Back
South 24 Parganas700144blurImage

বারুইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

TATHAGATA CHAKRABORTY
Aug 18, 2024 23:24:31
Baruipur, West Bengal
বারুইপুর পশ্চিম বিধানসভা তৄণমুল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী ও গণ অবস্থান করা হয় ৷ বারুইপুর থানার পাশে মঞ্চ বেঁধে এই কর্মসূচী পালন করা হয় ৷ ব্লক সভাপতি গৌতম দাস এই ঘটনায় বিজেপি ও সিপিএমকে একহাত নেন ৷ তার অভিযোগ আরজিকরে পরিকল্পনা করে ভাঙচুর চালানো হয়েছে ৷ এরফলে প্রায় একশো কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ৷
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com