Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

कुलतली में दुर्गा पूजा के बीच घर में घुसकर सामूहिक दुष्कर्म, दो आरोपी गिरफ्तार

TCTathagata Chakraborty
Oct 02, 2025 03:46:17
Rajpur Sonarpur, West Bengal
কুলতলিতে শারদ উৎসবের রাতে বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ, দু’ অভিযুক্ত গ্রেফতার শারদ উৎসবের আনন্দের মাঝেই ঘটল নারকীয় ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত এক গ্রামে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ঘরে না থাকার সুযোগে মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে তিন অভিযুক্ত। গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে অত্যাচার ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ。 অভিযুক্তদের নাম পিঙ্কু সরদার, আরশেদ মোল্লা ও আনোয়ার মোল্লা। তিনজনই এলাকার বাসিন্দা। নির্যাতিতার দাবি, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তিনজন মিলে তাকে বারবার ধর্ষণ করে অভিযুক্তরা। অত্যাচারের পর তারা পালানোর চেষ্টা করলে গৃহবধূ বাড়ির বাইরে বেরিয়ে চিৎকার করে সাহায্য চান। তাঁর আর্তনাদে আশপাশের গ্রামবাসীরা ছুটে আসেন। তাদের তৎপরতায় ঘটনাস্থল সংলগ্ন এলাকা ঘিরে ফেলে zwei অভিযুক্তকে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর কুলতলি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ধৃতদের হেফাজতে নেয়। নির্যাতিতা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন。 পুলিশ সূত্রে জানা_gেছে, ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত আনোয়ার মোল্লা এখনও পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার তদন্তে জোর দিয়েছে কুলতলি থানা। গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তাঁর বিবৃতি রেকর্ড করেছে পুলিশ। পুজোর মরসুমে এমন নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিকেল রিপোর্ট হাতে এলে আইনি প্রক্রিয়া আরও দ্রুত এগোনো হবে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 02, 2025 04:15:43
Katwa, West Bengal:বৃষ্টির জেরে মাটি হলো দশমী। কাটোয়া মহকুমা জুড়ে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেও আকাশের মুখ কালো করে ক্রমাগত চলছে বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে দশমী দিনে রাস্তা ঘাট , বাজার থেকে শুরু করে ফাঁকা পুজো মন্ডপ । সাধারণত এই সময়ে রাস্তা ভরে ওঠে শোভাযাত্রার ভিড়ে, মন্দিরমুখী মানুষের পদচারণায় মুখরিত হয় অলিগলি। কিন্তু এ বছর দৃশ্য একেবারেই উল্টো। বৃষ্টির দাপটে রাস্তাঘাট ফাঁকা, বাজারে নেই সেই কোলাহল। পুজোমণ্ডপগুলোতেও দেখা যাচ্ছে না ভিড়। মন্দিরে প্রতিমার সামনে কয়েকজন পুরোহিত ছাড়া ভক্তদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই যেন মায়ের বিদায় লগ্নে প্রকৃতির মন ভারাক্রান্ত, সঙ্গে তার চোখে জল. কাটোয়া শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, আবহাওয়ার কারণে এবার মানুষের ভিড় খুবই কম। प्रतিমা বিসর্জনকে ঘিরে প্রত্যাশা থাকলেও আবহাওয়ার উপরই নির্ভর করছে দিনের বাকি সময়।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 02, 2025 04:15:32
Rajpur Sonarpur, West Bengal:ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কুলতলিতে প্রাণ হারালেন গৃহবধূ শারদ উৎসবের আনন্দ রাতেই নেমে এল মৃত্যুর ছায়া। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জামতলা মোড়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। স্বামী-স্ত্রী মিলে নমবীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। পেট্রোলপাম্প থেকে জ্বালানি নিয়ে রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন তারা। ঠিক সেই সময় একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান দেবী মণ্ডল (১৯)। তাঁর স্বামী মিলন মণ্ডল অল্পের জন্য প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কা লাগার সঙ্গে sঙ্গেই রাস্তার ওপর ছিটকে পড়েন দেবী। আশপাশের মানুষ চিৎকার করলে দ্রুত খবর যায় কুলতলি থানায়। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দেবী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। মিলন মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা देकर বাড়িতে পাঠানো হয়েছে। আজ দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র উনিশ বছরের দেবী মণ্ডলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ঘাতক গাড়ি ও চালক পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, উৎসবের সময়ে এলাকায় নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা উচিত। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করা হবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 02, 2025 02:02:05
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা, দুই পক্ষের নেতা ও একাধিক কর্মী আহত। ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কাঁটাডাঙ্গা এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, ভোগালী দু’নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি ওহিদুল ইসলামকে তার বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে, তৃণমূলের দাবি— উল্টে আইএসএফ কর্মী সমর্থকেরাই তৃণমূলের একাধিক কর্মীকে মারধর করেছে। আহতদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত হয় আইএসএফ নেতা ওহিদুল ইসলামের এক বক্তব্যকে কেন্দ্র করে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে কুরুচিকর মন্তব্য ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বক্তব্য ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। তৃণমূল নেতা রাজু মণ্ডলের অভিযোগ, শওকত মোল্লাকে কটাক্ষ করার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। ঘটনায় উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশিপुर থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে দু’দলের পক্ষ থেকে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 02, 2025 02:01:47
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা, দুই পক্ষের নেতা ও একাধিক কর্মী আহত。 ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কাঁটাডাঙ্গা এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, ভোগালী দু’নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতিও ওহিদুল ইসলামকে তার বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে, তৃণমূলের দাবি— উল্টে আইএসএফ কর্মী সমর্থকেরাই তৃণমূলের একাধিক কর্মীকে মারধর করেছে। আহতদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত হয় আইএসএফ নেতা ওহিদুল ইসলামের এক বক্তব্যকে কেন্দ্র করে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে কুরুচিকর মন্তব্য ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বক্তব্য ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। তৃণমূল নেতা রাজু মণ্ডলের অভিযোগ, শওকত মোল্লাকে কটাক্ষ করার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। ঘটনায় উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুই দলের পক্ষ থেকে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে。
6
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 02, 2025 01:30:35
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা, দুই পক্ষের নেতা ও একাধিক কর্মী আহত。 ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কাঁটাডাঙ্গা এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, ভোগালী দু’নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি ওহিদুল ইসলামকে তার বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসার জন্য। অন্যদিকে, তৃণমূলের দাবি— উল্টে আইএসএফ কর্মী সমর্থকেরাই তৃণমূলের একাধিক কর্মীকে মারধর করেছে। আহতদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত হয় আইএসএফ নেতা ওহিদুল ইসলামের এক বক্তব্যকে কেন্দ্র করে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে কুরুচিসম মন্তব্য ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বক্তব্য ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। তৃণমূল নেতা রাজু মণ্ডলের অভিযোগ, শওকত মোল্লাকে কটাক্ষ করার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব。 ঘটনায় উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুই দলের পক্ষ থেকে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top