Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700137

दक्षिण 24 परगना के रायपुर में बांध टूटने से दहशत, राहत कार्य शुरू

AMAshok Manna
Nov 19, 2025 13:43:00
Kolkata, West Bengal
দক্ষিণ ২৪ পরগনা রায়পুরে নদীর বাঁধ ভাঙ্গন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত ডোঙারিয়া রায়পুর নদীর বাঁধে হঠাৎ ধ्वস দেখা দিয়েছে তা নিয়ে এলাকায় একটা উদ্বিঘ্নে সৃষ্টি হয় নদীর পাড়ের ভাঙ্গনে এলাকা বাসীদের মধ্যে ভয়ের আতঙ্কের সৃষ্টি হয় গতকাল রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটে, এরপর তড়িঘড়ি বজবজ ২ নম্বর বিডিও তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয় ও মেরামতির জন্য চেষ্টাও করা হয়। পাশাপাশি আজ সকাল থেকেই অভিষেক ব্যানার্জি তত্ত্বাবধানে ও বজবজ দু'নম্বর পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে দ্রুত তার সঙ্গে সকাল থেকেই মেরামতির কাজ শুরুকরা হয়ে । কাজ শুরু হওয়ার কারণে এলাকাবাসীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পথ মিলে বলে এমনটাই অভিযোগ এই মুহূর্তে সরজমিনে খতিয়ে দেখে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে খবর পৌছানো মাত্রই তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজ শুরু করার নির্দেশ দেন.
113
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 19, 2025 14:07:11
Kolkata, West Bengal:বনগা পৌরসভায় চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনল ১০ জন কাউন্সিলর ৷ পৌরসভার মোট ২৪ জন কাউন্সিলর আছেন ৷ বুধবার বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও মহকুমা শাসকের দপ্তরে এসে তারা অনাস্থার আবেদন জানান ৷ দিন কয়েক আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেয়ারম্যান গোপাল শেঠ কে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল ৷ সেই চিঠিতে পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয় পদত্যাগ করার জন্য। এরপরে তিনি অসুস্থতার কথা জানিয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাস কে তার দায়িত্বভার হাতে তুলে দিয়ে তিনি ছুটিতে যান ৷ যদিও সুরজিৎ দাস কে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেননি। তারপরেই এদিন বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বৈঠক করে অনাস্থা আবেদন জানান ১০ জন কাউন্সিলর ৷ সেদিন বনগাঁ জেলা পার্টি অফিসে বৈঠক চলাকালীন বেশ কয়েকজন কাউন্সিলার অনাস্থা পেপারে সই না করে বৈঠক ছেড়ে চলে যান ৷ এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দলীয় নির্দেশে পদত্যাগ না করায় পৌরসভার ১০ জন কাউন্সিলর পৌরসভা এক্সিকিউটিভ অফিসার ও বনগাঁ মহকুমা শাসকের কাছে অনাস্তার চিঠি দিল। কিছু কাউন্সিলর অনাস্থা পত্রে সই না করে বাইরে বেরিয়ে যাওয়ার প্রশ্ন করতে জেলা সভাপতি জানালেন দল কেন সাসপেন্ড করছে না গোপাল শেঠ কে সেই প্রশ্ন তুলেছিল তারা। দল দলের মতন সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ার দখলের লড়াই এরা মানুষের পরিষেবা কি দেবে।
84
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 19, 2025 13:43:57
Kolkata, West Bengal:প্রশ্ন: শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে পরিবর্তন আনতে রাষ্ট্রবাদী মুসলিমদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে, এই শুভেন্দু অধিকারী বছর খানেক আগে মুসলিমদের সঙ্গ চাই না বলেছিলেন অধীর: কী করবে? ওদের পার্টির উপর থেকে যা বলে নিচে তাই করে মোদীজি বা অমিত শাহ অতীতে বলেছিলেন যে আমরা মুসলমানদের বাদ দিয়ে ভোট জিতে দেখাবো। তারপরে যখন জম্মু-কাশ্মীরে বৈশরণ ভ্যালিতে হৃদয়বিদারক ঘটনা ঘটল, τότε বলছেন সবাইকে এক হতে হবে। এগুলো সব পাল্টায়। গিরগিটির মতো রং পাল্টায়। প্রশ্ন: বসিরহাটে হাকিমপুর সীমান্তে দলে দলে মানুষের ভিড়, বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন মানুষ অধীর: এখানে বাইরে থেকে বাংলাদেশী অনুপ্রবেশ হয়নি। এটা তো বলছি না। এটা বরাবরই হয় ও। ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতে এসে ঘাটি গেরে বসে আছে। তিনিই প্রথম দাবি করেছিলেন ভোটের আগে আইডেন্টিটি কার্ড জারি করা হোক। সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারী কী ভাবে আছে, তা আমার জানা নাই। এসআইআর এর ঘটনার সঙ্গে সঙ্গে তাদের কেন চলে যেতে হচ্ছে সেটাও আমার জানা নেই। অনেকেই বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতে বাস করছেন। তার মধ্যে হিন্দুও যেমন আছে, তেমন মুসলমানও আছে। এটা ভাববেন না যে মুসলমানরাই সীমান্ত টপকে এসে ভারতে বাস করছে। প্রশ্ন: তৃণমূলের চাপে বিএলও-রা ভুল তথ্য দিচ্ছেন। মালবাজারে বিএলও আত্মঘাতী বলে দাবি পরিবারের, চা-বাগানে হিন্দিভাষী ভোটদাতারা লাগাতার ফর্ম ফিলাপে ভুল করছিল, উপরমহলে জানিয়ে লাভ না হওয়ায় উল্টে চাপ আসে বলে দাবি পরিবারের অধীর: ভুল তথ্য তো সংশোধন করা হবেই। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এর মধ্যে নতুন কিছু নেই। বিএলও দের উপর নানা রকম চাপ আছে। তারা সরকারি কর্মচারী। সেইসব চাপ যারা সহ্য করতে পারছেন না তারা অনেকেই আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। ওরা বুঝতে পারছেন না, এদিকে যাবেন না ওদিকে যাবেন। কারণ একদিকে জলে কুমির অন্যদিকে ডাঙ্গায় বাঘ। একদিকে তৃণমূল বলছে কথা না শুনলে মার খাবে । অপরদিকে ওদিক থেকে বলছে কথা না শুনলে চাকরি চলে যাবে। ফলে বি এল ওদের অবস্থা খুব খারাপ। প্রশ্ন: পুলিসের উপরে লাগাতার ক্ষোভ প্রকাশ করে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহের রহড়ায় এক ত্রৃণমূলকর্মীকে খুনের চেষ্টার ঘটনায় পুলিসের আচরণের বিষয়ে পেরে বিস্ময় প্রকাশ, উপরমহলে জানাবেন, বলছেন শোভনদেব অধীর: তৃণমূল নেত্রীর পা চাটা কিছু নেতা কোথায় কি করছেন বা বলছেন তাই নিয়ে টিভিতে বলার প্রয়োজন বোধ করি না। প্রসঙ্গ মতুয়া মতুয়াদের বলেছিলাম দিল্লিতে আসুন ডিসেম্বরে অধিবেশন শুরু হবে, দিল্লিতে এসে প্রতিবাদ জারি রাখুন। মতুয়া সম্প্রদায়ের মানুষকে এক দিকে তৃণমূল আর একদিকে বিজেপি-- তারা নিজের মতো করে ভোটের মেশিন বানিয়েছে। এদের ব্যাপারে না বিজেপি দায়িত্ব নিতে চায়। না টিএমসি দায়িত্ব নিতে চায়। তারা অনশনের পথ নিয়েছেন। আমরা জানি ওনারা ওপার বাংলা থেকে এসেছেন। বর্তমানে বাংলার মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। নিয়মের যে ফাঁদে পড়ে তাদের যেন আবার কষ্টের মুখোমুখি না হতে হয়। তাই আমি নিজে অমিত শাহ কে চিঠি দিয়েছি। তাই আমি অমিত শাহকে বলেছি আপনারা মতুয়া সম্প্রদায়কে বাইরে রাখুন যাতে তারা অন্তর্ভুক্ত হতে পারে এসআইআর এ। আগে তো তারা ভোটার হোক। তারপরে না নাগরিকত্ব বিচার করবেন। ভোটার তালিকায় তারা থাকবেন না কেন? কারণ তারা এখানে জন্মেছে বড় হয়েছে পড়াশোনা পর্যন্ত করেছে । তাদের ভোটার তালিকায় নাম পর্যন্ত আছে। কাজেই রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এদের ব্যাপারটা ফয়সালা করুক। প্রশ্ন: কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের খুনি, গা ঢাকা দিয়েছিল, দিব্যি বাইক কিনে কলকাতায় ঘুরে বেড়েছিল অধীর: খুনি তো কলকাতায় থাকবে এতে অবাক হওয়ার কি আছে
114
comment0
Report
BSBidhan Sarkar
Nov 19, 2025 13:43:17
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় ফির হেরাফেরি,প্রতারিত বহু। হেলথ সলিউশনের আড়ালে কোটি কোটি টাকার প্রতারনা চক্র! টাকা ফেরত নিতে এসে অফিস তালা বন্ধ দেখে অভিযুক্তদের ছবি দিয়ে ব্যানার ঝুলিয়ে দিলো প্রতারিতরা। ঘটনা হুগলির চুঁচুড়ার খাদিনামোরের。 হুগলি, পূর্ব বর্ধমান,উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগণা,নদীয়া,মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে প্রতারিতরা এসে জরো হন খাদিনামোরে ওই চিটফান্ড অফিসে। হুলগলি, পূর্ব বর্ধমান,উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগণা,নদীয়া,মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে প্রতারিতরা এসে জরো হন খাদিনামোরে ওই চিটফান্ড অফিসে। হেলথ সলিউশন নামে একটি অফিস খুলে তার আড়ালে চলত শেয়ার ট্রেডিং এ অল্প সময়ে বেশি মুনাফা পাইয়ে দেওয়ার কারবার। গত দু বছরে কয়েক মানুষ লাখ লাখ টাকা রেখেছেন ওই সংস্থায়।মাসে কখনো চার কখনো ছয় বা বারো শতাংশ হারে সুদ দেওয়ার প্রলোহন দেওয়া হয়।সেই প্রলোহনে পা দিয়ে সর্বশান্ত হন অনেকে। তাড়াই আজ টাকা আদায় করতে এসে দেখেন শাটার বন্ধ।তখনই প্রতারিতরা ব্যানার ঝুলিয়ে দেন। প্রতারিতদের অভিযোগ,চড়া সুদের প্রলোহন ছিলো।তাদের সঙ্গে কোর্ট পেপারে চুক্তি করে টাকা নেওয়া হয়। প্রথম কয়েক মাস সুদের টাকা দিলেও তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়。 প্রতারিতরা ওই সংস্থার কর্নধার তুষার কান্তি মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন。 প্রতারিত রেজাউল মল্লিক বলেন,আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।আসল টাকা ফেরত দিক।আমরা নিজেরা টাকা রেখেছি আবার অন্যদেরকেও রাখতে বলেছি।তারা এখন আমাদের ছাড়ছে না।আগে অফিসে বলতে এসে হুমকি‑র শিকার হয়েছি。 বারাসাতের বাসিন্দা অমিত কুন্ড বলেন,আমি নিজে ২৫ লাখ টাকা রেখেছি।বারসাত থেকে মোট आड़াই কোটি টাকা জমা করেছি।সেই সব টাকা মেরে দিয়েছে এই প্রতারণা চক্র。 ফির হেরাফেরি সিনেমায় টাকা ডবল করার চক্রে ফেঁসেছিলেন রাজু শ্যাম আর বাবু ভাইয়া।আর চুঁচুড়ার প্রতারনা চক্রে অল্প সময়ে বেশি মুনাফার প্রলোভনে পা দিয়ে ফেঁসেছেন প্রতারিতরা。
124
comment0
Report
MMManoranjan Mishra
Nov 19, 2025 13:42:46
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া জেলা আদালতের বিচারকদের সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পুরুলিয়া শহরের রাঁচি রোডের লাগোয়া মাগুড়িয়া বিচারকদের আবাসনে এই ঘটনা ঘটে । আবাসনে বিচারক না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে দরজার তালা ভাঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ চল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। আজ ওই আবাসনের দরজা ভাঙা দেখে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একইসঙ্গে আবাসন এবং রাস্তার আশপাশের বিভিন্ন জায়গা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনার কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ।
151
comment0
Report
MMManoranjan Mishra
Nov 19, 2025 13:42:20
Purulia, West Bengal:পুরুলিয়া : WBSSC দুর্নীতি অভিযোগ তুলে নতুন চাকরিপ্রার্থী নিয়া সমান অধিকারের দাবিতে পথে নামল SLST নতুন চাকরিপ্রার্থীরা । বুধবার পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ মিছিল করেন তারা । পরে জেলা শিক্ষা দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ করেন নতুন চাকরিপ্রার্থীরা । সেখানে নিজেদের দাবি-দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি জমা দেন তারা । অভিযোগ, নতুন চাকরিপ্রার্থীরা পরীক্ষায় ৭০ এ ৭০ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি । তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । অথচ অভিজ্ঞতার নামে ইন্টারভিউর আগেই ১০ নম্বর করে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে পুরোনো চাকরিপ্রার্থীদের । এরই প্রতিবাদে এবং সকল চাকরিপ্রার্থীদের সমান অধিকারের আদায়ের দাবিতে এদিন জেলা শিক্ষা দপ্তরের বাইরে প্রতিবাদ আন্দোলনে সামিল হন নতুন চাকরিপ্রার্থীরা । বাইট : ১) বিনাধর কুমার (আন্দোলনকারী) ২) নয়নতারা মাহাতো (আন্দোলনকারী)
83
comment0
Report
BBBimal Basu
Nov 19, 2025 13:41:20
Basirhat, West Bengal:এসআইআর নিয়ে আতঙ্কে এক প্রৌঢ় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি পূর্ব এলাকার মৃতের নাম সফিকুল মণ্ডল (৫৮)। আত্মীয় পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম থাকলেও পরিবারের ছেলেমেয়েদের ভোটার লিস্টে নামের গড়মিল থাকায় উদ্বিগ্ন ছিলেন সফিকুল। তার জेरেই মঙ্গলবার দুপুরে কীটনাশক খান। তাকে বসিরহাট জেলহাসপাতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিকেলে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়। আজ বুধবার সকালে মৃতের বাড়িতে যান বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। 1) B রুহুল আমিন মন্ডল ( মৃতের ছেলে ) 2) আব্দুর রহিম দিলু ( বিধায়ক বাদুড়িয়া ) বিমল বসু বসিরহাট
58
comment0
Report
NRNarayan Roy
Nov 19, 2025 13:41:01
Siliguri, West Bengal:দিলীপের বিরুদ্ধে সরব কাউন্সিলররা , একা দিলীপ প্রশ্ন তুললেন আরেক বিতর্কিত বহুতল নিয়ে , দল বিরোধী কার্যকলাপেও নেওয়া হল না কোন পদক্ষেপ সেটাই বড় প্রশ্ন তুলছে শাসকের বিরুদ্ধে সরকারি বুলডোজার আটকে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন শিলিগুড়ি মিউনিসپل কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন৷ যাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দিলীপ শুধুমাত্র কাউন্সিলরই নয় , তিনি মেয়র পারিষদও। ক্রিড়া , ট্রেড লাইলেন্স ও হাউজিং ফর অলের দ্বায়িত্বে রয়েছেন কাউন্সিলর দিলীপ বর্মন। একের পর এক করা ঘটনায় বেশ বিপাকে শাসক দল। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মত গুরুতর অভিযোগ তোলেন দিলীপ , একের পর এক দলের বিরুদ্ধাচারণ করে মন্তব্য। তবুও দিলীপের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে কেন ভাবতে হচ্ছে নেতৃত্বদের সেই প্রশ্নই বিড়াম্বনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। যদিওবা দিলীপ বর্মনের এই মন্তব্য বা বিরুদ্ধাচারণ নতুন নয় , মাস দুয়েক ভরা সভায় অবৈধ নির্মান নিয়ে একই অভিযোগ তুলেছিলেন দিলীপ। সেই সভা থেকে তাকে রীতিমতো বের করে দেওয়া হয়৷ এবার একেবারে সরাসরি মেয়র সহ ডেপুটি মেয়রের বিরুদ্ধাচারণ। তবুও কেন নিশ্চিত শাসক ? বুধবার দিলীপের কর্মকান্ড ও মন্তব্যের বিরুদ্ধে সব হন দলের বাকি কাউন্সিলররা। ৩৫ জন কাউন্সিলর মিলে কর্পোরেশনে সাংবাদিক বৈঠক করেন৷ তাদের সাফাই , ব্যাক্তিগত আক্রমণ করছে কাউন্সিলর দিলীপ ঘোষ। বোর্ডের কাজে সমস্যা থাকলে সেটা পর্যালোচনার বিষয়। অবৈধ নির্মান ভাঙা সেটা আইনি বিষয়। দল অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেবে৷ যদিওবা কাউন্সিলদের এই বৈঠক নিয়ে ৩৫ জন কাউন্সিলরকেই একহাত নিলেন দিলীপ। তিনি সাফা জানান , মাস দুয়েক আগে যখন অবৈধ বহুতল নিয়ে সরব হয়েছিলাম তখন এই কাউন্সিলররা কোথায় ছিল। এর আগেও দল আমাকে নোটিস পাঠিয়েছিল কিন্তু তার উত্তর দেওয়ার পর কোন প্রতিক্রিয়া পাইনি। শহরে যত্রতত্র অবৈধ বহুতল। সেগুলো নিয়ে শুধু কোর্ট দেখানো হয়৷ এগুলো পরোয়া করিনা আমি। অন্যদিকে শাসকের কোন্দল ও অবৈধ নির্মান নিয়ে সরব হয়েছে বিরোধী দল৷ বিরোধী দলনেতা অমিত জৈন জানান , এর আগে এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হল। এর বিরুদ্ধে কেন ব্যাবস্থা নেওয়া হল না৷ একের পর এক গজিয়ে উঠা অবৈধ নির্মানের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেই আবার সাধারণ একটু বাড়িয়ে নির্মান তৈরি করলেই ভাঙতে চলে যাচ্ছে। এগুলো মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না৷ শহরে যত্রতত্র गजিয়ে উঠা অবৈধ বহুতলকে কেন্দ্র করে শাসকের মধ্যেই তৈরি হয়েছে নানাবিধ মত। 1911ZG_SILI_DILIP_SMC_R BYTE DETAILS: ১) গৌতম দেব (মেয়র শিলিগুড়ি) ২) রঞ্জন শীল সর্মা(কাউন্সিলর) ৩) দিলীপ বর্মন(কাউন্সিলর) ৪) অমিত জৈন (বিরোধী দলনেতা)
163
comment0
Report
RDRaktima das
Nov 19, 2025 13:39:57
Kolkata, West Bengal:২২ নম্বর ওয়ার্ড হেলথ অফিসারকে শোকজ। নিত্য প্রয়োজনীয় ওষুধ দীর্ঘ দিন ধরে অমিল ওয়ার্ড হেল্থ সেন্টারে। পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অসুস্থ রোগীরা। অথচ রিপোর্টই দেননি তিনি। বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত এই সমস্যা বুধবার পুর অধিবেশনে তুলে ধরেন। তার প্রশনের উত্তরেই ওয়ার্ড হেলথ অফিসারকে শোকজের কথা জানান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। এদিন বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত অভিযোগ করেন যে, কলকাতা কর্পোরেশনের Health Centre (Ward – ২২)-এ ⅰ) T. Telma 40, ii) T. Metformine (1 gm), iii) T. Paracetamol (650 mg), iv) Sy. Paracetamol, v) Montelukast, vi) ORS., vi) Multi Vitamin (Bad Quality) একমাসের উপর হয়ে গেছে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই বেশ কিছু অসুস্থ মানুষের পরিষেবা দিতে পারা যাচ্ছে না। এই অভিযোগের প্রেক্ষিতে অতীন ঘোষ জাননা, নিয়ম অনুযায়ী ওষুধ কমতে থাকলে এক সপ্তাহের মধ্যে ওয়ার্ড হেলথ অফিসার বরো হেলথ অফিসারকে জানাবে। বরো হেলথ অফিসার সেই রিপোর্ট দেবে হেলথ বিভাগকে। কিন্তু এক্ষেত্রে রিপোর্টই দেননি ওয়ার্ড হেলথ অফিসার। এই ঘটনা সামনে আসার পরই ২২ নম্বর ওয়ার্ড হেল্থ অফিসার বিজয়তা প্রিয়দর্শিনী কে শোকজ করা হয়েছে। হাউজের ভেতরে অতীন ঘোষের বক্তব্য + মিনা দেবী পুরোহিতের বক্তব্য
173
comment0
Report
NRNarayan Roy
Nov 19, 2025 13:39:47
170
comment0
Report
PCPrabir Chakraborty
Nov 19, 2025 13:39:34
197
comment0
Report
Advertisement
Back to top