Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

सरकारी स्कूल में मुफ्त HPV टीकाकरण: 500 छात्राओं को मिला टीका

TCTathagata Chakraborty
Nov 20, 2025 07:03:28
Rajpur Sonarpur, West Bengal
সোনারপুরে সরকারি স্কুলের উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হল সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধী HPV ভ্যাকসিনেশন ক্যাম্প। খেয়াদহ হাইস্কুলে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ছাত্রীরা। জরায়ুমুখ ক্যান্সার সারা বিশ্বে এক ভয়াবহ আকার নিয়েছে। প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কৃত হলেও বাজারে এর দাম প্রায় নয় হাজার টাকা, এবং সরকারিভাবে এই ভ্যাকসিন এখনো সর্বত্র দেওয়া শুরু হয়নি। তাই স্কুলের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। ক্যাম্পের আগে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ সেশন আয়োজন করা হয়। এরপর প্রায় ৫০০ ছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে HPV টিকা গ্রহণ করে। ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকর—এমনই মত বিশেষজ্ঞদের। স্কুলের এই সামাজিক উদ্যোগে খুশি অভিভাবকরাও। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন বলে তাঁদের মত।
105
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 20, 2025 08:04:14
Dihierench, West Bengal:ভগবানপুরে তৃণমূলের বি এল এ টু ও সহকারী সহ দুজন বিজেপি দুষ্কৃতির দ্বারা আক্রান্ত, একজন তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত; অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়। আজ ২০ নভেম্বর সকালে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর অঞ্চলের ৩৮ নম্বর জলিবাড়ি বুথে BLA-2 পবিত্র কুমার সাউ এবং সহকারী দেবব্রত মাইতি আক্রান্ত হন। অভিযোগ, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, বিজেপি নেতা হরিপদ দাস, জরিবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী বাবুলাল কান্ডার এবং নির্মল দাসের নেতৃত্বে হামলা চালানো হয়। আহতদের মধ্যে পবিত্র কুমার সাউকে গুরুতর অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরজন দেবব্রত মাইতি ভগবানপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হামলার অভিযোগ বিজেপি সম্পূর্ণ অস্বীকার করেছে।
53
comment0
Report
BSBarun Sengupta
Nov 20, 2025 07:48:27
Barrackpore, Kolkata, West Bengal:বারাকপুরে শিউলি পঞ্চায়েত এলাকায় কাঠালিয়ার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবির করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে এই শিবির চলছে, বুধবার মাঝ রাতে কেউবা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দেয়। ক্যাম্পের লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়ে দেওয়া হয়। আর এই নিয়ে তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কারণ মানুষ এই শিবিরে এসে তাদের এস আই আর ফরম ফিলাপ করছে। এটা তাদের সহ্য হচ্ছে না আর সেই কারণেই এরকম একটি কুরুচিকর ঘটনা ঘটায় হয়েছে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এলাকার সিসি টিভি ফুটেজ খুটিয়ে দেখছে। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অপরদিকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি তাদের মুখপাত্র কথিত বলে এই ধরনের কাজ করার মতো সময় তাদের কাছে নেই। এস আই আর এ মানুষকে সাহায্য করার চেষ্টা করছে বলে বিজেপি কর্মী সমর্থকরা দাবি করেছেন।
89
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 20, 2025 07:35:24
Arambag, West Bengal:আরামবাগ: ২০ নভেম্বর বিদ্যুতের তারের নিচে অবৈধ নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের। উত্তেজনা খানাকুলের হায়াৎপুর গ্রামে。 পুলিশ জানিয়েছে, মৃত ঐ শ্রমিকের নাম নাসাউল সেখ (৩০)। তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ধরেই খানাকুলের হায়াৎপুর এলাকায় থাকতেন। জানা গেছে, এই এলাকার বাসিন্দা নকুল মান্না, তার দোকানের উপরে নির্মাণ কাজ করাচ্ছিলেন ওই শ্রমিককে দিয়ে। দোকান সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এর তার থাকা সত্ত্বেও নিজে প্রভাব খাটিয়ে কাজ চালিয়েছিলেন তিনি বলে অভিযোগ। অবৈধ ওই নির্মাণের জন্য স্থানীয় পলাশপাই ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে কোনো অনুমতিই নেননি তিনি বলে পঞ্চায়েতের পক্ষ থেকে দাবী। এদিকে এদিন এই নির্মাণ চলাকালীন হঠাৎ করেই বিদ্যুৎপৃষ্ঠ হন নির্মাণ শ্রমিক নাসারুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরিস্থিতি আঁচ করে ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ঘর মালিক নকুল মান্না। ঘটনার খবর পেয়ে খানাকুল থানার ওসি সমীর মুখোপাধ্যায় তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেইসাথে অবৈধ নির্মাণটি সিল করে দেওয়া হয়。
134
comment0
Report
ABArup Basak
Nov 20, 2025 07:32:08
Mal Bazar, West Bengal:খরিয়া르 বন্দর জঙ্গলে হাতির দল, আতঙ্কে অঙ্গনওয়াড়ি কেন্দ্র... মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবারি পিএনবি ব্যাংক পাড়া সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে সকালে হঠাৎই দেখা যায় একটি হাতির দল। হাতির দল সড়কের খুব কাছাকাছি চলে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাতি দেখতে স্থানীয় মানুষের ভিড়ও উপচে পড়ে। হাতির আতঙ্কে জঙ্গল লাগোয়া ২২০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেশ কিছু শিশুরা উপস্থিত হয়নি। কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত রান্না করে খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেন। কেন্দ্রটি পরিদর্শনে এসে মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সাবিনা ইয়াসমিন জানান, “জঙ্গলে যেহেতু হাতির দল রয়েছে, তাই ঝুঁকি না নিয়ে দ্রুত খাবার বিতরণ এবং কেন্দ্র বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।” ওই কেন্দ্রের কর্মী বেলা সরকার বলেন, “জঙ্গল লাগোয়া এলাকায় হাতীর উপস্থিতিতে আমরা সবাই আতঙ্কে রয়েছি। শিশুরা খুব কম এসেছে, তাই দ্রুত খাবার দিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।” হাতির খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে এসে টহলদারি শুরু করেন এবং মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেন। কয়েকজন বাচ্চাকে বন কর্মীরা নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেন বলেও জানা গেছে। সন্ধ্যা নাগাদ হাতির দলটি খরিয়া বন্ধের গভীর জঙ্গলের দিকে চলে যাবে বলে বন দপ্তর সুত্রে জানা গেছে। বাইট ১) মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সাবিনা ইয়াসমিন। ২) কেন্দ্রের কর্মী বেলা সরকার। 2011ZG_MAL_ICDS_PROBLEM_R
130
comment0
Report
PDPradyut Das
Nov 20, 2025 07:04:02
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত বোলবাড়ি এটিএম লুটের ঘটনায় পঞ্চম অভিযুক্ত কে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। অবশেষে দীর্ঘদিন পরে ময়নাগুড়ি বোলবাড়ি এটিএম কাণ্ডে চারজনকে পুলিশ পাকড়াও করলে একজন पলাতক ছিল দীর্ঘদিন থেকে। অবশেষে ময়নাগুড়ি থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে রাজস্থান থেকে গ্রেপ্তার করে বলবাড়ি এটিএম কার্ডের আরেক দুষ্কৃতিকারী কে। তার নাম আফজাল খান, ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ী এলাকায় একটি এটিএম লুটের ঘটনায় পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করলেও এক অভিযুক্ত ফেরার ছিল বলে ময়নাগুড়ি পুলিশ সূত্রে খবর। পরে পুলিশ গোপন সূত্র খবর পেয়ে রাজস্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে ময়নাগুড়িতে আফজাল খান কে। পুলিশ বুধবার অভিযুক্ত আফজাল খানকে জলপাইগুড়ি আদালতে পাঠায়। অবশেষে বোলবাড়ি এটিএম লুটের ঘটনায় পাঁচজনই গ্রেপ্তার হলো বলে পুলিশ সূত্রে খবর।
129
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 20, 2025 06:20:29
:দুই জায়গায় এপিক কার্ড! বারুইপুরে চেয়ারম্যান–বিজেপি নেত্রীর নাম নিয়ে চাঞ্চল্য, তুঙ্গে राजनीतिक তর্জা বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নাম রয়েছে দুই জায়গার ভোটার লিস্টে এমনই দাবি ও প্রমাণ সামনে এনে চাঞ্চল্য ছড়ায় বিজেপি। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় শোরগোল। রাজনৈতিক মহলেও তৈরি হয় উত্তেজনা। এবার বিজেপির রাজ্য কমিটির সদস্যা মিঠু মুখার্জীরও দুই জায়গায় ভোটার কার্ড থাকার বিষয়টি প্রকাশ করল তৃণমূল। BLO জানান, চেয়ারম্যানের নামে দু’টি ফর্ম এলেও তিনি মাত্র একটি গ্রহণ করেছেন, অন্যটি বাতিল করা হয়েছে। তবে পাল্টা পাল্টি অভিযোগের মধ্যেই সামনে আসে নতুন তথ্য। এবার বিজেপির রাজ্য কমিটির সদস্যা মিঠু ব্যানার্জীরও দুই জায়গায় ভোটার কার্ড থাকার বিষয়টি প্রকাশ করল তৃণমূল। বিষয়টি তুলে ধরেন চেয়ারম্যান শক্তি রায়চৌধুরি। তিনি জানান, এ বিষয়ে তিনি বিডিও ও মহকুমাশাসকের কাছে অভিযোগ জানাবেন। অন্যদিকে, বিজেপি নেত্রী মিঠু ব্যানার্জী দাবি করেন—একটি সমস্যার কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। ২০২৪ সালের নির্বাচনের আগে ফের আবেদন করায় তিনি নতুন কার্ড পান। পঞ্চায়েত এলাকার তালিকায় নাম না থাকা সত্ত্বেও সেখান থেকেও একটি কার্ড আসে। তবে তিনি একটিমাত্র জায়গায় নথি জমা দিয়েছেন, ফলে অন্য জায়গা থেকে নাম বাদ যাবে বলে জানান তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বদের একাধিক এপিক কার্ড ও ভোটার তালিকায় নাম ওঠা–নামা ঘিরে নানান মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
91
comment0
Report
BSBhabananda Singha
Nov 20, 2025 05:47:11
Dinajpur, Rangpur Division:BLO কর্তব্যরত শিক্ষক গুরুতর অসুস্থ, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি\nBLO-র অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এফ.পি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার। স্থানীয় কশবা মাহাশো এলাকার ২০৬ নম্বর বুথের BLO ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে দায়িত্বের চাপ সহ্য করতে পারছিলেন না কৃষ্ণপদবাবু। বিষয়টি তিনি পরিবারের পাশাপাশি উর্ধ्वতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন বলেই দাবি।\nWednesday-এর সন্ধ্যায় হেমতাবাদে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।\nঅসুস্থ শিক্ষকের স্ত্রী তাপসী সরকার অভিযোগ করে বলেন, “BLO-র ডিউটি করতেই ও অসুস্থ হয়ে পড়ে। দিনরাত কাজ করেও কাজ শেষ করতে পারছিল না। প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিল।” এই ঘটনায় শিক্ষামহল ও স্থানীয় মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। BLO দায়িত্বের চাপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।\n
120
comment0
Report
ASAyan Sharma
Nov 20, 2025 05:46:49
152
comment0
Report
CDChittaranjan Das
Nov 20, 2025 05:35:14
Durgapur, West Bengal:শালবীজ নিয়ে তৈরি হবে রূপচর্চার কসমেটিক, আদিবাসীদের হাত ধরে দেশের প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা। জঙ্গলে দিনের পর দিন পড়ে থাকা শালবীজ বদলে দেবে আদিবাসীদের ভাগ্য।কেমিক্যাল ভরা বাজারের কসমেটিকের বিকল্প হিসেবে সম্পূর্ণ প্রাকৃতিক বাটার ও স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরির লক্ষ্যে দেশের প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল দুর্গাপুর সент্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)। এই প্রকল্পে শালবীজ সংগ্রহ, বীজ থেকে বাটার নিষ্কাশন, এবং কাঁচামাল প্রক্রিয়াকরণের দায়িত্ব থাকছে স্থানীয় কাঁকসার জঙ্গলমহলের মলানদিঘীর আদিবাসী সম্প্রদায়ের হাতে। এলাকায় রয়েছে লক্ষ, লক্ষ শাল গাছ। গবেষকরা বলছেন, “শালবীজের বাটার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। যদি এই মডেল সফল হয়, তাহলে আদিবাসী সমাজে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত প্রথমবারের মতো শালবীজ নির্ভর কসমেটিক শিল্পে জায়গা করে নেবে।” বিশেষজ্ঞদের মতে, শালবীজের বাটারে থাকে হাইড্রেটিং ফ্যাট। কোনও সিন্থেটিক কেমিক্যাল নেই, ত্বকের জন্য অ্যালার্জিমুক্ত ও পরিবেশবান্ধব। প্রকল্প সফল হলে ভবিষ্যতে শালবীজ বডি লোশন, লিপ বাম, হেয়ার ক্রিম সহ বহু স্কিন কেয়ার পণ্য বাজারে আসতে পারে। এলাকাবাসী বুধিরাম কিঙ্কু বলেন, "যে জিনিসটা আমরা আগে ফেলে দিতাম, আজ সেটাই আমাদের আয় দেবে। এটা আমাদের জীবন পাল্টে দিতে পারে। আমাদের সাথে বিশেষজ্ঞরা কথা বলেছেন। এলাকাতে মাঝে মাঝে আসছেন। আমাদেরকেও গবেষণা করে ডাকেন। তাড়াতাড়ি এই প্রকল্প শুরু হলে আমরা উপকৃত হব." সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট অর্থাৎ কেন্দ্রীয় গবেষণাগারের ডাইরেক্টর নরেশ চন্দ্র মুর্মু বলেন, "আমরা এই প্রকল্প পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম। প্রথম পর্যায়ে শেষ হয়েছে। উৎসাহিত রয়েছে আদিবাসীরা। আমরা আফ্রিকার একটি দেশে এই দেখেছিলাম পরিবেশবান্ধব এক ধরনের বীজ দিয়ে রূপচর্চার কসমেটিক বানানো হচ্ছে। সেই দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। এবার আমরা পড়ে থাকা শালবীজ থেকে রূপচর্চার কসমেটিক তৈরি করার গবেষণা চালাচ্ছি। আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাইলট প্রোজেক্ট শেষ হয়েছে। শাল বীজ থেকে বাটার তৈরির যন্ত্রাংশ দেওয়া হবে তাদের। নিজেদেরাই তৈরি করে বড় বড় রূপচর্চার কসমেটিক কোম্পানির হাতে তুলে দিতে পারবে। আন্তর্জাতিক বহু রূপচর্চার কোম্পানিগুলো কসমেটিক তৈরির জন্য প্রাকৃতিক সামগ্রীর ওপর জোর দিচ্ছে। তাদের হাতে শাল বীজের বাটার এবং তেল তুলে দিতে পারবে প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ। অত্যন্ত লাভজনক হওয়ায় আত্মনির্ভরভাবে এগিয়ে যাবে তাঁরা।
124
comment0
Report
PDPradyut Das
Nov 20, 2025 04:47:01
Jalpaiguri, West Bengal:প্রায় দেড় মাস কেটে গেলেও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ক্ষতিপূরণ না মেলায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে।পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। ক্ষতিপূরণের তালিকায় নাম নেই অধিকাংশ বন্যায় ক্ষতিগ্রস্তদের, গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দুর্গতদের। বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের মাটিয়াপাড়া, বগরিপাড়া, জিলাপাড়া এলাকার বহু বাড়ি। দুর্গতদের ক্ষতিপূরণের জন্য ওই এলাকাগুলোতে সার্ভে করেন মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের সম্পাদক এবং ভিআরপি। সার্ভের পর ক্ষতিপূরণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে দেখা যায় ওই এলাকাকার অধিকাংশ বাসিন্দার নাম নেই। কেন তাদের নাম তালিকায় নেই? প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে মাটিয়াপাড়া, বগরিপাড়া, জিলাপাডারের ক্ষতিগ্রস্তরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আগে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় সার্ভে হয় তবে সেই এলাকায় একজনেরও নাম নেই। পাশের কম ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের তালিকায় নাম রয়েছে। সার্ভেতে এরা ভুল করেছে কাজের গাফলতির কারণে এই ঘটনা ঘটেছে। এদিন বিষয়টি লিখিত ভাবে গ্রাম পঞ্চায়েতে জানান ক্ষতিগ্রস্তরা। যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এব্যাপারে মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের সম্পাদক অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ক্ষতি পূরণের জন্য সার্ভে করা হয়েছিল সেদিন সার্ভারের সমস্যা ছিল। সেজন্য কাজটি হয়নি। ক্ষতিগ্রস্তরা অভিযোগ জানিয়েছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।
186
comment0
Report
EGE GOPI
Nov 20, 2025 04:46:33
Kharagpur, West Bengal:ক্যানেল দখল করে অবৈধ নির্মাণ! পিংলায় ১০০-র বেশি পরিবারের নোটিস:sেচ দপ্তরের সেচ দপ্তরের ক্যানেল দখল করে বছরের পর বছর ধরে চলা অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল সেচ দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর ও গোপীনাথপুর এলাকায় সেচ দপ্তরের জমি এবং ক্যানেল দখল করে বসবাসকারী ও ব্যবসা চালানো প্রায় ১০০-র বেশি পরিবারকে নোটিস ধরাল দপ্তর। নোটিস হাতে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে দুই গ্রামেই। দপ্তরের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ক্যানেল সংস্কারের কাজে শুরু করতে চায় সেচ দপ্তর। সেই কারণেই যাঁরা ক্যানেলের ওপর বা ক্যানেলের ধার ঘেঁষে দোকানঘর, বসতবাড়ি বা কাঠামো তৈরি করেছেন, তাঁদের দ্রুত নথিপত্র নিয়ে সেচ দপ্তরের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে স্পষ্ট উল্লেখ—সেচ দপ্তরের ক্যানেলের ওপর যে কোনও ধরনের অবৈধ নির্মাণ আইনত অপরাধ, এবং প্রয়োজন হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিস পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ক্যানেলের ওপর বছরের পর বছর ধরে দোকানঘর বা বাসস্থান তৈরি করে থাকা মানুষজন। স্থানীয়দের অভিযোগ, তাঁদের হাতে মাত্র সাত দিনের সময় দেওয়া হয়েছে, যা বাস্তবে অত্যন্ত কম। অনেকের বক্তব্য, ‘‘এক সপ্তাহে আমরা ঘর বা দোকান সরাব কীভাবে? প্রশাসন অন্তত কিছুটা সময় দিক এবং পুনর্বাসনের ব্যবস্থা করুক।’’ এই বিষয়ে পিংলা সেচ দপ্তরের এস.ও. রমেশ মাইতি বলেন, ‘‘উপরমহলের নির্দেশেই নোটিস দেওয়া হয়েছে। ক্যানেল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই কার কী কাগজপত্র আছে, তা যাচাই করতেই সবাইকে অফিসে আসতে বলা হয়েছে। দুজিপুর ও গোপীনাথপুর মিলিয়ে শতাধিক ব্যক্তিকে নোটিস করা হয়েছে.’’ নোটিসের পর পরিস্থিতি উত্তপ্ত না হলেও চাপা উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। এখন দেখার, দপ্তর নোটিসের মেয়াদ বাড়ায় কি না এবং পুনর্বাসন নিয়ে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করে কি না。
159
comment0
Report
Advertisement
Back to top