Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700137

पथ दुर्घटना में 5 वर्षीय उमर मल्लिक और बाइक सवार सोहेल शेख की मौत

AMAshok Manna
Nov 20, 2025 08:51:26
Kolkata, West Bengal
পথ দূরঘটনায় মৃত হলো চকমানিক রামকৃষ্ণ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র উমার মল্লিক সহ বাইক আরোহী সোহেল সেখের। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখড়াহাট ফাঁড়ির কাঁচ বাগান এলাকায় পথ দূরঘটনায় মৃত্যু হলো ২ জনের। বাইকে করে δεύτεী শ্রেণীর ছাত্রেকে নিয়ে পাশের বাড়ির দাদা স্কুলে দিতে যাচ্ছিল বাখড়াহাট দিক থেকে বাওয়ালির দিকে বাইক সহ মাল বাহি লড়ি একই দিকে যাচ্ছিল লড়িটিকে ওভার টেক করতে গিয়ে বাইকটি ব্রেক করতে স্কিট করে গিয়ে পড়ে লড়িটির পিছনের চাকায় তারপর লড়িটির চাকা বাচ্ছাটির মাথার উপর দিয়ে চলে যায় ও সঙ্গে থাকা পাশের বাড়ির দাদা গুরুত্ব আহতো হয় । উভয়কে উদ্ধার করে স্থানীয় মানুষ জন মুচিশা লক্ষীবালা গ্রামীন হসপিটালে নিয়ে গেলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করে উভয়কে, উভয়ের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মানুষ জনের বক্তব্য যে রাস্তা দীর্ঘ দিন ধরে খুঁড়ে রেখেছে সেই কারণে জন্য প্রায়শই দূরঘটনা ঘটছে আজ এই খুঁড়ে রাখা রাস্তার জন্যই প্রাণ গেল ছাত্র তার আত্মীয়ের । মৃত শিশু ছাত্রের নাম উমার মল্লিক ৫ বছর বয়স, পাশের বাড়ির দাদার নাম সোহেল সেখ ২৪ বছর বয়স।
133
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 20, 2025 10:17:39
Howrah, West Bengal:শিবপুরে অভিজাত আবাসনে গুলি চালানো ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ।কারন এই আবাসনে থাকেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।যদিও যে ঘটনা ঘটেছে সেটা একান্ত অন্য একটি পরিবারের মধ্যে।বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে আবাসনে বসবাস করার ঘটনা ঘটেছে।কিভাবে সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে বেআইনি নাইন এম এম পistol নেওয়া এক আবাসিক প্রবেশ করলো সেই প্রশ্নই উঠছে।পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো ও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং এর প্রস্তাব দেওয়া হয়েছে।নিরাপত্তার দায়িত্বে থাকা আবাসনের এসোসিয়েশনের সদস্য বলেন যারা ফ্ল্যাট মালিক তাদের চেকিং হয়না।গোপাল যাদব একজন মালিক।যেটা ঘটেছে সেটাও তাদের ব্যক্তিগত বিষয়।তবুও পুলিশের প্রস্তাব বিবেচনা করে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।উল্লেখ্য বুধবার হাওড়ার শিবপুরে এক অভিজাত আবাসনে নিজের ফ্ল্যাটে স্ত্রী পুনম যাদবকে মাথার পিছনে গুলি করে স্বামী গোপাল যাদব। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ গতকালই গ্রেপ্তার করে গোপাল যাদবকে। তাকে দফায় দফায় জিজ্ঞাসाबাদের পর আজ হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে নাইন এমএম পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেটির কোন লাইসেন্স ছিল না।ঝাড়খন্ড থেকে সেটা কেনা হয়েছিলো।ওই পিস্তলটি বাজেয়াপ্ত করেছে শিবপুর থানার পুলিশ। গোপাল যাদব আদতে বিহারের শিওয়ানের বাসিন্দা। তার কাছে কিভাবে বেআইনি পিস্তল এলো এবং তার সঙ্গে কোনো আন্ত রাজ্য অপরাধ চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃতকে সাত দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের আবেদন করা হয়েছে।
86
comment0
Report
MMManoranjan Mishra
Nov 20, 2025 10:04:58
Purulia, West Bengal:পুরুলিয়া : ৩৭ বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের পুনর্মিলন ঘটালো SIR প্রক্রিয়া। ঘটনা পুরুলিয়ারের রঘুনাথপুর ২ নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের । প্রায় ৩৭ বছর আগে গ্রামের বাসিন্দা বিবেক চক্রবর্তী অভিমানে বাড়ি ছেড়ে পালিয়ে যায় । তারপর থেকে দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তার সাথে পরিবারের যোগাযোগ হয়ে ওঠেনি । বর্তমানে শুরু হয়েছে SIR প্রক্রিয়াকরণের কাজ । গোবরান্দা গ্রামের BLO অফিসারের দায়িত্ব পেয়েছেন প্রদীপ চক্রবর্তী। এনুমারেশন ফর্ম ফিলাপের সূত্রে BLO প্রদীপ চক্রবর্তীর সঙ্গে কলকাতা থেকে মোবাইলে যোগাযোগ করেন বিবেক চক্রবর্তীর ছেলে । তথ্য আদান প্রদানের সময় প্রদীপ চক্রবর্তী বুঝতে পারেন ফোনের অপর প্রান্তের যুবক সম্পর্কে তারই ভাইপো অর্থাৎ ৩৭ বছর আগে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া বিবেক চক্রবর্তীর ছেলে। এরপরই সমস্ত বিষয়টি সামনে আসায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রদীপ চক্রবর্তী । তারপর ফোনে BLO প্রদীপ চক্রবর্তী এবং বিবেক চক্রবর্তীর যোগাযোগ হয় । ফোন মারফত বিবেক বাবু জানান এই মাসের পরিবারকে নিয়ে সে বাড়ি ফিরবে । SIR প্রক্রিয়ার আবহে দুই পরিবারের মিলন ঘটার সাক্ষী থাকলো রঘুনাথপুরবাসী । হারানো পরিবার আবার এক হল সরকারি নথি সংগ্রহের উদ্যোগের মধ্য দিয়ে।
157
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 20, 2025 10:04:36
Jhargram, West Bengal:এতদিন ছিলো হাতি। এবার তার সাথে জুটেছে বাঁদর。 বাঁদরের তাণ্ডবে থমথমে সাঁকরাইলের ধানঘোরী বাজার, সকাল থেকেই চরম আতঙ্কে এলাকাবাসী সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় আজ সকাল থেকেই চরম উত্তেজনা। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনো আবার বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো—এমন নানান ঘটনা বাজারজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাঁদরগুলির মধ্যে একটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছে, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন。 স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তারা মনে করছেন, সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে প্রাণীগুলি। তবে এখনো পর্যন্ত বনদপ্তরের কোনো দল ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানা গেছে。 ঘটনায় আতঙ্কে রয়েছে ধানঘোরী বাজার সংলগ্ন দোকানদার ও সাধারণ মানুষ। দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ ও উদ্ধারকারী দল পাঠানোর দাবি করেছেন তারা, যাতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
125
comment0
Report
MMManoj Mondal
Nov 20, 2025 10:04:19
Kolkata, West Bengal:বুধবার রাতে বনগাঁ পৌরসভার দু'নাম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষ ও তৃণমূল ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষের বাড়িতে মদ্যপযুবকরা রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। পরবর্তীতে আরো কিছু কাউন্সিলর এর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠে আসছে। বুধবার রাতে গোপাল শেঠ ঘনিষ্ঠ অর্ঘ্য হালদার ওরফে রাজার বাড়িতে হামলা হয়। বড় বড় ইট ছুড়ে বাড়ির জানালা ভাঙ্গা হয়। ভাঙ্গা হয়েছে সিসিটিভি এমনকি গাড়িতে ভাঙচুর চালানো হয় এমনি অভিযোগ উঠে আসছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মহন্তের বাড়ির সামনে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে । এছাড়াও আট নম্বর ও নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা কীর্তনীয়া ও বন্দনা মুন্সির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠে এসেছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বাড়ির সামনেও গুলি চালানোর অভিযোগ উঠেেছে । এক নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর দিপালী বিশ্বাসের বাড়িতে, প্রায় রাত বারোটা নাগাদ দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করছেন তিনি । এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগীর তার বাড়িতে রাত সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে।
73
comment0
Report
PDPradyut Das
Nov 20, 2025 10:04:02
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি তে ডিমের বাজার আকাশ ছোঁয়া। বেশ কয়েকদিন থেকে ময়নাগুড়ি বাজারে ডিমের দাম আকাশ ছোঁয়া বলে অভিযোগ, একলাফে দাম বাড়লো। সাধারণ মানুষের নাগালের বাইরে। এই দিন ময়নাগুড়ি বাজারের বিভিন্ন ডিমের দোকানগুলিতে লক্ষ্য করা যায় ক্রেতাদের সংখ্যা খুবই কম। কারণ বর্তমান ডিমের বাজার এতটাই বেড়ে গেছে যে মধ্যবিত্ত পরিবার সমস্যার মুখে। ময়নাগুড়ি বাজারের এক ব্যবসায়ী অলক মিত্র বলেন বর্তমান ডিমের চাহিদা অনুযায়ী প্রোডাকশন অনেক কম আছে ফলে ডিমের বাজার তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তিনি আরো বলেন বাজারে একটি ডিমের দাম পরে আট টাকা, প্রতি ডিমের পাতার দাম ২২০ থেকে ২৩০ টাকা পর্যন্ত। বাজারে ডিমের কাটুন এর দাম বর্তমানে পনেরশো টাকার উপরে। আরেক ডিম ব্যবসায়ী সুজয় রায় বলেন বর্তমানের চেয়ে ডিমের দাম আগামীতে আরো বাড়তে পারে বলে তারা মনে করছেন। তিনি বলেন একে ডিমের প্রোডাকশন কম, সেই সঙ্গে সামনে বড়দিনের বাজার, তাই ডিমের চাহিদা অনুযায়ী বাজারে ডিম কম আসছে। ফলে ডিমের বাজার হু হু করে বাড়ছে। আমাদের কিছু করার নেই । এক ক্রেতা বলেন বর্তমানে ডিমের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে ডিম কিনতে। এভাবে ডিমের দাম বাড়তে থাকলে সমস্যায় পড়তে হবে হোটেল রেস্টুরেন্ট সহ-সাধারণ মানুষকে। অন্যদিকে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু আমাদের জানান ডিমের অস্বাভাবিক দাম বেড়েছে, বিষয়টা শুনেছি, আমরা সবজির দাম নিয়ে অভিযান চালিয়েছি, এখন সবজির দাম কিছুটা নাগালে আছে ক্রেতাদের কাছে। কয়েকদিনের ভিতরে ডিমের বিরুদ্ধেও অভিযান চালাবে ব্লক প্রশাসন বলে জানান বিডিও প্রসেনজিৎ কুন্ডু।
175
comment0
Report
KMKIRAN MANNA
Nov 20, 2025 09:26:12
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় জনমত: রাস্তাঘাট, শিক্ষা ও জলনিকাশী নিয়ে ক্ষোভ, বিধায়ককে কাছেই না পাওয়ার আক্ষেপ। পূর্ব মেদিনীপুর: তমলুক বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের সৌমেন মহাপাত্র। এলাকায় রাস্তাঘাট, শিক্ষা ও জলনিকাশী সমস্যার সমাধান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকায় বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়াকেও বড় সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। অভিযোগ—“প্রায় সময় বিধায়ককে কাছে পাওয়া যায় না।”সমীক্ষা অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ মানুষ পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। দৈনন্দিন জীবনযাত্রার সমস্যাগুলিই তাদের মূল অভিযোগ। কারা কী বললেন— ১) শেখ হামিদুল ইসলাম, ব্যবসায়ী (১:৪১ সেকেন্ড) ২) বিষ্ণু মণ্ডল, কৃষক (৩:২৬ সেকেন্ড) ৩) মহাদেব শান্তি, শিক্ষক (১:৩৮ সেকেন্ড) ৪) উত্তম সাউ, গানের শিক্ষক (৬:২৩ সেকেন্ড) ৫) তপন বেরা, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী (৩:৫৯ সেকেন্ড) ৬) মীনাক্ষী মাইতি, টেলারিং-এর কাজ করেন (২:০৩ সেকেন্ড) ৭) তাপসী সিংহ, গৃহবধূ (৫:২৮ সেকেন্ড) ৮) অঞ্জন কুমার ভূঁইয়া, চিকিৎসক (২:০১ সেকেন্ড) ৯) গণেশ মহাকুর, চাষী (৫:০৮ সেকেন্ড) চাষবাসে জলনিকাশীর সমস্যা, রাস্তা ভাঙে যায়া এবং বাজারে পৌঁছতে অসুবিধার কথা তুলে ধরেন। কৃষকদের বাস্তব সমস্যার ওপর প্রশাসনের নজর বাড়ানোর দাবি করেন। শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে পড়েছে সেগুলো খোলার দাবি। জল নিকাশির দাবি।
126
comment0
Report
ABArup Basak
Nov 20, 2025 09:25:36
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও সক্রিয় পরিবেশপ্রেমী সংগঠন ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি আজ পা রাখল তাদের ২৫তম বর্ষে। সারা বছর ধরে বন্যপ্রাণ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত এই সংগঠন প্রতিবছর প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে সাত দিনের প্রকৃতি পাঠ শিবির আয়োজন করে, যা জঙ্গল লাগোয়া এলাকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা আজ শুধু ডুয়ার্সেই নয়, ছড়িয়ে পড়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। বহু শিক্ষার্থী এই শিবিরে অংশ নিয়ে পরবর্তীকালে বিভিন্ন সামাজিক ও পরিবেশ রক্ষার কাজে যুক্ত হয়েছেন। এই বিশেষ মাইলস্টোন উপলক্ষে ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল মাঠে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অংশগ্রহণ করছেন। মূল অনুষ্ঠানের আগে, বৃহস্পতিবার দুপুরে ওদলাবাড়ির বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক–শিক্ষিকা, সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবেশ রক্ষার বার্তা সামনে রেখে শোভাযাত্রায় নানা ট্যাবলো, গাছ ও বন্যপ্রাণীর সাজে সজ্জিত ছাত্রছাত্রী এবং সচেতনতা-বক্তব্য স্থান পায়। মূল উদ্দেশ্য—জঙ্গল এবং বন্যপ্রাণ রক্ষা করতে সবাই এগিয়ে আসুন। ওদলাবাড়ির ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে মেগা ড্রইং কম্পিটিশন এবং সাবেক সদস্যদের পুনর্মিলনী উৎসব। সংগঠনের ২৫ বছরের যাত্রাকে ঘিরে গোটা ওদলাবাড়ি আজ সাজিয়ে তোলা হয়েছে উৎসবের রঙে। বাইট ১) উৎসব কমেটির সভাপতি তথা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সভাপতি বিশ্বজিৎ নন্দী
103
comment0
Report
AMAshok Manna
Nov 20, 2025 09:25:13
Kolkata, West Bengal:दक्षिण ২৪ परगना के विष्णुपुर थाना क्षेत्र के बाखड़াহাট फाटक के काँच बागान इलाके में सड़क दुर्घटना में दो लोगों की मौत हो गई। बाइक पर एक द्वितीय कक्षा के छात्र को पास पड़ोस के दादा के घर जाने के लिए स्कूल छोड़ने जा रहे थे; बाखड़াহাট दिशा से आ रही लड़ी के साथ बाइक ओवर टेक करने के प्रयास में ब्रेक लग गई, स्किट हो गई और पीछे वाले चाक ने बच्चे के सिर के ऊपर से गुजर गया, जिससे दोनों घायल हो गए। स्थानीय लोगों ने उन्हें मुम्किन अस्पताल पहुँचाया, लेकिन चिकित्सकों ने मृत घोषित कर दिया। स्थानीय लोगों के अनुसार सड़क अक्सर खोद दी गई है, जिस वजह से दुर्घटनाएं घट रही हैं; आज इसी खोदते हुए मार्ग के कारण बच्चे की मौत हो गई। मृत बच्चे का नाम उमर मल्लिक, 5 वर्ष का; पड़ोस के दादा का नाम सोहेल शेख, 24 वर्ष।
127
comment0
Report
AGAyan Ghosal
Nov 20, 2025 09:24:32
Kolkata, West Bengal:ভেবেই দুশ্চিন্তা হয়। ১০ দিন বাদে শেষ হবে নভেম্বর। বাজারে শীতের কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। নিম্নবিত্তের ভরসার ProtIn ডিম ৬ টাকা থেকে হাই জাম্প দিয়ে আজ কলকাতার বাজারে ৯ টাকা। অন্ধ্রের সাইক্লোন। বাংলার নাছোড় বৃষ্টি। সরাসরি প্রভাব ভরা নভেম্বরের বাজারে। জুলাই মাস থেকে শুরু হওয়া বৃষ্টি ভুগিয়েছে অক্টোবর পর্যন্ত। এবার সরাসরি তার প্রভাব পড়ল বাজারে। এমনকি বাজার দরের ওপর নজরদারি চালানোর উইং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স বাজারের পরিস্থিতি দেখে মেনে নিল আনাজের যোগান কম থাকায় শীতের সবজির দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। বেগুন উচ্ছে শসা কাঁচালঙ্কা সহ শীতের চিরাচরিত সবজি এবার এইভাবে বাজারে প্রায় আসেইনি এখনও পর্যন্ত। সেপ্টেম্বরের অতি বৃষ্টি এমনকি অক্টোবরের বৃষ্টি ডুবিয়ে দিয়েছে বিঘের পর বিঘে সবজির ক্ষেত। মূলত ওই সময়টায় রাজ্যে শীতের সবজির চাষ হয়। এবার ব্যাপকভাবে তা মার খেয়েছে। বাজারদর ২০২৪ সালের নভে‌مبر বাজারদর ডিম 9 টাকা/6 টাকা করলা 80 টাকা/40 টাকা টম্যাটো 80 টাকা/35 টাকা ভেন্ডি 80 টাকা/40 টাকা কাঁচালঙ্কা 100/80 টাকা শসা 80 টাকা/35 টাকা বেগুন 100/40 টাকা পটল 100/25 টাকা Pেঁয়াজ কলি 150/70 টাকা
133
comment0
Report
AGAyan Ghosal
Nov 20, 2025 09:22:48
Kolkata, West Bengal:খবরের লিংক একাধিক সোস্যাল মিডিয়ায় ভাইরাল। প্রতিবেদন দেখে তড়িঘড়ি নির্বাচনের কমিশনের ফোন পরিবারের সদস্যকে। ভুল স্বীকার। দ্রুত বাড়ির ঠিকানা তালিকাভুক্ত করার আশ্বাস। ৮ নম্বর ধর্মদাস রোডে রায় সাহেব সারদা চরণ চন্দর বাড়িটি বাদ পড়ে গেছিল নির্বাচন কমিশনের খাতায়। সম্প্রতি এই ইস্যুতে প্রতিবেদন করেছিল জি ২৪ ঘণ্টা। সেই প্রতিবেদন দেখে নির্বাচন কমিশনের আধিকারিক ফোন করেন এই বাড়ির এক সদস্যকে। যদি কমিশনের তরফে কোনো গাফলতির কারণে এই গোটা বাড়ি কমিশনের তালিকা থেকে বাদ যায় তাহলে যত দ্রুত সম্ভব সেই ভুল ত্রুটি শুধরে নেয়ার আশ্বাস দেওয়া হয়। বাইট সুনন্দা চন্দ। পরিবারের সদস্য। ১৯৩৬ সালে বাড়িটি তৈরি করেছিলেন সারদা চরণ চন্দ। তিনি ভারতীয় সংবিধান রচয়িতা কোর কমিটি টিমের মেম্বার। সারদা চরণের পুত্র অধ্যাপক মনীন্দ্র চন্দ্র চন্দ আইনের বিখ্যাত অধ্যাপক এবং প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি পেশায় ব্যারিস্টার প্রণব মুখার্জির আইনের শিক্ষক। বাড়ির সদস্যরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত ভোট দিয়েছেন। এসআইআর আবহে বাড়িতে BLO না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়িটাই কমিশনের খাতায় কলমে গায়েব। অবশেষে কমিশনের টনক নড়য় জি ২৪ ঘণ্টা কে ধন্যবাদ জানিয়েছে শহরের ঐতিহ্যবাহী চন্দ পরিবার। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেদিন এই ইস্যুতে নিজের ক্ষোভ গোপন রাখেন নি। আজ তিনিও খুশি।
141
comment0
Report
BSBhabananda Singha
Nov 20, 2025 08:52:21
Dinajpur, Rangpur Division:গোয়ালপোখর *গত মঙ্গলবার রাতে নিহতদের পরিবারের উপর পুলিশের লাঠিচার্জ এর বিরুদ্ধে থানা ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশের সাথে ধস্তাধস্তি। ঘটনাকে ঘিরে উত্তেজনা। বিক্ষোভে সামিল গোয়ালপোখরের বিজেপি নেতা গোলাম সারোয়ার ও কংগ্রেস নেতা মহাম্মদ ইরশাদ* প্রায় ছয় মাস আগে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে গোয়ালপোখর থানার গোয়াবাড়ি চেইনপুর গ্রামের বাসিন্দার। অন্যদিকে সেই ঘটনায় নিহত আনোয়ারুল হকের পরিবারের সদস্যদের উপরেই মিথ্যা মামলা চাপানোর অভিযোগ গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে কত মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা গোলাম সারোয়ার কে নিয়ে গোয়ালপোখর থানায় আসলে নিহত পরিবারের সদস্যদের উপর লাঠিচার্জ করে তাড়িয়ে‌ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নিহত আনোয়ারুল পরিবারকে নিয়ে গোয়ালপোখর থানা‌ ঘেরাও করে বিক্ষোভ। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
129
comment0
Report
ALArup Laha
Nov 20, 2025 08:52:00
Belna, West Bengal:সোনার কয়েন বিক্রির নামে প্রতারণা, ভাতার থানার পুলিশের হাতে গ্রেফতার আলিম শেখ।পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ সোনার কয়েন দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করলো আলিম শেখ ওরফে রাজু মিস্ত্রী নামে এক ব্যক্তিকে। তার বাড়ি আউশগ্রাম থানার কাটাটিকুরি গ্রামে। ব্যারাকপুরের বাসিন্দা দুলালচন্দ্র দে গত মাসে প্রতারিত হন। অভিযোগ, ভাতারের ওড়গ্রামের জঙ্গলে তাকে একটি আসল সোনার কয়েন দেখিয়ে লোভ দেখায় আলিম। এরপর আরও ৩০০টি নকল সোনার কয়েন তার হাতে তুলে দিয়ে নেয় ১৫ লক্ষ টাকা। দুলালচন্দ্র দে বাড়িতে ফিরে কয়েনগুলি পরীক্ষা করে বুঝতে পারেন, তাকে প্রতারণা করা হয়েছে। মাত্র একটি আসল সোনার কয়েন দেখিয়ে বাকি সব কয়েন নকল সরবরাহ করেছে আলিম শেখ। এরপর তিনি ১৮ অক্টোবর ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ভাতার থানার পুলিশ আলিম শেখকে গ্রেফতার করে। জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকেও একই কায়দায় প্রতারণার অভিযোগে আলিমকে গ্রেফতার করেছিল আউশগ্রাম থানার পুলিশ। বর্তমানে সে জামিনে মুক্ত থাকাকালীন আবারও এই প্রতারণা ঘটায় বলে অভিযোগ。 বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তদন্ত এগোলে ফাঁস হতে পারে বৃহত্তর প্রতারণা চক্রের জাল。
138
comment0
Report
Advertisement
Back to top