Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
সাউথ 24 পরগনা743383

कुलतली में मैनग्रॉव काटकर अवैध वेड़ बनाने का आरोप, राजनीतिक तनाव तेज

TCTathagata Chakraborty
Dec 23, 2025 04:45:17
Maipit, ওয়েস্ট বেঙ্গল
কুলতলিতে ম্যানগ্রোভ কেটে বেআইনি ভেড়ি তৈরির অভিযোগ, শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত সুন্দরবন এলাকা সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগ ঘিরে উত্তেজনা কুলতলি ব্লকে। কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাট, ঠাকুরান নদীর চড়ে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান ও সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে বিজেপি。 বিজেপির দাবি, শুধু মৈপিঠ নয়, কুলতলির বিভিন্ন জায়গাতেই ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে ভেড়ি তৈরি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম হালদার। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান এইসব বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং মদত দিচ্ছেন। এই প্রসঙ্গে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ জানান, বিষয়টি পঞ্চায়েত ও বনদপ্তরের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে, সিপিএম নেতা ও কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেন, গোটা কুলতলি জুড়েই এই ধরনের কাজ চলছে। তাঁর দাবি, তৃণমূল নেতারা চুরি ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং এর ফলে সুন্দরবনের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দা গোষ্ঠ মণ্ডলের অভিযোগ, ক্ষমতাসীনদের মদতেই এই কাজ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দাও একই অভিযোগ করে বলেন, এই ঘটনার প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হবে—এই আশঙ্কায় বহু মানুষ চুপ করে রয়েছেন। ম্যানগ্রোভ ধ্বংসের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, আর প্রশ্নের মুখে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 23, 2025 07:08:07
Kaji Chak, West Bengal:*মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার! সরকারি জায়গা দখল করে, নিকাশী নালার ওপরেই তৈরি করা হলো শাসকদলের পার্টি অফিস!পার্টি অফিস বানানোর অভিযোগ স্থানীয় জনকয়েক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে। অস্বস্তির মুখে পড়ে খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। অভিযোগে সরব বিজেপি। মেদিনীপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় সরকারি জমি জবরদখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ খোদ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বসবাসকারী এক দম্পতির বাড়ির জানালা দরজা কে কমন ওয়াল বানিয়ে একাংশ ব্লক করে দিয়ে জোর করে তৈরি করা হয়েছে পার্টি অফিস। সেই পার্টি অফিসের নিচেই চাপা পড়ে গিয়েছে সরকারি ড্রেন। এলাকাবাসীদের দাবি, প্রথমে ওখানে করা হয়েছিল ত্রিপল খাটিয়ে sir সহায়তা কেন্দ্র। পরে রাতারাতি শুরু হয়ে যায় পাকাপোক্ত পার্টি অফিস।এলাকাবাসীরা বাধা দিয়েছিল পার্টি অফিস তৈরি করার ক্ষেত্রে। কিন্তু কারুর কথারই তোয়াক্কা করেননি স্থানীয় জনা কয়েক তৃণমূল নেতৃত্ব。 এলাকাবাসীদের আরো দাবি তারা চেয়েছিলেন ওখানে সাব মার্সিবেল পাম্প হোক কারণ এলাকায় জলের প্রচুর সমস্যা রয়েছে।কিন্তু তার জায়গায় করা হল পার্টি অফিস। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর প্রতিনিধি ওয়ার্ড সভাপতি বরুণ বিকাশ দে চাঞ্চল্যকর দাবি করেছেন - এলাকার কাউন্সিলর থেকে ওয়ার্ড সভাপতি প্রত্যেককে অন্ধকারে রেখে এই পার্টি অফিস তৈরি করা হয়েছে। সরকারি জমি দখল করে অন্যের বাড়ি ব্লক করে এই পার্টি অফিস তৈরি করার ক্ষেত্রে তার মত না থাকলেও তৈরি করা হয়েছে পার্টি অফিস। এমনকি পার্টি অফিস কে ঘিরে এলাকায় গোষ্ঠী কোন্দলের সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জানিয়েছেন - সরকারি জমি দখল করে নিকাশি নালার ওপরে পার্টি অফিস তৈরি করা উচিত নয়। কি ঘটনা ঘটেছে তা খতিয়ে রাখা হবে দলের তরফে। অন্যদিকে গোটা ঘটনায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি নেতা শংকর গুছাইতে দাবি -- মেদিনিপুর শহরে দীর্ঘদিন ধরে এভাবে সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে পার্টি অফিস। মানুষ অসুবিধায় পড়ছে। অবিলম্বে পৌরসভার উচিত ব্যবস্থা নেওয়া। Shাসক দল মানুষের উপর অত্যাচার করছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করেছেন সরকারের জায়গা, নিকাশী নালা জবরদখল করা যাবে না। কিন্তু সেই নির্দেশ যে খাতায়-কলমেই তার প্রমাণ মিলছে ফের আরেকবার। মানুষের অসুবিধা নিয়ে আর কবে ঘুম ভাঙবে শাসকদলের সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 23, 2025 07:07:29
Kaji Chak, West Bengal:আর নয় ঝুঁকির যাতায়াত, লক্ষাধিক টাকা ব্যয়ে এলাকায় শুরু হয়েছে নতুন কংক্রিটের সেতু. যাতায়াতের ভোগান্তি কাটবে ১০-১২ টি গ্রামের মানুষের. কৃষি প্রধান এলাকা হওয়ায় দুর্ভোগ কমবে এলাকার কৃষকদেরও. বাম আমলে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শী এলাকায় কানা নদীর উপর তৈরি করা হয়েছিল তিনটি পিলার দ্বারা কংক্রিটের সেতু. বছর পাঁচেক আগে সেতুর উপর দিয়ে একটি মালবাহী ট্রাক পেরোতে গিয়ে ভেঙে গিয়েছিল সেতুটি. তারপর থেকে জল কমলে সেতুর পাশে নদীর উপর অস্থায়ী মোরাম রাস্তা তৈরি করে যাতায়াত চলতো. আবার বর্ষার মরসুমে সেই অস্থায়ী রাস্তা ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতো খুড়শী,কল্লা,ঘোষকিরা,ধর্মপোতা সহ আশপাশের গ্রামের যোগাযোগ. আবার কখনও গ্রামের মানুষই ভাঙা সেতুর উপর কাঠের পাটাতন বিছিয়ে তারউপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতো.এই নদী পেরিয়েই স্কুল,কলেজ,জরুরি পরিষেবার জন্য অন্যত্র যাতায়াত করতে হয় area's পড়ুয়া থেকে বাসিন্দাদের. এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল নতুন সেতু নির্মানের. অবশেষে ৭৩ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যায়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির অধিন তৈরি হচ্ছে নতুন কংক্রিট সেতুটি. তার কাজও শুরু হয়ে গিয়েছে. ইতিমধ্যে ওই সেতুর নির্মান কাজ পরিদর্শন করে এসেছেন ব্লকের বিডিও উৎপল পাইক,পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ. কল্যা ও খুড়শী গ্রামের বাসিন্দা সন্তোষ জানা, dillbar আলী খান জানান, "দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে. আমরা খুবই খুশি. আমাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো. বড় গাড়ি গ্রামে ঢুকতো না, সেতু হলে সেসব সমস্যাও মিটে যাবে." চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ জানান,' সেতু নির্মানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে. সেতুটি তৈরি হয়ে গেলে area's ১০ থেকে ১২ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে. রাস্তা থাকলেও ভাঙা সেতুর ফলে যানবাহন যাতায়াত করতে পারতো না. সেতু তৈরি হওয়ায় area's মানোন্নয়ন ঘটবে পাশাপাশি কৃষি নির্ভর এলাকা কৃষিজ পণ্য বাজারযাত হবে।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 23, 2025 06:23:39
Kolkata, West Bengal:প্যারাসিটামল 650 থেকে গ্যাসের ট্যাবলেট প্যান 40 জাল। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের নিয়ম মেনে সন্দেহজনক জাল বলে বিজ্ঞপ্তি জারি রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জ্বর থেকে ভিটামিনের ট্যাবলেট ও গ্যাসের ট্যবলেট।এমন 206 ধরনের ওষুধ গুনগত মানে ফেল করল।যার মধ্যে 31 টি ওষুধ গুণগত মানে ফেল করল কলকাতার সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবে। এছাড়াও চন্ডিগড় এর ল্যাবে সন্দেহজনক জাল বলে ধরা পরল, প্যান 40 গ্যাসের ট্যাবলেট। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই ওষুধের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটির সরকারি ও বেসরকারি হাসপাতালকে। কোনভাবেই জানো এই তালিকায় থাকা ওষুধ সাধারণ মানুষকে না দেওয়া হয়, সতর্ক করা হয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 23, 2025 06:21:43
Kolkata, West Bengal:আজ সকালের আবহাওয়া। সিনোপসিস। বড়দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের জেলাতে। আজ কুয়াশা থাকবে সব জেলাতেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ। কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি। কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে। কলকাতা সহ বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা। কলকাতা সহ উপকূলের জেলায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরে পার্বত্য এলাকায় ৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছে। ওপরের পাঁচ জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। মালদা সহ নীচের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা। কুয়াশার কারনে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নীচে। দিনভর শীতের অনুভূতি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। সকালের হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৩ শতাংশ।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 23, 2025 06:21:25
Siliguri, West Bengal:*খরস্রোতা তিস্তা নদীতে র‍্যাফটিংয়ের প্রশিক্ষণ কর‍তে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে সেনা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সেনা জওয়ানের নাম রাজ শেখর। তিনি 191 আর্টিলারি রেজিমেন্টের লান্স নায়েক পদমর্যাদার জওয়ান ছিলেন। শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা ছাউনিতে নিযুক্ত ছিলেন। আরও জানা গিয়েছে, আগামী নতুন বছরে র‍্যাফটিংয়ের একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার কথা ছিল ইস্টার্ন কমান্ডের সেনা জওয়ানদের। সেই জন্য রবিবার থেকে প্রশিক্ষণ শুরু করে ইস্টার্ন কমান্ডের 33 ত্রিশক্তি কোরের জওয়ানরা। রবিবার কিছুটা প্রশিক্ষণ হয়। এরপর সোমবার র‍্যাফটিংয়ের জন্য তnistা-র 16 জনের সেনা জওয়ানের একটি দল। সিকিমের বারদাং থেকে তিস্তা নদীতে র‍্যাফটিং করতে করতে নামে ওই জওয়ানদের দলটি। জওয়ানদের র‍্যাফটিংে নজর রাখতে সেনার আরেকটি দল 55 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিল। র‍্যাফটিং করতে করতে তারা বাংলা সিকিম সীমান্ত তারখোলা পর্যন্ত পৌঁছে যান তারা। তিস্তা বাজার পর্যন্ত জওয়ানদের র‍্যাফটিং করার কথা ছিল। কিন্তু তারখোলাতে ঘটে বিপত্তি। তারখোলার পুরনো সেতুর একটি ভাঙা অংশ নদীর নীচে ছিল। এদিন তিস্তার জলস্তর কমে যাওয়ায় ওই ভাঙা অংশের একটি রড র‍্যাফটে আটকে যায়। যার ফলে র‍্যাফটের থেকে পরে যান রাজ শেখর। র‍্যাফটের থেকে পরে যাওয়ার সঙ্গে সঙ্গে খরস্রোতা নদীতে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তার জন্য তল্লাশি শুরু করে জওয়ানরা। তল্লাশির জন্য নামানো হয় অতিরিক্ত আরও একটি র‍্যাফ। কিন্তু দেহ মিললেও তিস্তার স্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যা তৈরি হয়। দুটি র‍্যাফ মিলে তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার হয় ওই জওয়ানের। পরে তারখোলার लोहা র সেতুর থেকে দড়ি দিয়ে র‍্যাফট দুটিকে আটকে উদ্ধার কাজ শুরু হয়। পরে সেতু থেকেই দড়ির সাহায্যে ওই সেনার দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর সেনাকে সিপিআর দেওয়া হলেও কোন লাভ হয়নি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি সেনা আধিকারিকরা। তবে এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভুষণ বলেন, "তিস्ता নদীতে সেনা জওয়ানরা র‍্যাফটিংয়ের প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে। তাতে এক জওয়ানের মৃত্যু হয়েছে। তবে গোটা বিষয়টা সেনার তরফেও দেখা হচ্ছে।"
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 23, 2025 06:20:58
Kolkata, West Bengal:পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা চ্যালেঞ্জ। সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের মামলা মামলা দায়ের, জিটিএ-র তরফে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। আজ ২৩ ডিসেম্বর জলপাইগুড়ি সার্কিট বঞ্চে শুনানির সম্ভবনা। জিটিএ-তে ৩১৩ জনের নিয়োগ খারিজ। নিয়োগ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিত বসু। এই মামলাতেই বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগে নাম জড়ায় তৃনাঙ্কুর ভাট্টাচার্য, প্রান্তিক চক্রবর্তী সহ একাধিক ব্যক্তির। বিজ্ঞপ্তি দিয়ে ৩১৩ জনের নিয়োগ করেছিলো জিটিএ এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা সিআইডি তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে আদালতে সিবিআইকে অনুসন্ধান এর নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই অনুসন্ধানের নির্দেশ স্থগিত করে শীর্ষ আদালত মামলা ফেরতে আসে হাইকোর্টে মামলা ছাড়েন বিচারপতি বিশ্বজিৎ বসু ফের বিচারপতি বসুর এজলাসে মামলা পাঠান ততকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম
0
comment0
Report
NRNarayan Roy
Dec 23, 2025 06:20:44
Siliguri, West Bengal:রাত হলেই অন্ধকারে ঢাকতো গ্ৰামের রাস্তা। এলাকাে বাড়ত অসামাজিক কার্যকলাপ! আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আলো জ্বল সীমান্তবর্তী গ্ৰাম গৌরসিংজোতে! অনেক টাকা খরচে এলাকায় বেশSeveral রাস্তায় বসানো হচ্ছে সৌরচালিত স্ট্রিট লাইট! খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তবর্তী এই গ্ৰাম! রাত হলেই অন্ধকারে ঢাকতো গ্রামের রাস্তা। অন্ধকার থাকায় যেমন চলাচল অসুবিধা হতো গ্রামের বয়স্কদের, তেমনি এলাকায় দিনপ্রতিদিন বাড়ছিল অসামাজিক কার্যকলাপ! গত শনিবার এই সীমান্তবর্তী গ্রাম গৌরসিংজোতে ১০ টি সৌরচালিত স্ট্রিট লাইটের শিল্যানাস করলেন গ্রামের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। এখন এলাকার শুরু হয়েছে স্ট্ৰীট লাইট বসানোর কাজ। ইতিমধ্যেই গ্র villagers একটি রাস্তায় সৌর চালিত স্ট্রীট লাইট জ্বলতে শুরু করেছে। গ্রামের রাস্তায় এই লাইট হওয়ায় যেমন গ্রামের অসামাজিক কার্যকলাপ রুখবে, পাশাপাশি যাতায়াতের সুবিধা হবে সকলের মত পঞ্চায়েত সদস্যর। অপরদিকে, এই প্রথম গ্রমের রাস্তায় আলোর ব্যবস্থা হওয়ায় খুশি গ্রামের সবাই।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 23, 2025 05:01:15
Kolkata, West Bengal:সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের মধ্যে ২০২৫ সালের ১২ এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার শমশেরগঞ্জ এর জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস কে বাড়ি থেকে টেনে বের করে দেড়শো মিটার দূরে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়। সোমবার সেই মামলায় ধৃত ১৩ অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। আজ বিকাল ২ টোয় সাজা ঘোষণার রায়দান। মোট আটটি ধারায় দোষ প্রমাণিত হয়েছে—খুন, হিংসা, বাড়িতে চড়াও হয়ে নিগ্রহ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, লুঠপাট ইত্যাদি। জোড়া খুনের পর বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে রাজ্য। দোষী সাব্যস্ত ১৩ জন লাগোয়া দুটি গ্রামের বাসিন্দা। ঘটনার পর তারা পলাতক ছিল। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে এবং মোবাইল টাওয়ারের সূত্র ধরে এদের কাউকে হাওড়া কাউকে উত্তর দিনাজপুর কাউকে ঝাড়খণ্ড থেকে পাকড়াও করে সিট। ৫৫ দিনের মাথায় চার্জশিট পেশ করেন সিট এর প্রধান প্রসূন কুমার মিত্র। ৬৬ দিনের মাথায় চার্জ গঠন হয়। সাড়ে ৮ মাসের মধ্যেই দোষী সাব্যস্ত হয় ১৩ জন। আজ শাস্তি ঘোষণা। খুনের পর থেকেই জাফরাবাদ সহ লাগোয়া এলাকায় কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন আছে। সোমবার নিহতের পরিবারের কেউ আদালতে আসেনি। আদালতে অভিযুক্তদের পুলিশের গাড়ি থেকে নামানোর সময় ১৩ জনের মধ্যে ৪ জন হঠাৎ সেখানে উপস্থিত সাংবাদিকদের দিকে তেড়ে আসে। তাই আজ আদালত চত্বরে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। জাফরাবাদ এলাকায় টহলদারি বাড়িয়েছে আধা সেনা। লাগোয়া বেতবোনা গ্রামেও বেড়েছে নজরদারি।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 23, 2025 05:01:05
Kolkata, West Bengal:১) সকাল ১১ টা নাগাদ পৌঁছাবেন কলকাতায়। চেক ইন করবেন আইটিসি রয়াল বেঙ্গল হোটেলে। ২) বেলা দেড়টা নাগাদ বেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় যাবেন। কিছু নেতার সঙ্গে মিটিং করবেন যারা বিজেপিও নয় তৃনমূলও নয়। (জানা যায়নি তারা কারা) ৩) সন্ধ্যে পর্যন্ত মিটিং করার পর হোটেলে ফিরে লবি তে কিছু লোক তার সঙ্গে দেখা করতে আসবেন। তাদের নিয়ে মিটিং করবেন। ৪) কাল দুপুর পর্যন্ত কলকাতায় থাকবেন। বিকেলের পর বেরিয়ে সোজা রেজিনগর আসবেন। ৫) হুমায়ূনের নতুন দলের একজন সম্পাদক আজ সকালের বিমানে দিল্লি উড়ে গেছেন। হুমায়ূন দলের চেয়ারম্যান ретінде তাঁকে অথরাইজ করেছেন। তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন। দলের দুটি সম্ভাব্য প্রতীক চিহ্নের মধ্যে যেকোনো একটির অ্যাপ্রুভাল করানোর ব্যাপারে নির্বাচন কমিশনে নিজের প্রতিনিধি পাঠিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ূন কবির।
0
comment0
Report
ABArup Basak
Dec 23, 2025 04:20:15
Mal Bazar, West Bengal:দাদার বাটামের আঘাতে ভাইয়ের মৃত্যু দাদােক গ্রেফতার করল পুলিশ... রাতে শ্রমিক মহালয় একই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ। সেই বাদানুবাদের জেরে দাদা কাঠের বাটাম দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে। সেই আঘাতেই মৃত্যু হয় ছোট ভাই সন্ধির বড়াইকের (৩৬)। দাদা রন্ধীর বাড়াইককে(৪২) গ্রেপ্তার করেছে মেটালি থানার পুলিশ। শীতের রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বডদীঘি চা বাগানের এতোয়া শ্রমিক লাইনের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক মহালয় একই বাড়িতে দাদা রন্ধির ও ভাই সন্ধির বাস করতেন। দুই ভাই বাইরে দিনমজুরের কাজ করে। রাতে দুই ভাইয়ের মধ্যে চরম বাদানুবাদ শুরু হয়। বাদানুবাদের মাঝে দাদা রন্ধির একটি কাঠের বাটাম দিয়ে ছোট ভাই সন্ধির মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ভাই সন্ধির সেখানে লুটিয়ে পড়ে। সকাল বেলা প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে মেটেলি থানায় খবর দেয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দাদাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে মাতেিয়ালি বাতাবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য ফিলিফ টিরু। তিনি বলেন খুব দুঃখজনক ঘটনা। টাকা পয়শা সংক্রান্তর জন্য মাঝে মধ্যেই দুই ভাই এর মধ্যে জħraামেলা হত। বাড়িতে অসুস্থ্য মা এবং বড় ভাই এর স্ত্রী ও ছোট সন্তান রয়েছে। মেটেলি পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে। ঘটনা তদন্ত চলছে। কি কারনে এই ঘটনাটা ক্ষতি দেখছে পুলিশ।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 23, 2025 03:51:23
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম এর লালমাটির হাট। শাল বাগানের তলায় খোলা আকাশের নিচে এই হাট এখন বেশ জনপ্রিয় ঝাড়গ্রাম বাসী এবং ঝাড়গ্রামে আসা পর্যটক দের কাছে। শান্তিনিকেতন এর সোনাঝুড়ি র হাটের সাথে অনেকটাই মিল পাওয়া গেলেও এই হাটের অন্যতম বৈশিষ্ট এখানে সবটাই মহিলা পরিচালিত। সমস্ত ব্যাবসায়ী মহিলা। তাদের পোষাক নির্দিষ্ট। নানা রকম পসরা সাজিয়ে সমস্ত মহিলা রা বসে বছেন। মেলায় কোনো সমস্যা হলে সেটাও সামাল দিচছেন মহিলারা। একপাশে ঢোল দমসা মাদলের সূর একপাশে চলছে বিকিকিনি। সপ্তাহে রবিবার এই হাট ইতিমধ্যে পর্যটক এবং ঝাড়গ্রাম বাসীর কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। কেনকাটি ই শুধু নয়। ট্রাডিশনাল খাবার থেকে শুরু করে কেক পেস্ট্রি ও এখানের এক বিশেষ আকর্ষন। রবিন্দ্রপার্কে ঘেরাটোপে শালজঙ্গল এর মাঝে এই হাটের জনপ্রিয়তা বারছে ক্রমশ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 23, 2025 03:50:59
Purulia, West Bengal:পুরুলিয়া: বড়দিন মানেই কেক খাওয়া। আর তাই ক্রিসমাসের হাওয়ায় জমে উঠেছে পুরুলিয়ার কেক বাজার। সকাল থেকে রাত পর্যন্ত কেক কারখানায় কেক তৈরিতে চলছে কর্মীদের ব্যস্ততা । স্থানীয় প্রস্তুতকারকরা জানাচ্ছেন, প্রতি বছর ডিসেম্বর মাসে পুরুলিয়ায় কেকের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ক্রিসমাসের আগের সপ্তাহে বিক্রি থাকে তুঙ্গে। দামও জনসাধারণের নাগালের মধ্যে ছোট কেক ৩০ টাকা থেকে শুরু করে বড় সাইজের কেক ২০০ টাকা পর্যন্ত বিকোচ্ছে। রোল কেক, প্যাসটি কেক, ফ্রুট কেক এমন নানা স্বাদের কেক তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। পুরুলিয়া জেলার তৈরি কেক স্বাদ ও গন্ধে ভালো, তাই এর চাহিদাও বাড়ছে বেশ । জেলার বাইরেও ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। শহর থেকে শুরু করে গ্রাম সর্বত্র এখন কেকের মিষ্টি সুবাসে ভরে উঠেছে পরিবেশ। তবে শুধু উৎসবের আমেজই নয়, কর্মসংস্থানও বাড়াচ্ছে। উৎসবের এই সময়েই বহু কর্মী কাজের সুযোগ পাচ্ছেন। ক্রিসমাসকে কেন্দ্র করে এই কেক বাজার আজ পুরুলিয়ার অর্থনীতিতেও উৎসবের হাসি এনে দিয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top