Back
Bankura722101blurImage

Bankura - বিকাশ ভবনের সামনে চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, সভা চাকরীহারাদের

Mritunjoy Das
May 16, 2025 15:10:00
Bankura, West Bengal
বিকাশভবনের সামনে আন্দোলনরত চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরীহারা শিক্ষকেরা। আজ চাকরীহারা শিক্ষক শিক্ষিকা ও তাঁদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরীহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও করেন। চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের দাবী আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন তাহলে তাঁরা ভুল ভাবছেন।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com