Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

शुभेंदु अधिकारी ने 2026 के चार मुद्दों पर भाजपा की रणनीति बताई

KMKIRAN MANNA
Oct 13, 2025 15:31:48
Dihierench, West Bengal
শুভেন্দু অধিকার____ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার আয়োজনে বিজয়া সম্মেলনিতে শুভেন্দু অধিকারী। কাঁঠির টাউন হলে বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন---দেবিপক্ষের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে মন্ডপ উদ্বোধন করে অনাচার ডেকে এনেছেন। তাতে মা দুর্গা রুষ্ট হয়ে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছেন। ২০২৬-এর নির্বাচনে মূলত চারটি ইস্যুতে ভোট লড়বে বিজেপি। ১) নারী সুরক্ষা ২) তৃণমূল প্রতিষ্ঠান বিরোধিতা, যে সর্বনাশটা সাড়ে ১৪ বছর হয়েছে সেটা ৩) বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা ৪) নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্পপত্র দেবে, যা অন্যান্য রাজ্যে বিজেপির পূরণ করেছে এই চারটি সংকল্পকে সামনে রেখে ভোট লড়বে। ৪৬ পারসেন্ট ভোট নিয়ে বিজেপি সরকারে আসছে। ভোটের আগে বিজেপি সংকল্প পত্র ঘোষণা করবে দুয়ারে দুয়ারে যাবে বিজেপি। মূলত চারটি বিষয় থাকবে সংকল্প পত্রে। মহিলাদের জন্য আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় গ্যাস, সরকারি বাসে ফ্রি আর ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে স্বাস্থ্য বীমা ছাড়। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব ও তার。 সিঙ্গুর ছাড়ার আগে রতন টাটা বলে গিয়েছিলেন আমার মাথায় বন্দুকের ট্রিগার রেখে আমাকে এইভাবে করল। আমি খারাপ এম কে ছাড়লাম। ভালো এম এর কাছে গুজরাট যাচ্ছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে ছাড়লাম নরেন্দ্র মোদির কাছে যাচ্ছি。 উদয়ন গুহের হুমকি প্রসঙ্গে বললেন ওসব কাগজের বাকদের দেখা আছে। ওর মালিক কে আমি হারিয়েছি। উনি সাধারণ ভোটে হেরেছেন। অশোক প্রমাণিকের কাছে হেরেছে আরেকবার নিশিত প্রামাণিকের কাছে হেরেছে。 রাজীব কুমার প্রসঙ্গে বললেন সারদার সব এভিডেন্স ডেস্ট্রোয়েড করেছেন রাজীব কুমার।মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য。 বাইট শুভেন্দু অধিকারী。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Oct 13, 2025 15:22:27
Bardhaman, West Bengal:বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা। কলেজে চলছে টিচার্স কাউন্সিলের মিটিং। বাইরে যুযুধান দু পক্ষ। দুই 학생 গোষ্ঠীর মধ্যে শ্লোগান-পাল্টা শ্লোগান চলতে থাকে। মেডিকেল কলেজে পুলিশের বিশাল বাহিনী ও র‍্যাফ। কলেজে হচ্ছে টিচার কাউন্সিলের মিটিং। একাংশ ছাত্রদের দাবী কলেজের হস্টেল থেকে মদ বিক্রি হয়েছে।সে বিষয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম।কলেজের সিদ্ধান্ত জানতে এসেছি। অন্যপক্ষের দাবী বহিরাগতরা কলেজে এসেছে,তারই প্রতিবাদে আমরা এসেছি। বর্ধমান মেডিকেল কলেজের হাউসস্টাফ শুভ্রনীল ঘোষ এক পক্ষের তরফে জানান, সেপ্টেম্বরে স্পন্দন মেডিকেল কলেজে 'স্পন্দন' অনুষ্টানে বয়েজ হোস্টেলের একটি রুম থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হয়েছিল। আমরা তার বিচার চাই। আমাদের কথা না শুনে বার করে দেওয়া হয়। তাই ধর্নায় বসেছি আমরা। তিনি জানান, কলেজে বৈঠক হচ্ছে।সেই বৈঠকের ফলাফল জানতে আমরা শান্তিপূর্ণ ভাবে বসে আছি। অন্যদিকে অন্যপক্ষের অভয়া আন্দোলনের সাথে যুক্ত ছাত্র প্রহ্লাদ অধিকারীর দাবী, কলেজে সুস্থ ও শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে।অসাধু লোকজনদের বের করে দিতে হবে। যারা এখানে এসেছে তাদের বিরুদ্ধেই অনেক অভিযোগ আছে। আমরা চাইছি কলেজে কেনো জঞ্জাল না থাকে।কলেজে এদের ঢুকতে দেবো না। প্রহ্লাদ অধিকারী আরো বলেন, 'এখানে লোকে ডাক্তার হতে এসেছে। রেপিস্ট হতে নয়। দাগীদের আমরা কলেজে ঢুকতে দেব না। গোটা কলেজ তাই চায়। ' এই নিয়ে উত্তেজনা কলেজে। এর আগে কলেজের সোসালে মদ খাওয়ার ছবি ভাইরাল হয়। তা নিয়েই বিতর্ক শুরু হয় । সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
AMAshok Manna
Oct 13, 2025 15:22:06
0
comment0
Report
ANArnabangshu Neogi
Oct 13, 2025 14:38:06
Kolkata, West Bengal:সেলিম * মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদের ওপর দোষ দিচ্ছেন। ওনার ক্ষমা চাওয়া উচিৎ। এর পর বলবে স্কুলে কলেজে যায় কেন? পুলিশ তো দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। আরজি করে কিন্তু মেয়েটি বাইরে বের হয়নি। কসবা ল কলেজে তৃণমূলের নেতা জড়িত। * রাজীব কুমার : সাধারণ মানুষ বুঝতে পারবে। ছয় বছর ধরে কি করল? কেন্দ্রীয় সরকার IPS কে IAS আসনে বসার অনুমতি দিয়েছিল। আদতে তদন্ত হল না। সব সোশ্যাল সাইটে নজরদারি করছে। কেন্দ্রীয় সরকার জানে। * সৌগত রায় : উনি কি এই ব্যাপারে অধ্যাপনা করেছেন? এই জন্যে মুখ্যমন্ত্রী ভুল ভাল বলছেন। * মমতা আমাদের সব বোকা মনে করেন। পুলিশ কলেজ সবাই আসলটা বলেছে। শুক্রবারের ঘ্টনাম উনি রবিবার বলছেন। মিথ্যাবাদী নম্বর ওয়ান, আমাদের রাজ্যে। মিথ্যা সাজাতে সময় লাগল। * আরজি কর কেন সব বাবা মায়ের বলা উচিত (মেয়ে হাসপাতালে ছিল) * যারা ধরা পড়েছে এদের আবার হোম গার্ডে চাকরি দেবে মমতা। * মমতা ভুটান সরকার: উনি দক্ষিণ বঙ্গে বন্যা হলে DVC এখন বলছেন ভুটান। এখন বলছেন ভুটান ক্ষতিপূরণ দেবে। মোদী মত মমতা পাশাপাশি রাজ্যের সঙ্গে খারাপ সম্পর্ক করছে। * শুভেন্দু : যা যা মমতার পায়ের তলা থেকে শিখেছে সেটাই বলছে। * গিয়াসউদ্দিন মোল্লা : আর কারও নাম আছে? এখন তো সংবাদিন সম্মেলনে এদের নাম চলে আসে। তৃণমূলে বিজেপিতে শুধু টাকা নয়। আরও الكثير দিতে হয়। এই শুভেন্দু ট্রিনুলে ছিল সেই সময় অভিযোগ ছিল টাকার বিনিময়ে পদ দিত। * BLO: কমিশন কি করতে চায় সেটা স্পষ্ট নয়। বিহার ওদের মুখে গু লেপে দিয়েছে। * কোচবিহার খুন তৃণমূলের : এই যে লুদের পঞ্চায়েত এদের মধ্যে খুন হচ্ছে খেয়ো খেয়ী কারণে। * অসীম পাত্র: কমিশন অন্যায় করছে। তবে এই মন্তব্য করলে FIR করা উচিত! * কসবা ল কলেজ জামিন: সাক্ষ্য প্রমাণের অভাবে এটা নয়। শাসক দল পুলিশ কে এমন ভাবে ব্যবহার করে যে প্রমাণ জোগাড় হয় না। তাই আদালত বলতে বাধ্য হয় জামিন দিতে। *স্টোরি বাইট ও করা আছে*
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 13, 2025 14:37:01
Howrah, West Bengal:এলাকা দখল ও পুরানো শত্রুতার জেরে লিলুয়া চকপাড়া এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। গতকাল রাতে এক গোষ্ঠী লাঠি এবং রড নিয়ে অন্য গোষ্ঠীর ওপর হামলা করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় স্থানীয় ক্লাবে। মহিলা সহ জখম কয়েকজন। মারধর করা হয় মহিলাদের এমনই অভিযোগ। প্রতিবাদে রুখে দাঁড়ায় মহিলারা।পাল্টা অভিযোগ অন্য পক্ষের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ।এই ঘটনায় দুপক্ষের মোট চারজন কে গ্রেফতার করা হয়।আজ পেশ করা হয় হাওড়া আদালতে। গতকাল রাতের সেই মুহূর্তের উত্তেজনার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঝামেলা। এই নিয়ে কঠোর সমালোচনা করে বিজেপি।হাওड़ा সদর বিজেপির সম্পাদক ওম প্রকাশ সিং জানান তোলাবাজি নিয়ে এই গন্ডগোল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।ডোমজুর ব্লকের তৃণমূল নেতা তাপস মাইতি বলেন দুটো পাড়ার মধ্যে গন্ডগোল হয়।পুলিশ ব্যবস্থা নিয়েছে।এরসাথে তৃণমূলের গোষ্ঠীদ्वন্দ্বের কোনো বিষয় নেই.
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 13, 2025 14:36:47
Katwa, West Bengal:২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান থেকে যদি একটাও আসন আমরা জয়লাভ করি সেটা কাটোয়া বিধানসভা হবে, দাবি জয়পুরের বিজেপি বিধায়কের। সারারাজ্যেই প্রায় ৭০ টী বিধানসভা এলাকায় প্রবাস কর্মসূচি করছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়করা। জয়পুরের বিজেপি বিধায়ক বলেন, গত বিধানসভায় যে কটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি অতিঅল্প মার্জিনে পরাজিত হয়েছে এইরকম প্রায় ৭০টি বিধানসভা আসনে আমাদের বিজেপির বিধায়কগণ দুইদিন করে প্রবাস করছেন। এইদুদিনে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা, মঠ মন্দিরে যাওয়া পাশাপাশি সাধারণ মানুষের কাছে আমাদের চিন্তাভাবনা আরও বেশি করে পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলীয় নির্দেশে আমি এসেছি কাটোয়া বিধানসভায়। বাইট:- ১) নরহরি মাহাতো (জয়পুরের বিজেপি বিধায়ক)
0
comment0
Report
ALArup Laha
Oct 13, 2025 14:36:31
Belna, West Bengal:বর্ধমান স্টেশন দুর্ঘটনা নিয়ে তদন্তে চার সদস্যের কমিটি গঠন পূর্ব রেলের। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটওভার ব্রিজের সিঁড়িতে পদপিষ্ট হয়ে বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় তদন্তে নামলো পূর্ব রেল। রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এই বিষয়ে আরপিএফের পূর্ব রেলের ডিআইজি রফিক আহমদ আনসারী বলেন “চার सदस्यের কমিটি ইনস্পেকশন করে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ইমপ্রুভমেন্ট করা হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।” তিনি আরও জানান, দুর্ঘটনার সময় আরপিএফ মোতায়েন না থাকার অভিযোগ ভিত্তিহীন। “আমাদের স্ট্রেন্থ অনুযায়ী আরপিএফ যথাযথভাবে ডিউটিতে ছিল,” বলেন আনসারী। দুর্ঘটনার পর রবিবার রাতেই আহত আটজন যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে রবিবারই হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছিল। আহত দুই মহিলা עדיין ভর্তি রয়েছেন, যার মধ্যে একজনকে সিসিইউ-তে রাখা হয়েছে। এদিকে সোমবার দিনভর রেলের বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির রিপোর্ট জমা পড়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 13, 2025 14:36:09
0
comment0
Report
PDPradyut Das
Oct 13, 2025 14:35:55
Jalpaiguri, West Bengal:আগামী দশদিনের মধ্যে কামতাপুরী জনজাতির উন্নয়নের ব্যবস্থা না করা হলে উত্তরবঙ্গে দাউদাউ করে আগুন জ্বলবে। সোমবার জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে এমনই হুমকি দিলেন প্রাক্তন কেএলও সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যর দাবিতে ফের সরব হয়েছে তারা। এক্স কেএলও লিঙ্কম্যান মহিলা মঞ সমন্বয় কমিটি নামে একটি সংগঠন গড়ে তুলে আন্দোলনে নেমেছেন প্রাক্তন কেএলও-রা। সংগঠনের पक्ष থেকে সোমবার জলপাইগুড়িতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন সংগঠনের শতাধিক সদস্য। সংগঠনের নেত্রী জ্যোৎস্না রায় বলেন, আমাদের দাবি পৃথক কামতাপুর রাজ্য গঠন করা। এছাড়া কামতাপুরি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার পাশাপাশি আমাদের ছেলেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কামতাপুরি ভাষা ও স্কুল, কলেজ সহ পৃথকভাবে কামতাপুর রাজ্যের ইতিহাস তুলে ধরতে হবে বলে দাবি করেন তিনি। অভিযোগ করে বলেন, উত্তরবঙ্গের কামতাপুরী মানুষরা বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। তাই আলাদা রাজ্য গঠন করা, ছেলেমেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করা, বিদ্যালয় ও কলেজ স্থাপন করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আমাদের এই আন্দোলন।
0
comment0
Report
PDPradyut Das
Oct 13, 2025 14:35:36
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 13, 2025 14:35:02
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হলেন ইন্টার্নরা । এর জেরে সোমবার বিকেল থেকে ব্যাহত হয়ে পড়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা । পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হলেন ডাক্তারি পড়ুয়ারা। প্রথমে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা । পরে অধ্যক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেও সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে সামিল হলেন ইন্টার্নরা । যদিও শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ । কর্মবিরতি থেকে ইন্টার্নদের সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি । বাইট: ১) দেবাঙ্গনা কোলেশর্মা (ডাক্তারি ইন্টার্ন) ২) সব্যসাচী দাস (অধ্যক্ষ)
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 13, 2025 14:34:45
Purulia, West Bengal:पुरুলिया : पुरुलिया গভर्मেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হলেন ইন্টার্নরা । এর জেরে সোমবার বিকেল থেকে ব্যাহত হয়ে পড়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডिकल কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা । পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হলেন ডাক্তারি পড়ুয়ারা। প্রথমে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা ।  পরে অধ্যক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেও সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে সামিল হলেন ইন্টার্নরা । যদিও শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ । কর্মবিরতি থেকে ইন্টার্নদের সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি । বাইট: ১) দেবাঙ্গনা কোলেশর্মা (ডাক্তারি এন্টার্ন) ২) সব্যসাচী দাস (অধ্যক্ষ)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 13, 2025 12:38:10
Howrah, West Bengal:एला्का दखл ओर पुरान ओषटुरता के कारण लिल्लोया চকপाड़ा इलाके میں सत्ता पक्ष के दो गुटों के संघर्ष। गतकल रात एक गुट लाठি और रॉड लेकर दूसरे गुट पर हमला करने का आरोप लगाता है। स्थानीय क्लब में तोड़फोड़ की गई। महिला सहित कुछ घायल। मारधाड़ की ऐसी ही शिकायत। विरोध में महिलाओं ने खड़े होकर रोकथाम की। प्रतिवाद में दूसरे पक्ष ने भी आरोप लगाए। खबर मिलते ही Lilua थाना पुलिस मौके पर पहुँची। इस घटना में दोनों पक्षों के कुल चार लोगों को गिरफ्तार किया गया। आजokat अदालत में पेश किया गया। गत रात की उस ज्वाला-भड़की तस्वीर सीसीटीवी कैमरे में कैद। प्रारंभिक जांच में पुलिस पुरानी दुश्मनी के कारण इस झगड़े का अनुमान लगा रही है। इस मुद्दे पर बीजेपी ने कड़ी आलोचना की। हावड़ा सर्कल बीजेपी के सचिव ओम प्रकाश सिंह ने बताया कि यह तौलाबाज़ी के बारे में गड़बड़झाला था, जबकि तृणमूल के पक्ष से इस आरोप को अस्वीकार किया गया। domjur ब्लॉक के तृणमूल नेता तापस माईती ने कहा कि दो मोहल्लों के बीच झगड़ा हुआ। पुलिस ने उचित कदम उठाए। इसके साथ तृणमूल गुट-द्वंद्व के बारे में कोई बात नहीं।
0
comment0
Report
Advertisement
Back to top