Back
Purba Bardhaman713101blurImage

আর জি কর হাসপাতালে চিকিৎসক হত্যার প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ মিছিল

K Chakraborty
Aug 14, 2024 05:22:22
Bardhaman, West Bengal

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কার্জনগেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মিছিলে অংশ নেন। আর জি কর হাসপাতালে মহিলাচিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এই মিছিল হয়। সুবর্ণ গোস্বামী জানান, অপরাধীদের দ্রুত শাস্তি দিতে হবে এবং মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com