Back
GST सुधार: 12% स्लैब खत्म, 99% वस्तुओं पर 5% या 18%!
KBKamalakshya Bhattacharjee
Sept 18, 2025 15:04:25
Kolkata, West Bengal
*প্রেস নোট*
*রাজ্য বিজেপি প্রধান কার্যালয় সিক্স মুরলিধর সেন লেন*
তারিখ - ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বিষয় - জিএসটি সংস্কার নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামনের বক্তব্য।
আজ ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবনে নেক্সট জেন জিএসটি সংস্কার নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শ্রীমতি নির্মলা সীতারামন সহ রাজ্য বিজেপি নেতৃত্ব।। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত আমন্ত্রিত দর্শক এবং বরিষ্ঠ কার্যকর্তাদের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন ফিন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী জিএসটি সংস্কারে কি কি বদলানো হয়েছে এবং তা ছাড়াও অন্যান্য সমস্ত সংস্কার নিয়ে তিনি আলোচনা করবেন। আলোচনার শুরুতেই তিনি উপস্থিত দর্শকদের হাতে একটি তথ্য তুলে দেওয়ার কথা জানান যেখানে ইউপিএ আমলে এবং বর্তমান বিজেপির সময়ে ট্যাক্স পরিকাঠামোর বিষয়ে তুলনামূলক আলোচনা রয়েছে। তিনিআরো একটি তথ্য আর দর্শকদের হাতে তুলে দেওয়ার কথা বলেন যেখানে বর্তমান জিএসটি সংস্কারের পর কোন কোন পণ্যের দাম কমেছে বা কিভাবে পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে যাতে দর্শকরা সম্যক ধারণা করতে পারেন। জি এস টি শুরুর সময় থেকে যে ফ্রেমওয়ার্কটি চলে আসছিল বিগত আট বছর ধরে আমরা সেটিকে ধরে রেখেছি এবং উন্নত করার চেষ্টা করেছিলাম কিন্তু ৮ মাস আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমাকে বলেন জিএসটি বিষয় নিয়ে নতুন কিছু ভাবতে হবে। শুরুর দিক থেকে জিএসটির ক্ষেত্রে চারটি ধাপ ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ, এবং ১৮ শতাংশ। এই পরিকাঠামো ঠিক করা হয়েছিল বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন ট্যাক্স পর্যালোচনা করে যাতে দেশজুড়ে বিভিন্ন পণ্যের দাম সব জায়গাতে একই থাকে। প্রতিটি পণ্যের জন্যই দাম পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিগত আট বছর ধরে এই কাঠামোতেই জিএসটি সংগ্রহ করা হয়েছে কিন্তু সময় এসেছিল এটিকে রিভিউ করে দেখার। মূলত পাঁচটি প্যারামিটারে বিভিন্ন পণ্যের রিভিউ করা হয়েছে। প্রথমত দেখা হয়েছিল এই নতুন জিএসটি কাঠামো। গরিব এবং মধ্যবিত্তকে সুরাহা দেবে কিনা। দ্বিতীয়তঃ দেখা হয়েছিল এটি মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করতে পারছে কিনা মধ্যবিত্তরা হল দেশের কর প্রদানকারী গোষ্ঠী কিন্তু একটি ছোট টিভি বা ছোট গাড়ির জায়গায় যদি একটি বড় টিভি বা গাড়ি তাদের কিনতে হয় তাহলে এদের আরো বেশি ট্যাক্স দিতে হতো পূর্বরণ কর পরিকাঠামোর জন্য। তৃতীয়ত দেখা হয়েছিল এটি কৃষকদের সাহায্য করবে কিনা। যেকোনো পণ্য যা কৃষি ক্ষেত্রে চাষীর ক্ষেত্রে সহায়ক সে ধরনের পণ্যে জিএসটি কমানো হয়েছে। চার নম্বর যদি দেখা হয়েছিল সেটা হল পণ্যের জিএসটি কমালে তা এমএসএমই সেক্টরের ক্ষেত্রে সহায়ক হবে কিনা। পঞ্চম প্যারামিটারটি ঠিক করা হয়েছে ভারতকে আরও বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে কি আর মাত্র ২২ বছর বাকি রয়েছে বিকশিত ভারত করার জন্য আর তার আগে আমাদের অনেক কিছু করতে হবে। তাই খুব দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পণ্য আরো বেশি করে ব্যবহার করা এবং বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট ভীষণ জরুরী। সেটাকে মাথায় রেখে আমরা রিভিউ করেছি। GST রেট ঠিক করার পাশাপাশি পণ্য গুলোকে কিভাবে তালিকাভুক্ত করা হবে সেটা ছিল আমাদের পরবর্তী ভাবনা। বহু ক্ষেত্রেই বিশেষ কিছু পণ্যকে কোন ক্যাটাগরিতে রাখা হবে তা নিয়েও দ্বন্দ্ব ছিল যেমন ধরুন পপকর্ন। এটিকে স্নাক্স হিসেবে খাওয়া হলেও চকলেট এবং চিনি দেওয়ার মিষ্টি পপকর্ন কেও নোনতা স্নাক্স হিসেবে বিক্রি করা হতো। কাজেই কম জিএসটি পেত রাজ্য সরকার গুলি। নতুন জিএসটি লক্ষ্য ছিল এই ধরনের দ্বন্দ্ব দূর করা এবং কর পরিকাঠামোকে সহজ করা। আমরা Ease of Doing Business এর কথা বলি। আগে একটি ব্যবসাকে রেজিস্ট্রেশন করতে অনেক দিন লেগে যেত। বর্তমানে তা তিনদিনেই হয়ে যাচ্ছে। নতুন পরিকাঠামোয় ৯০% রিফান্ড অটোমেটিক হয়ে যাবে। ১০% কেবলমাত্র রাখা হবে এটা দেখার জন্য কেউ মিথ্যা বলছে কিনা বা সঠিক ব্যক্তির কাছে রিফান্ড যাচ্ছে কিনা দেখার জন্য।
বিজেপি রাজ্য গুলির পাশাপাশি অবিজেপি রাজ্যগুলোতেও এমনকি পশ্চিমবঙ্গ সরকারও জানিয়েছিল যদি নতুন জিএসটি তে রেট কমানো হয় বা জিএসটি কাঠামোয় বিভিন্ন স্ল্যাবে টাকার পরিমান কমানো হয়, বিমার শুল্ক কমানো হয় তাহলে তারা সেটিকে সমর্থন করবে। তারপরই জিএসটি কাউন্সিলের সঙ্গে মিটিং হয় এবং আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। আমি কাউন্সিলের সকল সদস্য এবং রাজ্যগুলিকে ধন্যবাদ জানাই এই সংস্কারকে সমর্থন করার জন্য। কেন্দ্রের বিজেপির সরকারের আগে কেউ ভাবেনি ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে কর দিতে হবে না। থাক কোন ব্যক্তি যদি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে তাকে কোন ট্যাক্স দিতে হবে না। কর্পোরেট ইনকাম ট্যাক্সও আমাদের দেশে সবচেয়ে কম। আমরা পুরোনো ইনকাম ট্যাক্স আইন এনেছি। ২০২৪ নির্বাচনের পর আমরা ইনকাম ট্যাক্স সংস্কার করেছি, কর পরিকাঠামোর পরিবর্তন করেছি এবং বর্তমানে জিএসটি সংস্কার করা হচ্ছে। জিএসটি এমন একটি কর যা সব ব্যক্তিকেই দিতে হয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে আমরা যে সব পণ্য ব্যবহার করি সবাই GST এর আওতায় রয়েছে। কাজেই এই নতুন কাঠামোতে উপকৃত হবেন ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নারী, পুরুষ সবাই।
আমি পশ্চিমবঙ্গে এসে আনন্দের সঙ্গে বলতে ২২ সেপ্টেম্বর তারিখটি বেছে নেওয়ার অন্যতম কারণ হল দুর্গাপূজা। পিতৃপক্ষের শেষে ২২ তারিখ থেকে শুরু হবে নবরাত্রি এবং তারপরের দিনই মহালয়া। তাই আমরা এই দিনটিকেই বেছে নিয়েছি। আমরা জানি বাংলা বরাবর পথ দেখিয়েছে দেশকে। তাই আমি চাই আপনারা দোকানে দোকানে যান, মানুষকে বলুন কিভাবে এই GST Reform সকলের উপকার করবে।
১২% এর কোনও স্ল্যাব আর থাকছে না। ১২% স্লাবের আওতায় থাকা ৯৯% জিনিসে ৫% হবে কর শুধু ১% জিনিস ১৮% এর ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হবে। ২৮% এর স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে। ৯০% পণ্য যা ২৮% এর আওতায় ছিল তা ১৮% এ নেমে আসবে এবং শুধু ১০% জিনিস ৪০% এর আওতায় যাবে। সিন গুড জিনিসগুলি ৪০% এর আওতায় যাবে।
তিনি বলেন পনির, দুগ্ধজাত জিনিসের উপর কর শূন্য করে দেওয়া হয়েছে। ফলে বাংলার মানুষ পুজোর সময় মিষ্টি আরও বেশি করে খেতে পারবেন। স্বাস্থ্য ক্ষেত্রে বীমা এবং চিকিৎসা আরও সুলভ হবে। কৃষকদের রোজগার বাড়বে, কৃষির খরচ কমবে। স্পা, জিম এগুলির খরচ কমবে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহুভাবে এই রিফর্ম কাজ করবে। অন্যান্য পণ্যের দাম কমায় সার্বিকভাবে বাংলার মানুষের সুরাহা তো হবেই সেইসঙ্গে ১১ টি বিশেষ জিনিস রয়েছে যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জিনিস সেগুলির ক্ষেত্রেও দাম কমবে। শান্তিনিকেতনের চামড়ার জিনিসের দাম কমবে ফলে উপকৃত হবেন এর সঙ্গে যুক্ত বীরভূমের মানুষজন। বাঁকুড়ার টেরাকোটা শিল্পের GST কমায় কুমোর, এর সঙ্গে যুক্ত শিল্পীদের উপকার হবে। মাদুর কাঠি তৈরি করেন একটি বিশেষ গোষ্ঠীর মানুষ। এর ফলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বহু ব্যক্তি উপকৃত হবেন। পুরুলিয়ার ছৌ মুখোশ,দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির মুখোশ, শোলার কাজ, নকশী কাঁথা, মালদার আমের বিভিন্ন পণ্য, দার্জিলিং চা, জুট ব্যাগ, হোসিয়ারি পণ্য এইগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উপকৃত হবে।
*মিডিয়া বিভাগ, পশ্চিমবঙ্গ বিজেপি*
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowSept 18, 2025 15:06:32Kolkata, West Bengal:রামপুরহাটে ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এআইডি এসোর হাজরায় প্রতিবাদ
2
Report
PDPradyut Das
FollowSept 18, 2025 15:06:033
Report
MMManoranjan Mishra
FollowSept 18, 2025 15:05:480
Report
AMArkodeepto Mukherjee
FollowSept 18, 2025 15:05:260
Report
NRNarayan Roy
FollowSept 18, 2025 15:05:160
Report
ABArup Basak
FollowSept 18, 2025 15:05:010
Report
SBSoumen Bhattachrya
FollowSept 18, 2025 15:04:510
Report
MMManoranjan Mishra
FollowSept 18, 2025 15:04:430
Report
PCPartha Chowdhury
FollowSept 18, 2025 15:04:050
Report
PDPradyut Das
FollowSept 18, 2025 15:02:500
Report
NRNarayan Roy
FollowSept 18, 2025 12:48:235
Report
MMManoranjan Mishra
FollowSept 18, 2025 11:52:444
Report
MCMoumita Chakraborty
FollowSept 18, 2025 11:51:35Kolkata, West Bengal:suman roy Choudhuri reaction on sir
1
Report
BBBimal Basu
FollowSept 18, 2025 11:50:561
Report