Back
Bankura722202blurImage

দধিমুখা পল্লী কল্যাণ সমিতির ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার গল্প!

Moheet Das
Sept 24, 2024 03:44:22
Barjora, West Bengal

তৃণমূলের উদ্যোগে পাহাড়পুর উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো স্বর্গীয় রণজিৎ সিং স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। রবিবারের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে দধিমুখা পল্লী কল্যাণ সমিতি ৩-০ গোলে দুর্গাপুর কালী মন্দিরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত ছিলেন বড়জোড়া বিধায়ক আলোক মুখার্জি, ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায়, এবং বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদসহ অন্যান্য অতিথিরা।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com