Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
दक्षिण दिनाजपुर में आशा कार्यकर्ताओं का प्रदर्शन, वेतन और नौकरी मान्यता की मांग
STSrikanta Thakur
Dec 26, 2025 09:53:39
Dinajpur, Rangpur Division
বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- ভাতা নয়, নিয়মিত মাসিক বেতনের দাবী, সরকারি সুযোগ-সুবিধা সহ সরকারি চাকরির স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। এই দাবিতে ইতিমধ্যেই গত ২৩শে ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আশা কর্মীদের কর্ম বিরতি চলছে। এদিন জেলার বিভিন্ন ব্লকের আশা কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে বিশাল বিক্ষোভ মিছিল করে। বালুরঘাট থানার সামনে সরকারি নির্দেশ নামার প্রতিলিপি পোড়ানো হয়। পাশাপাশি, এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন আশা কর্মীরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 26, 2025 11:58:34
Howrah, West Bengal:সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নবান্নের কাছে মন্দিরতলায় আজ আসেন তিনি।আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন তিনি।বলেন নবান্নর কাছে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ২২শে ডিসেম্বর।অথচ নিজেকে মানবিক বলে দাবী করা মুখ্যমন্ত্রী একবার সময় দিলেন না আলোচনা করার।যেকোনো বিপর্যয়ে এইসব কর্মীদের অবদান অনস্বীকার্য।তিনি বলেন বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ তুলবেন।লড়াই করবেন এদের দাবী নিয়ে।মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবি সহ পেনশন ও ই এস আই চালু করার দাবি তুলে ধরবেন।মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন ২০২৬ এর নির্বাচনের জনগন বুঝিয়ে দেবে।আন্দোলনকারী নেতা প্রসেনজিৎ বসাক নিশ্চিত করেছেন তারা নবান্নে গিয়ে স্পেশ্যাল সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছেন।তাদের দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। বাইট..১..শুভেন্দু অধিকারী(বিরোধী দলনেতা) ২..প্রসেনজিৎ বসাক(আন্দোলনকারী)
0
comment0
Report
NRNarayan Roy
Dec 26, 2025 11:58:18
Siliguri, West Bengal:*শিলিগুড়ির হোটেল গুলোতে পড়ল পোস্টার , বাংলাদেশীদের জন্য বন্ধ হল হোটেলের দরজা* বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শহরের হোটেল গুলোতে পড়ল পোস্টার। হোটেলের বাইরে বড় বড় অক্ষরে লেখা থাকছে "বাংলাদেশীদের প্রবেশ নিষেধ"। ২০২৪ সালে বাংলাদেশের অস্থিরতার পর থেকেই একের পর এক আন্দোলন হয়েছে এপ্রান্তেও। ২০২৪ সালের নভেম্বর মাসেই শিলিগুড়ির হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় তাদের অ্যাসোসিয়েশনের আওয়াতাধীন হোটেল গুলোতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষেধ থাকবে৷ যদিওবা মানবিক কারনে সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেন। চিকিৎসা সংক্রান্ত একাধিক কারনে বাংলাদেশের বহু মানুষ ভারতে আসে। চিকিৎসা এবং শিক্ষার কারনে তারা তাদের হোটেল বাংলাদেশীদের ভাড়া দিত। কিন্তু বর্তমান পরিস্থিতির পর সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল হোটেল অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে শহরের একাধিক হোটেলে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে লাগানো হল পোস্টার৷ অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন৷ শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান , " একদিকে যেমন ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অন্যদিকে আমরা অ্যাসোসিয়েশন গতভাবে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলাম। অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৮০টি হোটেল রয়েছে সেই সব হোটেলেই এই নিয়ম জারি থাকবে। মাঝে চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে খানিকটা ছাড় দিলেও এবার পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল।" হোটেল মালিক সৌমেন সাহা জানান , "সকলে মিলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি৷ এটার প্রয়োজন ছিল। বাংলাদেশ যেভাবে অত্যাচারকে প্রশয় দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত।"
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 11:57:52
Purulia, West Bengal:পুরুলিয়া : বাড়ছে বেকারত্ব, নেই চাকরি, নেই শিল্প । পুরুলিয়া শহরে ঠেলা লাগিয়ে চপ ঘুঘনি বিতরণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা । শুক্রবার পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে গ্রাজুয়েট চপ ওয়ালা নামে ঠেলা লাগায় বিজেপি নেতাকর্মীরা । সেখানে ব্যানার মুখ্যমন্ত্রীর পোস্টার হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর চপ ঘুঘনি বিক্রির মন্তব্যের প্রতিবাদ জানান তারা । রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, শিক্ষিত যুবকদের বেকারত্ব বেড়ে চলার সমস্যার সমাধান না করে মুখ্যমন্ত্রীর চপ এবং ঘুঘনি বিক্রির মন্তব্যের নিন্দা করেন জেলা বিজেপি নেতৃত্বরা । বাইট: ১) শঙ্কর মাহাতো (জেলা বিজেপি সভাপতি)
0
comment0
Report
ABArup Basak
Dec 26, 2025 11:57:34
Mal Bazar, West Bengal:টলিউডে এবার পর্দায় উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমূল হক তাঁর মানবিক কাজের জন্য আজ দেশজুড়ে পরিচিত মুখ। নিজের মাকে হারানোর বেদনা থেকেই তাঁর জীবনে আসে এক নতুন শপথ—আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুল্যান্স না пেয়ে প্রাণ না হারান। সেই লক্ষ্যেই নিজের উপার্জনের টাকায় তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা। বছরের পর বছর দিন-রাত এক করে অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’। এই মানবিক জাত্রার গল্প এবার রুপোলি পর্দায় তুলে ধরতে উদ্যোগী হয়েছেন টলিউডের প্রযোজক-পরিচালক মহল। ছবিতে করিমূল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এব্যাৰে পদ্মশ্রী করিমুল হক বলেন, আমাকে নিয়ে হিন্দিতে বায়োপিক হওয়ার কথা রয়েছে। কোন কারনে সেটি পিছিয়ে গেছে। তবে আনন্দের ব্যাপার বাংলা সিনেমায় দেব অভিনয় করবে আমার ভুমিকায়। এব্যারে দেব একটা পোষ্টারও লঞ্চ করেছে ইতি মধ্যে। জানুয়ারি মাসেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এই সুটিং চলবে। আমি আশাবাদী এই সিনেমা মনুষের মধ্যে দাক কাটবে। যুব সমাজ এই সিনেমা দেখে অনেক কিছু শিখতে পারবে। এরজন্য দেব কে ধন্যবাদ জানাই। নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান, এই ছবিটি তাঁর কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং এক বিরাট দায়িত্ব। একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও। বাস্তবের করিমুল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব। দেব আরো বলেন ইতি মধ্যে করিমুল হক সাত হাজারের বেশি মানুষকে স্বাস্থ্য পরিসেবা দিয়েছেন। আশা করছি এই সিনেমা মানুষ খুব ভালো ভাবে গ্রহণ করবে। এই ছবির মাধ্যমে শুধু একজন মানুষের গল্প নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা ও সহমর্মিতার এক শক্তিশালী বার্তা পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। খুব শিগগিরই শুটিং শুরু হবে এবং মুক্তির দিনক্ষণও ঘোষণা করা হবে বলে খবর। টলিউডে মানবিক গল্পের এই নতুন সংযোজন যে দর্শকদের মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 26, 2025 11:17:29
Dinajpur, Rangpur Division:আদিবাসী মহিলা ও নাবালিকার উপর গণধর্ষণের প্রতিবাদে বংশীহারীতে তীব্র বিক্ষোভ। বহরমপুর ও বীরভূমের মল্লারপুর সহ রাজ্যের একাধিক জায়গায় আদিবাসী মহিলা ও নাবালিকার উপর সংঘটিত নৃশংস গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুরে বিক্ষোভে শামিল হল আদিবাসী সেঙ্গেল অভিযান ও সেঙ্গেল মহিলা মোর্চা। এদিন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আন্দোলনকারীরা রাজ্য পুলিশের মন্ত্রী সহ একাধিক আদিবাসী জনপ্রতিনিধিদের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তোলা হয় বিক্ষোভ মঞ্চ থেকে। বিক্ষোভ চলাকালীন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীদের অভিযোগ, একের পর এক ঘটনায় আদিবাসী সমাজের মহিলা ও নাবালিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অথচ প্রশাসনের তরফে কোনও কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা বিক্রয় মুর্মু বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকার উপর অত্যাচারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে দোষীদের ফাঁসি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।” বিক্ষোভ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি সম্পন্ন করেন。
0
comment0
Report
BBBimal Basu
Dec 26, 2025 11:17:11
Basirhat, West Bengal:ন্যাজাট কান্ডে আরো এক জনকে গ্রেফতার করল পুলিস এই নিয়ে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করল পুলিস আজ অভিযুক্ত রফিকুল পুরকაიতকে বসিরহাট মহকুমা আদলতে তোলা হলে বিচারক Five দিনের পুলিশি হেপাজাত রাখার নির্দেশ দেয়। শেখ শাহাজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে লরি চাপা দিয়ে মারার চেষ্টার সঙ্গে যুক্ত রফিকুল পুরকাইত নামে আরো একজনকে হাড়োয়া কুলটি এলাকা থেকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিস। যদিও এই রফিকুলের নাম অভিযোগে ছিল না। পুলিসি হেপাজাতে থাকা ৫ জনকে জেরা করে পুলিস জানতে পারে চক্র with ছিল রফিকুল জড়িত ছিল গতকাল রাতে হাড়োয়ার কুলটি থেকে রफিকুলকে গ্রেফতার করে পুলিস। আজ তাকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃত রফিকুল পুরকাইতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত রাখার নির্দেশ দেয়।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 11:16:50
Purulia, West Bengal:পুরুলিয়া : ভাইয়ের মারেরঘাতে দিদি খুন । শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে। মৃত মহিলার নাম জবা পাল । শারীরিক দিক থেকে তিনি মুখ ও বধির ছিলেন বলে খবর । জানা যায়, জবা পাল এবং তার ভাই গৌরাঙ্গ পালের মধ্যে পারিবারিক বিবাদ বাধে। এর জেরে গৌরাঙ্গ পাল তার দিদি জবা পালকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জবা পালকে চিকিৎসার জন্য স্থানীয় বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । ঘটনার পর মৃতার ভাই গৌরাঙ্গ পালকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 26, 2025 10:38:29
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 26, 2025 10:20:14
Chinsurah, West Bengal:এটিএম থেকে কুড়ি হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন সাহাগঞ্জের যুবক! বার্তা দিলেন সৎ হওয়ার। এটিএম কাউন্টারে এক হাজার টাকা তুলবেন বলে ডেবিট কার্ড প্রেস করেছিলেন সাহাগঞ্জের গরিব আলমবাগের সুমন্ত পাল।পিন দিতেই টাকা কেটে নেওয়ার মেসেজ ঢোকে তার মোবাইলে।যদিও টাকা বেরোয়নি।কিছুক্ষন দাঁড়িয়ে থাকতেই দেখেন কুড়ি হাজার টাকা বেরিয়ে এসেছে মেশিন থেকে। বাবা হেমন্ত পালকে বিষয়টি জানান যুবক।ব্যাংকের কাস্টমার কেয়ারেও ফোন করে জানান। যুবকের বাবা হেমন্ত পাল চুঁচুড়া থানার অধীন সাহাগঞ্জ পুলিশ ফাঁড়িতে ঘটনার কথা জানান।পুলিশ চুঁচুড়া পিপুল পাতিতে অবস্থিত বেসরকারি ব্যাংকে খবর দেয়। পুলিশ ব্যাংকের আধিকারিকরা টায়ার বাগানে এটিএম কিয়স্কের সামনে পৌঁছে যান।সুমন্ত ও তার বাবাকে ধন্যবাদ জানান তাদের সততার জন্য।এটিএম এর শাটার বন্ধ করে দেওয়া হয়। সুমন্ত একটি অনলাইন বিপনীতে চাকরি করেন।তিনি বলেন, আমার টাকাটা কিছুক্ষনের মধ্যেেই ফিরে পাই।কিন্তু কুড়ি হাজার টাকা মেশিন থেকে বেরিয়ে আসে।টাকাটা আমার নয় অন্য কারো।তাই পুলিশকে খবর দেওয়া হয়। হেমন্ত পাল বলেন,পুলিশকে ডেকে টাকা ফেরত দেওয়ার কথা আমার ছেলেই বলে।যে টাকা আমাদের নয় সেই টাকা নেব কেন? কম বয়সী ছেলে কিন্তু ওর সসতা আছে। এটিএমে যান্ত্রিক ত্রুটির কারনে এই ঘটনা হয়ে থাকতে পারে।প্রকৃত কারন খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বর্তমান সময়ে এমন নির্লোভী যুবক দেখে খুশি পুলিশও।।。
0
comment0
Report
MMManoj Mondal
Dec 26, 2025 10:19:06
Kolkata, West Bengal:রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইন্সেন্টিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার কর্ম বিরতির ডাক দিয়ে আজ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে সি এম ও এইচ এর কাছে ডেপুটেশন জমা আশা কর্মীদের। আজ দুপুর দেড়টা নাগাদ আশা কর্মীরা, মিছিল করে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে জমায়েত হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্ম বিরতির স্লোগান এবং নিজেদের দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে। প্রথমেই পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। প্রথমে পুলিশ হাসপাতালের মেনগেট আটকয়ে তাদের ভিতরে যেতে বাধা দেয় । এই নিয়ে দীর্ঘক্ষন বাকবিতণ্ডা চলতে থাকে। পরবর্তীতে তাদের কয়েকজনের প্রতিনিধিদলকে সি এম ও এইচ এর কাছে যেতে অনুমতি দেওয়া হয়। আশা কর্মীরা জানিয়েছেন তাদের এই ১১ দফার দাবি পুরো না হলে পরবর্তীতে তারা ধরনায় বসবেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 10:18:41
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো পুরুলিয়া ট্রাফিক পুলিশ । শুক্রবার সকাল থেকে পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় অভিযানে চালালো ট্রাফিক পুলিশের কর্মকর্তারা । ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকানি এবং ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয় । ফুটপাত দখলের ফলে নিত্যদিন যানজট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অবৈধ ভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানপাট গুলির মালিকদের হুঁশিয়ারি ফুটপাত দখলমুক্ত করার হুশিয়ারি দেওয়া হয়। নির্দেশ না মালনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় । পুলিশের নির্দেশ মেনে শীঘ্রই ফুটপাত দখলমুক্ত করার কথা বলেন দোকানি এবং ব্যবসায়ীরা । বাইট: ১) রঞ্জন দাস (দোকানি) ২) রশিদ সওদাগর (ব্যবসায়ী)
0
comment0
Report
SGShreyasi Ganguly
Dec 26, 2025 09:54:02
Kolkata, West Bengal:[26/12, 11:51 am] Shreyasi Ganguly: গোটা জানুয়ারি জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একাধিক কর্মসূচি দিয়ে দেওয়া হল দলের পক্ষ থেকে ।। এস আই আর এর কাজ করার পাশাপাশি এগুলো করার নির্দেশ দেওয়া হল।। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করতে হবে ।। দলের পতাকা উত্তোলনের পাশাপাশি ।。 এছাড়া উন্নয়নের পাঁচালী নিয়েও প্রচার করতে . এছাড়া ১২ই জানুয়ারি ,২৩ শে জানুয়ারি, ২৬ শে জানুয়ারি ও ৩০ শে জানুয়ারি নির্দিষ্টভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে ।。 প্রতিটা কর্মসূচি শুরু হবে রাজ্য সংগীত দিয়ে এবং শেষ হবে জাতীয় সংগীত দিয়ে ।। এমনটাই দলের পক্ষ থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে ।。
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 26, 2025 09:53:10
Dihierench, West Bengal:2024 के 26 दिसंबर को नंदीग्राम के बृंदावन चौक पर तृणमूल कांग्रेस के कार्यकर्ता महादेवर বিষয়ী की हत्या हुई थी। उनकी दुकान के अंदर खून से लथपथ शव बरामद किया गया था। एक वर्ष पूरा होने के बावजूद अभी तक न्याय न मिलने के आरोप मृतक के परिवार की ओर से उठाए जा रहे हैं। परिवार का दावा है कि महादेवर विषयी की हत्या योजनाबद्ध तरीके से की गई थी। आज महादेवर विषयी की स्मरणसभा के अवसर पर एक सभा आयोजित की गई जिसमें सत्ता पक्ष के सांसद पार्थ भौमिक भी उपस्थित थे। मंच से उन्होंने Bangladesh की सruprati और केंद्र की राजनीति पर कई विस्फोरक टिप्पणियां कीं। उनका कहना था कि शुभেন্দु अधिकारी की राजनीति के पीछे भारत के बाहर हिंदुओं की हत्या हो तो Here भारत में बीजेपी मजबूत होगा, और यहाँ मुसलमानों की हत्या हो तो Bangladesh के जमात को ताकत मिलेगी। उनका आरोप था कि Bangladesh जमात और भारत के RSS एक ही सिक्के के दो कठोर-अलग चेहरे हैं, ताकि धर्म के नाम पर दोनों देशों पर कब्जा किया जा सके। आगे उन्होंने कहा, अगर बीजेपी कभी বাংলা पर कब्जा कर ले तो বাংলार लोगों को क्या खाना-पीना, पहनना–सब कुछ तय कर दिया जाएगा। यदि बिना अनुमति घर में मछली-चावल-कुकिंग भी करेंगे तो घरों में ताले लगाकर बंद कर दिए जाएंगे। उन्होंने श्रोताओं से पूछा, “क्या आप वही बंगला चाहते हैं?” पुलवामा घटनाक्रम का उल्लेख कर उन्होंने कहा कि उग्रपंथी हमले में 42 सैनिक शहीद हुए थे, लेकिन बाद में पेहलगांव में हमले की कैसे या घटना कैसे हुई—यह भी सवाल उठाया गया। पेहलगांव के मुद्दे पर केंद्र की भूमिका के बारे में पार्थ भौमिक ने कहा कि यह मामला विदेश में प्रतिनिधिमंडल भेजे जाने से जुड़ा है, जबकि मुख्यमंत्री ममता बनर्जी विदेश में बात करने के लिए अभिषेक बनर्जी को भेजे जाने की बात कर रहे हैं। उन्होंने यह भी आरोप लगाया कि केंद्र नेतृत्व बंगला पर कब्जे की बात कर रहा है। पार्थ भौमिक का दावा है कि 1971 के अटल बिहारी वाजपेयी के प्रभाव की छाया अब अभिषेक बनर्जी के भीतर दिख रही है। महादेवर विषयी की स्मरणसभा के इर्द-गिर्द ये टिप्पणियाँ राजनीतिक हलचल फिर से शुरू कर चुकी हैं। इन बयानों को भी मध्यम रूप से प्रसार में बताया गया है।
0
comment0
Report
Advertisement
Back to top