Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bhopal462020Doctor Death: ডিউটি সেরে বাড়ি ফিরেই চড়া অ্যানাস্থেশিয়ায় শেষ করলেন প্রতিভাবান ডা.! লিখে গেলেন...
SKSoumita Khan
Jan 07, 2026 07:08:38
Bhopal, Madhya Pradesh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যানাস্থেশিয়ার অতিরিক্ত ডোজ নিয়ে আত্মহত্যার চেষ্টা। মৃত্যুর সঙ্গে টানা ২৪ দিনের লড়াই। অবশেষে হার মানল জীবন, জিতে গেল মৃত্যু। AIIMS  ভোপালের ইমার্জেন্সি ও ট্রমা বিভাগের সহকারী অধ্যাপক ডা. রশ্মি ভার্মা সোমবার মারা যান। 

পুলিস জানিয়েছে, রশ্মির বাড়ি থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেই নোটে তিনি লিখেছিলেন যে তিনি নিজেই নিজের জীবন শেষ করছেন এবং তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না। পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১১ ডিসেম্বর ডিউটি শেষ করে বাড়ি ফেরার পর ডা. ভার্মা নিজেই অ্যানাস্থেশিয়ার বেশি মাত্রার ইনজেকশন নেন বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত এআইআইএমএস ভোপালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছাতে প্রায় ২৫ মিনিট সময় লেগে যায়। ততক্ষণে তাঁর হৃদযন্ত্র প্রায় সাত মিনিট ধরে কাজ করা বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Son after Ten Daughters: ১০ মেয়ের পর কোলে এল ছেলে! ১৯ বছরের অপেক্ষার পর বাবা দাবি করলেন...

ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করেন। তিন দফা সিপিআরের পর তাঁর হার্টবিট ফিরে আসে। তবে অক্সিজেনের অভাবে তাঁর মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়ে যায়। ৭২ ঘণ্টা পরে করা এমআরআই পরীক্ষায় 'গ্লোবাল হাইপক্সিক ব্রেন ইনজুরি' ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এই অবস্থায় সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ডা. ভার্মাকে এআইআইএমএস-এর প্রধান আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়। ২৪ দিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫ জানুয়ারি সকাল প্রায় ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা পুলিসকে জানিয়েছেন, বাবার মৃত্যুর পর থেকে রশ্মি মানসিক চাপে ছিলেন এবং হতাশায় ভুগছিলেন। তবে কর্মস্থলে কোনও সমস্যার কথা তিনি কখনও কাউকে বলেননি।

ডা. রশ্মি ভার্মার স্বামী ডা. মনমোহন শাক্য একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। ঘটনার দিন তিনি অচেতন অবস্থায় স্ত্রীকে এআইআইএমএসে নিয়ে যান। চিকিৎসার সময় কিছু মহল থেকে এআইআইএমএস ভোপালের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। তবে হাসপাতাল সূত্র জানায়, ডা. ভার্মা কখনও আনুষ্ঠানিকভাবে কাজ সংক্রান্ত কোনো অভিযোগ করেননি এবং তিনি দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। বিষয়টি খতিয়ে দেখতে এআইআইএমএস কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানায়, পেশাগত চাপের কোনও স্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন:Chuchura Circus: তিনটে জ্যান্ত শিঙিমাছ গিলে বের করে দিচ্ছেন, তাসখন্দেও দেখিয়েছেন এই খেলা, রুদ্ধশ্বাস দর্শকরা

ডা. ভার্মা প্রয়াগরাজের মোতিলাল নেহরু মেডিক্যাল কলেজ থেকে থেকে এমবিবিএস, গোরখপুরের বিআরডি মেডিক্যাল কলেজ থেকে এমডি। এলএন মেডিক্যাল কলেজ ও পিএমএস ভোপালেও কাজ করেছেন তিনি। প্রায় পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে তিনি পরিচিত ছিলেন একজন সংবেদনশীল মানুষ হিসেবে। অনেক সময় গরিব রোগীদের চিকিৎসার খরচ নিজে বহন করতেন। সিপিআর প্রশিক্ষণ কর্মসূচির নোডাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিস জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। হাতের লেখা পরীক্ষার রিপোর্ট ও ময়নাতদন্তের ফল এলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Jan 08, 2026 11:21:06
0
comment0
Report
ASAyan Sharma
Jan 08, 2026 09:37:48
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 08, 2026 06:52:37
Kolkata, West Bengal:টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক একমাস আগে বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার। এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিলক। জানা গিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলাকালীন তলপেটে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরিখার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই。 তিলককে অস্ত্রোপচার করাতে হলে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ তো বটেই বিশ্বকাপের শুরুতেও তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 08, 2026 06:36:09
Kolkata, West Bengal:জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) পদে নিয়োগ সংক্রান্ত কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর ফলাফলের ভিত্তিতে শর্টলিস্ট হওয়া কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো তফসিলি উপজাতি (ST) শংসাপত্র ব্যবহারের অভিযোগ। সন্দেহজনক ১৭ এর তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল শিডিউলড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর অভিযোগ কিছু সন্দেহভাজন অ-ST প্রার্থী অনৈতিকভাবে ST শংসাপত্র সংগ্রহ করে সংরক্ষণের সুবিধা গ্রহণ করছেন, যার ফলে বহু প্রকৃত ST প্রার্থী তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি..... ১. সংশ্লিষ্ট প্রার্থীদের ST শংসাপত্র ইস্যু করা সাব-ডিভিশনাল অফিসার (SDO)-এর মাধ্যমে শুনানি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা। ২. পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিবের দপ্তর থেকে সংশ্লিষ্ট শংসাপত্রগুলির সত্যতা যাচাই করা। ৩. সন্দেহভাজন প্রার্থীদের জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Jan 08, 2026 06:35:24
Kolkata, West Bengal:একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের সিবিআই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের হয়েছিল। বিচারপতি জয় সেঙ্গুপ্ত গত অক্টোবর মাসে নির্দেশ দিয়েছিলেন দিয়েছিলেন সিট গঠন করার। রাজ্য পুলিশের প্রতিনিধি ও সিবিআই এর প্রতিনিধি কে নিয়ে সিট গঠনের নির্দেশ জারি করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঠিক সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের এর অনুমতি চাইল সিবিআই। সিবিআইয়ের দাবি রাজ্য পুলিশের প্রতিনিধির সঙ্গে তদন্তে সংযুক্ত সম্ভব নয়। সিবিআই স্বাধীন তদন্তকারী সংস্থা। মামলা দায়েরের অনুমতি দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ。
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 08, 2026 05:07:20
Kolkata, West Bengal:অচেনা দিলীপ। আসতে মানা ইকো পার্কে। তাহলে কি ৯ বছরের মর্নিং ওয়াক শেষের প্রশ্নোত্তর পর্ব আপাতত ইতিহাস? ডাকাবুকো। চালিয়ে খেলেন। দাপুটে উত্তর ধেয়ে আসা বাউন্সার মার্কা প্রশ্নে। এহেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার রাখঢাক না করে সাংবাদিকদের জানিয়ে দিলেন কাল থেকে আর কষ্ট করে আসতে হবে না। কারণ তিনি কিছুই বলবেন না। বারমুড়া থেকে আড়ং ধোলাই। রাজ্য রাজনীতির ঝড় তোলা দিলীপ ঘোষোচিত একের পর এক মন্তব্যের জন্মভূমি নিউ টাউন ইকো পার্ক। কলকাতায় না থাকলেও যেখানেই থেকেছেন, তা সে খড়গপুরের চায়ের দোকানের বেঞ্চ হোক বা মেদিনীপুরের বজরঙ্গবলী মন্দিরের চাতাল। দিলীপ ঘোষ প্রাতভ্রমনে এসেছেন মানেই হাঁটাহাঁটি শেষ করে একাধিক মুখরোচক বাইট দেবেন এটাই ছিল গত ৯ বছরের দস্তুর। ২ মাস আগেও দলে তার থাকা না থাকা নিয়ে জল্পনা চলছিল। যার জন্ম হয়েছে ৩০ এপ্রিল ২০২৫ সালে অক্ষয় তৃতীয়ার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। পরে খেলা ঘুরেছে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উদ্যোগে দলে ফের নিজের হৃত গৌরব পুনরুদ্ধার পর্ব চলছে দিলীপ ঘোষের। পেয়েছেন সল্টলেক বিজেপি পার্টি অফিসে নতুন ঘর। পেয়েছেন সাংগঠনিক দায়িত্ব। পেতে চলেছেন বিধানসভা আসনের প্রার্থী পদ। হতে চান মন্ত্রী। মন্ত্রী হতে চাওয়ার প্রবল ইচ্ছায় দুদিন আগেও প্রথমে প্রকাশ্য জনসভা এবং তারপর মর্নিং ওয়াক পর্বে বাইট দিয়েছেন। আগে থেকেই বারবার বারণ করা হচ্ছিল। রেজিমেন্টেড পার্টি বিজেপি দলীয় অনুশাসনের নিগড়ে আবদ্ধ। সেখানে হুটহাট কিছু বলা, আলটপকা বেমক্কা মন্তব্য দল কোনোদিনই ভালো চোখে নেয়না। আগের দিলীপ হলে হয়তো এই অনুশাসনের তোয়াক্কা করতেন না। কিন্তু নতুন দিলীপের সামনে তিন তিনটি উজ্বল সম্ভবনা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের উন্নতির সুযোগে নতুন করে জল না ঢেলে তাই সংযত দিলীপ। কথা বললে দুই একটা বেফাঁস কথা বেরোবেই। তাই নিজেই নিজের মুখে তালা দিলেন দিলীপ ঘোষ।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 08, 2026 04:39:27
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 08, 2026 04:20:40
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 08, 2026 02:19:55
Kolkata, West Bengal:আবহাওয়া পয়েন্টার ১) দিনের তাপমাত্রা ১৮ থেকে বেড়ে ২২ ডিগ্রি। রাতের তাপমাত্রা ১০.৩ থেকে বেড়ে ১১.৬ ডিগ্রি। তবুও শীতের দাপটে কাঁপছে বাংলা। কারণ একটি গভীর নিম্নচাপ। ২) পৌষের নিম্নচাপ শাপে বর দিল বাংলাকে। চিরাচরিত ধারণা ছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে ঠান্ডা কমে। এবার হল ঠিক উল্টো টা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ আজ ভোর রাতে পরিণত হল গভীর নিম্নচাপে। ফলে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পের সবটুকু সে একাই টেনে নিল। এর জেরে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠাণ্ডা হাওয়া আরও তীব্রভাবে অবাধে বইছে গোটা বাংলায়। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও ফিল লাইক শীতের অনুভূতি কাল রাত থেকে আরো বেড়েছে। ৩) উত্তুরে হাওয়ার দাপট বৃদ্ধি পাওয়ায় আজ রাতের তাপমাত্রা ফের কিছুটা নামতে পারে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। আজ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় সরাসরি শৈত্য প্রবাহের সতর্কতা। উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি। ৪) পাহাড়ি নামের শৈত্য বলয়ের মেয়াদ শেষ হচ্ছে ১০ তারিখ। ঠিক এর পরেই শীতধারা নামের আরেকটি শৈত্য বলয় তৈরি হতে চলেছে রাজ্যে। পৌষের একেবারে শেষ লগ্নে ১৩ জানুয়ারি থেকে মাঘের প্রারম্ভিক লগ্ন ২২ জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত শীত ধারা নামের ওই শৈত্য বলয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং সমগ্র পশ্চিমাঞ্চলের জেলায় প্রভাব বিস্তার করতে পারে। ৫) মাঝে শনি ও রবিবার আরো সামান্য বাড়তে পারে রাতের পারদ। তবে সারাদিন লাগাতার কনকনে ঠাণ্ডা হাওয়ায় স্রোত ফিল লাইক তাপমাত্রার অনুভূতি কম রাখবে। ৬) আগামী ৪৮ ঘণ্টা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা। বীরভূম নদীয়া মুর্শিদাবাদ উত্তর ২৪ পরগনা জেলায় কুয়াশার দাপট।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 07, 2026 15:46:52
Kolkata, West Bengal:GANGA TRAIN *গঙ্গাসাগর মেলা ২০২৬: ১২৬টি বিশেষ ট্রেন চালু করে শিয়ালদহ ডিভিশনের ব্যাপক প্রস্তুতি; লক্ষ্য ‘শূন্য ত্রুটি’* কলকাতা: ০৭ জানুয়ারি ২০২৬: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে তীর্থযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ট্রেন পরিষেবায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি চূড়ান্ত করেছে। অভূতপূর্ব এই উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরে শিয়ালদহ ডিভিশন মোট ১২৬টি বিশেষ ট্রেন পরিচালনা করছে, যা পূর্ববর্তী বছরগুলির ৭২টি ট্রেনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বর্ধিত পরিষেবার সুষ্ঠু ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার শ্রী পঙ্কজ যাদব কন্ট্রোলার ও মূল সুপারভাইজারদের সঙ্গে একটি কৌশলগত বৈঠক করেন। বৈঠকে তিনি কন্ট্রোল অফিসকে ডিভিশনের “মেরুদণ্ড” হিসেবে উল্লেখ করে জানান, ১২৬টি বিশেষ ট্রেনের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা বজায় রাখতে কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে অতিরিক্ত বিশেষ ট্রেনগুলিকে বিদ্যমান সময়সূচির সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হয়। এই বৈঠকে শ্রী যাডব অপারেশনাল শৃংখলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, গঙ্গাসাগর মেলার সময় ডিভিশন উচ্চ সতর্কতায় কাজ করছে এবং মানবিক ত্রুটির ক্ষেত্রে কোনওরূপ ছাড় দেওয়া হবে না। যেকোনো মানবিক ত্রুটির ফলে যদি যাত্রী অসুবিধা বা অপারেশনাল ব্যাঘাত ঘটে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দক্ষতা ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। *গ্রাউন্ড-লেভেল মনিটরিংয়ের জন্য গৃহীত নির্দেশনা ও কৌশলগুলির মধ্যে রয়েছে:* *Sক্রিয়াল Field পর্যবেক্ষণ:* গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অফিসার ও সুপারভাইজারদের মোতায়েন করা হবে, যাতে ভিড়ের গতিবিদি ও ট্রেন চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। *Sর্বোচ্চ পরিবহন সক্ষমতা:* ১২৬টি বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে স্টেশনে ভিড় কমানো এবং যাত্রীদের ঘনঘন যাতায়াতের সুযোগ প্রদান করা হবে। *প্রাক্-সতর্ক নজরদারি:* কন্ট্রোলারদের সম্ভাব্য লজিস্টিক সমস্যা আগেভাগে চিহ্নিত ও প্রতিরোধ করার জন্য নিয়মিত নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিস্তৃত প্রস্তুতির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন গঙ্গাসাগর মেলা ২০২৬-এ বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং এই মেলাকে নিরাপত্তা, গতি ও পরিষেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
0
comment0
Report
Advertisement
Back to top