Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

कैनिंग में ऑटो-व्हैन टकराने से 50 वर्षीय महिला की मौत

PSPrasenjit Sardar
Dec 05, 2025 05:31:59
Baruipur, West Bengal
অটো-ভ্যান সংঘর্ষ,মৃত ১ ক্যানিং - অটো-ভ্যান সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম অর্চনা সাঁফুই(৫০)।মৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের ইটখোলা মধুখালি গ্রামে। ঘটনাটি ঘটেছে ক্যানিং- হোড়াাভাঙা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন একটি যাত্রীবাহী অটো যাত্রী নিয়ে ক্যানিং থেকে গোলাবাড়িতে যাচ্ছিল। হেড়োভাঙ্গা পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে আচমকা সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় অটোযাত্রী ওই মহিলা। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষনা করেন।ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 05, 2025 08:02:26
Kolkata, West Bengal:কেন এত জাল ওষুধের রমরমা রাজ্যে, জি ২৪ ঘন্টার প্রশ্নের উত্তরে অকপট স্বাস্থ্য সচিব। সার্ভিলেন্স বাড়ানো হয়েছে, তাই এত জাল ওষুধ ধরা পড়েছে। বাইরের রাজ্য থেকে জাল ওষুধ আটকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য সচিব, নারায়ণ স্বরূপ নিগম - জাল ওষুধ আটকাতে আমরা সারভিলেন্স বাড়াচ্ছি। সেই জন্যই তো এত জাল ওষুধ ধরা পড়ছে। মানুষের সহযোগিতা প্রয়োজন। তবে সমস্ত জাল ওষুধ আটকানো সম্ভব হবে। জাল ওষুধ আটকাতে সীমান্তগুলোতে আমরা নজরদারি বাড়াচ্ছি। হাসপাতালালে বহু সংখ্যক মানুষ এসে যাওয়ায়, চাপ বাড়ছে। হাসপাতাল এর উপরে ভরসা আছে, তাই বেশি সংখ্যক মানুষ আসে। হেলথ ওয়েলনেস সেন্টার বাড়াচ্ছি সেই জন্য।যাতে চাপ সামাল দেওয়া যায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 05, 2025 07:47:05
Chinsurah, West Bengal:পাড়ায় সমাধানে মান ভঞ্জন।তৃনমূল বিধায়ক দলের কাউন্সিলের মাথায় হাত দিলেন, পা ছুঁয়ে প্রনাম করলেন কাউন্সিলর। নারকেল ফাটিয়ে শুরু হল পাড়ায় সমাধানের কাজ। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায় আজ থেকে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ।আশি হাজার টাকা খরচে নিকাশি নর্দমা সংস্কার হবে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পুরো পারিষদ সৌমিত্র ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তyii কাজের সূচনায় উপস্থিত ছিলেন। বিধায়ক জানান,মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানের জন্য অতি বুথে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন।সেই টাকায় রাস্তা নিকাশী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হবে।চুঁচুড়া পুরসভার tridন ওয়ার্ডে মোট তেরোশো কাজ নির্দিষ্ট করা হয়েছে。 আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে。 ৮ নম্বর ওয়ার্ড চুঁচুড়া পুরসভার একটি অন্যতম বড় ওয়ার্ড।এখানে ১২টি বুথ আছে।ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন।বিধায়ক তাকে এস আই আর এর কাজে বিলম্ব হওয়ায় বকাঝকা করেছিলেন।তাই গোঁসা হয়েছিল কাউন্সিলরের।তার পদত্যাগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী তাকে পদত্যাগ প্রত্যাহার করে নিতে বলেন।পরে নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেন নির্মল。 চুঁচুড়ায় তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকট。 চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে মাঠ ক্লাস রুম তৈরি করা নিয়ে সংসদ ও বিধায়কের দ্বন্দ্ব সামনে এসেছিল।বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই তার আগে সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটেনি।যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনা সঙ্গে তার কোনো দন্দ নেই।রচনা দলের সাংসদ তিনি দলের বিধায়ক。 চুঁচুড়ার শাসক দলে সাংসদ বিধায়কের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে শহর সভাপতি নির্বাচন নিয়েও।শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে শহর সভাপতি করে দল।শ্যামা প্রসাদ রচনা ঘনিষ্ঠ।আবার রচনা ঘনিষ্ঠ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করে দল。 এখনো নতুন চেয়ারম্যান শপথ নেননি。 সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলের পদত্যাগ পরে প্রত্যাহারে অস্বস্তি তৈরী হয়。 নির্মল বিধায়কের পক্ষ ছেড়ে সাংসদের পক্ষ নিতে পারে এমন পরিস্থিতি তৈরী হওয়ার আগেই পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কের সমাধান করলেন বিধায়ক。 মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশির্বাদ করলেন কাউন্সিলরও বিধায়কের পা ছুঁয়ে প্রণাম করে দুজনের সম্পর্ক শীতল আছে তা বুঝিয়ে দিলেন。 বিধায়ক অসিত কাউন্সিলের প্রসঙ্গে বলেন,কাজ না করলে বকবই।নির্মলের সঙ্গে কোনো সমস্যা নেই।সব ইতি হয়ে গেছে。 নির্মল আমি‌র অত্যন্ত স্নেহের ওকে বকার যেমন অধিকার আছে, ভালবাসার অধিকার আছে।এস আই এর কাজে এখানে কিছুটা পিছিয়ে ছিলাম সেটা নিয়ে আমি বলেছিলাম তাই ওর হয়তো মান-সম্মানে লেগেছিল。 নির্মল বলেন,আমার সঙ্গে বিধায়কের নাম নিয়ে কিছু বলিনি।একসঙ্গে মিটিং করেছি।কোনো সমস্যা নেই।আমার কাজে কোনো ঘাটতি থাকলে বিধায়ক হিসাবে বকতেই পারেন。 পাড়ায় সমাধান প্রসঙ্গে বিজেপির কটাক্ষ যত কাজ তত কাটমানি.
49
comment0
Report
BSBarun Sengupta
Dec 05, 2025 07:46:33
Barrackpore, Kolkata, West Bengal:কোলকাতায় গুলশান কলোনি তে আগুন নিয়ে ববি হাকিম এবং সুজিত বসু কে এক হাত নিলেন প্রাক্তন সাংসদ অরজুন সিং গুলশান কলোনীর আগুন নিয়ে এক সাথে ববি হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু কে দুর্নীতিতে বিধলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুনের প্রশ্ন গুলশান কলোনীতে আগুন লাগবে না তো কোথায় লাগবে?? পুর মন্ত্রী ববি হাকিম আর দমকল সুজিত বসুর যোথ ভাবে তোলাবাজি আছে এই আগুন লাগার পিছনে। অর্জুনের অভিযোগ সুজিত বসুর ছেলের ধাবা ১০০ কোটি টাকার। ববি হাকিমের মেয়ে দুবাই তে রেস্ট্রুরেন্টে ৩০০০ কোটি টাকার ব্যবসা আছে। দুবাই তে চেন রেস্ট্রেন্টে ছড়িয়েছে ববি হाकিমের মেয়ের ব্যবসা।কোথা থেকে পেলো এতো টাকা?? রোল বিক্রি করে এতো টাকা কি করে রোজগার হয়?? প্রশ্ন অর্জুন সিং এর। বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর)
92
comment0
Report
NRNarayan Roy
Dec 05, 2025 07:36:43
Siliguri, West Bengal:ভূমিকম্প প্রবণ হয়ে দাঁড়িয়েছে পার্বত্য অঞ্চল , নতুন চিন্তাভাবনা দার্জিলিংকে নিয়ে গোটা দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলিকে নতুন করে চিহ্নিত করে BIS একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে। ভূমিকম্পের ঝুঁকি ও ভূমিকম্প-প্রতিরোধী কাঠামোর নকশার মানদণ্ড— অর্থাৎ “Earthquake hazard and criteria for earthquake resistant design of structures”—সংক্রান্ত সপ্তম পর্যবেক্ষণের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি হয়েছে। দেশের কোন কোন জায়গা কতটা ভূমিকম্পপ্রবণ, তা চিহ্নিত করতে ‘সিসমিক জ়োন’–এর তালিকা এ বার বিরাট পরিবর্তন করা হলো। সেই মানচিত্রে যোগ হয়েছে নতুন অঞ্চল— ‘জ়োন–৬’। এই সিসমিক ম্যাপ অনুযায়ী গোটা হিমালয় পর্বতমালাকে ‘সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ’ অঞ্চলে রাখা হয়েছে। জ়োন–১ থেকে জ়োন–৫ এর মধ্যে যেটা ছিল, সেখানে এ বার জ়োন–৬ যোগ হয়ে গোটা হিমালয় পূর্বাঞ্চল now-এ অতি ঝুঁকি জোন। জোন ৬ এ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং–সহ পূর্ব হিমালয় অঞ্চল অতি ঝুঁকিপূর্ণ হিসেবে BIS-র মানচিত্রে চিহ্নিত হয়েছে।rip BIS–এর এই মানচিত্র প্রকাশের পর পরিবেশবিদ, ভূ-বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মহলে উদ্বেগ বেড়েছে। তাঁদের আশঙ্কা, আগের তুলনায় পাহাড়ের ভূস্তরে আরও বেশি উত্তেজনা বাড়ছে। ফলে মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনিয়ন্ত্রিত নির্মাণ, নদীর মুখ ও প্রবাহপথ আটকে দেওয়া, পাহাড় কেটে সড়ক-টানেল নির্মাণ, নদীবাঁধ ও বৃহৎ কাঠামো—যেগুলো ভাঙা-শিলাযুক্ত এলাকায় তৈরি হয়েছে—সেগুলো নিয়ে আলোচনায় আনা হয়েছে। ঠিক এই মুহূর্তে পাহাড়ের ঝুঁকি নিয়ে সতর্কতা বাড়ানোর কথা বলা হয়েছে। অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন, “এখনই কেন্দ্র ও রাজ্য প্রশাসন সজাগ না হলে ভবিষ্যতে এর পরিণাম ভয়াবহ হতে পারে। পাহাড়ি অঞ্চলে কঠোর নির্মাণবিধি ও বাস্তবায়ন দরকার, সঙ্গে সবুজায়ন ও ভূমিক্ষয় রোধে জোর দিতে হবে।” উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডা. ইন্দ্রজিত চৌধুরী, ডা. রঞ্জন রায়—সবাই বলছেন, পূর্ব ভারত now-এ সিসমিক জোন-৬ এ এসেছে, তাই পাহাড়ে ঝুঁকি বেশি; নতুন পরিকাঠামো-নির্মাণে ভূমিকম্প-খাতে যত সম্ভাবনা, ততোই আগে পরিকল্পনা ও নজরদারি দরকার। জোন ছয় নিয়ে Darjeeling–Kalimpong প্রশাসন চিন্তাভাবনা শুরু করেছে; শহর বাড়ানোর পরিকল্পনা ও নতুন টাউনশিপ গড়ে তোলার কথা বলা হয়েছে, যাতে চাপ কমে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষা বাড়ে। রিপোর্টটি 2C কর্তৃর্ত সাপোর্টে এসেছে এবং বিশ্লেষণকারীরা জানিয়েছেন, পাহাড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে আরও কঠোর নীতি ও বাস্তবায়ন প্রয়োজন।
51
comment0
Report
MDMritunjay Das
Dec 05, 2025 07:02:03
Bankura, West Bengal:একের পর এক প্রাণহানি, তবু হাল ফেরেনি রাস্তার, প্রবল অসন্তোষ গ্রামবাসীদের, শুরু রাজনৈতিক তরজাও গত কয়েকবছরে একের পর এক দূর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরো বহু জন। কিন্তু তারপরেও হাল বদলায়নি রাস্তার। বিপজ্জনক ভাবে ভেঙেচুরে থাকা সগড়া থেকে লছমণপুর প্রায় ৫ কিলোমিটার বেহাল রাস্তা ধরেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। রাস্তার এই অবস্থা নিয়ে সমানে চলছে রাজনৈতিক তরজাও। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের সগড়া থেকে লছমনপুর গ্রামে যাওয়ার প্রায় ৫ কিলোমিটার রাস্তা এক দশক আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা করা হয়েছিল। তার পর থেকে বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে সেই রাস্তার হাল হয়ে পড়ে অত্যন্ত বেহাল। রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে কোথাও বড় বড় খানাখন্দ তৈরী হয়েছে তো কোথাও আবার হাড় কঙ্কালসার রাস্তায় বেরিয়ে পড়েছে ছোট বড় বোল্ডার। ফলে প্রায় এক দশক ধরে ধীরে ধীরে কার্যত বিপজ্জনক রাস্তায় পরিণত হয়েছে ওই গ্রামীন রাস্তা। অথচ শিক্ষা দিক্ষা থেকে হাসপাতাল, এমনকি বাজারহাট থেকে দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন ওই রাস্তায় যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিপজ্জনক ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটে দূর্ঘটনাও। স্থানীয়দের দাবি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ইতিমধ্যেই দূর্ঘটনায় স্থানীয় বাসিন্দার প্রাণ গেছে। আহত হয়েছেন আরো অনেকে। বারেবারে আবেদনের পরেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। গতকাল বেহাল ওই রাস্তা পরিদর্শন করে রাস্তার এই অবস্থার জন্য রাজ্যের শাসক দলকেই কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। বিধায়কের দাবি এলাকার মানুষ বিজেপিকে ভোট দেওয়ায় প্রতিহিংসার কারণেই ওই রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে না। অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি পথশ্রী প্রকল্পে ওই রাস্তাটি নতুন করে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়াররা রাস্তাটি পরিদর্শনও করেছেন। দ্রুত টেন্ডার করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে।
202
comment0
Report
ABArup Basak
Dec 05, 2025 07:01:42
Mal Bazar, West Bengal:মাল ব্লকের পূর্ব তেশিমলায় নিম্নমানের চাল নিয়ে রেশন গ্রাহকদের বিক্ষোভ... নিম্নমানের চাল দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন দোকানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। গত তিন মাস ধরে রেশন দোকান থেকে বিতরণ করা আতপ চালের গুণগতমান অত্যন্ত নিম্ন বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। তাঁদের দাবি, চালের মান এতটাই খারাপ যে তা খাওয়ার অযোগ্য। এদিন সকাল থেকে রেশন ডিলার দুয়ারে রেশন দিতে গেলে সামনে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বারবার জানিয়েও রেশন ডিলারের পক্ষ থেকে কোনও সুরাহা করা হচ্ছে না। প্রতিমাসে একই ধরনের নিম্নমানের চাল পাওয়ায় ক্ষোভে রেশন নিতে অস্বীকার করেন বহু গ্রাহক। এক র‍্যাশান গ্রাহক বলেন, যে আতপ chaul দিচ্ছে তা পোকা খাওয়া। মুখে দেওয়া যায় না। আটার প্যাকেট গুলো ফাটা রয়েছে। বারবার বলেও কোন সমাধান হচ্ছে না। এই প্রসঙ্গে রেশন ডিলার শেখর চন্দ্র বোস জানান, “এলাকাবাসীরা সিদ্ধ চালের দাবি তুলেছেন। কিন্তু খাদ্য দপ্তর থেকে যে ধরনের চাল পাঠানো হয়, আমাদের সেটাই বিলি করতে হয়। আমরা নিজেরা চালের মান পরিবর্তনের ক্ষমতা রাখি না। তবে হ্যাঁ, তাঁদের দাবি যে উন্নত মানের চাল ও আটা পাওয়া উচিত—তা আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেব।” এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। রیشن হিসেবে গুনগত মানহীন পোকা খাওয়া আতপ চাল পাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত মানোন্নয়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা。
116
comment0
Report
ABArup Basak
Dec 05, 2025 06:32:43
Mal Bazar, West Bengal:ওদলাবাড়ি–মানাবাড়ি চাবাগান সংলগ্ন রাস্তায় আবারও মৌমাছির হানা। গত কয়েকদিন ধরেই এ রাস্তায় চলাচল করতে গিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণে আহত হচ্ছেন পথচারী, শ্রমিক ও স্কুলের ছাত্রছাত্রীসহ বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, গাছের ডালে ঝুলে থাকা বড় বড় মৌচাক থেকেই বারবার এই বিপত্তি ঘটছে। এদিন সকালে মানাবাড়ি রাস্তায় বাড়ির দিকে ফিরছিলেন এক স্কুল ছাত্র, সুজয় লামা। হঠাৎই কাক একটি বিশাল মৌচাক খুঁটে দিলে উত্তেজিত মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে নেমে এসে ওই ছাত্রকে আক্রমণ করে। চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেও তার শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসকরাurgeonরা দ্রুত তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। ঘটনা এখানেই শেষ হয়নি। ঠিক সেই সময় ওই রাস্তায় যাচ্ছিলেন টোটো চালক সম্ভু দাস। একই মৌচাক থেকে বের হওয়া মৌমাছির দল তাকেও আক্রমণ করে। স্থানীয়রা তাকেও উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। টোটো চালক সম্ভু দাস বলেন, “ওই এলাকায় একটা বড় মৌচাক গাছে ঝুলে আছে। কাক বা অন্য পাখি একটু ঠোকরালেই হাজার হাজার মৌচমি বেরিয়ে এসে লোকে আক্রমণ করে। প্রায়ই যেন এমন হচ্ছে। যত দ্রুত সম্ভব মৌচাকটা সরানো দরকার।” আহত স্কুল ছাত্র সুজয় লামার দাদু সুভজিত লামা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানাবাড়ি এলাকায় অনেক গাছে মৌচাক আছে। মাঝেমধ্যেই মানুষের উপর হামলা করছে। এই রাস্তায় হাঁটতে ভয় লাগে。” চিকিৎসক আবির সরকার জানান, “এর আগেও মানাবাড়ি এলাকায় মৌমাছির আক্রমণে বহু মানুষ আহত হয়েছেন। আজকের ছাত্রটির অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য মালবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।” স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন ও বনদপ্তরকে উদ্যোগ নিয়ে বিপজ্জনক মৌচাকগুলি সরাতে হবে। নইলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে নিতে পারে, এবং প্রতিদিন এই রাস্তায় যাতায়াতকারী মানুষজন বিপদের মুখে পড়বেন। বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
124
comment0
Report
MDMritunjay Das
Dec 05, 2025 06:31:59
Bankura, West Bengal:মা সারদার স্মৃতি জড়িত আমোদর নদের তীরে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ সারদা মেলা, মেলাকে ঘিরে তুমুল তোড়জোড়া মা সারদার স্মৃতিধন্য জয়রামবাটি। comandoপুকুরে রামকৃষ্ণদেবের স্মৃতিতে মেলার আদলে গতবছর থেকে বাঁকুড়ার জয়রামবাটিতে শুরু হয়েছে মা সারদা মেলা। এবছরও তার অন্যথা হয়নি। মা সারদার জন্মতিথি উপলক্ষে মা সারদার স্মৃতিধন্য আমোদর নদের তীরে আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মা সারদা মেলা। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এই মেলাকে ঘিরে এখন এলাকার মানুষের উৎসাহ তুঙ্গে। মা সারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি। এই জয়রামবাটিতে প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মা সারদার আবির্ভাব তিথি পালিত হলেও সেই জন্মতিথিকে কেন্দ্র করে কোনো মেলা আয়োজিত হত না। পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যে মেলা আয়াজিত হয় সেই মেলার আদলে জয়রামবাটিতেও মা সারদার জন্মতিথি উপলক্ষে মেলার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের দীর্ঘদিনের সেই দাবি মেনে গতবছর প্রথম সিহড় গ্রামের মানুষের উদ্যোগে শুরু হয় মা সারদা মেলা। চলতি বছর আগামী ৯ ডিসেম্বর থেকে আমোদর নদের তীরে শুরু হবে এই সারদা মেলা। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই এই মেলা শুরু হবে আমোদরের তীরে। স্বাভাবিকভাবেই এই মেলাকে ঘিরে উন্মাদনার সীমা নেই এলাকার মানুষের। মা সারদা আমোদর নদকে গঙ্গা বলতেন। সেকথা স্মরণে রেখে এই মেলায় আমোদর নদের ঘাটে বিশেষ গঙ্গারতীর আয়োজন করা হয়েছে। হরিদ্বারের সাধু সম্প্রদায়ের একাংশ এই বিশেষ গঙ্গারতীতে অংশ নেওয়ার কথা। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ধর্মীয় অনুষ্ঠান。
139
comment0
Report
EGE GOPI
Dec 05, 2025 06:17:17
Kharagpur, West Bengal:নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের মাধপুর ও গুরুগঞ্জ এলাকায় বিগত কয়েকদিন ধরে নির্বিচারে ঢুকছে বড় বড় মালবাহী লরি। রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী ৬ চাকার বেশি ভারী যান প্রধানমন্ত্রী সড়ক যোজনা কিংবা সাধারণ গ্রামীণ সড়কে চলাচল করতে পারে না। সেই নিয়ম কার্যত অমান্য করেই ব্যক্তিগত মাল পরিবহনের লরি প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে বলে অভিযোগ উঠে এসেছে। এলাকাবাসীদের দাবি, গ্রামের রাস্তাগুলির অবস্থা এমনিতেই বেহাল। ভারী লরির চলাচলে রাস্তাগুলি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।LOCAL বাসিন্দার কথায়, “আমাদের রাস্তায় সরকারি নিয়ম ভাঙা হচ্ছে প্রকাশ্যেই। ব্যক্তিগত কাজের জন্য এই ভারী লরি ঢুকছে, আর তাতেই রাস্তা ভেঙে যাচ্ছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, কয়েক দিনের মধ্যেই পথ চলাই বিপজ্জনক হয়ে উঠবে।” ঘটনা সম্পর্কে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, তিনি বিষয়টি বহুবার পঞ্চায়েতের কাছে জানিয়েছিলেন। কিন্তু কোনো ফল হয়নি। তাঁর কথায়, “কেন ব্যক্তিগত লরিকে এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হচ্ছে আমরা জানি না। অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীরা আমাকে ধরছেন। আমিও চাই ভারী লরি চলাচল বন্ধ হোক।” অভিযোগ ওঠার পরও প্রশাসন এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে দাবিlocals। ফলে ক্ষোভ বাড়ছেই। দ্রুত নিষেধাজ্ঞা কার্যকর করা ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসন পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সবাই।
90
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 05, 2025 06:02:22
Kolkata, West Bengal:✓ नियुक्ति भ्रष्टाचार मामले में जमानत पर छूटे सुजय कृष्ण भद्र। ✓ सीबीआई मामले में जमानत पाई सुजय कृष्ण। ✓ जमानत अर्जी स्वीकार की गई न्यायमूर्ति शुभ्रा घोष द्वारा। ✓ ED मामले में पहले से जमानत पाई सुजय कृष्ण। ✓ स्वास्थ्य कारणों से कुछ महीनों से अस्थायी जमानत पर हैं सुजय कृष्ण। ✓ पासपोर्ट जमा रखना होगा विशेष अदालत के सामने। ✓ कोलकाता छोड़कर नहीं जा पाएंगे। ✓ विशेष अदालत में हर सुनवाई के दिन हाज़िर रहना होगा। ✓ दस्तावेज़ या जानकारी विकृत नहीं कर पाएंगे। ✓ मोबाइल नंबर अदालत और जांच एजेंसी को बताना होगा। और नंबर बदला नहीं जा सकेगा। ✓ हर हफ्ते एक बार जांच अधिकारी से मिलना होगा। ✓ जांच में सहयोग करना होगा।
146
comment0
Report
MDMritunjay Das
Dec 05, 2025 06:01:50
Bankura, West Bengal:এস আই আর এর ফর্ম পূরণের জন্য গ্রামে গিয়ে পুলিশ প্রশাসনের অনুরোধ সত্বেও তা পূরণে অস্বীকার জঙ্গলমহলের ১৪২ জন আদিবাসী ভোটারের, বঞ্চনার অভিযোগ তুলে ভারতীয় নাগরিকত্ব অস্বীকার করে মাঝি সরকারেই আস্থা প্রকাশ ওই ভোটারদের সারা রাজ্যে এস আই আর প্রক্রিয়া শেষের মুখে। তার মাঝেই গোটা এস আই আর প্রক্রিয়ায় তাল কেটেছে বাঁকুড়ার জঙ্গলমহলের ৩ টি গ্রাম। ওই ৩ টি গ্রামের ১৪২ জন আদিবাসী ভোটার তাঁদের প্রতি লাগাতার বঞ্চনার অভিযোগ তুলে এস আই আর ফর্ম পূরণ করতে অস্বীকার করেছে। অন্ত:রাষ্ট্রীয়?মাঝি সরকারের ওপর আস্থার কথা জানিয়ে ওই ভোটাররা নিজেদের এনুমারেশান ফর্ম নিয়ে অস্বীকৃতি জানিয়েছেন। রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হতেই বেঁকে বসেন বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের চুড়কু, ডুংরিডিহি ও ভেদুয়াশোল গ্রামে বসবাসকারী প্রায় ১৪২ জন আদিবাসী ভোটার। তাঁরা দাবি করতে থাকেন তাঁদের প্রতি সরকার লাগাতার বঞ্চনা করায় তাঁরা আর ভারতের নাগরিকত্ব রাখতে চান না। তাঁদের যুক্তি আদিবাসীরা এই দেশের জল, জমি ও জঙ্গলের মালিক। অন্যরা বহিরাগত। তাই দেশের নগরিক হিসাবে এনুমারেশান ফর্ম পূরণের মাধ্যমে অন্যদের নাগরিকত্ব প্রমাণের দায় থাকলেও তাঁদের নাগরিকত্ব প্রমাণের কোনো দায় নেই। এই দাবিকে সামনে রেখে অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার নামের একটি ব্যবস্থার ওপর আস্থার কথা জানিয়ে ওই ভোটাররা নিজেদের এনুমারেশান ফর্ম নিতে অস্বীকার করেন। বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন। নরমে গরমে ওই ভোটারদের বুঝিয়ে এনুমারেশান ফর্ম পূরণ করানোর চেষ্টা শুরু হয় প্রশাসনের তরফে। এনুমারেশান ফর্ম পূরণ না করলে আগামীদিনে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ পড়ার কথাও জানানো হয়। কিন্তু তারপরেও ওই ভোটাররা এনুমারেশান ফর্ম পূরণের ব্যাপারে নিজেদের অবস্থান বদল না করায় গতকাল সন্ধ্যায় গ্রামগুলিতে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকেরা। কিন্তু তারপরেও তাঁদের মত বদল হয়নি। তিন গ্রামের ক্ষুব্ধ ১৪২ জন ভোটারের দাবি এমনিতেও সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে তাঁদের বঞ্চিত। রেশন থেকে বিনামূল্যে পাওয়া চাল ছাড়া আর কোনো সুবিধাই তাঁরা পান না। সেদিকে এতদিন প্রশাসনের কোনো নজর ছিল না। আজ এস আই আর ফর্ম পূরণ না করাতে প্রশাসনের ঘুম ভাঙেছে। আদিবাসীদের ওই শ্রেণীকে ভুল বুঝিয়ে এমনটা করা হচ্ছে বলে দাবি করেছে রাজ্যের শাসক দল। তৃনমূলের দাবি যারা তাঁদের এই ভুল বোঝাচ্ছেন তাঁরা দেশ বিরোধী। আইন অনুযায়ী তাঁদের against(kernel) প্রশাসন পদক্ষেপ করবে।
169
comment0
Report
PDPradyut Das
Dec 05, 2025 05:32:38
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড গৌড়ীয় মঠ ট্রাফিক মোড় সংলগ্ন জল পাইপ ফেটে জলমগ্ন রাস্তা, ভোগান্তিতে বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডে গৌড়ীয় মঠ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে পানীয় জলের পাইপ ফেটে ব্যাপক জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। পাশেই একটি বিদ্যালয় থাকার ফলে ব্যস্ত এই রাস্তায় নিত্যযাত্রী ও অভিভাবকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ—এভাবে জল অপচয়ের পাশাপাশি চলাফেরায় নিত্য সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত মেরামতির দাবি তোলেন যাত্রীরা। এদিকে ওয়ার্ড কাউন্সিলর অম্লান মুন্সি জানান, জল অপচয়সহ area's বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আজই ২৪ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
129
comment0
Report
Advertisement
Back to top