Back
Bankura722202blurImage

আর জি করের ঘটনায় মানুষের প্রতিবাদে বড়জোড়ায় মিছিলে হাঁটতে দেখা দিলেন

Moheet Das
Sept 09, 2024 05:15:41
Barjora, West Bengal
আর জি করের ঘটনার প্রতিবাদে ফের পথে নামলেন বড়জোড়ার মানুষ । রবিবার সন্ধ্যায় বড়জোড়া পল্লীশ্রী মাঝের মানা থেকে দুর্গাপুর ব্যারেজে পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে পথ হাঁটেন ওই এলাকায় মানুষ । পরে ওই মিছিলটি দুর্গাপুর ব্যারেজে থেকে হরি মন্দিরে গিয়ে শেষ হয় । এদিনের মিছিল থেকে আর জি কর ঘটনার প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তাঁরা সরব হয়েছিলেন বলে জানিয়েছেন ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com