Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101
हावड़ा भाजपा युवा मोर्चा नेता संजय चक्रवर्ती पर विवाहेत्तर संबंध के आरोप, शिकायत दर्ज
DGDebabrata Ghosh
Nov 11, 2025 17:03:29
Howrah, West Bengal
একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হাওড়া সদর বিজেপির যুব মোর্চার নেতা সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবাদ করায় স্ত্রী ও শ্বশুরকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতার স্ত্রী পূজা চক্রবর্তী। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। শিবপুরের বলাই মিস্ত্রি লেনের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সলপের বাসিন্দা পূজা চক্রবর্তীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ওই যুব মোর্চা নেতা।বিয়ের পর সঞ্জয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন পূজা। প্রতিবাদ করলেই জুটতো মারধর। পূজা চক্রবর্তী জানান, ২০২০ সাল নাগাদ এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আরও‌ এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। সেজন্য গত বছর থেকে পূজাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিত সঞ্জয়। এরপর পূজা নিজের দশ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর থেকেই দলীয় ক্ষমতা দেখিয়ে স্ত্রী ও শ্বশুরকে হুমকি দিতে শুরু করেন সঞ্জয়। শুধু তাই নয়, দলবল নিয়ে শ্বশুর সুকুমার গোস্বামীকে হুমকিও দেন বলে অভিযোগ। এরপরেই শিবপুর থানার পুলিশের দ্বারস্থ হন পূজা। গত ৮ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।সঞ্জয় চক্রবর্তী ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।তবে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন মিউচাল ডিভোর্স ফাইল হয়ে গেছে।আসলে টাকা আদায়ের জন্য তার স্ত্রী এসব নাটক করছে।এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র এক ঘটনার কটাক্ষ করেছেন।বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন নির্বাচন আসছে।তাই দলকে মেলাইন করার জন্য তৃণমূল এসব বলছে。 বাইট..১..কৈলাশ মিশ্র(তৃণমূল যুব সভাপতি) ২..ওম প্রকাশ সিং(বিজেপি নেতা) ৩..পূজা চক্রবর্তী(স্ত্রী) ৪..সুকুমার গোস্বামী(শ্বশুর)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 11, 2025 18:15:16
Howrah, West Bengal:वैধ ভোটার হওয়া সত্তেও নাম নেই ভোটার লিস্টে। যদিও পরিবারের বাকি সকলের নাম আছে ভোটার লিস্টে। এই ঘটনায় আতঙ্কে ভুগছিলেন সালকिया ধর্মতলার বাসিন্দা বুদ্ধদেব সাউ (৩৫)। আতঙ্কে না খাওয়া ভুলে গেছিলেন কদিন ধরে।তবে অবশেষে মিলেছে স্বস্তি। হাওড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকার বাসিন্দা বুদ্ধদেব সাউ। বাড়িতে মা ছাড়াও দাদা বৌদি এবং স্ত্রী আছেন। তিনি গত লোকসভা, বিধানসভা এমনকি হাওড়া পুরসভার নির্বাচনে ভোট দিলেও এবারের ভোটার তালিকায় তার নামের উপর ডিলিটেড অর্থাৎ 'বাতিল' স্ট্যাম্প মারা আছে। এই ঘটনায় তিনি কার্যত মুষড়ে পড়েন। নাম বাতিলের আতঙ্কে তার ঘুম ছুটে যায়। বেনাগরিক হওয়ার ভয়ে নাওয়া খাওয়া ভুলে যান।তিনি বলেন,"আমি বুঝতে পারছি না কেন ভোটার লিস্ট থেকে আমার নাম বাতিল হল। এর জন্য ভীষণ আতঙ্কে রয়েছি। রাতে ঘুমোতে পারছি না। আমাকে কি বাংলাদেশে পুশব্যাক করা হবে ؟" তার মা সাবিত্রী সাউ বলেন,"আমাদের বাড়ির সকলের ভোটার লিস্টে নাম আছে। শুধুমাত্র আমার সেজো ছেলে বুদ্ধদেবের নাম নেই। এ ব্যাপারে আমিও আতঙ্কে রয়েছি।"তবে অবশেষে মিলেছে স্বস্তি।বুদ্ধদেব বাবু বলেন।তিনি উত্তর হাওড়ার ধর্মতলা এলাকায় থাকতেন।বছর দুয়েক আগে কোনা তেঁতুলতলায় চলে যান।এখানে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন।যেকারনে আগের ঠিকানা থেকে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় বলে আজ জানতে পারেন。 ১..সাবিত্রী সাউ(মা) ২..বুদ্ধদেব সাউ(ছেলে)
0
comment0
Report
MMManoj Mondal
Nov 11, 2025 17:02:58
Kolkata, West Bengal:এস আই আর এর প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন। তাদের অনশন আজ সপ্তম দিনে পড়েছে। সপ্তম দিনে অনশনকারীদের সঙ্গে দেখা করতে আসেন বাম প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন শতরূপ ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাশ ও স্থানীয় বাম নেতৃত্ব। অনশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর এবং কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ শতরুপ এর। নিঃ শর্ত নাগরিকত্বের দাবি করেন শতরুপ । তিনি এস আই আর এর প্রসঙ্গ টেনে বলেন এই ধরনের আইন কোন সভ্য দেশে কল্পনা করা যায় না। এসআইআর এর নামে ব্ল্যাকমেইল করা হচ্ছে তুমি আমার সঙ্গে থাকলে তোমার ভোট থাকবে। শান্তনুকে আক্রমণ করে তিনি বলেন , যে মানুষের ভোটে আপনি মন্ত্রী হলেন তাদের ভোট বাদ যাবে আর আপনি মন্ত্রী থেকে যাবেন। প্রথম থেকে আমাদের দলের অবস্থান কোন শর্ত ছাড়া উদ্বাস্তু মানুষকে ভারতের স্থায়ী নাগরিকত্ব দিতে হবে। একইসঙ্গে সকলের কাছে আবেদন করেন মতুয়াদের এই আন্দোলন ন্যায় সঙ্গত আপনারা আন্দোলনের পাশে দাঁড়ান। অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গটি নিয়ে বলেন, ভারত কোন ধর্মশালা নয় এটা ঠিক কিন্তু এত বড় অধর্মশালাও হতে দেব না। বাইট- শতরুপ ঘোষ (সিপিএম নেতা)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 17:02:02
Howrah, West Bengal:একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হাওড়া সদর বিজেপির যুব মোর্চার নেতা সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবাদ করায় স্ত্রী ও শ্বশুরকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতার স্ত্রী পূজা চক্রবর্তী। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। শিবপুরের বলাই মিস্ত্রি লেনের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সলপের বাসিন্দা পূজা চক্রবর্তীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ওই যুব মোর্চা নেতা।বিয়ের পর সঞ্জয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন পূজা। প্রতিবাদ করলেই জুটতো মারধর। পূজা চক্রবর্তবর্তী জানান, ২০২০ সাল নাগাদ এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আরও‌ এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। সেজন্য গত বছর থেকে পূজাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিত সঞ্জয়। এরপর পূজা নিজের দশ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর থেকেই দলীয় ক্ষমতা দেখিয়ে স্ত্রী ও শ্বশুরকে হুমকি দিতে শুরু করেন সঞ্জয়। শুধু তাই নয়, দলবল নিয়ে শ্বশুর সুকুমার গোস্বামীকে হুমকিও দেন বলে অভিযোগ। এরপরেই শিবপুর থানার পুলিশের দ্বারস্থ হন পূজা। গত ৮ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।সঞ্জয় চক্রবর্তী ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।তবে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন মিউচাল ডিভোর্স ফাইল হয়ে গেছে।আসলে টাকা আদায়ের জন্য তার স্ত্রী এসব নাটক করছে।এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র এক ঘটনার কটাক্ষ করেছেন।বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন নির্বাচন আসছে।তাই দলকে মেলাইন করার জন্য তৃণমূল এসব বলছে.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 17:01:44
Howrah, West Bengal:একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হাওড়া সদর বিজেপির যুব মোর্চার নেতা সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবাদ করায় স্ত্রী ও শ্বশুরকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতার স্ত্রী পূজা চক্রবর্তী। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। শিবপুরের বলাই মিস্ত্রি লেনের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সলপের বাসিন্দা পূজা চক্রবর্তীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ওই যুব মোর্চা নেতা।বিয়ের পর সঞ্জয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন পূজা। প্রতিবাদ করলেই জুটতো মারধর। পূজা চক্রবর্তী জানান, ২০২০ সাল নাগাদ এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আরও‌ এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। সেজন্য গত বছর থেকে পূজাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিত সঞ্জয়। এরপর পূজা 자신의 দশ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর থেকেই দলীয় ক্ষমতা দেখিয়ে স্ত্রী ও শ্বশুরকে হুমকি দিতে শুরু করেন সঞ্জয়। শুধু তাই নয়, দলবল নিয়ে শ্বশুর সুকুমার গোস্বামীকে হুমকিও দেন বলে অভিযোগ। এরপরেই শিবপুর থানার পুলিশের দ্বারস্থ হন পূজা। গত ৮ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।সঞ্জয় চক্রবর্ত্রী ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।তবে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন মিউচ্যাল ডিভোর্স ফাইল হয়ে গেছে।আসলে টাকা আদায়ের জন্য তার স্ত্রী এসব নাটক করছে।এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র এক ঘটনার কটাক্ষ করেছেন।বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন নির্বাচন আসছে।তাই দলকে মেলাইন করার জন্য তৃণমূল এসব বলছে।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 11, 2025 15:48:23
Kolkata, West Bengal:দীৰ্ঘ 203 দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটো, দক্ষিণ কলকাতার মুকুন্দপুর এর বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে নিয়ম মেনে চলতে হবে। তাকে হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখতে জমায়েত হন প্রতিবেশী থেকে শুরু করে, দলীয় কর্মীরা। হাসপাতালের বাইরে পোস্টার পরে দাদাকেই চাই। এরপর যখন তিনি হাসপাতাল থেকে বের হচ্ছেন সেই সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নড়াতে দেখা যায় তাকে। কখনো বা প্রণাম করেন তিনি দলীয় কর্মীদের উচ্ছ্বাস দেখে। # বাড়িতে ফিরতেই পুষ্প বৃষ্টি করেন দলীয় কর্মীরা। রাজকীয় ভাবে বরণ করা হয় বাড়ির চৌকাটে পা রাখতে ই। এরপর বাড়িতে প্রবেশ করেই, পরিবারের সদস্যদের সামনে আবেগে কান্নায় ভেঙে পড়েন। আদর করেন তার প্রিয় পোষ্য চিকো কে। # ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 11, 2025 15:48:12
Kolkata, West Bengal:সুকান্ত মজুমদার পিসি প্রাক্তন শিক্ষা মন্ত্রী গতকাল জামিন পেয়েছেন এবং তিনি আজকে ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। এটা কোন ইন্সিডেন্স যে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে উনি সুস্থ হয়ে গিয়েছেন যতদিন উনি জামিন পাচ্ছিলেন না ততদিন উনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সাংবাদিক সম্মেলনে ২০১৬ সালে যোগ্য চাকরিপ্রার্থী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বেশ কয়েকজন রয়েছেন। বা দিকে আছেন মৌমিতা সরকার। তিনি কল্যাণী থেকে ফিজিক্সে এমএসসি করে তৃণমূল সরকারের চুরির জন্য বাড়িতে বসে আছেন। কারণ তিনি স্কুলে যাচ্ছেন কিন্তু মাইনা পাচ্ছেন না। এছাড়াও আমার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি প্রতিনিধিরা রয়েছেন তারাও চাকরি পাওয়া সত্ত্বেও মাইনে পাচ্ছেন না যোগ্য চাকরিপ্রার্থী হওয়া সত্ত্বেও। এরা এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল। ১৫০০০ দাবি শিক্ষকের লিস্ট বেরিয়েছিল। চৌঠা নভেম্বর যে লিস্ট বেরিয়েছে তাতে অশিক্ষক কর্মীদের মধ্যে ৩৫১২ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে গ্রুপটির সংখ্যা ৫৪৯। গ্রুপ সি সংখ্যা ১ হাজার ১৬৩ জন। এদেরকে বাতিল করা হয়েছে কিন্তু এখানে যারা বসে আছে তারা কেউ বাতিল নন। কিন্তু এনারা মাইনে পাচ্ছেন না। এই ৩৫১২ জনের তালিকায় একের পর এক তৃণমূল নেতা নেত্রীদের আত্মীয়দের নাম উঠে এসেছে। এই অশিক্ষক কর্মচারীদের তালিকায় সান্তনু মালিকের নাম উঠে আসছে। তিনি বর্ধমানের বিধায়ক নিশীথ কুমার মালিকের ভাই। যিনি বলেছিলেন এস আই আর নিয়ে আগুন জ্বালিয়ে দেবেন। কেন এসআইআর এর জন্য তাদের এই গাত্রদাহ সেটা এখন বোঝা যাচ্ছে। আসলে ভাইয়ের চাকরি যেটা তিনি চুরি করে বের করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়াতে তার এত রাগ। শোভন মাহাতো ঝাড়গ্রামের বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাই তিনি ঝারগ্রাম স্কুলে যোগদান করেছিলেন অযোগ্য তালিকায় 1270 নম্বরে তার নাম রয়েছে। এই তালিকা এই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ নামটি আছে ৬৭৪ নম্বরে সেই ব্যাপারে আমি পরে যাব। এই ৩৫১২ জনকে এসএসসি চেয়ারম্যানের জাল করা সই দিয়ে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। প্রথমত ওএমআর শিটে জালিয়াতি হয়েছে। ৬৭৪ নম্বরে আছে বৃষ্টি মুখার্জি। তার বাবা নিমাই মুখার্জি। নিমাই বাবুর প্রথম পক্ষের মেয়ে বৃষ্টি। বোলপুরের কুসুমপুরের মেয়ে। ইনি মুখ্যমন্ত্রীর আত্মীয়। ইনি মানসিক সমস্যার জর্জরিত। ইনি ওষুধ খান। যখনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে চাকরি দুর্নীতিতে উনি সব সময় পার্থবাবুর দিকে নিশানা বানিয়েছে। এই বৃষ্টি দেবীর নাম যখন তালিকায় ঢুকে তখন কি পার্থবাবু নিজে থেকে নাম লুকিয়ে ছিলেন নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাপ্ত চট্টোপাধ্যায় ঢুকিয়েছিলেন। একজন যোগ্য মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষিত চাকরি প্রার্থীর নাম লুকিয়ে নিজের পরিবারের একজনের নাম ঢোকাতে প্রস্তাব রেখেছিলেন কি? যদি সৎ সাহস থাকে তাহলে বৃষ্টি মুখার্জির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি সম্পর্ক সেটা তৃণমূল কংগ্রেস খোলসা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পরিবারের ভালোর জন্য মামার পরিবারের ধামা বাজানোর জন্য তার মামাতো বোনের চাকরি করে দিয়েছিলেন। তৃণমূল উত্তর দিক আশা কর তাদের অবস্থান স্পষ্ট করবে। ৪৮ বছর বয়সে আমার যদি পরীক্ষা দিয়ে পাস করতে হয় তাহলে সেটা আমার মনে হয় এখন যুক্তিসঙ্গত নয়। কারণ তারা আগেই পাস করে গিয়েছিল আমি হলেও ফেল করতাম। রাজ্য সরকার নিজের প্রায়শ্চিত্ত করার জন্য যোগ্য এবং অযোগ্যদের বিভেদ করে সুপ্রিমকোর্ট কে জানান। শিক্ষা দুর্নীতিতে ৯ লক্ষ্য শিক্ষার্থী সরকারি স্কুল ছেড়ে বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তথ্যের সঙ্গে জাতীয় শিক্ষানীতি এর রাজ্যের প্রয়োগ করছেন না। এন ই পি টোয়েন্টি টুয়েন্টি প্রয়োগ করছেন না। পশ্চিমবঙ্গে ১৮ হাজার শিক্ষক রয়েছেন এরা তিন হাজার স্কুলে পড়ান যে স্কুল জিরো এনরোলমেন্ট স্কুল。 [11/11, 15:07] Debanjan Bandyopadhyay: কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি কারো কোন বিশ্বাস নেই। জয়েন্ট এন্ড ট্রানসে দীর্ঘসূচি তার জন্য মেধাবী ছেলেরা অনেক এভিন রাজ্যে চলে গিয়েছে। Nice ranking e cu ২৬ theke ৪৭ e nemechhe। গোটা দেশের নিরিখে র্তমানে ৫৪ টি এডুকেশনাল ইনস্টিটিউশন যারা কিউ এস র‍্যাংকিং এ ভারতবর্ষ স্থান পেয়েছে। যে র‍্যাংকিং গোটা পৃথিবী মানে। কেন্দ্রীয় সরকারের হাত ধরে এভাবেই দেশ দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। যে কলেজগুলোতে আগে অভিভাবকদেরা রাত জেগে লাইন দিতেন এখন সেখানে কেউ ভর্তি হতে চাইছে না। এটা অত্যন্ত চিন্তার কারণ। বাঙালির এই মেধাটাই সম্বল。 10 Delhi explosion section– Delhi में हुए विस्फोट के कारण एक व्यक्ति की मौत, দেশের প্রধান খবর। দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে তাতে একজন মানুষের মৃত্যু ও কাম্য নয় কিন্তু আমাদের এজেন্সি অত্যন্ত তৎপরতার সঙ্গে এটা যাতে ব্যাপক আকার ধারণ না করতে পারে। তার জন্য সচেষ্ট থাকায় অনেকে গ্রেফতার হয়েছেন বহু মানুষের প্রাণহানি বাঁচানো গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা ভারত সরকার দেবে। যারা বাংলাদেশ থেকে আশা বেআইনি নাগরিকদের এখানে ঠাই দেয়, যারা rohingas here সাম্রাজ্য গড়ে উঠতে সহায়তা করে যে রাজ্য সরকারের নাকের ডগা থেকে মুজিবর রহমানের খুনি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা গ্রেফতার হয় এবং রাজ্য সরকার জানতে পর্যন্ত পারে না যে ব্যারাকপুর কমিশনারেটে পাকিস্তানের নাগরিক দিনের পর দিন বাঙালি সেজে বসে চরবৃত্তি করে, তাকে ধরতে পারেনা । তার সরকারের কোন একজনের এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার নৈতিক অধিকার আছে কি ইউপিএ জমানায় কতবার বোমা বিস্ফোরণ হয়েছে? তার হিসেবটা আছে সেই সময়ের যদি বোম বিস্ফোরণের হিসাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায় স্বীকার করতে হতো তাহলে প্রতি মাসে একটি করে স্বরাষ্ট্রমন্ত্রী লাগতো। আমরা ভুলি নি তখনকার স্বরাষ্ট্র মন্ত্রীর নাশকতার সময় সাংবাদিক সম্মেলনে পোশাক বদল হয়ে যাচ্ছে। ভারতবাসী জানে দেশ শক্ত হাতে রয়েছে। যারা গলা ফাটাচ্ছে তারা এই ধরনের শক্তির তাবেদার। তাদেরাই তো ওয়াকক নিয়ে বড় জমায়েত হতে দেয়। তাদেরাই তো বলে সন্ত্রাসের কোন ধর্ম হয় না তারাই তো এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। সবাই খারাপ নয়। কিছু মানুষ খারাপ যারা বিস্ফোরণ ঘটাচ্ছে তারা বিভ্রান্ত প্রকৃত শিক্ষা পায়নি আর কত শিক্ষা লাগবে ? এমডি medicine ডাক্তার । অভিষেক ব্যানার্জির থেকে তো তারা অনেক বেশি বেশি শিক্ষিত। ভালো ছাত্র অতএব শিক্ষার সঙ্গে ইসলামিক সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। ওসামা বিন লাদেনের পর আরো একবার ডাক্তার বাবুরা সেটা প্রমাণ করল এই ইসলামিক টেরোরিজম গোটা বিশ্বের সামনে বিপদ। এটা কেবল ভারত নয় গোটা পৃথিবীকে থেকে বাঁচাতে হবে মহুয়া মৈত্র কে তথ্য দিয়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যদি দম থাকে হলে ইউপিএ আমলে কতগুলো বিস্ফোরণ হয়েছে কত প্রাণ গিয়েছে? তখন কে ঘৃণা ছড়াতো? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘৃণা ছড়াতেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তো মাথায় ফেজটুপি পড়া। উনি ভুলে যাচ্ছেন এই কট্টরপন্থীদের চোখে মহুয়া মৈত্র কাফের। সুকান্ত মজুমদারও কাফের । এই সহজ সত্যটা যতদিন মহুয়া মৈত্রটা বুঝতে না পারবেন ততদিন তাদের মঙ্গল হবে না। বুঝলে তাদেরও মঙ্গল দেশের ও মঙ্গল। ভুটানে কার ভোট আছে আমার জানা নেই। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি কারা যুক্ত কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নাক বা চোখ নেই । যে মঞ্চ থেকে বুঝে যাবেন যে কে মাওবাদী কে মাওবাদী নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পারেন না। কেবল তিনি রোহিঙ্গার বাংলাদেশী মুসলিম চিনতে পারেন না। তখন তিনি বর্ণান্ধের মতো আচরণ করেন। নাটকের লোক রাজনীতিতে এসে যদি নাটকবাজি করেন তাহলে এরকম কথাই বলবেন ব্যারাকপুরের সাংসদকে বলবেন তথ্য দিয়ে কথা বলতে। পার্থবাবু বলুন ইউপি এ আমলে কাশ্মীরের বাইরে কত বিস্ফোরণ হতো। সেই তথ্যটা দিন। আমাদের সময় কাশ্মীরে পাথর ছড়া বন্ধ হয়ে গেছে । ৯০ দশকে যখন কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতদের তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন পার্থ বাবু কোথায় ছিলেন? তখন তিনি কোথায় নাটক করছিলেন ? এবার বাঙালিরা লালচকে উৎসব পালন করেছে। যে লালচকে একসময় ভারতের পতাকা তোলা নিষিদ্ধ ছিল। তৃণমূল বুঝতে পারছে না পার্থ বাবুকে নিয়ে কি করবে গিলবে না হজম করবে না ফেলে দেবে? পার্থবাবুকে নিয়ে ওদের সেই অবস্থা ওনাকে দুদিন পর ঠিক জড়িয়ে ধরবে। মেরেছ কলসির কানা তা বলী কি প্রেম দেব না? এই বলে জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন তা তো ওনাদের জন্যই করেছেন। যার জন্য চুরি করি সেই বলে চোর । পার্থবাবু মুখ্যমন্ত্রীর ভাইজির নাম ঢুকিয়ে দিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেছেন । পার্থ বাবু যদি চাকরি পার্টি হিসেবে কারও নাম ঢোকাতে চাইতেন তাহলে উনি ওনার বান্ধবীর নাম ঢুকাতেন। উনি মুখ্যমন্ত্রীর ভাইজির নাম কেন ঢোকাবেন ? উনি কিন্তু নিজের ভাইজির নাম ঢোকারনি ।পার্থবাবুর এই স্বার্থ ত্যাগ দল কিন্তু মাথায় রেখে দেবে。
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 11, 2025 15:47:24
Asansol, West Bengal:জেলাশাসককে সামনে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন এক মহিলা বিএলও। কাজের অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরেই কান্নায় ভেঙ্গে পড়েন মহিলা বি এল ও শ্যামলী মন্ডল বলে অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ৬৭ নম্বর বুথের ബി‍এলও শ্যামলী মন্ডল। আইসিডিএস কেন্দ্রের কর্মীর পাশাপাশি শ্যামলী মন্ডল বিএলওর দায়িত্ব পেয়েছেন। আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি তাকে SIR এর কাজে বিএলও এর দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত চাপ বাড়ছে আর তাই এই চাপ সহ্য না করতে পেরে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও মহুকুমা শাসক ও বিডিও র কাছে তিনি কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার সালানপুরের রূপনারায়নপুরে আমাদের পাড়া আমাদের পাড়ায় কর্মসূচিতে এসেছিলেন জেলাশাসক এস পোন্নাবলম। আর ওই অনুষ্ঠানে জেলাশাসকের কাছে অতিরিক্ত চাপের কথা জানাতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা বিএলও। যদিও তার কাজের সুনাম করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।এরপর ওই মহিলা বিএলওর মুখে হাসি ফোটে।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 11, 2025 15:46:44
Kolkata, West Bengal:সম্প্রতি অভিষেকের বার্তার মধ্যেই জেলায় জেলায় পুরসভায় রদ বদল। সেই মত গত ৬ নভেম্বর পদ ছাড়তে নির্দেশ দেওয়া হয় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কে।পদত্যাগ না করায় দলীয় নির্দেশ অমান্যের অভিযোগ তুলে চিঠি পাঠানো হয়েছিল বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে। ৭ দিনের মধ্যে তাঁকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠি তে। তবে এখনও বনগাঁ পৌরসভার পৌর প্রধান পদে রয়েছেন গোপাল শেঠ । এই আবহে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে জ্যোৎস্না আঢ‍্য কে সড়ানোর চিঠি দিলেন গোপাল শেঠ। সেই চিঠি তে লেখা আছে “ পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩ এর ধারা ২১ (গ) অনুসারে দীর্ঘদিন ধরে পৌর রাজস্ব আয় বৃদ্ধিতে গাফিলতি এবং অসন্তুষ্ট জনক ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিভাগকে জানানো হয়েছে এবং উপরোক্ত সমস্ত বিষয়ের স্বচ্ছ তদন্তের স্বার্থে, এই চিঠি পাওয়ার পরপরই আপনাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হচ্ছে। এবিষয়ে জ্যোৎস্না আঢ‍্য বলেন, আজকে একটা চিঠি পেলাম সেখানে উল্লেখ রয়েছে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে সরিয়ে দিয়েছে। দলের থেকে এমন কোন নির্দেশ আমার কাছে আসেনি। তিনি এও বলেন গোপাল শেঠ পাগল হয়ে গিয়েছে তার পাগল হওয়ার मूल কারণ তাকে দল থেকে ইস্তফা দিতে বলা হয়েছে। কিন্তু সেটা তিনি না দিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পিছনে পড়ে রয়েছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন এর আগেও আমি বলেছি তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের জন্য যেন বনগাঁর পৌর নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। ওরা যা ইচ্ছা করুক ।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 15:03:34
Kolkata, West Bengal:বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সোনালি বিবি মামলায় কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ নভেম্বর কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর কেন্দ্রকে এক মাসের মধ্যে সোনালি বিবি সহ অন্যান্যদের দেশে ফেরাতে নির্দেশ দিলেও তা এখনো পালন করেনি কেন্দ্র।উলটে কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল:-- অন্ত:সত্ত্বা সোনালি বিবি সহ ৬ জনকে তড়িঘড়ি বাংলাদেশে "পুশব্যাক "করা সঠিক হয়নি। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে এক মাসের মধ্যে তাদের ভারতবর্ষে ফেরাতে হবে।
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 11, 2025 15:03:23
Nijuri, West Bengal:বন্ধুর হাতে বউকে তুলে দিলো স্বামী। চার হাত এক করে বীরভূমের সাঁইথিয়াতে সতিপীঠ নন্দিকেশরী তলায় দিলেন বিয়ে। স্বামীর নাম বাপি মন্ডল থাকেন বীরভূমের সাঁইথিয়ার ৮ নম্বর ওয়ার্ডে। বাপির সাথে ৯ বছর আগে বিয়ে হয় বীরভূমের তারাপীঠের পঞ্চমী মন্ডলের। তাদের একটি ৭ বছরের সন্তানও আছে। বিয়ে পর থেকে দাম্পত্য কলহ শুরু হওয়ায় পঞ্চমী বাপির নামে পুলিশের অভিযোগ করে , মামলা করে আদালতে। তারপর থেকে বাপের বাড়িতেই থাকতো পঞ্চমী। সেখান থেকেই প্রেমের শুরু বাপির বন্ধু জিত কুমার মির্ধার সাথে। জিতের বাড়ি সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডে। পরকীয়ার কথা জানাজানিও হয়। পরকীয়ার কথা জানতে পারে তার স্বামি বাপিও। আজ সকালে পঞ্চমীর স্বামী , পঞ্চমীকে তার বন্ধুর হাতে তুলে দেয়। বিয়ে দেন সাঁইথিয়ার নন্দিকেশরী মন্দিরে। বাপি জানিয়েছে তার নামে যে মামলা পঞ্চমী করেছে সেই মামলা পঞ্চমী তুলে নেবে বলেছে। তাদের সন্তান থাকবে স্বামী বাপি মন্ডলের কাছেই। পঞ্চমী তার সাথে থাকতে চাইছে না বলেই এই সিদ্ধান্ত。 বাইট ১. বাপি মন্ডল - পঞ্চমীর পুরোনো স্বামী বাইট ২. জিত কুমার মির্ধা - পঞ্চমীর নতুন স্বামী বাইট ৩. পঞ্চমী
0
comment0
Report
Advertisement
Back to top