Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

शौकत मोल्ला की तस्वीर के साथ पोस्ट पर विवाद, नOAuth Siddiqui पर आरोप

PSPrasenjit Sardar
Oct 05, 2025 03:07:02
Baruipur, West Bengal
এবার এক মহিলার সাথে শওকত মোল্লার ছবি দিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়। থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লার। সমস্ত ঘটনার পিছনে দায়ী নওশাদ, দাবি শওকতের।তদন্তে পুলিশ। বেশ কয়েকদিন ধরে ভাঙ্গরে উত্তেজনা চরমে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এরপর শওকত মোল্লার সাথে এক মহিলার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগে শওকত মোল্লা অভিযোগ দায়ের করলেন উত্তর কাশিপুর থানায়। তিনি জানান ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে প্রত্যেকের বাড়িতে মা, বোন আছে। এর সমস্ত ঘটনার পিছনে দায় নওশাদ সিদ্দিকীর। যখন আইএসএফের পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে তখনই এই নোংরামো তারা করছে বলে শওকত মোল্লার দাবি। রাজনৈতিকভাবে পারছেনা ব্যক্তিগত আক্রমণ করছে আইএসএফ। যতই এ ধরনের কাজ করুক না কেন প্রশাসনের আইনত ব্যবস্থা নেবে। ভাঙ্গরে মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই এসব করে কোন কিছু লাভ হবে না। এর আগেও একবার করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল পুলিশ। আবারও এই ধরনের নোংরামি করছে,। এর সমস্ত পিছনের দায়ী হচ্ছে নওশাদ সিদ্দিকী। পুরো বিষয়টি তদন্ত উত্তর কাশিপুর থানার পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Oct 05, 2025 04:30:11
Kolkata, West Bengal:মধ্যপ্রদেশ ও রাজস্থানে, কফ সিরাপ কাণ্ডে মৃত্যু সংখ্যা বেড়ে হল ১৬। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা তে গ্রেফতার কোল্ডড্রিফ কফ সিরাপ প্রেসক্রাইব করায় গ্রেফতার এক চিকিৎসক। মধ্যপ্রদেশের প্যারাসিয়া পুরসভা এলাকার একজন সরকারি চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীণ সোনি কে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। এই টিকিট সব ১১ জন শিশুকে কোল্ডড্রিফ কফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন। মধ্যপ্রদেশ তামিলনাড়ু কেরালায় নিষিদ্ধ করা হলো এই কফ সিরাপ। মালদা দায়ের করা হয়েছে, কাইজন ফার্মা ও শ্রেসান ফার্মাসিউটिकलের বিরুদ্ধে। কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, ছয় রাজ্যে অভিযান শুরু করেছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাত তামিলনাড়ু মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র বিভিন্ন ওষুধ কোম্পানির ম্যানুফ্যাকচারিং হাবে অভিযান শুরু করেছে।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 05, 2025 04:20:26
Kaji Chak, West Bengal:*বিপদসীমা ছুঁই ছুঁই শিলাবতী,প্রথম বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত হয়নি।অতি বৃষ্টির জেরে নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকছে,জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি,জল ঢুকছ্ছে এলাকায়।ভোগান্তি চরমে চন্দ্রকোনার যাদবপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের,বাঁধ মেরামত না হওয়ার কারণে হাঁটু সমান জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাদবপুর গ্রামের বাসিন্দারা জরুরি কাজে যেতে হচ্ছে।অপরদিকে শিলাবতীর জল উপচে জল ঢুকছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যাদবপুরে,নদীর জল উপচে বাড়ির দোরগোড়ায় জল পেরিয়ে চলছে যাতায়াত।প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকার মানুষদেরকে সতর্ক করা হচ্ছে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যাদবপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে গ্রামে,ভোগান্তি একাধিক গ্রামের বাসিন্দাদের,জলে ডুবে কৃষি জমিও।যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকলে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে।আগত্যা মাঠ দিয়ে গলা সমান জল পেরিয়ে বাড়ি থেকে বাজারহাটে ঝুঁকি নিয়ে যাতায়াত।জুন মাসে প্রথম ভয়াবহ বন্যায় যাদবপুর গ্রামে শিলাবতী নদীর চার চারটি বাঁধ ও বাঁধ সংলগ্ন যাতায়াতের রাস্তা ভেঙে যায়।প্রাকৃতিক বিপর্যয়ে নদীর জলস্তর বাড়লেই এই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতো।সম্প্রতি যাদবপুর গ্রামে দুটি বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হলেও দুটি বড়সড় বাঁধে ভাঙন এখন রয়ে গিয়েছে।গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টির জেরে চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই।নদীর জল বাড়তেই ফের ভোগান্তি শুরু যাদবপুর সহ আশপাশের ৭-৮ টি গ্রামের বাসিন্দাদের।নদীর জল বেড়ে যাদবপুরে এখনও দুটি ভাঙা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকছে গ্রামে ও মাঠে।আবারও জলে ডুবেছে বিঘার পর বিঘা কৃষি জমি,জলের তলায় যাতায়াতের একাধিক রাস্তা।ফলে যাদবপুর গ্রামের সাথে আশপাশের গ্রামের যোগাযোগ কার্যত বিছ্ছিন্ন,মাঠের মাঝ দিয়ে গলা সমান জল পেরিয়ে নিত্য প্রয়োজনে চলছে ঝুঁকির যাতায়াত।নদীর বাঁধের সাথেই ছিল যাতায়াতের গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা সেটি প্রথম বন্যায় ভেঙে গিয়ে প্রতিবারই নদীর জল বাড়লে এই ভোগান্তিতে পড়তে হয় যাদবপুর সহ হালদারবেড়,আটঘোরা,শ্রীরামপুর,পালংপুর সহ একাধিক গ্রামের মানুষদের।দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি এলাকাবাসীর।তবে অবশিষ্ট থাকা দুটি ভাঙা বাঁধ মেরামতের জন্য প্রশাসনের আধিকারিকরা গেলেও বাঁধ মেরামতে বাধ সেজেছে মাটি।স্থানীয়রাই জানাচ্ছেন মাটির সমস্যায় এই দুটি বাঁধ মেরামত হয়নি।সেই সমস্যা মিটিয়ে দ্রুত যাদবপুর গ্রামের দুটি ভাঙা বাঁধ মেরামত করা হোক চাইছেন বাসিন্দারা।কয়েকদিন অন্ততর প্রাকৃতিক বিপর্যয় ও বন্যার জেরে মাঠের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরাও।এবিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস জানিয়েছেন,ভাঙা বাঁধ অনেক জায়গায় মেরামত করা হয়েছে,কিছু কিছু জায়গায় এখনও কয়েকটি ভাঙা বাঁধ রয়ে গেছে,সেগুলি মেরামতের চেষ্টা হয়েছিল কিন্তু মাঝে মধ্যে নদীর জল বাড়োয় তা হয়নি,জল কমলে সেগুলিও মেরামত হয়ে যাবে।আর কৃষকদের ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ পাওয়া নিয়ে বিডিও জান可是,যাদের চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল তারা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ফর্ম ফিলাপ করেছে।আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যাদের চাষের ক্ষয়ক্ষতি হবে তারা যেনো বিমার জন্য ফর্ম ফিলাপ করে তা মাইকিং করে জানিয়ে দিতে।জলস্তর বাড়ছে ডিভিসি থেকেও জল ছাড়ছে,প্রশাসন সজাগ রয়েছে বলে বিডিও জানান।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 05, 2025 04:19:16
Kaji Chak, West Bengal:*শিলাবতী নদীর জলস্তর বেড়ে জলমগ্ন গ্রাম সড়ক যোজনার রাস্তা,জল পেরিয়ে চলছে যাতায়াত।জলে ডুবে বিঘার পর বিঘা ধান জমি,ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের。 নিম্নচাপের জেরে ভারি বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনিpুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক যোজনার রাস্তায় উঠলো জল।বাঁকা থেকে মানিককুন্ডু যাওয়ার গুরুত্বপূর্ণ পিচ রাস্তা জলমগ্ন হবার ফলে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।জলে ডুবে মানিককুন্ডু এলাকায় বিঘার পর বিঘা জমির ধান।ধান জলে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা।এবারই প্রথম না,এবছর বর্ষায় শিলাবতি নদীর জলস্তর বাড়লেই প্রতিবারই একই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের।স্থানীয় বাসিন্দাদের দাবি,এলাকায় শিলাবতী ও কেঠিয়া নদী রয়েছে,আগের বন্যায় দুই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছিল।সেই বাঁধের অনেক মেরামত না হওয়ায় নদীর জলস্তর বাড়লেই সেই জল চাষের জমি হয়ে গ্রামে ও রাস্তার উপর দিয়ে বইতে থাকে।দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 05, 2025 03:06:53
Baruipur, West Bengal:এবার এক মহিলার সাথে শওকত মোল্লার ছবি দিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়। থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লার। সমস্ত ঘটনার পিছনে দায়ী নওশাদ, দাবি শওকতের।তদন্তে পুলিশ। বেশ কয়েকদিন ধরে ভাঙ্গরে উত্তেজনা চরমে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এরপর শওকত মোল্লার সাথে এক মহিলার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগে শওকত মোল্লা অভিযোগ দায়ের করলেন উত্তর কাশিপুর থানায়। তিনি জানান ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে প্রত্যেকের বাড়িতে মা, বোন আছে। এর সমস্ত ঘটনার পিছনে দায় নওশাদ সিদ্দিকীর। যখন আইএসএফের পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে তখনই এই নোংরামো তারা করছে বলে শওকত মোল্লার দাবি। রাজনৈতিকভাবে পারছেনা ব্যক্তিগত আক্রমণ করছে আইএসএফ। যতই এ ধরনের কাজ করুক না কেন প্রশাসনের আইনত ব্যবস্থা নেবে। ভাঙ্গরে মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই এসব করে কোন কিছু লাভ হবে না। এর আগেও একবার করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল পুলিশ। আবারও এই ধরনের নোংরামি করছে,। এর সমস্ত পিছনের দায়ী হচ্ছে নওশাদ সিদ্দিকী। পুরো বিষয়টি তদন্ত উত্তর কাশিপুর থানার পুলিশ。
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 05, 2025 03:02:42
Kolkata, West Bengal:১) নিম্নচাপের মূল অংশ উত্তরবঙ্গে। শেষাংশ মধ্য বঙ্গ হয়ে দক্ষিণে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে মাঝারি বৃষ্টি। দিনের কোনো কোনো সময় দুই এক পশলা ভারী বৃষ্টি। ২) ১৭ থেকে ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কিউমুলোনিম্বাস মেঘ পুঞ্জ নিম্নচাপ থেকে কেটে গতরাতে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার ওপর জড়ো হয়। ফলে কলকাতায় রাত আড়াইটে থেকে ভোর ৪ টে পর্যন্ত গড়ে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এলাকা ভেদে বৃষ্টির পরিমাণে তারতম্য ছিল যা এই ধরনের মেঘের টিপিক্যাল ফিচার। রাত আড়াইটে থেকে সোয়া ৩ টে পর্যন্ত কলকাতা এবং দুই ২৪ পরগনায় মিনিটে গড়ে ১২ টি করে বজ্রপাত হয়েছে। প্রবল বাজের শব্দে কেঁপে উঠেছে কলকাতা। ৩) আজ রেড রোডে দুর্গাপুজো বিসর্জন কার্নিভাল বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে। বিকেল ৩ টে থেকে মধ্যরাত পর্যন্ত চলবে কার্নিভাল পর্ব। তার মধ্যে একাধিক দফায় মাঝারি থেকে দুই এক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রেড রোড এলাকায় কোন সময় কত বৃষ্টি সেটা একেবারে শেষ মুহূর্তে ডপলার রাডার (নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে বসানো আছে) দেখে বোঝা যাবে। সেই অনুয়ায়ী তাৎক্ষণিক পূর্বাভাস বা নাও কাস্ট জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। ৪) অতি প্রবল বৃষ্টিতে আজ বিপর্যস্ত হতে পারে গোটা উত্তরবঙ্গ। একমাত্র দক্ষিণ দিনাজপুর বাদে বাকি উত্তরের সমস্ত জেলায় আজ সারাদিনের জন্য লাল সতর্কতা জারি আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে আজ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৫) লক্ষ্মীপুজোর দিন সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। সঙ্গে দমকা হাওয়া। এই বৃষ্টি চলবে/th বৃহস্পতিবার পর্যন্ত। ৬) দক্ষিণবঙ্গে কাল লক্ষ্মীপুজোর দিন সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। ৭) মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেই। ৮) দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। বৃহস্পতিবার অনেকটাই কমবে। ৯) লা নিনা ২০২৫ সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটার পর একটা নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইঙ্গিত বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলের। নভেম্বর মাসে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা জানিয়েছে জাপান, জার্মানি এবং আমেরিকার একাধিক আবহাওয়া গবেষণা সংস্থা। তবে মৌসম ভবন তাদের লং টার্ম আউটলুকে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 05, 2025 01:00:27
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 05, 2025 01:00:07
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 04, 2025 18:49:48
Arambag, West Bengal:আরামবাগঃ ০৪ অক্টোবর চারজন স্কুলছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে খানাকুল থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সন্ধ্যাায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করা হয় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। খানাকুল থানার সামনে বিজেপির মহিলা কর্মীরা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ধরনারায় বসেছেন ও বিক্ষোভ দেখাচ্ছেন। উল্লেখ্য যে, গতকাল সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি কে বেধড়ক মারধর করা হয়। গণ পিটুনি দেওয়া হয়। নাবালিকা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির মহিলারা এবার পথে নেমেছেন।
12
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 04, 2025 18:48:39
Howrah, West Bengal:২০২৬ শে বিধানসভা নির্বাচন।সেকথা মাথায় রেখে নিবিড় জনসংযোগ করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে সেই কাজ শুরু হবে।আজ হাওড়ার কার্নিভালে এসে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন সারাবছর তারা জনসংযোগ করেন।তবে এবার আরো জোর দেওয়া হচ্ছে।আগামী বারো তারিখ শিবপুরে বিজয়া সম্মিলনী পালন হবে।আজ হাওড়ার গ্র্যান্ড ফোর্টশোর রোডে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়।বিগত বছর গুলোর ন্যায় এবছরেও আয়োজিত হয় হাওড়া দুর্গা পুজো কার্নিভাল।তবে গতবারের তুলনায় এবার কয়েকটি ক্লাব কম অংশ নিয়েছে কার্নিভালে।এবার হাওড়া সদরের দশটি ক্লাব অংশ নেয়। বিসর্জনের বিশেষ এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, বিধায়ক গৌতম চৌধুরী, প্রিয়া পাল, কল্যাণ ঘোষ, সুকান্ত পাল, জেলাশাসক পি দীপাপ্রিয়া (আই এ এস), নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি (আই পি এস) সহ বিশিষ্ট জনের এছাড়াও উপস্থিত হয়েছিলেন বহু সাধারণ মানুষ।এবারে ক্লাবের সংখ্যা কম হওয়া নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন কোনকিছু ভালো কোনো কাজে নেগেটিভ চিন্তাভাবনা করা ঠিক নয়।এবার অন্যান্য বারের তুলনায় অনেক ভালো কার্নিবাল হয়েছে হাওড়ায়। বাইট..১..মনোজ তিওয়ারি(ক্রীড়া প্রতিমন্ত্রী)
13
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top