুর থানা এলাকায়। পরিবার জানায় ছোট্ট শিশু রিজুয়ান বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা। ঠিক তার উল্টোদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাসন্তীতে বোমা বিস্ফোরনে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। যার একটি হাত ও দুটি চোখ নষ্ট হয়েছে বলে পরিবার জানায় । ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির জন্য বাসন্তী থানার পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক শ্যামল মন্ডল। কিন্তু এই ঘটনা এখনও পর্যন্ত কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে জানা যাচ্ছে.
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 06:21:23
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 26, 2025 06:21:09
0
comment0
Report
Advertisement
Back to top