Back
Malda732101blurImage

হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন্যপান সপ্তাহ দিবস

Ranajoy Singha
Aug 07, 2024 12:09:23
Malda, West Bengal

মালদা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 380 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন দুধ সপ্তাহ দিবস উদযাপন করেছে। প্রতি বছর 1-7 অগাস্ট হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি থেকে সংগঠন হল পর্যন্ত এই কর্মসূচি পালন করেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সিডিপিও আবদুস সাত্তার, সুপারভাইজার রুমি মণ্ডল ও মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন প্রমুখ।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com