Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

जीप में गाय चोरी: 24 घंटे में गिरफ्तार, जयनगोर में हड़कम्प

TCTathagata Chakraborty
Nov 13, 2025 10:44:12
Rajpur Sonarpur, West Bengal
জাইলো গাড়িতে করে গরু চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক — চাঞ্চল্য জয়নগরে জয়নগর: জয়নগরে গরু চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করেছে জয়নগর থানার পুলিশ। বসিরহাট, মিনাখাঁ, ক্যানিংয়ের পর এবার গরু চুরির ঘটনা ঘটল জয়নগরে। হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার গোয়ালঘরের গরুটি উধাও। খোঁজখুঁজি করেও না পেয়ে তিনি প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতি জাইলো গাড়িতে এসে গরুটি বাড়ির ভেতর থেকে টেনে তুলে নিয়ে যায়。 ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। রাতেই মগরাহাট থানার যুগদিয়া এলাকা থেকে জাইলো গাড়ি-সহ এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুদীন ব্যানার্জী (২৫), বাড়ি ওই একই এলাকায়。 পুলিশ সূত্রে জানা গেছে, গরুটি এখনও উদ্ধার হয়নি। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির নম্বর প্লেট হাওড়া জেলার। কীভাবে সে জয়নগরে এসে এই কাজ করল এবং তার সঙ্গে আর কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এভাবে গাড়ি করে বাড়ির ভিতর থেকে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হরিনারায়নপুর ও আশপাশের বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন。
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Nov 13, 2025 12:41:03
Katwa, West Bengal:কাটোয়া পুরসভায় দায়িত্বের পালাবদল বিদায়ী প্রধান সমীর কুমার সাহা, দায়িত্বভার নিলেন শুভ্রা রায় রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে কাটোয়া পুরসভায় প্রশাসনিক দায়িত্বে এল পরিবর্তন। বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক বৈঠকে বিদায়ী পুরপ্রধান সমীর কুমার সাহা দায়িত্বভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিযুক্ত ১৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্য শুভ্রা রায়ের হাতে তুলে দেন। পুরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কার্যকরী আধিকারিক চঞ্চল মণ্ডল সহ পুরসভার একাধিক পুরসদস্য। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে পুর প্রশাসনে শুরু হলো নতুন অধ্যায়। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে গত ৪ নভেম্বর কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা এবং উপপুরপ্রধান লখিন্দর মণ্ডল মহকুমা Shাসকের হাতে তাঁদের ইস্তফাপত্র জমা দেন। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফে নতুন অস্থায়ী পুরপ্রধান হিসেবে শুভ্রা রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত পুরপ্রধান শুভ্রা রায় দায়িত্ব গ্রহণের পর বলেন পুরবাসীর স্বার্থে স্বচ্ছ ও গতিময় প্রশাসনই হবে আমার মূল লক্ষ্য। অন্যদিকে বিদায়ী পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন যতদিন দায়িত্বে ছিলাম, মানুষের সেবাায় কাজ করেছি। এখন নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাই। পুরসভার সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী পুরপ্রধান হিসেবে শুভ্রা রায় প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম সামলাবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুরসভার যাবতীয় দায়িত্ব তাঁর হাতেই থাকবে。
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 13, 2025 12:40:29
Dinajpur, Rangpur Division:রাজ্য সরকার রাজ্যের সমস্ত টোটো চালক এবং টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতে চলেছে এবং এই উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা হতেই এবার সরকার নির্ধারিত ফি মুকুব সহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক পরিবহন দফতরে স্মারকলিপি প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা সিআইটিইউ সংগঠন। বামপন্থী এই সংগঠনের নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে টোটো চালকদের নিয়ে একটি মিছিলের আয়োজন করেন; মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে তারা টোটো চালকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের যে সাত দফা দাবি স্বপক্ষে তারা রাখেন। জেলা সিআইটিইউ সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন এই মুহূর্তে জেলায় যত টোটো রয়েছে তা একটি বড় অংশের মানুষের জীবন জীবিকার বিষয়ে হয়ে উঠেছে, এবং দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে টোটো। জেলার প্রচুর সংখ্যক বেকার যাদের সামনে অন্য কর্মসংস্থানের সুযোগ নেই তারা টোটো চালিয়ে কোনো রকমে দিনযাপন করছেন। এখন তাদের রেজিস্ট্রেশনের নাম করে যে টাকা নেওয়া হচ্ছে তা অনৈতিক। দুই বছরে জন্য এই টাকা বলা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াতে হবে এবং যারা শারীরিকভাবে অক্ষম ও মহিলা টোটো চালক রয়েছেন তাদের কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া যাবে না।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 12:40:05
Baruipur, West Bengal:ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়_pত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল_gazi।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা। দিল্লিতে সালেমা_gazi_SalemA_Salami সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমা_gazi_SalemA_Salami সম্পর্ক_bhoj নিয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল_gazi_পরিচয়_patra ভাঁড়েy তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে_pore প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল_gaziই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 12:39:40
Baruipur, West Bengal:ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের。 বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সুफ़িক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা。 "দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সুফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে 자신의 ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সুফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় 시작 হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সুফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 13, 2025 12:38:18
Nijuri, West Bengal:বোলপুরের ভোট সুরক্ষা সভা ঘিরে অনুব্রত মণ্ডল। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “ভয়ের কিছু নেই, আমাদের লোকেরা আছে ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। কারণ বর্তমানে দেশের ১২টি রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া— যেখানে দলীয় প্রভাবের কোনও সুযোগ নেই বলেই দাবি কমিশনের। অনুব্রত এদিন আরও বলেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না।” তিনি উল্লেখ করেন, আসামে এনআরসি-র সময় অধিকাংশ বাদ পড়া মানুষ হিন্দু, তাই বিভ্রান্তিতে না পড়ার বার্তাও দেন ভোটারদের। বিজেপি এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছে। বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রশ্ন তোলেন— “কিভাবে কোনও দলের লোক ভোটার লিস্টে নাম তুলতে পারে? এটিই প্রমাণ করছে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ সত্য।” এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি নির্বাচন কমিশনে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছেন। এই পটভূমিতেই অনুব্রত মণ্ডলের মন্তব্য আরও বিতর্ক বাড়িয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 13, 2025 12:37:39
Kolkata, West Bengal:उत्तर ২৪ পরগনার বনগাঁর ঠাকুরনগরে নবম দিনে মতুয়াদের অনশন মঞ্চ । অসুস্থ ১৫ জন । মমতা বালা ঠাকুর অনশনকারীদের পাশে বসিয়ে অধীর বললেন আম গাছ খেজুর গাছের তলায় অনশন করে কোন লাভ হয় না এই বাড়ির একজন দিদি তৃণমূলের সাংসদ অন্যজন বিজেপির সাংসদ আবার কেউ বিধায়ক আমি কংগ্রেসের হয়ে এখানে ধান্দাবাজি রাজনীতি করতে আসিনি। মতুয়াদের কথা ভাবুন একসঙ্গে মিলে চলুন দিল্লী যন্তর মন্তরে অনশন করি, সামনে পয়লা ডিসেম্বর শীতकालীন অধিবেশন সেখানে কেন্দ্রকে চাপ দিন আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দেব না যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ নাগরিক যতক্ষণ না পাব দরকার হলে কেন্দ্রীয় চাপ দিতে হবে অর্ডিন্যান্স জারি করার জন্য আইন আনতে হবে সবাই মিলে ভোট বয়কটের ডাক দিন। দেখবেন আন্দোলনের সামনে বাধ্য হবে কেন্দ্র অর্ডিন্যান্স করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করছেন আপনাদের কেন্দ্রকে কিছু বলছেন না এখানে জাহাজ প্রতিমন্ত্রী রয়েছে তিনি কেন্দ্রের সরকারের ক্যাবিনেট মন্ত্রী রাজনৈতিক রঙ ভুলে যান মতুয়াদের সম্মান মর্যাদা রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করুন দরকার হলে এতে আমরা দিল্লিতে অনশন মঞ্চ তৈরি করার সব রকম ব্যবস্থা করে দেব এখানে এইসব করে কোন লাভ হবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব অসুস্থ হয়ে পড়বেন নির্বাচন কমিশন থেকে জেলাশাসক কেউ আসবে না। অনশন তুলে নিন করতে হলে জায়গা মতো করুন দেশের রাজধানী দিল্লিতে গিয়ে করুন। তৃণমূল বিজেপি কংগ্রেস সব রাজনৈতিক দল ভুলে যান। দরকার হলে ভোট বয়কটের ডাক দিন।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 13, 2025 11:24:47
Kolkata, West Bengal:সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স মুকুল রায় ইস্যু আদালত এর রায়কে স্বাগত জানাই। মুকুল রায় একা গেছিলেন। কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেকারণে his সদস্যপদ খারিজ করল আদালত। যেসকল বিধায়ক বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস এ চলে গেছিলেন তাদের জন্য এটা শিক্ষা। জনতার ভোটে জিতে আসুন ক্ষমতা থাকলে দল বদল করা বিধায়কদের বলবো আলিপুরদুয়ার এর বিধায়কদের কথা বলব। এটাই বাংলার নোংরা রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো এর গালে সপাটে চড় পড়ল। বাকি দল বদলু বিধায়কদের নিয়ে বিজেপি আদালতে যাবে নিশ্চয় বাকিদের দল বদল করা বিধায়কদের জন্য এই আইন বলবৎ হবে। বাকি সিদ্ধান্ত নেবে রাজ্য সভাপতি বিরোধী দলনেতা। তবে লজিক বলছে বিজেপি আদালতে যাবে। মতুয়া হিন্দুদের নাগরিকত্ব নাগরিকত্ব আপনাদের যাবে না। মমতা বালা ঠাকুরের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব বিজেপির। CAA ভোটাধিকার ইস্যু CAA এর সঙ্গে ভোটাধিকার এর কোনো সম্পর্ক নেই। ভোটাধিকার যাবে না। যাদের আছে নাম ২০০২ এর তালিকায় তাদের পরে caa আবেদন করলেও চলবে। ইডি তলব সুজিত বসু নিশির ডাক বা ইডি এর ডাক সেখানে বোঝা যাচ্ছে সুজিত বসু তার পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি করেছে। আয়ের উৎস কি প্রশ্ন আসবে। অদ্ভুত রোজগারের ফর্মুলা হয়তো আগামীদিনে আসবে। কিন্তু যা মনে হচ্ছে সুজিত বসু বেশিদিন বাইরে থাকবে না। পার্থ চট্টোপাধ্যায় এর বক্তব্য বান্ধবী থাকা ভালো তবে একাধিক না। আবার বান্ধবী থাকলেই যে তার বাড়িতে চুরির টাকা রাখতে হবে এমনটাও তো নয়। কাকদ্বীপ এ বিজেপি CAA এর জন্য টাকা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে মূর্খের মত। CAA এর ফ্রম ফিল আপ করতে ৫০ টাকা দিতে হয় নোটারি এর জন্য তো ফিস লাগে। হয়রান যাতে মানুষ না হয় তাই ক্যাম্প করা হচ্ছে যাতে এক জায়গায় মানুষ সবটা পায়। তৃণমূল এর ক্যাম্প এর পাল্টা আগামী ২০ তারিখ থেকে হেল্প ডেস্ক শুরু করেছি আমরা সব জায়গায় জেলায় জেলায় । তৃণমূল কংগ্রেস টাকা নেবে এটাই স্বাভাবিক। তবে তৃণমূল কংগ্রেস এর কোনো অপচেষ্টা আমরা সফল হতে দেবো না। সমব্যথী এর পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এর ডেটা যাতে নির্বাচন কমিশন সংগ্রহ করে। UIDAI এর আধার নিষ্ক্রিয় করণের তথ্য আমরা দাবি জানিয়েছি আধার ডিএকটিভেট এর যে তথ্য সেটা নির্বাচন কমিশন সংগ্রহ করুন। আমাদের দাবি সেটা বাকিটা নির্বাচন কমিশন তাদের কাজ করবে। বিমান বন্দোপাধ্যায় এর বক্তব্য মুকুল রায় ইস্যু নিয়ে এখানেই আবার প্রমাণিত অধ্যক্ষ গনতন্ত্র এর কিছুই জানে না। মূর্খ মানুষ । গনতন্ত্র টা বুঝুন। গণতন্ত্র স্পিকস বইটা পাঠাবো ওনাকে। This speaker should not speaks। ১৩ ও ৩৪ লক্ষ আধার বাতিল নির্বাচন কমিশন দুর্ভাগ্যের বিষয় এরাজ্যের সরকার এর নেতারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করছে । নোংরা রাজনীতি বন্ধ করুন তৃণমূল কংগ্রেস। বিএলও দের উদ্দেশ্যে নির্বাচন কমিশন এর নির্দেশিকা বিএলও দের অনুরোধ করব কারো প্রেসারে মাথা নত করবেন না । মৃত ভোটার এর নাম রাখতে বললে তৃণমূল নেতারা প্রতিবাদ করুন লিখিত জানান নির্বাচন কমিশনকে। অনুব্রত মণ্ডলের বক্তব্য উনিও ভেবেছিলেন উনি জেলে ঢুকবেন না কিন্তু ঢুকলেন। বাঘ কে বিড়াল বানিয়ে দেখিয়েছে বিজেপি এবার রুমাল বানানো হবে;
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 13, 2025 11:24:06
Arambag, West Bengal:আরামবাগ সাংগঠনিক জেলার ৯৩ টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে ১১টা গ্রাম পঞ্চায়েত আমাদের হাতচাড়াা আছে। এটা প্রশাসনকে একটু দেখে দেওয়ার জন্য বলতে হবে। ওখানে আমাদের পরিস্থিতি একটু ডেঞ্জার আছে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহরায়ের ভিডিও কল রেকর্ডিং ভাইরাল ঘিরে রাজনৈতিক ভাবে তোলপাড় শুরু খানাকুলে। তৃণমূল পুলিশ-প্রশাসনকে ভোটে কাজে লাগাতে চাইছে। এই ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ তোলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও এই ভিডিও টুইট করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষও এই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিযোগ, পুলিশের সক্রিয়তা এখন বেড়ে গেছে। পুলিশকে যে কোনো মূল্যে খানাকুল, আরামবাগ, গোঘাট ও পুরশুড়া এই চারটি আসন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতে তুলে দিতে হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে। সেইমতো পুলিশ ময়দানে নেমে পড়েছে। যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহরায়। তাকে সাংবাদিকরা এই বিষয়ে জিজ্ঞাসা করলে মিটিং আছে বলে এড়িয়ে যান। উল্লেখ্য যে এই মুহূর্তে খানাকুল ২ নং ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে, খানাকুল ২ নং পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে। আবার খানাকুল ১ নং ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি বিজেপির দখলে। তাই এই সমস্ত দিক গুলি নিয়েও চিন্তিত তৃণমূল।
0
comment0
Report
ALArup Laha
Nov 13, 2025 11:23:44
Belna, West Bengal:पूर्व बर्धमान के भाताड़ थाना के गैस सिलिंडर चोरी मामले में बड़ी सफलता मिली है। जांच के दौरान गुरुवार सुबह बोलगोना बाजार में घटना में इस्तेमाल हुए 47 रसोई गैस सिलिंडर बरामद हुए और दो लोगों को गिरफ्तार किया गया है। पुलिस के अनुसार हाल ही में भाताड़ क्षेत्र के विभिन्न इलाकों से गैस सिलिंडर चोरी की कई घटनाओं की शिकायतें मिली थीं, जिनकी आधार पर पड़ताल शुरू की गई। CCTV फुटेज और गुप्त सूचना पर Erua क्षेत्र से भगु शाह को गिरफ्तार किया गया, उनके कब्जे से तीन सिलिंडर मिले। हिरासत की अनुमति पिछले बुधवार बर्दमान अदालत ने दी। पूछताछ में पता चला कि चोरी के सिलिंडर बोलगोना बाजार के एक गैस मरम्मत की दुकान में बेचे गए थे। इसके तुरंत बाद गुरुवार सुबह पुलिस ने बोलगोना बाजार के गैस ओवन मरम्मत की दो दुकानों से 47 अवैध गैस सिलिंडर बरामद किए। घटना में दुकान मालिक मंगल मुंशी को गिरफ्तार किया गया है और उसे भी बर्धমান अदालत में पेश किया गया। बाइट 1: साईं मुंशी (धृत के पुत्र), बाइट 2: अब्दुल बसीर (स्थानीय), बाइट 3: स्थानीय.
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 13, 2025 11:22:48
Durgapur, West Bengal:বনদপ্তরের জমিতে বেআইনি ভাবে চলা মোরাম খাদান বন্ধের নির্দেশ, খাদাধ চালু করতে হবে এই দাবি রেখে প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ বনদপ্তরে। রুজি রুটি স্বার্থে কাজ করতে দিতে হবে দাবি তাদের, পাল্টা বক্তব্য সরকারি জমিতে কোনো বেআইনি কাজ করা যাবে না জানাল বন দপ্তর। কয়েক বছর ধরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাঁশগড়া, হেঁতেডোবা ও কমলপুর এলাকায় বাস করছেন কয়েকশো বাসিন্দা। এলাকায় পাথর খাদানে কাজ করেই জীবিকা নির্বাহ করে আসছেন এই এলাকার কিছু মানুষজন কয়েক বছর ধরে। কিন্তু হঠাৎ করে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে এই বেআইনি পাথর বা মোরাম খাদান, তাই এলাকার প্রায় শতাধিক স্থানীয় মানুষ বৃহস্পতিবার সকাল থেকেই উখড়া রেঞ্জ অফিস লাউদোহা শাখার দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। কাজ হারিয়ে মানুষজনের দাবি , কাজ ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভরত স্থানীয়দের একাংশ হুমকির সুরে বলেন, তারা যেভাবে কাজ করছিলেন সেই কাজ ফিরিয়ে দিতে হবে নইলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এলাকায়। কাজ হারানো গোবিন্দ হেমরম ও সদাশিব ভূঁইয়ারা জানান, তারা এই এলাকায় বহু বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ হঠাৎ করে প্রশাসন যদি এসে বলে কাজ বন্ধ তাহলে তারা কোথায় যাবে? সদাশিব বাবু জানান, এই খাদানগুলির ওপর area's অনেকেই যুক্ত , আজ প্রায় এক বছর হয়ে গেল খাদান বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সমস্যায় পড়েছেন তারা। গোবিন্দ হেমব্রম বলেন দীর্ঘ বছর ধরে তারা এই খাদানে কাজ করছেন, বনদপ্তর কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন তারা। তাদের দাবি একটাই "কর্মসংস্থান চাই পেটের ভাত চাই"। অন্যদিকে উখরা বনবিভাগ রেঞ্জের রেঞ্জ আধিকারিক বিশ্বজিৎ মাল জানান, সরকারি নির্দেশ মত বন বিভাগের জমিতে যে খাদান গুলি চলছিল সেই খাদান গুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক সংশ্লিষ্ট খাদান গুলিতে হস্তক্ষেপ করেছে বন বিভাগ। এদিন বিক্ষোভকারীরা বন বিভাগের আধিকারিকের কাছে একটা দাবি সনদ তুলে দেয় । দাবী সনদ হাতে নিয়ে বন বিভাগ আধিকারিক বিশ্বজিৎ बाबু জানান, যেহেতু এতগুলো মানুষের রুজি রুটির ব্যাপার রয়েছে তাই তিনি এই মানুষদের দাবি সনদটি তার উচ্চতর আধিকারিকদের কাছে পাঠাবেন। তবে এখন দেখা বিষয় প্রশাসন এতগুলো মানুষের জন্য কি সুবিচার করে। অন্যদিকে এই ঘটনা নিয়ে শাসক - বিরোধী তরজা শুরু হয়েছে । ছবি 2C তে ফাইল নাম 1311ZG_DGP_MORAM_AGI_R
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 13, 2025 11:22:33
Dihierench, West Bengal:দিঘা জগন্নাথধাম মন্দিরের নিরাপত্তা বাড়ানো হলো।দিল্লির বিস্ফোরণের জেরে সতর্ক প্রশাসন দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর ও উদয়পুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষত দিঘার জগন্নাথ ধাম মন্দিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরের সবকটি প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও স্ক্যানার। পাশাপাশি দিঘার বিভিন্ন প্রান্তের সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকারিতা খতিয়ে দেখা হয়েছে। বাড়ানো হয়েছে QRT (Quick Response Team) টিমের উপস্থিতি。 গতকাল দিঘা জগন্নাথধাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে পরিদর্শন করেন পূর্ব মেদিনিূর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার একাধিক পুলিশ আধিকারিক। তাঁরা সাইকেলে চেপে সৈকত নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। দিঘা-ওড়িশা সীমান্তে চালু হয়েছে ২৪ ঘণ্টা নাকা-চেকিং ব্যবস্থা। পাশাপাশি দিঘা ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে পুলিশ পেট্রোলিং。 আজ দিঘা জগন্নাথ মন্দিরের সামনে সাংবাদিক বৈঠক করেন কাঁথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। তিনি জানান, পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে। বাইট: শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, কাঁথি।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 13, 2025 11:21:56
Kaji Chak, West Bengal:এনামুরেশেন ফর্ম বিলি করে ফের ফর্ম জমা নেওয়া ছাড়া ডাটা এন্ট্রি করতে পারব না এই দাবি নিয়ে মেদিনীপুর সদর বিডিওর কাছে হাজির হলো বিএলওরা। তারা দরখাস্ত আকারে জানিয়ে দেয় তাদের পক্ষ ডাটা এন্ট্রির কাজ করা সম্ভব নয়। এমনিতেই নাওয়া খাওয়া ভুলে ফর্ম বিলি করতেই রাত্রি হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে সেই ডাটা এন্ট্রির কাজটাও মোবাইলের মাধ্যমে একসঙ্গে করতে হবে। ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এক একটা এন্ট্রি করতেই ৫থেকে ১০মিনিট সময় লেগে যাচ্ছে।তাছাড়া মাঝে মাঝেই সার্ভার ডাউন হয়ে গেলে প্রচুর সময় লেগে যাচ্ছে। এর পাশাপাশি সমস্যাও রয়েছে যে বহু বিএলও মোবাইল বিষয়ে সরগড় নয়। বহু লোকের আবার এন্ড্রোয়েড ফোনটাও নেই। স্বাভাবিক ভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তার মধ্যে কোনভাবেই এই কাজ করা সম্ভব হবে না। তাদের দাবি ডাটা এন্ট্রি করার জন্য আলাদা লোক নিয়োগ করা হোক, তারা সহযোগিতা করে দেবে। এদিন, মেদিনীপুর বিডিও অফিসে ট্রেনিং ছিল বিএলও দের ট্রেনিং চলাকালীন ডাটা এন্ট্রি তাদের কেই করতে হবে জানতে পেরে তারা সোজা হাজির হয়ে যায় বিডিও র কাছে। তারা লিখিত আকারে একটি দরখাস্ত দেয়, যেখানে বলা হয় তারা ডাটা এন্ট্রির কাজ করতে পারবে না, ডাটা এন্ট্রির কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। পরে বিডিও কাহেকাশেন পারভিন বলেন, বি এল ওদের কাছ থেকে তাদের অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি ইআরও কে জানাবো। ওরা অ্যাসিস্ট্যান্ট বিএলও পাবেন, কি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে, সেটা উনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে。
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 13, 2025 10:45:02
Dihierench, West Bengal:*SIR আতঙ্ক কোলাঘাটে — ফর্মে ছবি গলদে চরম বিভ্রান্তি!* কোলাঘাটঃ রাজ্যজুড়ে এখন SIR-র কাজ চলছে। নির্বাচনের আগে দ্রুত এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। BLO-দের প্রশিক্ষণ দিয়ে জোরকদমে ফর্ম বিলি ও আপলোডের কাজ চলছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বুথে দেখা দিয়েছে চরম গলদ। জানা গেছে, ৩৭ নম্বর বুথে অশোক ঘাঁটার ফর্মে এক অজ্ঞাত মহিলার ছবি এবং বিমলা দাসের ফর্মে এক অচেনা পুরুষের ছবি এসেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবারগুলিতে। তাদের আশঙ্কা— একজনের ফর্মে ভুল থাকলে পরিবারের বাকিদের ফর্মও বাতিল হতে পারে, ফলে নাগরিকত্ব হারিয়ে উদ্বাস্তু হওয়ার ভয়। যদিও BLO জানিয়েছেন, ভুল ছবি পরিবর্তনের সুযোগ রয়েছে। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজনৈতিক দলগুলির নেতারা। তাঁদের দাবি, ২৩ বছর অন্তর হওয়া এই কর্মসূচিতে এমন ভুল গ্রহণযোগ্য নয়, কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে সাধারণ মানুষকে ভবিষ্যতে ভোগান্তি পোহাতে না হয়।
1
comment0
Report
Advertisement
Back to top