Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

राजपुर लेबुतला दुर्गोत्सव: 24वां वर्ष, मधुबनी कला से सजी प्रतिमाएं और रोशनी

TCTathagata Chakraborty
Oct 01, 2025 18:17:56
Rajpur Sonarpur, West Bengal
রাজপুর লেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর পা দিল ২৪ তম বর্ষে। মাত্র দুই দশকের একটু বেশি সময়ে এই পুজো নিজস্ব স্বকীয়তায় জায়গা করে নিয়েছে এলাকার মানুষের মনে। এবারের থিমে তুলে ধরা হয়েছে বিহারের প্রাচীন ও খ্যাতনামা মধুবনী শিল্প—একালের রঙিন আবেশের সঙ্গে সেকালের ঐতিহ্য ও কাহিনি মিলিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপসজ্জা। বিহার থেকেই এসেছেন দক্ষ শিল্পীরা, কয়েক মাস ধরে তাঁদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে প্রতিমা ও শৈল্পিক পরিবেশ। সাবেকিয়ানা বজায় রেখে যে প্রতিমা গড়া হয়েছে, তা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। প্রতিমাটি নির্মাণ করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্র পাল—তাঁর নিখুঁত কাজ দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত। মায়ের গহনাবাটাও বিশেষ আকর্ষণ। মেদিনীপুরের শিল্পী চম্পক জানা নিজ হাতে সেগুলি নির্মাণ করেছেন। আর সারা মণ্ডপকে আরও উজ্জ্বল করেছে চন্দননগরের মনমুগ্ধকর আলোকসজ্জা। শিল্প, ঐতিহ্য আর ভক্তির এই মেলবন্ধন যেন উৎসবকে এক নতুন মাত্রা দিয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Oct 01, 2025 19:01:12
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। #শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকেলেই গভীর নিম্নচাপে পরিণত। আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। প্রচন্ড শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশ স্থলভাগে প্রবেশ করবে। শুক্রবার একাদশীর ভোর রাতে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে গোপালপুর থেকে পারাদ্বীপের মাঝে এটি উড়িষ্যাতে স্থলভাগে। বর্তমানে অন্ধ্রপ্রদেশ এর বিশাখাপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দূরে এবং পারাদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপটি。 ##পুজোর মধ্যেই নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি। নবমীর রাতে হাওয়া বদল। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১লা অক্টোবর থেকে বুধবার থেকে ৪ঠা অক্টোবর শনিবার পর্যন্ত। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে。 _দক্ষিণবঙ্গে।_ #নবমীর নিম্নচাপে দশমীতে বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়া জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস。 ##শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং दक्षिण চব্বিশ পরগনা জেলাতে ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস。 ###দ্বাদশী শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গ সংলগ্ন জেলা গুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ####রবিবারে কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টি। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া সকালের দিকে কোথাও কোথাও। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ভোগাতে পারে। সোম ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবিষ্ট সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে。 _উত্তরবঙ্গে।_ #আজ বুধবার নবমীতে বৃষ্টি বাড়বে। দুর্যোগের পরিস্থিতি কিছু এলাকায়।অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বুড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে। ##বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকবে। ###শুক্রবার এবং শনিবার একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে। দার্জিলিং সহ ওপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। নিচের দিকের জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে。 ####রবিবার উপরের ছয় জেলায় ভারী বৃষ্টিতে চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায়। ভারী বস্তি হতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। _কলকাতা।_ #आज बुधवार नवमीं में मूलত মেঘলা आकाश। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে ; একইসঙ্গে বৃষ্টি না হলে অস্বস্তি চরমে উঠবে। नवমীর রাতের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে。 ##शुक्रवार एकादशীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে অস্বস্তি বেশি হবে।
5
comment0
Report
BSBidhan Sarkar
Oct 01, 2025 19:00:19
Chinsurah, West Bengal:এক আঠাশে বিয়ের দিন ছিলো,আরেক আঠাশে খুন! হওড়ার নিখোঁজ ব্যবসায়ীর রহস্য মৃত্যু!খুনের অভিযোগ। চন্দননগরের আবাসন থেকে উদ্ধার মৃতদেহ।মৃতের নাম ওয়াসিম আক্রম(৩০)। তার বাড়ি হাওড়ার গোলাবাড়িতে।বুধবার নবমীর সন্ধায় চন্দনগর থানার পুলিশ বেশোহাটা ও লিচুতলার মধ্যবর্তি এলাকার একটি আবাসনের তিনতলার দরজা ভাঙে মৃতদেহ উদ্ধার করে।ওই ফ্ল্যাটটি কাজি মহসিন ভাড়ায় নিয়েছিল।কাজি মহসিনের সঙ্গে ওয়াসিম আক্রমের ব্যবসায়ীক লেনদেন ছিল। পুলিশের সন্দেহ তাকে খুন করা হয়েছে।পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মৃতের হাতে পায়ে টেপ জরানো ছিল। পাশেই ছিল বড় দুটো টলি ব্যাগ। তার মধ্যে একটি ব্যাগের গায়ে রক্তমাখা। মৃত ব্যবসায়ীর দাদার অভিযোগ ভাইকে খুন করে ব্যাগে করে দেহ গায়েব করে দেবার পরিকল্পনা ছিল।আগামী ২৮ অক্টোবর তার বিয়ে ঠিক হয়ে ছিল। ওয়াসিমের পরিবার জানায়, গত ২৮ তারিখ সকাল সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছিল ওয়াসিম। তার কাছে পোখরাজ,চুনি,নিলার মত দামী পাথর ছিল প্রায় ষাট লক্ষ টাকার। চন্দননগরে কাজী মহসিন এর কাছে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল‌।মহসিন এর বাড়ি ভদ্রেশ্বর খুঁড়িগাছিতে।তবে সে বছর দুয়েক সেখানে থাকে না।চন্দনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে。 গত ২৮ তারিখ ওয়াসিম বাড়ি থেকে বেরোনোর পর তার পরিবার একাধিকবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলো কিন্তু খোঁজ পাননি। পরদিন ওয়াসিমের পরিবার চন্দনগরে চলে আসে। কাজির ফ্ল্যাটে গেলে দরজা বন্ধ তালা দেওয়া দেখা যায়। এরপর ব্যবসায়ীর পরিবার গোলাবাড়ি থানায় অপহরণের অভিযোগ করে। এদিকে ব্যবসায়ীক কারণে কাজীকে চিনত শ্রীরামপুরের এক স্টোন ব্যবসায়ী, তার সঙ্গে যোগাযোগ করে ওয়াসিমের পরিবার। ওয়াসিমের দাদা বলেন, ভাই কাজীর কাছে এসেছিল স্টোন বিক্রি করতে। সেদিন রাতে আর বাড়ি ফেরেনি। ভাইকে ফোন করলে ফোন সুইচ অফ থাকে। এরপর সন্দেহ বাড়ে। আমি কাজী কে ফোন করে জানতে পারি আমার ভাই ওর কাছে সাড়ে দশটা থেকে দশটা চল্লিশ নাগাদ এসেছিল। আমি ওকে ৩০ হাজার টাকা দিয়ে আর পরও চলে যায়। ভাইকে খোঁজাখুঁজি করতে আমরা চন্দনগরে আসি। সেখানে কাজীর ফ্ল্যাট বন্ধ দেখি। এরপর কাজী কে ব্যবসায়ীর পরিবার ফোন করলে সে বলে, সে কল্যাণীতে রয়েছে। পরদিন সকালে ফের কাজী কে ফোন করলে সে বলে আমি ওকে কোন টাকা পয়সা দিইনি আর আমার কাছে আসেওনি। ভাই ৫০ থেকে ৬০ লাখ টাকার স্টোন নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছে এটা পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে। কারণ ভাইয়ের হাতে পায়ে টেপ জড়ানো রয়েছে। ভাইকে ডেকে নিয়ে এসে খুন করেছে। আমার মনে হচ্ছে এর সঙ্গে অনেক লোক জড়িত রয়েছে। ঘটনার খবর পেয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই চন্দনগরে আসেন।তারা জানান কাজী অনেককেই প্রতারিত করেছে।পাথর নিয়ে টাকা দেয়নি।শিমুলের একজনের থেকে আগ্নেয়াস্ত দেখিয়ে ব্যাগ ছিনতাই করেছিল।কাজীর বাড়ি যেখানে সেই খুঁড়িগাছির তার প্রতিবেশীরাও তার বিরুদ্ধে অভিযোগ করেন。 চন্দনগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।ডিসিপি চন্দনন্দগর জানান, চন্দনগরের এক আবাসন থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে।হাওড়া পুলিশ কমিশনারেটের গোলাবাড়ি থানার পুলিশ তদন্ত করছিল।চন্দনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। কাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে。
0
comment0
Report
NHNantu Hazra
Oct 01, 2025 18:19:29
Salt Lake City, Utah:Telangabagan Pujo in the 60th year. This time their theme " Acholayatan " \n\nFeed sent by live u 9 \n\n৬০ তম বর্ষে তেলেঙ্গাবাগান এর পুজো। এবার তাদের থিম "অচলায়তন" \n\nজীবন ধারণের প্রতিঘাত বা আকাঙ্ক্ষা পূরণের মোহে অন্ধবিশ্বাসের কড়াল থাবা সমাজে জাঁকিয়ে বসেছে। অবাস্তব অবৈজ্ঞানিক জেনেও মানুষ তা মেনে চলেছে যুগযুগান্তরকাল। সমাজ পশ্চাদপদ হয়েছে কুসংস্কারের বীতংসের ফাঁদে। শিক্ষার অগ্রগতি মনুষ্য সমাজের শিকড়কে সুদৃঢ় করেছে। তাঁর মন হয়ে উঠেছে যুক্তিবাদী। সে প্রশ্ন করতে শিখেছে এইসব অলৌকিক ধারণার অন্ধ অনুসরণকে। তাই সমাজের বিবিধ কুসংস্কারের বাধ্যবাধকতার প্রকোপ সঙ্কুচিত হচ্ছে। এক মুক্তমনা পৃথিবী যুক্তির আলোয় হয়ে উঠতে উদ্ভাসিত। আমাদের শুধু মনের জানালাগুলো খুলে রাখতে হবে। আলো আসুক। আরো আলো। ধুয়ে মুছে নিয়ে যাক কুসংস্কারের পঙ্কিলতা- নিক্ষেপ করুক মনের জড়তা, অকারণ নীতিকে সময়ের আবর্জনা কুন্ডে। এক যুগান্তরের মুখোমুখি আমরা, প্রস্তুত আমাদের নবীন প্রজন্মের ধ্বজা।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 01, 2025 18:19:03
0
comment0
Report
PDPradyut Das
Oct 01, 2025 18:18:47
Jalpaiguri, West Bengal:আগামী মে মাসে তৃণমূলের বিসর্জন হবে। এমনভাবে বিসর্জন হবে যে, কাঠামোটাও খুঁজে পাওয়া যাবে না। আর ওই বিসর্জন কোনও একটি রাজনৈতিক দল দেবে না। মানুষই তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানুষই এর জবাব দেবে। নবমীতে জলপাইগুড়িতে পুজো পরিদর্শনে এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তাদের দাবি, বিজেপি পুজোয় ছিল, আছে, থাকবে। পুজো কার্নিভাল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শমিক। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে নাম না করে তাঁর মন্তব্য, এখন সবাই স্যালুট করছে, আগামী বছর মে মাসের পর তাঁকেই বিসর্জন দিয়ে দেবে। বাংলাদেশ সীমান্তের পুজো দেখার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন শমিক। তাঁকে সীমান্ত এলাকার বাসিন্দারা বিএসএফের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 01, 2025 18:18:31
Rajpur Sonarpur, West Bengal:শারদোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। আর সেই উৎসবের আবহে এ বছর চৌহাটি মানিকপুর বালক সংঘের পুজো পৌঁছে গেল ৩৬ তম বছরে। তাঁদের এবারের ভাবনা একেবারেই আলাদা—“উৎসবে আদিবাসী”। এই থিমের মধ্য দিয়ে দেখানো হয়েছে কীভাবে আদিবাসী সম্প্রদায় শারদ উৎসবের অংশ হয়ে ওঠে তাদের নিজস্ব সত্তা, শিল্পকলার ঐতিহ্য আর পরিশ্রম দিয়ে। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে আদিবাসী সমাজের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত নানা হাতের তৈরি সামগ্রী—বাঁশ, কাঠ, মাটির উপকরণ আর প্রাকৃতিক রঙে আঁকা অলঙ্করণ। প্রতিটি কোণ যেন বলছে তাদের ইতিহাস, তাদের সংগ্রাম, তাদের আনন্দের কথা। শুধু মণ্ডপ নয়, দর্শনার্থীদের জন্য রয়েছে চমকও। মণ্ডপের সামনে আয়োজন করা হয়েছে আদিবাসী নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনের। ঢোল, মাদল আর কণ্ঠের সুরে যেন মিলছে উৎসবের মাটি আর মানুষের টান। চৌহাটি মানিকপুর বালক সংঘের এই প্রয়াস প্রমাণ করে—উৎসবের আসল সৌন্দর্য একসঙ্গে থাকা আর সকলকে আপন করে নেওয়ার মধ্যেই।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 01, 2025 18:18:12
Rajpur Sonarpur, West Bengal:রাজপুরের হৃদয়ে গাঁথা এক ঐতিহ্য—কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর পা দিল গৌরবের পঁচাত্তরে। এই অঞ্চলের সবথেকে প্রাচীর বারোয়ারি পুজো বলেই পরিচিত এটি। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ভক্তি আর আবেগে এই উৎসবকে লালন করা হয়েছে, আজও সেই বিশ্বাস অটুট সদস্যদের মনে। ৭৫তম বর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য হিসেবে মণ্ডপশিল্পে উঠে এসেছে কেদারনাথ মন্দিরের অনবদ্য রূপ। পর্বতের দেবস্থানকে মাথায় রেখে সাজানো হলো整个 প্যান্ডেল—পাথরের আবহ, প্রাচীন স্থাপত্যের ছোঁয়া আর পাহাড়ি মন্দিরের পরিবেশ যেন চোখের সামনে জীবন্ত হয়। মায়ের প্রতিমা রয়ে গেছে একেবারে সাবেকিয়ানার আবহে—সাদামাটা অথচ মহিমান্বিত। এই পুজোর আসল শক্তি এখানকার মানুষ—রাজপুরের প্রত্যেক ঘর, প্রতিটি পরিবার মিলেমিশে তৈরি করে এক সামষ্টিক উৎসবের আবহ। বয়স, পেশা, পরিচয় ভুলে সকলে একসুরে যোগ দেন দেবী আরাধনায়। চেতনা, স্মৃতি আর ঐতিহ্যের এই উজ্জ্বল অধ্যায় জুড়ে আছে পঁচাত্তর বছরের অকৃত্রিম ভালোবাসা আর ভক্তির দৃষ্টান্ত
0
comment0
Report
PDPradyut Das
Oct 01, 2025 18:17:14
Jalpaiguri, West Bengal:মহা নবমীর রাতে উৎসবের মেজাজেই মেতে উঠেছে জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ফুটবল মাঠ দুর্গা বাড়ি সর্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। সন্ধ্যায় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষেরা মণ্ডপে সমবেত হয়েছেন। মহিলারা ঢাকের তালে তালে ধুনুচি নৃত্যে মেতে উঠেছেন। ময়নাগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সর্বজনীন দুর্গা পুজো ফুটবল মাঠের দুর্গা বাড়ির পুজো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলন মেলা এই মণ্ডপ। শাস্ত্রীয় রীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো হয় এখানে। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের。
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top