Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
आरजिकोर डॉक्टर के ट्रांसफर पर डिवीजन बेंच में दायर मामला
ANArnabangshu Neogi
Sept 26, 2025 16:03:28
Kolkata, West Bengal
আরজিকরের চিকিৎসক অনিকেত মাহাতোর স্থানান্তর সংক্রান্ত একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের রাজ্য। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা দায়ের এর অনুমতি চাইল রাজ্য। বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলা দায়ের এর অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত আরজিকরের চিকিৎসক অনিকেত মাহাতোর রায়গঞ্জের স্থানান্তর সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তকে খারিজ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানালো রাজ্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Sept 26, 2025 16:04:13
Kolkata, West Bengal:লক্ষ্মী পূজার পর রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর এবার নজরদারি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জরুরী পর্যায়ে বৈঠক হয়ে গিয়েছে নোডাল এজেন্সি গুলোর। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিতে হবে তাই তড়িঘড়ি এই বৈঠক করতে হয়েছে এদিন কিন্তু লক্ষ্মী পূজার পর পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতির ওপর এবার কড়াকড়ি ভাবে নজর রাখতে চলেছে দেশের নির্বাচন কমিশন। আগামী ১৫ই অক্টোবর হতে চলেছে সব নোডাল এজেন্সি গুলোকে নিয়ে বৈঠক। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এজেন্সি গুলোকে নিয়ে হতে চলেছে এই জরুরি বৈঠক কারণ, ২০২৬ সালের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে বিধানসভা নির্বাচনের কার্যাবলী।
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 26, 2025 16:04:06
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 26, 2025 16:03:56
Kalna, West Bengal:কম পয়সায় কাজ করত স্বামী, সেই কারণে অনেক শত্রুও হয়েছিল স্বামীর। সেই আক্রোশ বসত স্বামীকে মারা হতে পারে চাঞ্চল্যকর দাবি কালনার নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃত সুমন্ত মল্লিকের স্ত্রীর। উল্লেখ্য গতকাল রাতে বিরিয়ানি খাবার পরই আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয় নাদনঘাট থানার বকপুর পঞ্চায়েতের অন্তর্গত মশাগরিয়া এলাকার যুবক সুমন্ত মল্লিকের। তিনি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বি এল আর অফিসে মুহুরী হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয় BLRO অফিসের রেভিনিউ অফিসার কুন্তল মন্ডল। তিনি বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। গতকাল পুজোর আগে শেষ দিনের কাজকর্ম চলছিল বিএলআর অফিসে। সেই উপলক্ষেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ে আসা হয় ৪০ প্যাকেট বিরিয়ানি, যা খেয়েই নাকি দুজন অসুস্থ হয়ে পড়ে। নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃতের পরিজনদের দাবি গতকালের ঘটনার পর ওই অফিসের কেউই এই ঘটনা শোনার পর হাজির হয়নি এলাকায়। এতেই সন্দেহ আরো বাড়ছে পরিবারের। নাদনঘাট থানায় এ দিন শুক্রবার লিখিত কমপ্লেন জানানোর জন্য হাজির হয় পরিবার। মৃত ওই যুবকের পরিবারের সাথে কথা বলেছে কালনার এসডিপিও রাখেশ চৌধুরীও। এদিন শুক্রবার দুপুরে ঘটনাস্থল তদন্তে যায় নাদনঘাট থানার আইসি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী।ঘটনা পরিকল্পিত খুন নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু সমস্ত কিছুই ময়নাতদন্তের রিপোর্ট আসার পরn স্পষ্ট হবে। ঘটনায় লিখিত অভিযোগ ডায়ের হয়েছে নাদনঘাট থানায়। বাইট এক - মৃতর স্ত্রী ছবি 2C তে 26925-KLN-MUHURI-R
0
comment0
Report
ALArup Laha
Sept 26, 2025 16:03:50
Belna, West Bengal:জঙ্গল মহলে দোলা সেন।শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গা পুজোর উদ্ধোধন করেন রাজ্য সভার সাংসদ দোলা সেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আয়েজকদের দাবি, তাদের দুর্গা আউশগ্রামের সবথেকে বড়। কিন্তু তা আকাড়ে নয়, ঐতিহ্যে। কারণ মানুষ পুজোর মাধ্যমেই এখানকার পুজোর সূচনা হয়। অতীতে কৃষক, দেহজীবী, বৃহন্নলাদের পুজো করা হয়েছে। এবার আলোকচিত্রের বাইরে থাকা পাঁচজন আদিবাসী মহিলাকে পুজোর বেদীতে বসানো হবে। আর আয়োজকদের এমন চিন্তাভাবনা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর। এবার অষ্টম বছরে তাদের থিম “বাংলার বই গ্রাম”। 260925ZG_BWN_DOLA
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 26, 2025 16:03:41
Kolkata, West Bengal:WEATHER PC *পঞ্চমী* সুস্পস্ট নিম্নচাপ অন্ধ্র ওড়িশা উপকূলে। কাল গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণে সব জেলায় মাঝারি বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি। পাসিং শাওয়ার বা অল্প ক্ষণের বৃষ্টি। রাজ্যের উপকূলের জেলায় তীব্র দমকা হওয়ায় মণ্ডপ ক্ষতিগ্রস্থ হতে পারে। সতর্ক থাকার পরামর্শ। *ষষ্ঠী সপ্তমী অষ্টমী* বৃষ্টি চললেও তার পরিমান কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী। বৃষ্টি কমলেই ফের মিলতে পারে রোদের দেখা। *অষ্টমীর রাত থেকে পরিস্থিতি বদল* নবমীর আগে ফের একটা নিম্নচাপ। ফলে নবমী দশমী ভারী বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। উপকূলের এলাকায় ঝোড়ো হওয়ায় পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা। *উত্তরবঙ্গে* পঞ্চমী এবং দশমীতে পার্বত্য এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টি। মাঝের দিনগুলিতে উত্তরবঙ্গে খুব উল্লেখযোগ্য বৃষ্টি নেই। *কলকাতায়* পঞ্চমী তে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমান কমবে। বৃষ্টি বিহীন পুজো পর্ব থাকছে না। তবে অষ্টমীর বিকেল পর্যন্ত বৃষ্টির বিরতিতে মানুষ ঠাকুর দেখতে পারবেন। অষ্টমীর রাত থেকে পরিস্থিতি পাল্টাবে। নবমী দশমী কলকাতায় বৃষ্টি বাড়বে। দশমীর দিন ভালরকম বৃষ্টি কলকাতায়। সেই বৃষ্টি চলবে একাদশী এবং দ্বাদশীতে। দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবণতা বাড়বে। বিসর্জন পর্বে সতর্ক থাকার পরামর্শ। *বর্ষা বিদায়* নিম্নচাপের ওপর রাজ্যে বর্ষা বিদায় নির্ভর করবে। সাধারণ নিয়মে ১১ অক্টোবর রাজ্যে বর্ষা বিদায় নেওয়া উচিৎ। নিম্নচাপ গুলি পরপর দানা বাঁধলে বর্ষার বিদায় বিলম্বিত হতে পারে।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 26, 2025 16:03:33
Kolkata, West Bengal:AAMAR METRO KOLKATA PRESS RELEASE 9.33-LAKH PASSENGERS TRAVELED IN METRO ON 25.09.2025 (TRITIYA) Kolkata, Date: - 26.09.2025 With the rest of West Bengal, Kolkata is now soaked in festive mood as Sharodotsav has begun. Pandal hoppers have already begun pandal hopping. They are preferring to avail Metro services on different routes as this is the most cost-effective, safe, secured and comfortable mode of transport. Metro services also have been helping them to avoid traffic snarls. Apart from them, other passengers too are travelling in Metro to reach their destinations. As a result, passenger count of Metro Railway has been steadily increasing. 9.33-lakh commuters have travelled in Metro yesterday i.e. on 25.09.2025 (Tritiya). This is higher than last year’s Tritiya’s passenger counts of 5.40 lakhs. 6.77-lakh passengers travelled in Blue Line. In Green Line 2.32-lakh passengers have travelled yesterday. Throughout the day most of the train services were run as per the schedule in Blue Line. On Yellow Line, Green Line, Orange Line and Purple Line services were operated almost smoothly and as per the schedule throughout the day. To avoid long queues at counters due to Puja rush, commuters are requested to use Digital mode of ticketing like Smart Cards and Mobile QR tickets which comes with 5% bonus/rebate if booked via app or at the time of recharge. From yesterday, attractive changes in Business Rules of Smart Cards have been made effective. As a result, the prices of Smart Cards have reduced. On the very first day, overwhelming responses of commuters have been observed. At different stations, commuters were seen purchasing Smart Cards enthusiastically to avail the additional benefits being offered. Passengers are also requested to download 'AAMAR KOLKATA METRO' app to book their tickets or recharge Smart Cards anytime to save time. More and more commuters are opting for digital mode of ticketing. Tourists/Visitors may also use Tourist Smart Cards to avail the facility of unlimited journeys for a duration of 3 and 5 days at a cost of Rs. 250 and Rs. 550 respectively. These Cards are now available at booking counters of every Metro station. We are proud of AAMAR Metro and equally proud of our commuters. As Metro is the cost-effective, comfortable and easy mode of commuting so more and more commuters prefer to use it. Passengers are also requested to follow the instructions made through Public Address System by on-duty staff. We thank our commuters for their continued co-operation in running Metro services smoothly.
0
comment0
Report
NRNarayan Roy
Sept 26, 2025 16:02:47
Siliguri, West Bengal:*ট্রলি বা স্ট্রেচারের জন্য লাগবে টাকা ! রোগীকে কাঁধে করে করিডর পার করতেই মৃত্যুর মুখে ঢলে পড়ে , ফের একবার দালালরাজ নিয়ে প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল* চিকিৎসার গাফিলতি ও দালালরাজের অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ২০০ টাকার বিনিময়ে দেওয়া হবে ট্রলি। এমনই অভিযোগকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। একাধিকবার হাসপাতালে দালালদের দৌড়াত্ম্যের অভিযোগ তোলা হলেও টনক নড়েনি হাসপাতাল কর্তৃপক্ষর। আর এসবের জেরেই শুক্রবার মৃত্যু হয় এক রোগীর বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম বিশ্বজিৎ চন্দ ( ৩৮)। সে বাগডোগরার বাসিন্দা। এদিন সকালে আচমকা বমি ও পেট ব্যাথার উপশম নিয়ে প্রথমে বাগডোগরার ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি হন। সেখানে শারীরিক পরিস্থিতি অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেইমতো রোগীর পরিবার এদিন সকালেই তাকে হাসপাতালের এমার্জেন্সি নিয়ে ভর্তি করে। অভিযোগ, হাসপাতালের এমার্জেন্সিতে সেভাবে কোন চিকিৎসা না করেই তাকে মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার জন্য বলা হয়। কিন্তু পরিবারের সদস্যরা প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পরেও হুইল চেয়ার বা ট্রলি মেলে না। এরপর বাধ্য হয়ে কাঁধে করেই রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করে রোগীর পরিজনরা। করিডোরে ব্লাড ব্যাংকের কাছে এক দালালের কাছে ট্রলি দেখতে পান রোগীর পরিজনরা। তারা ট্রলি চাইলে ওই দালাল ২০০ টাকা দাবি করে। রোগীর পরিজনরা সেই টাকা দিতেও রাজি হয়। কিন্তু তারপরেও ট্রলি দেয় না। এদিকে এমার্জেন্সিতে ভর্তি করার পর থেকে তিন ঘন্টা পার হওয়ার পরেও ওয়ার্ডে নিয়ে যেতে পারেনি রোগীর পরিজনরা। আর সেকারণে হাসপাতালের করিডোরেই মৃত্যু হয় রোগীর। আর রোগীর মৃত্যুর পরই উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেডিকেল ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে ঘটনার পরই ছুটে আসেন হাসপাতালের আধিকারিকরা। রোগীর পরিজন নুপুর পাল বলেন, "এমার্জেন্সিতে ভর্তি করি। ওখানে খালি স্যালাইনের চ্যানেল করে ছেড়ে দেয়৷ তিন ঘন্টা আমরা ট্রলির জন্য অপেক্ষা করি। পাইনি। কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা বয়স্করা পারি নি। মাঝে একজনের কাছে ট্রলি দেখতে পাই। আমাদের কাছে ২০০ টাকা চায়। আমরা দেবো বলি। কিন্তু তাও দেয়নি। ছেলেটা রাস্তাতেই মারা গেল। এর বিচার চাই।" অন্যদিকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার সুদীপ্ত মন্ডল বলেন, "গাফলতি কী হয়েছে তা খতিয়ে দেখা হবে। এমার্জেন্সিতেই রোগীকে ঠিকমতো চিকিৎসা করার পর পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে ওয়ার্ডে পাঠানো উচিত ছিল। তা কেন করা হয়নি তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ট্রলি বা হুইল চেয়ার কেন ছিল না তাও তদন্ত করে দেখা হবে। খতিয়ে দেখা হবে সমস্ত সিসিটিভি ফুটেজ।" FEED SEND BY 2C 2609ZG_SILI_NBMC_R BYTE DETAILS: 1) নুপুর পাল , (মৃত রোগীর আত্মীয়) 2) সুদীপ্ত মন্ডল , (ডেপুটি সুপার , উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল)
0
comment0
Report
ABArup Basak
Sept 26, 2025 16:02:36
Mal Bazar, West Bengal:*নাগেশ্বরী চা বাগানে বোনাস না মেলায় উত্তাল শ্রমিকরা, রাস্তায় বসে পড়লেন সাংসদ পুনা ভেংরাও...* পূজোর ঠিক আগে এখনও পর্যন্ত বোনাস না মেলায় ফুঁসে উঠেছেন নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। শুক্রবার দুপুরে বোনাসের দাবিতে তাঁরা মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইবিল মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন। শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন নাগরাকাটার বিজেপি সাংসদ পুনা ভেংরা। শ্রমিকদের দাবি, অন্যান্য চা বাগানগুলিতে ইতিমধ্যেই বোনাস প্রদান করা হয়েছে। কিন্তু তাঁদের বাগানে এখনো পর্যন্ত বোনাসের কোনো ঘোষণা হয়নি। তাই তাঁরা অবিলম্বে ২০ শতাংশ বোনাস প্রদানের দাবি জানাচ্ছেন। নাগেশ্বরী চা বাগান থেকে মিছিল করে আসা শ্রমিকদের আইবিল মোড়ে পুলিশ আটকে দেয়। এরপরই তাঁরা রাস্তায় বসে পড়েন এবং শুরু হয় বিক্ষোভ। পূজোর মুখে এই অবরোধে রাজ্য সড়কের দু’ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু গাড়ি ও যাত্রী। সরাসরি আন্দোলনে সাংসদ শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অবরোধে অংশ নেন সাংসদ পুনা ভেংরা। তিনি জানান,যতক্ষণ পর্যন্ত মালিকপক্ষ সুনির্দিষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে না, ততক্ষণ আমরা রাস্তা ছাড়ছি না। এই বঞ্চনা আর চলবে না।" এক শ্রমিকের কথায়,অন্য সব বাগানে যখন বোনাস দেওয়া হয়েছে, তখন আমাদের বাগানে কেন দেরি? পরিবার নিয়ে কিভাবে উৎসব কাটাবো?” স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে আলোচনা চলছে। তবে এই ঘটনার ফলে চা বাগানগুলিতে শ্রমিক অসন্তোষ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 2609ZG_MAL_ROAD_BLOCK_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 26, 2025 16:02:05
Chinsurah, West Bengal:কলকাতায় যখন পুজো উদ্বোধনে উপস্থিত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন SIR এর দাবীতে সিঙ্গুরে ব্যানার ঝোলালো বিজেপি। সিঙ্গুর-২ পঞ্চায়েতের বুড়াশান্তি এলাকায় পঞ্চায়েত প্রধান দিপীকা মাঝির বাড়ির সামনের রাস্তায় এই ফ্লেক্স টাঙ্গিয়েছে বিজেপি। উৎসবের মাঝে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরীর চেষ্টা , অভিযোগ তৃনমূলের। যাদের কাজ হচ্ছে বিভ্রান্ত ছড়ানো তারাই বিভ্রান্তির কথা বলে , পাল্টা শাসক দলকে নিশানা করেছে গেরুয়া শিবিরের। মহালয়ার পর রাজ্য জুড়ে শারদ উৎসবের আবহাওয়া। ইতিমধ্যে একাধিক পুজোর উদ্ধোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় পুজো উদ্ধোধন করছেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । এই আবহের মাঝে SIR চেয়ে সিঙ্গূরে ফ্লেক্স ঝোলালো বিজেপি। সিঙ্গুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়োশান্তি এলাকায় SIR চেয়ে ফ্লেক্স ঝোলানোর পাশাপাশি রাস্তায় জমা জল, যততত্র ময়লা আবর্জনা নিয়েও সরব হয়েছে গেরুয়া শিবির। সেই সাথে ঈদ ও দূর্গাপুজা দুটোই চাই, এই লেখা ফ্লেক্স ও ঝোলানো হয়েছে বিজেপি কার্যালয়ে এর সামনে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিঙ্গুর-২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা পঞ্চায়েত প্রধান দিপীকা মাঝির স্বামী কার্তিক চন্দ্র মাঝি এ বিষয়ে বলেন, সারা রাজ্য জুড়ে এখন দুর্গোৎসব এর আবহাওয়া। তারই মাঝে বিজেপি চারিদিকে SIR নিয়ে ব্যানার ঝুলিয়েছে। এই উৎসবের মরসুমে বিজেপি মানুষের মনে বিভ্রান্তি তৈরী করে মতবিরোধ তৈরীর চেষ্টা করছে বিজেপি। এর ফলে মানুষের মনে ক্ষোভ ও অশান্তি তৈরীর চেষ্টা করছে। বিজেপির এই মিথ্যা অপপ্রচারের যোগ্য জবাব মানুষ আগামী দিনে দেবে। সিঙ্গুর বিধানসভার বিজেপি কো কনভেনার সঞ্জয় পান্ডে বলেন, যাদের কাজ হচ্ছে বিভ্রান্ত ছড়ানো তারা বিভ্রান্তির কথা বলে। একটা সময় মুখ্যমন্ত্রী SIR এর পক্ষে জোড়ালো সওয়াল করেছিলেন। কিন্তু এখন ভোটের জন্য SIR এর বিরোধিতা করছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রী র কাছেও এই আবেদন করেছি এবং সঠিক উদ্দ্যেশে এই ব্যানার লাগানো হয়েছে। কোথাও কোন বিভেদ সৃষ্টির কথা বলা হয়নি । আমরা সমস্ত ধর্মকে সম্মান করি।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 26, 2025 16:01:54
Dinajpur, Rangpur Division:বালুরঘাট সৃষ্টি একাডেমির পূজার উদ্বোধন হলো চতুর্থীর সন্ধ্যায়। উদ্বোধন করলেন বালুরঘাট রামকৃষ্ণ মিশনের সম্পাদক সন্ন্যাসী স্বামী সত্য ধর্মানন্দ জি এছাড়াও উপস্থিত ছিলেন এবং জেলা শাসক বিজন কৃষ্ণ ও বিচারক মনোজ কুমার প্রসাদ এবং অন্যান্য আধিকারিকরা। এছাড়াও বালুরঘাট কোর্টের আইনজীবী ও সরকারি প্যানেল ভুক্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন। সৃষ্টির academy উদ্যোক্তা বালুরঘাট কোর্টের আইনজীবী তথা সরকারি আইনজীবী, ঋতব্রত চক্রবর্তী। সৃষ্টি একাডেমীর নিজস্ব ভবনে শুক্রবার সন্ধ্যায় এই পূজার উদ্বোধন হয়েছে ধর্মীয় রীতি রেওয়াজ মেনে। স্তোত্র পাঠের পর দেবীর আবরণ উন্মোচন প্রদীপ প্রজনন এবং আরতী অনুষ্ঠান হয় উদ্বোধনী পর্বে। বাইট ১/ ঋতব্রত চক্রবর্তী সোসাইটির সদস্য 2609ZG_SDIN_OPENING
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top