Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
সাউথ 24 পরগনা743383

सुन्दरबन में अवैध वसूली से मछुआरों की जिंदगी दांव पर

TCTathagata Chakraborty
Dec 18, 2025 04:32:24
Maipit, ওয়েস্ট বেঙ্গল
কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদপ্তরের বিরুদ্ধে বেআইনি টাকা তোলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাঁদের দাবি, প্রতিমাসে মাথাপিছু ২৫০ টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে, অথচ তার কোন রসিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ আরও, টাকা দিতে অস্বীকার করলে ডোঙা ধরার সময় এক হাজার টাকা বা তারও বেশি জরিমানা চাওয়া হয়, সেখানেও রসিদের কোন ব্যবস্থা নেই। মৎস্যজীবীদের বক্তব্য, সরকারি নিয়ম মেনে টাকা নেওয়া হলে অবশ্যই রসিদ ও ব্যক্তিগত পারমিট দিতে হবে। কিন্তু বাস্তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিটের আবেদন জমা দেওয়ার কথা থাকলেও চিতুরি বিট অফিস সেই আবেদন গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মাছ ধরতে নামলেই বনদপ্তরের কর্মীদের তাড়া খেতে হচ্ছে মৎস্যজীবীদের, শুধুমাত্র টাকা না দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের। এই অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী পরিবারের, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে মাছ ও কাঁকড়ার উপর নির্ভরশীল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা বনদপ্তরের অফিসে বিক্ষোভ দেখান। মৎস্যজীবী ইউনিয়নের নেতাদের দাবি, এই টাকা তোলা সম্পূর্ণ বেআইনি এবং সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, মৎস্যজীবীদের উপর বনদপ্তরের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কুলতলি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের অভিযোগ, বনদপ্তরের আচরণ অমানবিক, প্রয়োজনে দল আন্দোলনে নামবে। অন্যদিকে তৃণমূল নেতা ও কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ বলেন, সাধারণ মানুষের পাশে তাঁরা আছেন এবং অভিযোগ খতিয়ে দেখা হবে। বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার বলেও কটাক্ষ করেন তিনি। এ বিষয়ে ডিএফও নিশা গোস্বামী জানান, এলাকার মানুষের দাবি-দাওয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ডিঙি নিয়ে নদীতে মাছ ও কাঁকড়া ধরা বেআইনি বলেও তিনি জানান। তবে বনদপ্তরের কর্মীদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 18, 2025 09:48:00
Howrah, West Bengal:पঞ্চায়েতের গ্রাম সভা অনুষ্ঠানে প্রধানকে বন্দুক উপহার দিলেন এক তৃণমূল কর্মী। বাঁকাρa এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল এই পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা ছিলো। প্রধানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিলো। সেই সময়ে এক তৃণমূল কর্মী মঞ্চে বন্দুক উপহার দেয়। প্রধান আখতার হোসেন মোল্লা এটা খেলনা বন্দুক। কিন্তু হঠাৎ ঘটনাটি ঘটে। তিনি জানতেন না এরকম ভাবে কেউ তাকে বন্দুক উপহার দেবে। এটা উচিত হয়নি। তিনি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। গ্রামসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্তার বিধায়ক কল্যাণ ঘোষ এবং ওই কেন্দ্রের সভাপতি তাপস মাইতি। দুজনেই জানান তারা যখন উপস্থিত ছিলেন তখন এই ঘটনা ঘটেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলা নেতৃত্ব জানিয়েছে বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। যেরকম নির্দেশ আসবে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন নির্বাচন আসছে আর তৃণমূল ভয়ংকর বাতাবরণ তৈরী করেছে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 18, 2025 09:24:43
Howrah, West Bengal:হাওড়া উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র VOXPOP - ৫৮ লাখ নাম বাদ গেছে। ২ কোটি সন্দেহের তালিকায়। কি মনে হচ্ছে বিধানসভায় SIR ফ্যাক্টর হয়ে উঠবে? কেউ বলেছেন এস আই আরে নাম বাদ গেছে মানে শাসক দল হেরে যাবে এরকমটা নয়, সেই বাদ যাওয়া ভোট গুলি যে তৃণমূলের ছিল এটা কে বলল তার এফেক্ট কিছুই পড়বে না৷ কারো কথায় এতে কিছু আসে যায় না শাসক দল কাজ করেছে তাই নাম কাটা গেলে কি হয়েছে? স্বच्छ এস আই আর প্রয়োজন ৷ কারো কথায় এস আই আরে তো ভুয়ো ভোটার যারা এখানকার নয় তারাই বাদ যাবে৷ ইফেক্ট পড়লেও সেরকম কিছু হেরফের হবে না৷ মৃত ভোটার যাদের দু'জায়গায় নাম আছে সেই সমস্ত কিছু ঠিক হোক এটা আমরা সকলেই চাই। তার জন্য কিছুটা হেরফের হবে。
0
comment0
Report
BBBimal Basu
Dec 18, 2025 09:05:09
Basirhat, West Bengal:পাকা ধানের গাদায় আগুন ভষ্মিভূত ধান ব্যাপক ক্ষতি চাষির আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিভাবে আগুন তার তদন্তে পুলিস। হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম პঞ্চায়েতের পশ্চিম খেজুর বেড়িয়ায় গতকাল রাতে রাস্তার উপর জড়ো করা ছিলো ধানের গাদা হঠাৎই আগুন ধরিয়ে দেয় কে বলা অভিযোগ ধানের মালিক কৌশিক মন্ডল তিনি বলেন কোন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে নয় এটা কোন অসাধু ব্যক্তির কাজ। আমার বাড়ি তো এখানে নয় অনেকটা দূরে পাশের গ্রামে সাধারণ মানুষ আমাকে খবর দেয়, আমি গিয়ে দেখি আমার জমির ধান রাস্তায় তোলা ছিল সেই ধান গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা আগেই পুরো ধান আগুনে পুড়ে ছাই। ধানের মালিক কৌশিক মণ্ডল বলেন এ বিষয়ে প্রশাসন দেখছে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয় প্রশাসন কি ভাবে আগুন লাগলো না আগুন লাগানো হল তার তদন্তে পুলিস। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 18, 2025 09:04:38
Chinsurah, West Bengal:বিএলও ত্রিশ জনের নাম মৃত হিসাবে কমিশনে জমা দিয়েছিলেন,খসড়া বেরোতে দেখা গেলো মৃত ৩১ জন। উত্তরপাড়াতেও জীবিত ভোটার খসড়ায় হয়ে গেলেন মৃত! উত্তরপাড়া বিধানসভার ১৬ নম্বর ওয়ার্ডের ২৬২ নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া হতবাক এই ঘটনায়। শ্যামল বাবু জানান, BLO র দিয়ে যাওয়া এনুমারেশন ফর্ম নির্দিষ্ট নথি দিয়ে জমা করেছিলেন । খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনি জানতে পারেন তার নাম মৃত ভোটাদার হিসেবে তালিকাভুক্ত হয়েছে । ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শ্যামল বাবু । ওই নির্দিষ্ট বুথে বিএলএ ২ ছিলেন তার নিজের ভাই শিব শংকর খাটুয়া। তিনি জানান, শেষ বি এল ও এবং বি এল এ দের মিটিং এ মোট ত্রিশ জন ভোটারের নাম মৃত ভোটার হিসেবে চিহ্নিত করে তালিকা করা হয়েছিল । সেই তালিকায় সই আছে ওই নির্দিষ্ট বুথের বি এল ও র, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনি দেখেন ৩১ জন ভোটারকে মৃত বলে তালিকাভুক্ত করা হয়েছে । তার মধ্যে তার দাদা শ্যামল খাটুয়ার নামও নথিভুক্ত করা হয়েছে । তিনি আরো বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআר পর্বের শুরুতেই বলেছিলেন মোট এক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, জীবিত ভোটারকেও মৃত বলে দেখিয়ে তাদের নাম্বার দেওয়া হচ্ছে । আমার নিজের দাদার ক্ষেত্রে সেটা প্রমাণ হয়ে গেল । আমরা ছয় নম্বর ফর্ম ফিলাপ করে আবার আবেদন জানাবো নির্বাচন কমিশনের কাছে না হলে এর বিরুদ্ধে যতদূর যাওয়ার ততদূর যাব । প্রয়োজনে আদালতে মামলা হবে । সব মিলিয়ে খসড়া ভোটার তালিকায় যে বিস্তর অসঙ্গতির অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তার মধ্যে নবতম সংযোজন উত্তরপাড়া বিধানসভার ২৬২ নম্বর বুথে জীবিত ভোটার শ্যামল খাটুয়া কে মৃত দেখিয়ে তালিকাভুক্ত করার ঘটনা ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 18, 2025 09:04:10
Chinsurah, West Bengal:খসড়ায় আরো এক জীবিত ভোটারকে মৃত ঘোষনা,এবার হুগলির চন্ডীতলায়। ফর্ম সংগ্রহ না হওয়ার কারন ভোটার মৃত! ৩১ বছরের লাবনী ঘোষকে এসআইআর খসড়া তালিকায় মৃত বলে ঘোষনা করা হয়েছে। এসআইআর করেছেন যে বিএলও তিনিও অবাক।কারন লাবনীর নাম তিনি মৃত হিসাবে জমা দেননি কমিশনে。 হুগলির চন্ডীতলার ১২১ নম্বর বুথের ভোটার পায়রা গাছা খানাবাটি গ্রামের বাসিন্দা লাবনী ঘোষ।গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।২০০২ সালে তার ১৮ বছর না হওয়ায় নাম ছিলো না শেষ এসআইআর তালিকায়।বাবার নাম দিয়ে এবারের এসআইআর ফর্ম ফিলাপ করেছিলেন।কিন্তু খসড়া তালিকা বের হতেই অবাক কান্ড।দেখলেন তিনি মৃত! লাবনী বলেন,এত বড় ভুল কি করে হতে পারে। বিএলও রীতা পোড়েল বলেন,আমি যে ফর্ম জমা দিয়েছি সেখানে মৃতদের তালিকায় ওনার নাম ছিল না।শিফটেড তালিকাতেও নাম ছিলো না।ফর্ম ফিলাপ করে জমা দিওয়া হয়েছে।ভুল হতে পারে।উনি আবার ফর্ম ফিলাপ করলে নতুন করে নাম উঠে যাবে। তৃণমূল নেতা অনাথ ঘোষ বলেন,এখানে লাবনী ঘোষের তো কোনো দোষ নেই।মৃত বলে ঘোষণা করা হলো এর আগে ডানকুনি পুরসভার কাউন্সিলর কেউ মৃত বলে দেখানো হয়েছে।আসলে বিজেপি চাইছে জীবিত মানুষকেও মৃত করে দিতে তারপর তারা ভোটে জিতবে।বলেছিল কোর্টের উপর মানুষের নাম বাদ যাবে এসব কিছুই হয়নি।দিবা স্বপ্ন দেখছে। রাজ্যে এসআইআর খসড়ায় মৃত ভোটারের নাম বাদ গেছে ২৪,১৬,৮৫২ জনের। হুগলি জেলায় খসড়ায় মৃত ১,২২,২০৪ জন। প্রশ্ন উঠছে জীবিতদের মৃত দেখিয়ে তালিকা ভরানো হয়েছে কিনা!
0
comment0
Report
MDMritunjay Das
Dec 18, 2025 09:03:24
Bankura, West Bengal:জিতেন্দ্র তেওয়ারি * হুগলিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। * ২০১০ সালের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। * প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় সিপিআইএম কর্মীদের সঙ্গে নিয়ে সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে তৃণমূলকর্মী রবিন ঘোষকে খুনের অভিযোগ ওঠে জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তীর বিরুদ্ধে। * দীর্ঘদিন ধরে মামলার তদন্ত করছে সিআইডি. * পরিবারের অভিযোগ তদন্তে কোনো অগ্রগতি নেই। * তাই মামলা সিবিআই কে ছিল আদালত। ............ * এসএসসি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের * যোগ্য প্রার্থীদের ১০ বছরের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ। * স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ............ নিউ টাউনের ঘুনি বস্তিতে আগুনের নেপথ্যে রাজনীতি? সমাজমাধ্যমে পোস্ট করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অমিত মালব্যের। ..খসরা তালিকা প্রকাশ এর পর থেকে নানান ভুল ভান্তি,হায়রানির শিকার সাধারন মানুষ।।
0
comment0
Report
ABArup Basak
Dec 18, 2025 09:00:46
Mal Bazar, West Bengal:কলকাতা হাইকোর্টের রায়ের ফলে পাহাড়ের জিটিএ অঞ্চলে ৩১৩টি শিক্ষক নিয়োগকে বেআইনি ঘোষণা করার পর পাহাড়ের রাজনৈতিক ও শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পাহাড়ের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষাক সংগঠন। বৃহস্পতিবার বাগ্রρακোট হাই স্কুল, গরুভাথানের অম্বিওক হাই স্কুল, যুদ্ধবীর হাই স্কুলসহ পাহাড়ে সব স্কুলের গেটে তালা। নেই ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯৭ সাল থেকে দার্জিলিং পাহাড়ে স্কুল সার্ভিস কমিশন SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা নেই। সেই সময় থেকেই রাজ্য সরকার ও তৎকালীন দার্জিলিং শাসক দলের নির্দেশনায় শিক্ষক নিয়োগ হয়ে আসছে। শিক্ষক সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চালু থাকা এই নিয়োগ প্রক্রিয়াকে হঠাৎ বেআইনি ঘোষণা করা পাহাড়ের শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করবে। তাই হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী, ধর্মঘট চলাকালীন কোনো নির্বাচন পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, বাৎসরিক খেলাধুলা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এমনকি যেসব স্কুলে ইতিমধ্যেই ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে, সেসব স্কুলের ফলাফলও প্রকাশ করতে দেওয়া হবে না। এক কথায়, পাহাড়ের প্রায় সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল বন্ধের কর্মসূচিতে সামিল হয়েছেন। বাইট ১) সাগর সর্মা। বাগুরাকোট স্কুলের প্রধান শিক্ষক।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 18, 2025 08:31:44
Dihierench, West Bengal:ভারতীয়,সেইসঙ্গে প্রাক্তন সেনা কর্মী !! তাকেও প্রমাণ করাতে হচ্ছে তিনি ভারতীয়!!! শুভেন্দুর নিজের বুথেই SIR গেরোয় নাজেহাল নন্দীগ্রামের দুই সেনা কর্মীসহ চার নন্দীগ্রাম পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম উঠেনি।শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম তারই নির্বাচনী বুথ নন্দনায়েকবার ৭৯ নম্বর বুথে ৭১১ ভোটারের মধ্যে ১১ জনের নাম বাদ গেছে। এই ১১ জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার লিস্টের নাম তোলেন নি। বাকি ৭০০ জনের মধ্যে ৪ জনকে আবার হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে। BLO সূত্রে জানা গেছে এই চারজনের সঙ্গে তাদের বাবার লিংক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ২০০২ সালে এদের কারোর বাবার নাম নেই।অথচ যাদের নাম উঠেনি তাদের ছেলেমেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গেছে। প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনা কর্মী। দুই সে প্রাক্তন সেনাকর্মীদেরও হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে। প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনা কর্মীদের। ২০১৯ এ ও ২৩ সে তিনি দুবার ভোট দিয়েছেন। আরো একজন সন্তোষ রানা পেশায় টোটো চালক।তাকেও পুনরায় হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। সন্তোষ রানার স্ত্রী সীমা রানা তিনি বেজায় চটে গিয়েছেন।। তিনি অভিযোগ করেছেন, তার স্বামী সন্তোষ রানা, আজ থেকে ৩০ বছর আগে উত্তর প্রদেশ থেকে নন্দীগ্রামে এসেছিলেন এখানে এসে তাকে বিয়ে করেছেন। এখানে তাদের ছেলে-মেয়ে সংসার। টোটো চালিয়ে দিন যাপন করে। উত্তরপ্রদেশ থেকে চলে আসার পরে উত্তরপ্রদেশে ভোটার লিস্টে তাদের নাম কাটিয়ে নন্দীগ্রামের ভোটার লিস্টে নাম তুলেছিলেন। তার স্বামীকেও এখন প্রমাণ করাতে হবে তিনি ভারতীয়। শুভেন্দু অধিকারীর নিজের বুথে ভারতীয় প্রমাণ করাতে গিয়ে নাজেহাল ভারতীয় ভোটারেরা।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 18, 2025 08:06:25
Kolkata, West Bengal:উত্তর শহরতলীর নামজাদা জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল। ক্লাস সেভেনের ছাত্র আতিক্স গোয়েঙ্কা। বয়স মাত্র ১২। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তার বেস্ট ফ্রেন্ড সহপাঠী তানভীর সোনি। হঠাৎ বন্ধুত্বে ছন্দপতন। তারপর থেকে ক্লাস রুমের ভিতরে বাইরে ক্রমাগত তানভীর এর বুলিং এর শিকার আটিক্স। তাও প্রায় মাস চারেক যাবত। নিরুপায় হয়ে বুলিং ঠেকাতে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তানভীরের বিরুদ্ধে স্কুল কতৃপক্ষের কাছে অভিযোগ জানান আতিক্স এর বাবা মা। এরপর যা ঘটল তা হার মানায় সিনেমার চিত্রনাট্য কে। তানভীরের তিন বন্ধু ২৮ নভেম্বর স্কুল ছুটির পর স্কুল বাসে ওঠার সময় বাসের পার্কিং এরিনায় ঘিরে ধরে আতিক্স কে। ক্রমাগত তাকে বুকে হাতে পায়ে বুট পড়া পা দিয়ে লাথি মারতে শুরু করে তানভীরের বন্ধু প্রত্যুষ তিওয়ারি। সেই সময় প্রত্যুষের দুই সহপাঠী সোহন সিং এবং বেদান্ত জয়সওয়াল আতিক্স এর দুই হাত দুই দিক দিয়ে ধরে রেখেছিল বলে অভিযোগ। ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক আহত অবস্থায় ছেলে বাড়ি ফিরে আসে। বাড়িতে অসুস্থ বাবা। তার সেবায় ব্যস্ত মা। সেদিন কিচ্ছু জানায় নি ছেলে। ডিসেম্বরের ৩ তারিখ থেকে তার লক্ষ্যনীয় শারীরিক অবনতি ধরা পড়ে বাবা মায়ের চোখে। ৪ ডিসেম্বর সকাল থেকে লোপ পায় হাঁটার ক্ষমতা। তেড়ে জ্বর আসে। প্রমাদ গোনেন হাটখোলা গোঁসাইপাড়ার গোয়েঙ্কা পরিবার।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 18, 2025 07:48:02
Asansol, West Bengal:আসানসোল পুরনিগমের নামে কার্যত রশিদ ছাপিয়ে রাস্তার ধারে অবস্থিত ফ্রী পার্কিং গুলো থেকে দিনে ও রাত্রে বেলায় অবৈধভাবে লাখ লাখ টাকা তুলছে বেশ কয়েকজন যুবক। সেই পার্কিংয়ে গিয়ে দেখা গেলো যারা পার্কিং চালাচ্ছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারা যায় এই পার্কিং গুলো বেলাল বলে কোন যুবক নাকি চালাচ্ছে। কার্যত রশিদ গুলো বেলালই নাকি দিয়েছে পার্কিং এর কর্মীদের। অভিযোগ পুরনিগমের সামনে সারাদিনব্যাপী এবং সারা রাত্রিব্যাপী মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ভ্যান থেকে অবৈধ রশিদ ছাপিয়ে টাকা তুলেই যাচ্ছে অথচ কর্পোরেশনের কোন কর্মী বা পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র বা যারা দায়িত্বে রয়েছেন তাদের কারো নজর পড়ছে না বলে অভিযোগ। এই বিষয়ে পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জিতু সিং বলেছেন বারবার বোর্ড মিটিংয়ে তিনি সরব হয়েছেন, এইভাবেই অবৈধ পার্কিং যেমন চলছে পাশাপাশি যে বৈধ পার্কিং গুলি রয়েছে তারাও নাকি ঠিক সময় টাকা জমা দেয় না। শুধু পার্কিং থেকে কয়েক লক্ষ টাকা পুরনিগম উদ্ধার করতে পারছে না। তাদের নামে এফ আই আর হবে বলে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়না পুরনিগম। আবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের স্থানীয় ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়া বলেন পুরোনিগমের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং তা পুরনিগম নিজেই জানে না। এত এত টাকা বকেয়া পুরনিগম কর্তৃপক্ষ উদ্ধার করতে পারছে না। তার কারণ পুরনিগমের একশ্রেণীর কর্মী পুরো নিগমের অন্যান্য আধিকারিকদের কোন মাথা ব্যাথা নেই। সরকারি পয়সা এইভাবে নয় ছয় করেই চলেছে পুরনিগম কর্তৃপক্ষ। সুযোগ পেয়ে বিজেপির রাজ্য সম্পাদক অগ্রিমিত্রা পাল বলেন এই ধরনের অভিযোগ একাধিকবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরাই করেছেন, আমরাও বহুবার বলেছি, অবৈধ পার্কিং যেখানে হয় সেখানে টোটো স্ট্যান্ড করার জন্য মেয়রের সঙ্গে বৈঠক করেছি। বৈঠক করে মেয়র বিধান উপাধ্যায় কে বলেছি করা হাতে এই বিষয়গুলি দেখার জন্য কিন্তু তিনি পারছেন না, কারণ তার নিজস্ব দলের বাধার জন্য। অর্থাৎ তাদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে আসানসোলের সাধারণ মানুষ। তাই 2026 এ এর জবাব আসানসোলের মানুষ দেবে। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেছেন যে অভিযোগ গুলি করা হচ্ছে সেগুলি অনেক আগে থেকেই হয়ে আসছে। টাকা দেয়নি এমন অনেক পার্কিং এর ঠিকাদাররা রয়েছে। আমি বলছি জেলা শাসক নিজে একটি তদন্ত কমিটি গঠন করে এর তদন্ত করুক এবং যারা বকেয়া টাকা জমা করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক তা না হলে কোন লাভ হবে না। আসলে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঠিকাদাররা রয়েছে বলে পুরনিগম কর্তৃপক্ষ সেভাবে কোন কড়া পদক্ষেপ নিতে পারছে না, যারা লাখ লাখ টাকা পার্কিংয়ের বকেয়া জমা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেয় পুরনিগম সেটাই দেখার।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 18, 2025 07:38:08
Durgapur, West Bengal:অপরিকল্পিত জাতীয় সড়কের সার্ভিস রোড। জমছে জল, বাড়ছে দুর্ঘটনা। একাধিকবার অভিযোগের পর নড়েচড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ট্রাফিক পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে নামলেন জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর। কোথাও হাঁটুসমান জল জমে থাকা সার্ভিস রোড, কোথাও আবার ছোট উড়ালপুল আবার সরু সার্ভিস রোড। সব মিলিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক যেন নিত্যদিনের দুর্ভোগের নাম। দুর্ঘটনা, যানজট আর ক্ষোভ বিক্ষোভ চলতেই থাকে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ থেকে গোপালমাঠ পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোড কার্যত মরণফাঁদ। বর্ষা এলেই জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে সার্ভিস রোড। অথচ শিল্পাঞ্চলের ব্যস্ততম রাস্তার সাথে সাথে জাতীয় সড়ক সমান ভাবে ব্যস্ত। তার উপর মুচিপাড়ায় থাকা ছোট উড়ালপুল যেন পরিকল্পনার চূড়ান্ত ব্যর্থতার নমুনা। বীরভূম দিক থেকে আসা বড় গাড়ি ওই উড়ালপুলের নিচ দিয়ে যেতে গিয়ে আটকে পড়ে। চার কিলোমিটার ঘুরে আবার ১৯ নম্বর জাতীয় সড়কে উঠতে বাধ্য হয় যানবাহন। বাড়ে যানজট, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। এই অব্যবস্থার বিরুদ্ধে বারবার সরব হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিকবার ‘খোঁচা’ দেয় ট্রাফিক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। অবশেষে চাপের মুখে নড়েচড়ে বসে জাতীয় সড়কের আধিকারিকরা। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও ট্রাফিক আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শনে নামেন জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর প্রমোদ কুমার। জল জমে থাকা সার্ভিস রোড ঘুরে দেখেন। চোখে দেখে সমস্যার কথা শোনেন। কীভাবে সমাধান হবে, তা নিয়েও আলোচনা হয়। জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর প্রমোদ কুমার বলেন, এডিডিএর চেয়ারম্যানের সাথে আমরা পরিদর্শন করেছি। আমাদের মূল নজর ছিল নিকাশি ব্যবস্থার ওপর। যা জাতীয় সড়কের অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আশেপাশের এলাকার জল, এমনকি কিছু শিল্পকারখানা, দোকানপাট এবং সার্ভিস সেন্টারের জলও আমাদের জাতীয় সড়কের সার্ভিস রোডে এসে পড়ছে। এর ফলে রাস্তা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা পরিষ্কার করার চেষ্টা করলেও তা কোনো কাজে আসছে না, কারণ জলের তোড় খুব বেশি। সার্ভিস রোড দিয়ে ভারী গাড়ি চলাচল করতে পারে, তাতেই আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে রাজ্য সরকারের রাস্তা জাতীয় সড়কের সাথে যুক্ত করেছে, সেই জংশনটি সঠিকভাবে তৈরি করা হয়নি। ফলে গাড়ি ঘোরাতে সমস্যা হচ্ছে। আড্ডা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, তাঁরা দেখবেন কীভাবে এই টার্নিং পয়েন্ট বাড়ানো যায়। এটা কবে ঠিক হবে বা কতদিন লাগবে তা আড্ডা এবং PWD বলতে পারবে, এতে এনএইচএআই-এর বিশেষ কিছু করার নেই। এ বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শীতকালেও জাতীয় সড়কের সার্ভিস রোডের অনেক জায়গায় জল জমে হয়েছে। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে। মূল সমস্যা নিকাশি নালা বন্ধ হয়ে থাকা। সাধারণ মানুষের অসচেতনতার জন্য এই ঘটনা ঘটছে। আমরা আলোচনা করে যাতে এই সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থা করব।
0
comment0
Report
ABArup Basak
Dec 18, 2025 07:37:35
Mal Bazar, West Bengal:*ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে মৃত্যু ঘটলো মালবাজারের বাসিন্দা সিআরপিএফ জোয়ানের...* কাজের থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন সিআরপিএফ সিমন লাকড়া (৪৩)। ছুটি শেষ করে আর কাজে যোগ দেওয়া হল না তার। আচমকায় অসুস্থ হয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হল এই জোয়ানের।  মৃত সিমন লাকড়া প্রায় ২ দশক ধরে সিআরপিএফ বাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে তার পোস্টিং ছিল ছত্রিশগড় রাজ্যে।  তার স্ত্রী যুশিন্তা লাকরা জানান, গত শুক্রবার ছুটিতে বাড়িতে এসেছিলেন। ২৮ ডিসেম্বর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। গতকাল হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়। সকাল দশটা নাগাদ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সন্ধ্যা পর্যন্ত ঠিকই ছিল কথাবার্তাও বলেছে।  সকালবেলা খবর পাই হাসপাতালে থাকাকালীন  চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।  সিমন লাকড়া মালবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডে পুষ্পিকা গার্লস স্কুল সংলগ্ন কলোনির বাসিন্দা। স্থানীয় বিএল হাইস্কুলে পড়াশোনা করেছেন। প্রায় দুই দশক ধরে সি আর পি এফ বাহিনীতে কর্মরত ছিলেন।  আর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাইট ১) স্ত্রী যুশিন্তা লাকরা। ২) মৃত জাওয়ানের মেয়ে
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 18, 2025 07:36:35
Kolkata, West Bengal:গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় সংক্রান্ত মামলায় কোলকাতা হাইকোর্টের রায়ের উপরে সাময়িক স্থিতাবস্থা। নির্দেশ সুপ্রিম কোর্টের :-- গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টের প্রার্থীরা যারা কোলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল তারা বয়সের ছাড় পাবে । নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এই রায় কে চ্যালেঞ্জা নিয়ে পর্ষদ এবং রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় :-- সব পক্ষকে হলফনামার সুযোগ না দিয়েই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। ফলে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষরা তাদের স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পাননি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ :-- সাময়িকভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ স্থিতাবস্থা থাকবে। মামলায় সব পক্ষকে হলকনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। কলকাতা হাইকোর্টেই হবে এই মামলার শুনানি। তিন সপ্তাহ পরেই কলকাতা হাইকোর্টে হবে এই মামলার শুনানি।
0
comment0
Report
Advertisement
Back to top