Back
South 24 Parganas700144blurImage

আর জি করের ঘটনায় কাটোয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা

TATHAGATA CHAKRABORTY
Aug 18, 2024 23:28:15
Baruipur, West Bengal
সেচ্ছাসেবী সংস্থা নতুন ভোরের পক্ষ থেকে বারুইপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো সহ আরও অনেকেই ৷ বারুইপুর থানার আইসি সহ সহ অনেকেই এই রক্তদান শিবিরে আসেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন ৷ একশো জনেরও বেশী এদিন রক্ত দেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ এইবছর তৄতীয় বর্ষে পড়ল এই রক্তদান শিবির ৷ আগামীকাল তারা রাখীবন্ধন উৎসবও পালন করবেন বলে জানান ৷
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com