Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दरजीलिंग पहाड़ियों में दो दिनों से बारिश, Red Alert से शहरवासी घरों में बंद

KAKAYESH ANSARI
Oct 31, 2025 14:49:46
Darjeeling, West Bengal
Continue rainfall in Darjeeling hills for last 2 days and today it is red alert for which it seen less people in town yesterday; those who are going to school or duty were the only ones seen in town. Where as the Dhudia River water level is high and the newly constructed Hume Pipe Bridge is in danger. Vehicles are running through that bridge, but it is learned that vehicle movement can be stopped but not implemented yet. Landslides have occurred in Kurseong Sub Division, with awareness about Red Alert in various places of Kurseong including rural and tea garden areas. Kurseong Sub Division is the biggest subdivision of hills which includes plains area like Teesta, NH10 and also NH110 like Rohini Road and Pagla Jhora and Dhudia, even Mirik, which are landslide areas and in the last landslide most happened out here.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Oct 31, 2025 18:36:30
Kolkata, West Bengal:এদিন ম্যাচের শুরু থেকেই ভালো খেলার চেষ্টা করে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানও মাঝে মধ্যে আক্রমণ শানিয়েছে। ম্যাচের ১৯ মিনিটে মনবীর-ম্যাকলারেনের যুগলবন্দি দেখা গিয়েছিল।কিন্তু তা ফলপ্রসূ হয়নি বাগানের জন্য। এরপর ম্যাচের ২২ মিনিটে সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। আহদাদের হেড পোস্টের ওপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পরেই আরও একটা সুযোগ পেয়েছিল লাল-হলুদ।কিন্তু বিপিন সিংয়ের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর মাঠে কিছুটা উত্তেজনা দেখা যায়। ম্যাচের ২৬ মিনিটে ইস্টবেঙ্গলের মিগুয়েল এবং মোহনবাগানের শুভাশিসকে হলুদ কার্ড দেখান রেফারি হরিশ কুণ্ডু। Match-এর ২৮ মিনিটে প্রবল চাপে পড়ে বাগান। নাওরেম মহেশের গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। শেষমেশ অবশ্য গোল হয়নি। বলা যেতে পারে বেঁচে যায় সবুজ-মেরুন। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত আধিপত্য নিয়ে খেলে অস্কার ব্রুজোর ছেলেরা। অনেক বেশি সুযোগ তৈরি করছে তারা। তবে বিরতির আগে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৭ মিনিটে একক প্রচেষ্টাায় মাঝমাঠ থেকে বল কেড়ে নেন ম্যাকলারেন। গতি বাড়িয়ে বাঁ-দিকে লিস্টনকে বল দেওয়ার চেষ্টা করেন। অনেকটা অ্যাওয়ে হয়ে হায় সেই পাস। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাগান। এরপর ৪২ মিনিটে মিগুয়েলের শট বাঁচান বিশাল কাইথ। বাঁ দিক থেকে কঠিন কোণ থেকে শট নিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। কিন্তু গোলের দেখা পায়নি মিগুয়েল। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। বিরতির পরে জেগে উঠে মোহনবাগান। সহজ সুযোগ নষ্ট করে তারা। আপুইয়ার কাছ থেকে সাজানো বল পেলেও হেড ঠিকমতো রাখতে পারলেন না লিস্টন। বল চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর সুযোগ চলে আসে লাল-হলুদের সামনেও। ম্যাচের ৬০ মিনিটে ফাঁকা গোল মিস করেন আহদাদ। অনবদ্য দক্ষতায় গোল বাঁচান বিশাল। এর পরের মিনিটেই জয় গুপ্তার শট বাঁচান কাইথ। তবে একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি অস্কারের দল। অবশেষে গোলশূন্য ড্র হল ডার্বি। এদিকে চেন্নাইয়ের সঙ্গে ড্র করায় সুপার কাপ থেকে ছিটকে গেল ডেম্পো
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 31, 2025 18:35:45
Purulia, West Bengal:পুরুলিয়া : শিক্ষকদের বিএলও করা নিয়ে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এ নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরকে কোনো লিখিত জানানো হয়নি দাবি করে তিনি বলেন একটি সরকারি দপ্তর আরেকটি সরকারি দপ্তরে চিঠি দিতে লুকোচাপা কেন। তবে শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করলে কতটা সমস্যা হতে পারে তা নিয়ে কোন মন্তব্য করেননি তিনি । পুরুলিয়ার নিস্তারিণী কলেজে জঙ্গলমহল সাহিত্য উৎসবে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিগণ ও লেখক কবি সাহিত্যিক। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পুরুলিয়া জেলায় প্রথম জঙ্গলমহল সাহিত্য উৎসব।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 31, 2025 18:34:36
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 31, 2025 18:34:21
Chinsurah, West Bengal:দশমীতে মিষ্টিমুখ হয় না, শোভাযাত্রায় চন্দননগরের জলভরা সন্দেশ দেওয়া হয় রানী মার হাতে।বরণ হয় পা ছুঁয়ে়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত।চন্দননগরের আলো খ্যাতি জগৎজোরা।সাবেক ফরাস ডাঙার জলভরা সন্দেশের সুনাম আজো অটুট। জগদ্ধাত্রী পুজোয় আলোর উৎসবে জলভরা থাকবে না তা ভাবাই যায়না।কড়া পাকের সন্দেশের ভিতর জল ভরা থাকে তালশাঁস আকৃতির সেই সন্দেশ চন্দনগনগরের স্পেশাল। যা কিছু শুভ তাতে জলভরা থাকে চন্দনগরে। চন্দনগর শিব মন্দির তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সবাই দেখতে ভিড় করেন রানী মায়ের অপরূপ দেখার জন্য।বলা হয় চন্দননগরের সবথেকে বড় ঠাকুর রানি মা। যাকে দেখতে হয় মাথা উঁচু করে।চন্দনগরএ এবার পাঁচদিনের পুজো, শোভাযাত্রা হবে শনিবার। শোভাযাত্রার দিন সন্ধোয় রানী মাকে যখন রাজপথে বের করা হয় তখন তার হাতে দেওয়া হয় চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ। যার একটি ওজন দুই কেজি। পুজো কমিটির সদস্য গণেশ নাথ বলেন,রানী মার উচ্চতা ২৮ ফুট। এবছর ৮১ বছরে পদার্পণ করেছে আমাদের পুজো। এখানে মায়ের উচ্চতা অনেক বড় তাই দশমীতে যখন বরণ করা হয় তখন অত উঁচুতে গিয়ে মাকে বরণ করা সম্ভব হয় না তাই মাকে মিষ্টিমুখ করানো যায় না। মায়ের পায়ে হয় বরণ। তাই মা যখন শোভাযাত্রায় বের হন তখন মায়ের হাতে দেওয়া হয় চন্দনগররের জলভরা।চার হাতে দুটো চার কেজি ও দুটো দু কেজি ওজনের জলভরা দেওয়া হয়েছে মাকে। তবে এখানে মায়ের বরনেও রয়েছে বৈশিষ্ট্য মেয়েদের বদলে ছেলেরা লাল পাড় শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে দেবীর বরণ করে। এই প্রথা চলে আসছে বছরের পর বছর আসছে। মায়ের নাম কেন হলো রানী মা ? উদ্যোক্তারা বলেন, দেবীকে রানীর মতো করে সাজানো হয়েছিল একবার। তখন থেকে লোকমুখে প্রচার শুরু হয় রাণী মায়ের。
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 31, 2025 18:33:00
Barrackpore, Kolkata, West Bengal:পাসপোর্ট হয়নি, অসুস্থ বাবা কে বাংলাদেশে দেখতে যেতে না পারায় ক্ষোভে ফুঁসছিলো বারাকপুরে আত্মহত্যা কাকলি সরকার, যদিও শ্বাশুড়ির দাবী NRC নিয়ে চিন্তা ও করতো, গতকাল রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা হয় বৌমা বাংলাদেশে বাবা অসুস্থ। তাই দীর্ঘদিন ধরে স্বামি সবুজ সরকার কে আকুতি মিনতি করছিলেন বাংলাদেশে বাবার কাছে যাবেন। বিয়ের পরে আর বাংলাদেশে যাওয়া হয়নি। এর মধ্যে ভাইয়ের বিয়ে ও হয়েছে, তাও যেতে পারেননি বাপের বাড়ি। এই নিয়ে স্বামির সঙ্গে মনোমালিন্য হতো মাঝে মাঝে। এই স্বিকারক্তি খোদ আত্মঘাতী কাকলি সরকারে শাশুড়ী শিবানি সরকারের। তবে শিবানী সরকার এর সাথে দাবী করছেন NRC নিয়ে চিন্তা করতেন কাকলি। গতকাল রাতে ছাদের দরজা আটকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কाकলি সরকার(৩৩)। টীটাগড় থানার পুলিশ স্বামি সবুজ সরকার, শ্বশুর শান্তি সরকার এবং ভাসুর সুরেশ সরকার কে জিজ্ঞাসাবাদ করছে। ১৫ বছর আগে বিয়ে করে বাংলাদেশ থেকে এখানে চলে আসার পর আর বাপের বাড়ি যেতে পারেনি বৌমা,জানালেন শাশুড়ি।
0
comment0
Report
SMSubhasis Mandal
Oct 31, 2025 18:32:00
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 31, 2025 15:46:42
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রুগি মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড। রুগির পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না হওয়ার কারনে মৃত্যুর অভিযোগ। পাশের রাজ্য ঝাড়খন্ডের মোটাবাঁধা গ্রামের বাসিন্দা ভারতী পাতন নামে এক নাবালিকাকে পেটে ব্যাথা নিয়ে তার পরিবার ঝাড়খন্ডের চাকুলিয়া হাঁসপাতালে ভর্ত্তি করেন। সেখানে তার শারীরিক অবনতি দেখে চাকুলিয়া থেকে তাকে স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ তাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে পরিষেবা সঠিক ভাবে দেওয়া হয়নি এমনি অভিযোগ করছেন পরিবার এর সদস্যরা।আজ দুপুর নাগাদ তার শারীরিক অবনতি শুরু হয় এবং বছর ১৭ নাবালিকা ভারতীর মৃত্যু হয়। এর পরেই শুরু হয় উত্তেজনা পরিবারের সদস্যরা চড়াও হয় হাসপাতালে উপর। উত্তেজনা চরমে গেলে পরিস্থিতি সামাল দিতে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এই घटना নিয়ে পরিবারের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে॥
0
comment0
Report
ALArup Laha
Oct 31, 2025 14:49:29
Belna, West Bengal:মন্থার দোসর ঝড়ে মাঠে নুইয়ে ধান, মাথায় হাত বর্ধমানের চাষীদের।দক্ষিণ দামোদর এলাকায় ব্যাপক ক্ষতি সুগন্ধি গোবিন্দভোগ ধানের, উৎপাদন কমে অর্ধেকের আশঙ্কায় চাষীরা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দক্ষিণ দামোদর এলাকার চাষীরা। মাঠের বেশিরভাগ ধানই মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে ধানের ফলন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার আশঙ্কায় চিন্তায় পূর্ব বর্ধমানের কৃষকরা। শস্যগোলা পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ ও জামালপুর ব্লকের বিস্তীর্ণ জমিতে প্রতিবছর সুগন্ধি গোবিন্দভোগ ধানের চাষ হয়। এই এলাকার সরঙ্গা, আহ্লাদিপুর, চিন্তামণিপুর, হুড়িয়া, গোপালপুরসহ বহু গ্রামের চাষীরা এখন দুশ্চিন্তায় ভুগছেন। প্রতি বছর কয়েকশো একর জমিতে এই ধানের ফলনে কৃষকরা ভালো আয় করলেও, এ বছর পরিস্থিতি একেবারে উল্টো। চাষী নারায়ণ চন্দ্র ঘোষ বলেন, সাধারণত এক বিঘে জমিতে ১০ থেকে ১২ বস্তা ধান হয় (৬০ কেজি করে বস্তা)। কিন্তু এখন যা অবস্থা, ৩ থেকে ৪ বস্তার বেশি ফলন হবে না। ধান সব মাটিতে পড়ে গেছে। আমরা ভয়ানক ক্ষতির মুখে। তিনি আরও জানান, এক বিঘে জমিতে গোবিন্দভোগ চাষে গড়ে খরচ হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু এ বছর সেই খরচই তোলার মতো ধান মাঠে নেই। একই হতাশা শোনা গেল নিমাই রক্ষিত ও বলাই চন্দ্র রক্ষিত–এর গলাতেও। নিমাই রক্ষিত বলেন,ধানের গাছ হেলে গেছে, 많은 শীষ নষ্ট হয়ে যাচ্ছে। এখন রোদ না পেলে পচে যাবে। বলাই চন্দ্র রক্ষিতর কথায়, আমরা ভাবছিলাম এ বছর দাম ভালো পাব, কিন্তু ঝড়ে সব শেষ। সরকার যদি সাহায্য না করে, আমরা চাষ করতে পারব না। জেলা–র কৃষি আধিকারিক অমর কুমার মণ্ডল বলেন, জেলার দক্ষিণ দামোদর অঞ্চলে গোবিন্দভোগ ধানের ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে নেমেছেন। তবে মনে হয় ক্ষতি খুব একটা হবে না বলে জানান কৃষি আধিকারিক।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 31, 2025 14:49:04
Kolkata, West Bengal:উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের ফল প্রকাশের দিনই বিক্ষোভে ফেটে পড়লেন দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, স্কুলে নেই ভূগোলের প্র্যাকটিক্যাল ল্যাব। ফলে পরীক্ষায় নম্বর কম এসেছে বহু ছাত্র-ছাত্রী၏। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের দাবি, ভূগোলের প্র্যাকটিক্যাল ল্যাব স্থাপনের জন্য টাকা নেওয়া হলেও, আজও তারা ল্যাবের কোনও সুবিধা পাননি। অভিযোগ উঠেছে, স্কুলের টিচার-ইন-চার্জ এবং এক শিক্ষক নাকি স্কুলের ফ্ল্যাড সেন্টারের ঘর দখল করে সেখানে বসবাস করছেন। যেখানে সরকারের তরফে ঘর ভাড়ার টাকা মেলে শিক্ষকদের। সেখানে কেন সরকারি ঘর দখল করে এ ভাবে দিনের পর দিন থাকছেন সে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ তুলেছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন স্কুল চত্বরে বিক্ষোভ শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রত আনার চেষ্টা করেন স্বয়ং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত ওই শিক্ষক দাবি করেন, ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই যাতায়াতের সুবিধার জন্য সহকারী এক শিক্ষককে নিয়ে স্কুলে রয়েছেন। তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদের দাবিগুলি ন্যায্য এবং খুব শিগগিরই ভূগোল ল্যাব স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশ্বাসের পর আপাতত বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা। তবে এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কিনা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 14:48:24
Jalpaiguri, West Bengal:দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। একেই বলে মরার উপর খাঁড়ার ঘা। গত ৫ অক্টোবর বন্যার জেরে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। এবার মান্থার প্রভাবে বৃষ্টির জেরে ফের দুর্ভোগে পড়তে হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকার বাসিন্দাদের। বাড়িঘর মেরামত না হওয়ায় ওই এলাকায় এখনও অনেকে ত্রাণ Shিবিরে রয়েছেন। বৃষ্টিতে ত্রাণ শিবিরে জল ঢুকে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সরিয়ে আনা হয়েছে। এদিকে দুর্গতদের নিয়ে কার্যত রাজনীতি শুরু করে দিয়েছেন নেতারা। আজ দুর্গত এলাকায় গিয়ে অব্যবস্থার অভিযোগ তোলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। দুর্গতরা ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এর কিছু পরেই গধেয়ারকুঠি এলাকায় পৌঁছন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। অযথা আতঙ্কিত হতে নিষেধ করেন। বলেন, প্রশাসন সতর্ক আছে। আমরাও পাশে আছি। চিন্তার কারণ নেই। কমিউনিটি কিচেনে যেখানে দুর্গতদের জন্য রান্না করা হচ্ছে, সেই জায়গা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে যান দুপুরের বিডিও এবং এসডিপিও, আইসি সহ প্রশাসনের আধিকারিকরা। এই মানুষগুলোর পাশে দাঁড়ান। অন্যদিকে ময়নাগুড়িতে বন্যা কবলিত বেদগারা খাটোরবাড়ি এলাকায় যেসব দুর্গত পলিথিনের তাঁবুর নীচে ছিলেন, চলতি দুর্যোগের কারণে ময়নাগুড়ি বিডিও এবং ময়নাগুড়ি থানার আইসি পাশাপাশি প্রশাসনের কর্তারা বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকায় পৌঁছে তাঁদের সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। খাটোরবাড়ি, তারাবাড়ি ও দাসপাড়া এলাকার দুর্গতদের যাঁরা বাঁধের উপর পলিথিনের নীচে ছিলেন, তাঁদের চারেরবাড়ি নগেন্দ্রনাথ হাইস্কুল ও আমগুড়ি রামমোহন স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করে বিডিও জানান। এদিকে ধূপগুড়ি থেকে ফালাকাটায় যাওয়ার চিলারঘাট সেতু ভেঙে গিয়েছে। ফলে দুর্ভোগে বাসিন্দারা।
0
comment0
Report
Advertisement
Back to top