Back
Hooghly712103blurImage

প্রমোটারদের মারামারি: ভিডিও ভাইরাল হওয়ার পর এক অভিযুক্ত গ্রেফতার

Bidhan Sarkar
Aug 02, 2024 06:26:33
Chinsurah, West Bengal

কোন্নগরের একটি রিয়েল এস্টেট অফিসে দুই প্রমোটার পার্টনার তাদের সহযোগীদের মারধর করেছে বলে অভিযোগ। ঘটনায় অরূপ ঘোষ ও তাঁর জামাই অরিজিৎ বসু আহত হন। অরিজিৎকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা হলেন প্রদীপ ভট্টাচার্য ও বিজয় দাস। গুরুতর আহত অরিজিৎ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ প্রদীপ ভট্টাচার্যকে গ্রেফতার করে। 

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com