Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

कैनेंग में बाइक-लरी दुर्घटना: दसवीं कक्षा के छात्र की मौत

PSPrasenjit Sardar
Dec 22, 2025 05:04:57
Baruipur, West Bengal
ক্যানিংয়ের বাইক-লরি সংঘর্ষে মৃত দশম শ্রেণীর ছাত্র ক্যানিং - রাতে ক্যানিংয়ের মেথর রোডে বাইক-লরি সংঘর্ষে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৌরভ দাস(১৬)। মৃত ছাত্র ক্যানিংয়ের নিউ ইন্টিগ্রেটেড গভঃ স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনাা করতো। মৃতের বাড়ি ক্যানিংয়ের পুরাতন চাঁদনি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই ছাত্র বাইক চালিয়ে লর্ড ক্যানিংয়ের বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে একটি লরি আসছিল। স্থানীয় নিউষ্টার ক্লাব সংলগ্ন এলাকায় বাইক-লরি সঘর্ষ হয়। রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্র। সুযোগ বুঝে লরিচালক লরি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্র কে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঘাতক চালক ও লরির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Dec 22, 2025 06:16:04
Mal Bazar, West Bengal:বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রাঙ্গামাটি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে মালবাজারে সমাপ্ত হলো বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্ট। রবিবাসরীয় রাতে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত বনাম বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। আর ট্রাইবেকারে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত。 নির্ধারিত সময়ে বাগরাকোট দলের হয়ে একমাত্র গোলটি করেন আলীয়ুর জিকরে।অপরদিকে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হয়ে সমতা ফেরান অভিষেক ছেত্রী। টুর্নামেন্টে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রদীপ্ত বিশ্বাস ‘ম্যান অফ দ্য সিরিজ’ খেতাবে ভূষিত হন। ফাইনাল ম্যাচে অসাধারণ গোলরক্ষণের জন্য বাপি জমাদ্দার ‘বেস্ট গোলকিপার’ ও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার পান।এছাড়া ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতি হিসেবে ডামডিম গ্রাম পঞ্চায়েত ফেয়ার প্লে ট্রফি পায়。 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত দলকে ট্রফি সহ ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের রানার্সআপ বাগরাকোট দলকে ট্রফি সহ ৮০ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।উত্তেজনাপূর্ণ ম্যাচ ও দর্শকদের উৎসাহে মুখরিত ಈ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি সহ অন্যান্য অথিতিবৃন্দরা。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 22, 2025 05:47:29
Kolkata, West Bengal:আগামীকাল এর কপি এক্সক্লুসিভ # ভারত থেকে বাংলাদেশে যাওয়া মহিলা ডাক্তারি পড়ুয়া বিস্ফোরক বার্তা...... এই মেসেজ টি,আদৌও আপনারা দেখবেন কিনা জানিনা। আমি ভারতের অসম রাজ্যের বাসিন্দা।কম নম্বর থাকায়,ভারতের কোন মেডিকেল কলেজে ভর্তি হতে না পেরে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ভর্তি হয়েছি। # বর্তমানে এখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি, অথচ কেউ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যেন নিজেদের পরিচয় “হিন্দু”বা “ভারতীয়” বলে প্রকাশ না করি, কারণ তাতে আমাদের জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ংকর পরিণতি হতে পারে। আমরা সম্পূর্ণ অসহায় বোধ করছি। আমাদের প্রফেশনাল পরীক্ষাগুলি বারবার স্থগিত করা হচ্ছে। আমরা এখানে আটকে পড়েছি এবং কোনোভাবেই নিরাপদ বোধ করছি না। (মেসেজ এর কপি দেওয়া আছে) # গতকাল থেকে এমনই বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের একাধিক ডাক্তারি পড়ুয়া যারা ভারত থেকে বাংলাদেশে পড়তে গিয়েছেন তাদের অনেকেরই মেসেজ পেয়েছেন দিল্লি থেকে কলকাতার একাধিক চিকিৎসক সংগঠনের সদস্যরা। #এই ঘটনায় ইতিমধ্যে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে, দেশের একাধিক চিকিৎসক সংগঠন। তাদের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 05:47:15
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 22, 2025 05:45:17
Barrackpore, Kolkata, West Bengal:নির্মিয়মান রাস্তা চুরি জগদ্দল বিধান সভার মামুদপুর পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়!! হাতেনাতে চুরি ধরে ফলেলো গ্রামবাসীরা,চুরির কথা স্বিকার করলো খোদ Shasak দলগর পঞ্চায়েত সদস্য এবং সমিতির সদস্যরাই!!সরকারের টাকা চুরি হাতেনাতে ধরে ফেলায় গ্রাম বাসিদের ধন্যবাদ জানালেন বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডে এ যেন পুকুর চুরি!! আর তা হাতে নাতে ধরে ফেললো গ্রাম স্থায়ীরা।হ্যা শাসক দলেরই এমন চুরির কান্ড স্বিকার করছেন তাদেরই খোদ গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সদস্যরাই।জগদ্দল বিধানসভার ব্যারাকপুর ১ নং ব্লকের মামুদপুর পঞ্চায়েতের ঘোষপাড়া area's ঢালাই রাস্তা কাজ চলছে। কাজ চলাকালীনই গ্রামের বাসিন্দারা রাস্তার ঢালাই তাদের ওয়ার্ক অডার মতো না হওয়ায় তার প্রথমে ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়।এরপরে ঠিকাদারকে জিজ্ঞাসা করতেই কেচো খুড়তে কেউটে বেড়িয়ে পরে। ৬ ইঞ্চির মোটা ঢালাই রাস্তার বরাত পেয়ে সে ৫ ইঞ্চি মোটা ঢালাই রাস্তা করছে!! গ্রামবাসিরা নিজেরাই ফিতে দিয়ে মেপে দেখে রাস্তা ৫ ইঞ্চির জায়গায় হচ্ছে কোথায় আড়াই ইঞ্চি আবার কোথাও তিন ইঞ্চি।এরপরে গ্রামবাসিরা নিজেরাই ফিতে দিয়ে মেপে মাটি কেটে ঠিকাদার কে দিয়েই সেই আড়াই ইঞ্চির জায়গায় চার ইঞ্চি ঢালাই করাচ্ছে। আর এই রাস্তা চুরি চলছে খোদ পঞ্চায়েত সদস্য রঞ্জিত বিশ্বাসের সামনেই।আর সেই চুরীর দাঁড়িয়ে থেকে তদারকি করছেন শাসক দলের অঞ্চল সভাপতি পানু পাত্র নিজেই। পঞ্চাযেত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সদস্য সবাই বলছে ঠিকাদারের কাছে কাজের ওয়ার্ক অর্ডার এবং সিডিউল চাওয়া হয়েছিলো তিনি তা দেন নি!! নিয়ম মাফিক এটা স্থানিয় জনপ্রতিনিধিদের দিতে বাধ্য ঠিকাদার।কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিকাদারের মাথায় কার হাত আছে যে তার এতো বড়ো সাহস?? ঘটনাস্থলে ঠিকাদারে কোন খোঁজ পাওয়া য়াযনি। তবে বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডের অভিযোগ তৃনমুল মানেই চোর তা হাতেনাতে প্রমান করে দিলো জগদ্দল বিধান সভার মামুদপুর পঞ্চায়েতের গ্রাম বাসিরাই।তাই তাদের ধন্যবাদ দিলেন সরকারে নিয়ম মাফик কাজ ঘাড় ধরে বুঝে নেবার জন্য। বাইটঃ- পানু পাত্র( মামুদপুর তৃনমুলের অঞ্চল সভাপতি) বাইটঃ- রঞ্জিত বিশ্বাস( পঞ্চায়েত সদস্য মামুদপুর) বাইটঃ- সুমিত ঘোষ( পঞ্চায়েত সমিতির সদস্য) বাইটঃ- প্রিয়াংগু পান্ডে ( বিজেপির যুব নেতা) বাইটঃ- স্থানীয় প্রতিবাদি বাসিন্দা বাইটঃ- স্থানিয় প্রতিবাদি বাসিন্দা 221225 BKP ROAD THEFT
0
comment0
Report
CDChampak Dutta
Dec 22, 2025 05:16:36
Kaji Chak, West Bengal:*হাতে ঝাঁটা জুতো নিয়ে, ত্রিণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান বিজেপির বিধায়কের। কটাক্ষ ত্রিণমূলের।* গতকাল সন্ধ্যায় ঘাটালের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় বিজেপির পরিবর্তন সভা থেকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালের ত্রিণমূল নেতা বিকাশ কর(পঞ্চায়েত সমিতির সহ সভাপতি) -দিলীপ মাজী (ব্লক ত্রিণমূল সভাপতি) দুর্নীতিগ্রস্ত উন্নয়নের টাকা লুটপাট করে গাড়ি বাড়ি করেছে। মা-বোনেদের বলবো ঝান্ডা হাতে এরা এলে জুতো ঝাঁটা হাতে এদের জিজ্ঞাসা করুন উন্নয়নের টাকা কোথায়? তারপর এদের গাছে বেঁধে রাখুন আমরা গিয়ে হিসেব করব। ত্রিণমূল SIR বিরোধিতা করছে, SIR মাধ্যমে ভোটার তালিকা সংশোধন হলে পশ্চিমবঙ্গের ত্রিণমূল সরকার চতুর্থবারের জন্য সরকার গঠন করতে পারবে না। পাল্টা বিজেপি বিধায়ককে কটাক্ষ করলেন ঘাটালের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ত্রিণমূল নেতা বিকাশ কর। বক্তব্য 2c তে
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 22, 2025 05:06:21
Ranaghat, West Bengal:কুয়াশায় দুর্ঘটনা গতকাল রাতে নদীয়ার শান্তিপুরে। মোটর বাইকের সাথে লোকাল বাসের আহত আহত -২। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। গতকাল রাতে পুরোনো জাতীয় সড়ক শ্রীকৃষ্ণ নার্সিং হোম সংলগ্ন এলাকায়। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আরোহী। দুই জনের বাড়ি শান্তিপুর রেল কোয়াটার এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায় উত্তমডোম বাড়ি রেল কোয়াটার বয়স আনুমানিক ২৫ আর অপর জন গুড্ডু সিং বাড়ি বাবলা অদৈত সড়কে আনুমানিক বয়স ২৩। জানাযায় দুজনেই বন্ধু। স্থানীয়াই তড়িঘরি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে স্থানান্তরিত করেন। একজনকে শক্তিনগর হাসপাতালে ও আরেকজনকে কল্যাণী হাসপাতালে রেফার করা হয়।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 22, 2025 05:01:17
Bankura, West Bengal:বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় সমবায় বিপণির দরজা ভাঙা—ক্যাশবাক্স খোলর টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা। জেলাৰ প্রশাসনিক দফতর থেকে দূরত্বেই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে থাকা সমবায় বিপণি। শহরের প্রাণকেন্দ্র হওয়ায় রাত পর্যন্ত লোকজনের যাতায়াত থাকে। শনিবার ব্যাবসা শেষ করে সাধারণত কর্মীরা বাড়ি চলে যান; রবিবার থাকায় বিপণি বন্ধ ছিল। গভীর রাতে আচমকাই তিন-চার জনের একটি দুষ্কৃতিদল উপরের তলায় একের পর তিনটি দরজা ভাঙে, ভেতরে ঢুকে শাবল ও লোহার রড দিয়ে ক্যাশবাক্স খুলে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। কর্মীদের দাবি, শনিবার সমস্ত টাকা ক্যাশবাক্সে রাখা ছিল। মোট নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল বলে দাবি তাদের। সিসি ক্যামেরার ফুটেজে চোরদের দেখা গেছে এবং বিপণির নিজস্ব নিরাপত্তা রক্ষীর উপস্থিতিও ছিল। পুলিশ CCTV ফুটেজ দেখে দুস্কৃতিদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 22, 2025 04:52:38
Jhargram, West Bengal:হারিয়ে যেতে বসা ছৌ নাচ কে মেলা ফের ফিরিয়ে দিচ্ছে বাংলা সংস্কৃতির আঙ্গিনায়। পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম স্থান করে নিলেও ঝাড়গ্রামের লাল মাটির সংস্কৃতি ছৌ নাচ তার অস্তিত্ব হারাচ্ছিলো। সেই সংস্কৃতি কে বাঁচাতে এবার মাঠে নামলো ঝাড়গ্রাম জেলা ছೌসংস্কৃতির সদস্যরা। গত দুবছর ধরে লালমাটির ছৌ সংস্কৃতি বাঁচাতে মেলার আয়জন করছেন। ফল ও মিলছে হাতে নাতে। নতুন প্রজন্মের অভবে যখন হারিয়ে যেতে বসেছিলে তখন এই মেলার হাত ধরে ফের নতুন প্রজন্ম ফিরছে এই সংস্কৃতি তে। দুদিন ধরে চলা শুধু এই ছৌনাচের মেলায় জেলার প্রায় সব ছৌ দল অংশ গ্রহন করছে। ছৌ নাচ শুধু একটা নাচ নয়। এই নাচ তৈরী হয় কোনো এক কাহিনি অবলম্বনে।এলাকার লোকোকথা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রিতি শিল্পীরা ফুটিয়ে তোলে এই নাচের মাধ্যমে। যার ফলে নাচের পাশাপাশি সেই লোককথাও নতুন প্রজন্ম জানতে পারে। পাশাপাশি পর্যটক দেরকাছেও এই নাঁচ বিশেষ জায়গা করে নিতে পারছে। ঝাড়গ্রামে ঘুরতে এসে পর্যটক রা এর স্বাদ পাচ্ছেন। সবথেকে বড় কথা শিল্পী রা এখন এই নাচ করে উপার্জন এর এক বড় রাস্তা পাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন উৎসাহী প্রকল্পর জন্য ফের এই নাঁওচ কে হাতিয়ার করে রোজগারের রাস্তা পাচ্ছেন শিল্পী রা। নতুন প্রজন্মও তাই ফের মুখোশ কে তুলে নিচ্ছেন তাদের জীবিকা হিসেবে。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 22, 2025 04:51:17
Kolkata, West Bengal:आज সকালের আবহাওয়া। সিনოპসিস। বড়দিন से সর্বনিম্ন তাপমাত্রा ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের জেলাতে।আজ কুয়াশা থাকবে সব জেলাতেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ। কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি। কুয়াশার সতর্কবার্তা।ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে। কলকাতা সহ বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা। কলকাতা সহ উপকূলের জেলায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরে পার্বত্য এলাকায় ৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছে। ওপরের পাঁচ জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবং মালদা সহ নীচের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা। কুয়াশার কারনে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নীচে। দিনভর শীতের অনুভূতি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৩ শতাংশ।
0
comment0
Report
TDTapan Deb
Dec 22, 2025 04:06:26
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার == শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একাধিক বনাঞ্চলের বুক চিরে চলেগিয়েছে রেলপথ। শীতের মরশুমে ঘন কুয়াশার ফলে দৃশ্যমান কম থাকায় বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত ঘটে রেলের। বিশেষ করে হাতির মত বন্যপ্রাণীর মৃত্যু ঘটে। সম্প্রতি অসমে ঘটে যাওয়া ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যুর পর জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ নড়েচড়ে বসে। গতকাল ভোর থেকে রেলপথে নজরদারি শুরু করেছেন তারা। বিশেষ করে হাতির কড়িডর এলাকাগুলো নজরদারি চালাচ্ছেন। রেলপথের আশপাশে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পেলেই নিকটতম রেলের ওয়ার্চটাওয়ারের কর্মীদের সতর্ক করছেন। ফলে রেলের কন্ট্রোলরুম থেকে চালকদের সতর্ক করতে পারা যায়।
0
comment0
Report
ABArup Basak
Dec 22, 2025 04:06:00
Mal Bazar, West Bengal:*অসামে ট্রেনের ধাক্কায় ৭হাতির মৃত্যু নিয়ে সোচ্চার ডুয়ার্সের পরিবেশ प्रेमীরা... Freitag শেষ রাতে প্রতিবেশী রাজ্য আসামের लामडिंग डিভिशन এলাকায় चलন্ত ट्रেনে धাক्कায় सातটি হাতি মৃত্যু ঘটেছে। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পরিবেশপ্রেমী ও বন কর্মীরা। এই খবর ডুয়ার্সে পৌঁছাতে স্থানীয় পরিবেশ প্রেমীরা সোচ্চার হয়ে ওঠেন। তারা রেল ও বন দপ্তরকে আরও সংবেদনশীল হতে দাবি করেন। এদিন সকালে চালসা এলাকায় পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌহারীর নেতৃত্বে বেশকিছু যুবক যুবতী ও ছেলেমেয়েরা চালসা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রেল কর্তৃপক্ষতে আরও বেশি বেশি করে সংবেদনক্ষম হতে আবেদন করেন। পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, এর আগে ডুয়ার্সের জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকা এবং মরাঘাট এলাকায় চলন্ত ট্রেনে ধাক্কায় কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় অনেকেই সোচ্চার হয়েছিলেন। তারপর রেল কর্তৃপক্ষ এবং বনদপ্তর পরস্পর সমন্বয় সাধন করে চলা শুরু করে। তারপর থেকে ট্রেনে ধাক্কায় হাতির মৃত্যু অনেকটাই কমেছে। আমরা চাই প্রতিবেশী রাজ্য আসামেও এইরকম ভাবে সমন্বয় করে আধুনিক সেন্সাস ব্যবহার করে এইরকম মর্মান্তিক ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হোক"। অপর পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন, হাতি জীববৈচিত্রে এক বিরাট ভূমিকা পালন করে। আমাদের সভ্যতা ও পরিবেশকে রক্ষা করতে হাতিকে বাঁচিয়ে রাখতেই হবে। সেজন্যে আধুনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাইট ১) পরিবেশ প্রেমী সুমন চৌধুরী।
0
comment0
Report
Advertisement
Back to top