Back
Cooch Behar736101blurImage

কোচবিহার ইউনিটের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো

SHASHIKESH ROY
Sept 08, 2024 11:00:22
Cooch Behar, West Bengal

নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহার ইউনিটের উদ্যোগে এবং লাইস ক্লাব অফ কোচবিহারের সহযোগিতায় রক্ত দান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো । রবিবার কোচবিহার মৈত্রী সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহারের উত্তরবঙ্গ জুড়েই আজ এই কর্মসূচি করা হচ্ছে । কোচবিহার লায়ন্স ক্লাব ও বি ডি জৈন লায়ন্স আই হাসপাতালে সহযোগিতা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com