Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

बारुईपुर में खेल मैदान के पास जंगल से ताज़ा बम बरामद, इलाके में हड़कंप

TCTathagata Chakraborty
Nov 16, 2025 11:48:38
Baruipur, West Bengal
খেলার মাঠের পাশে জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর: খেলার মাঠের পাশে জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। রবিবার দুপুরে বারুইপুর পশ্চিম বিধানসভার শংকরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরপুর এলাকার মাঠ সংলগ্ন জঙ্গল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়। হঠাৎ এমন বিপজ্জনক বিস্ফোরক পাওয়া যাওয়ায় আতঙ্কে area's সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল ঠিক খেলার মাঠের লাগোয়া হওয়ায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকে, বাচ্চারা খেলাধুলা করে। এমন পরিস্থিতিতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত。 ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গেই খবর দেয় বারুইপুর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছছে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাগুলি যেভাবে ঝোপের আড়ালে রাখা ছিল, তাতে স্পষ্টই বোঝা যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে দিয়েছিল। কারা বা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি সেখানে রেখে গিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ。 স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কিছুদিন ধরেই অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় বারুইপুর জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
126
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Nov 16, 2025 13:04:35
62
comment0
Report
NRNarayan Roy
Nov 16, 2025 13:04:25
Siliguri, West Bengal:কল্যান ব্যানার্জির মন্তব্যের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নেওয়ার ঘোষনা রাজ্যপালের। রবিবার শিলিগুড়িতে রোজগার মেলায় যোগ দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ একাধিক ধারা ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।তিনি স্পটত জানান , এই ধরনের মন্তব্যের জেরে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হল তাকে৷ যদি ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে৷ ন্যায়সংহিতার ১৫১ , ১৫২ , ১৯৭ , ১৯৬ (১) এবং ৩৫৩ (১) , ৩৫৩ (২) ধারায় মামলা রজু করা হবে৷ ইতিমধ্যেই স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়েছে৷ তবে এই অভিযোগ জমা দেওয়ার পরও আদেও কোন কাজ হবে কি না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন তিনি। তিনি জানান , পুলিশ কি কাজ করছে তার দেখার দ্বায়িত্ব পুলিশ মন্ত্রীর। সেটা মুখ্যমন্ত্রী নিজেই।
64
comment0
Report
STSrikanta Thakur
Nov 16, 2025 13:04:14
Dinajpur, Rangpur Division:এক ভারত আত্মনির্ভর ভারত এবং যুবকদের মধ্যে দেশাত্মবোধ কে জাগরিত করতে এই স্লোগান কে সামনে রেখে চলতি মাসের ১৭ ১৮ ১৯ তারিখে সমগ্র দেশের সাথে সাথে দক্ষিণ দিনাজপুরেও একতা যাত্রার আয়োজন করা হবে। জেলার তিনটি জায়গায় একতাযাত্রায় অংশগ্রহণ করবেন মূলত যুবকরা। বালুরঘাটের মালঞ্চা থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড। পরানপুর বাস স্ট্যান্ড থেকে পতিরাম এবং তারপরের দিন হরিরামপুর বিধানসভার ধুমসা দীঘি থেকে পুরনো বুনিয়াদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই একতাযাত্রায় অংশগ্রহণ করবেন যুবকরা। সুকান্ত মজুমদার রবিবার দুপুরে তার সাংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। তিনি বলেন যুবকদের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করতে স্বদেশী জিনিস ব্যবহারের উৎসাহিত করতে এবং নেশা মুক্ত ভারত গড়তে এই যাত্রা আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন সাংসদ
58
comment0
Report
ALArup Laha
Nov 16, 2025 13:03:28
Belna, West Bengal:প্ৰত্যেকটি বুথের যুব তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মেমারী কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয় রবিবার। মূলতঃ ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের দিক নির্দেশ দেওয়া হয় এই কর্মশালার থেকে। চলছে SIR-এর ফর্ম পূরণ করার পালা, কারও যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশে থাকার জন্য বলেন উপস্থিত নেতৃত্ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘বাংলা ডিজিটাল যুদ্ধা।’ যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তুলে ধরার অন্যতম হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বাংলার ডিজিটাল যোদ্ধা প্লাটফর্মে যুব তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকদের এগিয়ে আসার আহ্বান করা হয় এবং যাতে এই প্ল্যাটফর্ম কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য সকল কর্মী সমর্থকদের একযোগে কাজ করতে বলেন স্বপন দেবনাথ । এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও,বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজবিহারী হালদার, জেলা এসটি-ওবিসি সেলের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “প্রত্যেকটি বুথের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কর্মী সমর্থকদের পৌঁছতে হবে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধা বুঝতে হবে।” পাশ ব্যাপ্তির পাশাপাশি এদিন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, “১৮-৪০ বছর বয়সি যুব কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির চলে। আগামীদিনে কীভাবে যুবকর্মীরা কাজ করবে সেই নির্দেশ দেওয়া হলো।
103
comment0
Report
PCPartha Chowdhury
Nov 16, 2025 13:03:07
Bardhaman, West Bengal:স্টেশনের পাশে দাউদৌ আগুন। আগুনের কুন্ডলী পাকিয়ে ছড়িয়ে গেছে এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ। পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশনের পাশের এলাকার ঘটনা। ঘটনাস্থলে বিধায়ক। রবিবার দুপুরে মশাগ্রাম রেলস্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের পাশে আগুন লাগে। জানা গেছে, রেলের কাজে ব্যবহৃত দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিক পাইপে হঠাৎ করে আগুন লেগে যাবার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকার । দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ। তাদেরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থল থেকে। হঠাৎ কী কারণে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটলো সে বিষয় নিয়ে কোন কিছু বুঝতে পারেননি এলাকার স্থানীয়রা। স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর দুটো নাগাদ হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। ভয় পেয়ে যান মশাগ্রাম স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের পাশে থাকা বেশ কয়েকটি দোকান মালিক সহ এলাকার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পর উপস্থিত হয় দমকল বাহিনী। উপস্থিত হন জামালপুর থানার আধিকারিকেরা। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে আসেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। তিনি জানান, তিনি দমকলকে খবর দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনা রেলের উদাসীনতার নির্দশন। একইসাথে জাতীয় সম্পত্তির অপচয়। রেলের ব্যবস্থা নেওয়া উচিত। বাইট : ১) অলোক মাঝি।
85
comment0
Report
AMAshok Manna
Nov 16, 2025 13:02:43
Kolkata, West Bengal:আজ বিকাল ৫ টা নাগ াদ দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার বিজেপি সভানেত্রী সোমা ঘোষের নেতৃত্বে এসপি অফিসে মৌখিকভাবে অভিযোগ জানাতে এলেন বিজেপি কর্মীদের নিয়ে । কয়েকদিন আগে সন্ধ্যায় সময়ে ডায়মন্ড হারবার স্টেশন রোডের মুখে ও এম বাজারে সামনে জাতীয় সড়কের পাশে। লাড্ডু বিতরণের পর বিজেপির ১০- ১৫ জন কার্যকত্রারা একত্রিত হয়ে কথা বলছিলেন ঠিক সেই সময়ে ২০-২৫ জনের একটি গ্রুপ লাঠি রড নিয়ে হামলা চালায় বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, এর জেরে ১৫ জন আহতো হয়, তার মধ্যে ৩ জন গুরুতর আহত হয় । বিজেপির নেতৃত্ব বক্তব্য যে জেলা পুলিশ সুপারের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন। উত্তরিম বাগ ও সাগর মন্ডল দুজনেই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ইন্টারনাল হেমারেজের কারণে আজবিজেপি নেতৃত্ব জেলা সভাপতি সহ একাধিক নেতৃত্বব পৈলান এসপি অফিসে এসপির সঙ্গে দেখা করেন ও তাদের সঙ্গে ওনার কাছে তাদের অভিযোগ জানান এমনটাই দাবি করলেন বিজেপি সভানেত্রী সোমা ঘোষ
101
comment0
Report
AMAshok Manna
Nov 16, 2025 13:02:28
Kolkata, West Bengal:বিশ্ব সুগার দিবস অর্থাৎ ওরাল্ড ডায়াবেটিস ডে পালিত হলো জাগৃতিধামে মেতা দান ফাউন্ডেশন এর পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ইবিজা মারলিনে জাগৃতিধামে সুগার রোগীদের নিয়ে বিশ্ব সুগার দিবসে সচেতন মূলক শিবির আয়োজন করলেন মেতা দান ফাউন্ডেশন এর চেয়ারম্যান তথা ডাক্তার দেবাশীষ বাসুর উদ্যোগে। তিনি জানান সারা বিশ্বের প্রায় ছোট ছোট শিশুরা আক্রান্ত প্রায় দু'লক্ষের ওপরে সুগার রোগে আক্রান্ত। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ এই রোগের শিকার অর্থাৎ এই সকল মানুষদের রক্ষা করার জন্য। বর্তমানে সরকার ইনসুলিন সরবরাহ করছে কিন্তু আগে ইনসুলিন পাওয়া যেত না সে ক্ষেত্রে ছোট ছোট শিশুদের প্রাণ বাঁচানো জন্য এগিয়ে আসে ডাক্তার দেবাশীষ বাসু আজ থেকে বেশ কয়েক বছর আগে পথ চলা এই ফাউন্ডেশনের ।এ বছরে এই সুগার রোগীদের নিয়ে বিশ্ব সুগার দিবস পালন করলেন। সচেতনার মধ্যে দিয়ে ও আনন্দদানে, খাদ্যাভাস ও শরীরচর্চার মধ্যে দিয়ে রোগীকে সুস্থ করে রাখা যায় এমনটাই জানালেন। সারাদিন বিভিন্ন অনুষ্ঠান সহ বৃক্ষরোপণের মোর দিদি আজকের এই দিনটি পালিত হলো。
84
comment0
Report
BSBidhan Sarkar
Nov 16, 2025 11:49:39
Chinsurah, West Bengal:হুগলির পোলবার মহানাদে সিএএ সহায়তা কেন্দ্র উদ্বোধনে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।একহাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে জগন্নাথ সরকার বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্ত অসভ্য লোক এই দলেই মানায় তাকে কারণ তিনি উপরাষ্ট্রপতি অঙ্গভঙ্গি নকল করে মিম করেন, তার দলের সংসদের প্রতি অভিযোগ তোলেন আমার মনে হয় তিনি পাগল হয়ে গেছেন। আজকের রাজভবনে নিরাপত্তায় পশ্চিমবঙ্গ পুলিশ, রাজভবনে যদি বোম পিস্তল ঢোকায় তাহলে তাদের সেটা ভালো জানা আছে তাহলে তারা সেটা ধরুক। এই সমস্ত ইতরতম কথা অসভ্য কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা এদের মত চরিত্রহীন মানুষের দ্বারাই সম্ভব। আমার তো মনে হয় কোন কথা বলতে গেলে তার প্রমাণ দেয়া দরকার একটা সাংসদ বলে যা খুশি বলে দেওয়া উচিত নয়, আমার তো মনে হয় উনাকে গ্রেফতার করে প্রমাণ চাওয়া উচিত নাহলে গারদে ভরে দেয়া উচিত। রাজ্যপাল কার সঙ্গে দেখা করবেন এবং কি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এর দায়ভার পশ্চিমবঙ্গ পুলিশ কে নিতে হবে , রাজভবনের গোলাবারুদ কি করে এলো এবং তা কার কাছে যায় তা দেখতে হবে না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে চার সিট পেশ করে তাকে জেলে ঢোকাতে হবে কারণ যা খুশি তিনি করতে পারেন না। একটা সাংবিধানিক প্রধানের উপরে এই জঘন্যতম অভিযোগ আমি মনে করি দণ্ডনীয় অপরাধ。 মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআইকে চার্চিল দেওয়াতে সবুজ সংকেত দিয়েছে লোকপাল সেই প্রসঙ্গে তিনি বলেন এটা হওয়া উচিত আমরা জানি ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন এবং সেই উন্নয়নটা করাপশন মুক্ত হোক তাই জন্য তার জন্য লোকপাল কঠোরতম আইন আমরা পাস করিয়েছি এবং সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত তার দায়ভুক্ত হতে পারে তাহলে সেখানে একজন সাংসদ তার বিরুদ্ধে তদন্ত হতেই পারে। সেখানে মহুয়া মৈत्रের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে টাকা নিয়ে কোশ্চেন করা এবং বিভিন্ন অভিযোগ তার তদন্ত যদি লোকপালের মাধ্যমে হয় করতেই পারে। তবে শুধু মহুয়া মৈত্রই নয় যেকোনো সাংসদ এরকম কাজ করলে তার শাস্তি হওয়া উচিত রাজনীতি থেকে দুর্নীতিমুক্ত করতে এই আইন আমরা এনেছি। এসএসসি একাদশ - দ্বাদশ ভেরিফিকেশন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ নিয়ে তিনি বলেন এই পরীক্ষা ব্যবস্থাটা তৃণমূলের হাতে পড়লে এরকমই হবে। আসলে কথায় আছে না শিয়ালকে মুরগির দায়িত্ব দিলে এটা কখনো নিরাপদ থাকে না। তাই তৃণমূল রাজত্বে এগুলো কখনো নিরাপদ থাকতে পারে না। তাই সংশয় একটা থেকেই যায় জানিনা কিভাবে নাম্বার দিয়েছে কি করেছে, কোশ্চেন পেপার যিনি সেট করেছেন সেটা আদৌ তৃণমূলের কাছে পৌঁছেছে কিনা পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ আর এদের প্রতি জনতারও কোনো বিশ্বাস নেই। তাই যা হওয়ার তাই হয়েছে。 এসআই আর বিরোধীতাই মথুয়া মঞ্চে বারবার হাজির বাম কংগ্রেস সেই প্রসঙ্গে তিনি বলেন মথুয়ারা ভারতের নাগরিকত্ব চাই এবং সেটা তাদের বিজেপি দিচ্ছে। কিছু পয়সার লোভে কেউ যদি কিছু বিভ্রান্ত কর বিবৃতি দিয়ে থাকে তার দায় কিন্তু সম্পূর্ণ তাদের। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে এই আশ্বাস তাদের দিয়েছিলেন এবং সেই কথা তিনি রাখছেন। বিজেপির প্রতি ভরসা রাখুন অহেতুক বাজার গরম করে তৃণমূল এবং সিপিএমের পয়সায় যাতে কেউ দেশবিরোধী কার্যক্রমে শামিল যাতে না হয় আমি মতুয়া ঘরের সন্তান হিসাবে সেটাই আমি তাদেরকে বলব। রামমোহন রায় প্রসঙ্গে তিনি বলেন আমি তার বিবৃতি শুনিনি রামমোহন রায় আমাদের ভারতবর্ষের অত্যন্ত শ্রদ্ধেয়নীয় একজন। আমরা তাকে স্মরণ শ্রদ্ধা করি তিনি সমাজ সংস্করণ ছিলেন হিন্দু ধর্মকে তিনি বাঁচিয়েছিলেন এটাই আমরা জানি। এই বিষয়ে কি কি বলেছে সে আমার অধীনে নয় আমাদের অন্যত্র যারা আছে তারা বিচার করবে।
132
comment0
Report
MMManoranjan Mishra
Nov 16, 2025 10:47:52
Purulia, West Bengal:পুরুলিয়া : SIR এর ফর্ম এসেছে একাধিক মৃতদের নামে । অথচ একাধিক জীবিত ভোটারদের নাম নেই SIR এর ফর্মে। এমন আজব কান্ড পুরুলিয়ার জয়পুর বিধানসভার আড়ষা ব্লকের ২৫৩ নম্বর বুথে । SIR এর ফর্ম না পিয়ে চিন্তায় ঘুম ছুটেছে গ্রামবাসীদের । ২৫৩ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ৬৯৭ জন। বুথের সেই তালিকায় জীবিত ব্যক্তিদের মধ্যে রেনুবালা কুমার, বিজলা কুমার, সাহেব কুমারকে মৃত বলে উল্লেখ রয়েছে । অথচ তাদের পরিবারেরই গতিলাল কুমার, দীনেশ কুমার, উমাচরণ কুমার কে জীবিত বলে উল্লেখ রয়েছে । রেণুকাবালা কুমারর ছেলে দীনেশ কুমার গত বছর আগস্ট মাসে দুর্ঘটনায় মারা যান। গত বছর লোকসভা নির্বাচনে রেনুকাবালা কুমার ভোটদান করেন । কিন্তু সদ্য প্রকাশিত ভোটার তালিকায় দীনেশ কুমার জীবিত এবং তাঁর মা রেনুবালা কুমারকে মৃত বলে উল্লেখ রয়েছে । সেইমতো মৃত দীনেশ কুমারের নামে এমুনারেশন ফর্ম এলেও রেনুবালা কুমর সেই ফর্ম পাননি । একই বুথের বাসিন্দা গতিরাম কুমার গত বছরের জানুয়ারি মাসে মারা যান। অথচ নির্বাচনী তালিকায় তাঁর নাম থাকলেও তাঁর স্ত্রী বিজলা কুমারকে মৃত হিসেবে দেখানো হয়েছে । মৃত ব্যক্তির নামে এমুনারেশম ফর্ম এলেও জীবিত মহিলা বিজলা কুমার সেই ফর্ম পাননি । একই বুথের বাসিন্দা উমাচরণ কুমার ২০১৯ সালে মারা গেলেও তার নাম নির্বাচনী তালিকায় রয়েছে । তাঁর নাতি সাহেব কুমারের নাম নেই নির্বাচনী তালিকায় । মৃত দাদুর নামে এমুনারেশন ফর্ম এলেও বঞ্চিত তাঁর জীবিত নাতি। এমুনারেশম ফর্ম না পেয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা । কিভাবে এই সমস্যার সমাধান হবে ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা । বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি তৃণমূল দুপক্ষই। যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় আড়ষা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল সরকার । বাইট : ১) রেনুকা বালা কুমার (গ্রামবাসী) ২) বিজলা কুমার (গ্রামবাসী) ৩) সুশেন মাঝি (তৃণমূল জেলা নেতা) ৪) জয়দীপ্ত চট্টরাজ (জেলা বিজেপি নেতৃত্ব) ৫) গোপাল সরকার (বিডিও, আড়ষা ব্লক)
144
comment0
Report
KMKIRAN MANNA
Nov 16, 2025 10:47:39
Dihierench, West Bengal:নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্প এ ভাঙচুর চালালো বিজেপি। অভিযোগ তৃণমূলের উত্তপ্ত নন্দীগ্রাম।।নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চল তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প তৈরী করা হয়। এলাকার ভোটার দের SIR সংক্রান্ত ভয় ভীতি দূর করে তাঁদের পাশে দাড়িয়ে তাঁদের SIR ফর্ম ফিলাপ সহ নানা সমস্যার সমাধানের জন্য পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে পাশে দাঁড়াচ্ছেন ঠিক সেই সময়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের অভিযোগ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উস্কানি মূলক বক্তব্য এর জেরে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে বিজেপি ভাঙচুর চালাচ্ছে। এতেই স্পষ্ট নন্দীগ্রামের সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদিও বিজেপির পক্ষে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
176
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 16, 2025 10:17:03
Kalna, West Bengal:বাড়িতে একা পেয়ে কালনার নাদনঘাট থানায় এলাকায় গভীর রাতে এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে রবিবার সকালের পর ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত এলাকারই এক প্রতিবেশী যুবক। অভিযুক্ত যুবকে আজ রবিবার দুপুরে গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এইরকম অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা_giেছে ওই বৃদ্ধা একাই থাকতেন রবিবার গভীর রাতে ওই যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃদ্ধার শরীরও একাধিক আঘাত রয়েছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় কালনা হসপিটাল। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
126
comment0
Report
STSrikanta Thakur
Nov 16, 2025 10:16:16
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত এসআইআর সহায়তা ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের ফরম ফিলাপে সাহায্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার। এস আই আর অবহে সমগ্র জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সহায়তা ক্যাম্প খুলেছে এবং সেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরা এসআইআর এর ফরম ফিলাপের সাহায্য করছেন সাধারণ মানুষকে। বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড সুকান্ত মজুমদার এর পুরনো পাড়া। এই পাড়াতেই বেড়ে উঠেছেন তিনি। এমনকি শেষ লোকসভা নির্বাচনেও তিনি এই পাড়া থেকেই লড়াই করেছেন। নিজের পুরনো পাড়ায় ফিরে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বেশ কিছু বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন কিভাবে ফরম ফিলাপ চলছে সেই বিষয়ে। অনেক বাসিন্দাকেই নিজের হাতে ফরম ফিলাপ করে দিয়েছেন তিনি। বলছেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সকলেই মোটামুটি ঠিক মতই ফরম ফিলাপ করছেন। বালুরঘাট শহরে বিজেপির ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ ভিড় করছে। সহায়তা ক্যাম্প পরিদর্শনের পর রবিবার সারাদিন তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
58
comment0
Report
Advertisement
Back to top