Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

कटनी नगरपालिका ने विपक्षी नेता के घर के सामने ड्रेन सुधार शुरू किया

KMKIRAN MANNA
Dec 05, 2025 09:48:22
Dihierench, West Bengal
বিরোধী দলনেতার বাড়ির সামনে দিয়েই ‘উন্নয়ন’ শুরু, হোডিং লাগিয়ে ভিত পুজোর মাধ্যমে কাঁথি পৌরসভার বার্তা— “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শুভেন্দুবাবুর পরিবারকেও ভালো রাখুক” এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাঁথি পৌর এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ড্রেন সংস্কারের কাজ শুরু হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকেই। বহুদিন ধরে ভাঙাচোরা ড্রেনের কারণে জলজমা, মশা-মাছি ও দুর্গন্ধে নাজেহাল ছিলেন স্থানীয়রা। সেই ড্রেনের সংস্কারকাজের সূচনা করলেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “বিরোধী দলনেতা সবসময় কাটমানি, অনুন্নয়নের অভিযোগ তোলেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ তাঁর বাড়ির সামনে দিয়েই শুরু করলাম। যাতে উনি আর তাঁর পরিবার ভালো থাকেন। অনুন্নয়ন নিয়ে ভবিষ্যতে অভিযোগ করার সুযোগ না থাকে।” তবে শান্তি কুঞ্জ পরিবারের সদস্য ও প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মন্তব্য, “এটা পৌরসভার নিয়মিত দায়িত্ব। কোথাও সমস্যা থাকলে তা ঠিক করা তাদের কাজ। এখানে রাজনীতি করার কিছু নেই।” পৌরসভার বিজেপি কাউন্সিলর তাপস দলাই ও একই সুরে বলেন, “এই কাজ বহুদিন আগেই করার কথা ছিল। বিধানসভা ভোটের মুখে নাটক করা হচ্ছে। শুধু শুভেন্দুবাবুর বাড়ির সামনে নয়, আশেপাশের বহু বাড়ির মানুষ প্রতিদিন দুর্গন্ধ আর মশার যন্ত্রণায় ভুগছেন। এখন ঢাকঢোল পিটিয়ে রাজনীতি করা হচ্ছে।” পৌরসভা অবশ্য দাবি করছে— মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই এই উদ্যোগ, এবং বিরোধী দলনেতার পরিবারের স্বার্থও তাতে সমানভাবে রক্ষা করা হয়েছে। বাইট সুপ্রকাশ গির। কাঁথি পৌরসভার পৌর প্রধান। বাইট তাপস দোলাই বিজেপি কাউন্সিলর কাঁথি পৌরসভা। Wt. কিরণ মান্না।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 05, 2025 10:19:59
Jalpaiguri, West Bengal:বইমেলা যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা জানাতে বিশেষভাবে মাইকিং করতে হবে। লাইব্রেরী কোনভাবেই বন্ধ রাখা যাবে না।জলপাইগুড়িতে এমনই বার্তা দিলেন রাজ্যের গ্রন্থগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কোনো লাইব্রেরি বন্ধ রাখা যাবে না। জলপাইগুড়িতে ৩৭ তম জেলা বইমেলার উদ্বোধনে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে লাইব্রারিতে ছেলেমেয়েদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার চালুর ব্যাপারে জেলা প্রশাসনের আধিকারিকদের উদ্যোগ নিতে হবে বলে নির্দেশ তাঁর। বইমেলায় পড়ুয়াদের বেশি করে আনার ব্যাপারেও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন তিনি। বলেন, ‘বইমেলা হবে আর সেখানে ছাত্রছাত্রীরা আসবে না, বইয়ের সঙ্গে তাদের পরিচয় হবে না, এটা হতে পারে না। প্রয়োজনে গাড়ি ভাড়া করে পড়ুয়াদের বইমেলা প্রাঙ্গনে নিয়ে আসতে হবে। বইমেলা যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা জানাতে বিশেষভাবে মাইকিং করতে হবে’। জলপাইগুড়ি জেলায় মোট ৭৬টি লাইব্রেরি রয়েছে। বর্তমানে ৭৩টি লাইব্রেরি চালু থাকলেও কর্মীর অভাবে তিনটি বন্ধ। [...] রাজ্যে সবমিলিয়ে লাইব্রেরিতে ১৪টি ভাষায় ২ কোটি ৬০ লক্ষ বই রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। বলেন, ‘আমরা অনেক লাইব্রেরিতে চাকরির পরীক্ষায় বসার জন্য ছেলেমেয়েদের প্রস্তুত করতে কোচিং কর্ণার করেছি। এটা সব জায়গাতেই করতে হবে। জেলায় প্রশাসনের যে আধিকারিক রয়েছেন, তাঁদের এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’ গ্রন্থাগারমন্ত্রী বলেন, লাইব্রেরিতে যাঁরা আসছেন, তাঁদের বেশিরভাগই চাকরির পরীক্ষার বইপত্র পড়ার জন্য আসছেন, গবেষণাধর্মী বই পড়ার ঝোঁক কমছে। এটা শুভ লক্ষণ নয়। নতুন প্রজন্ম যদি গবেষণামূলক বইপত্র না পড়ে, তাহলে তাদের মেধা উন্নত হবে কী করে। যেভাবে দিনের পর দিন বর্তমান প্রজন্মের বই পড়ার প্রতি ঝোঁক কমছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, ‘যে বাড়িতে বই নেই, সেই বাড়ি মৃত। যে বাড়িতে বই আছে, সেই বাড়িতে আলো আছে, প্রাণশক্তি আছে।’ বইমেলার উদ্বোধনে উপস্থিত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘সম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাতে পারে বই। যতদিন একটি বই ছাপা হবে কিংবা একটি বই পড়া হবে, ততদিন শুভশক্তির পরাজয় ঘটতে পারে না।’ বইমেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেন। ১০ ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা বইমেলা চলবে। গতবার জলপাইগুড়ি জেলায় সরকারি মেলায় প্রায় ২২ হাজার পাঠক এসেছিলেন। ২০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। এবার বই বিক্রি বাড়বে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 05, 2025 10:11:15
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের উত্তর দিনাজপুর এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া একাধিক নদীতে প্রতি বছরই বন্যা এবং তার যেরে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়। এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে, বন্যার সময় যেকোনো পরিস্থিতি সামাল দিতে, বন্যা দুর্গতদের রক্ষা করতে এবং বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে তুলে আনতে আগেভাগে জেলা প্রশাসনের উদ্যোগে এনডিআরএফ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এবং অফিসারদের সাথে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্স ফায়ার বিগ্রেড এবং অন্যান্য সংগঠনকে একত্রিত করে নদীতে মহড়া কাজ করলেন এনডি আরএফ-এর কর্মীরা। শুক্রবার দুপুর থেকে আত্রাই নদীতে স্থানীয় সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কে সঙ্গে নিয়ে এনডিআরএফ এই মহড়া করে। বিশেষত বন্যার সময় কিভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো যাবে বা কি ভাবে উদ্ধার করা হবে সে নিয়েই এই প্রশিক্ষণ। এর মাধ্যমে যেমন কেন্দ্রীয় এই সংস্থার সঙ্গে স্থানীয় সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বোঝাপড়া বাড়বে তেমনি একসাথে কাজ করার ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। বাইট ১/ সঞ্জয় কুমার অঞ্জন ডেপুটি কমান্ডেড এনডিআরএফ 0512ZG_SDIN_NDRF
26
comment0
Report
CDChittaranjan Das
Dec 05, 2025 10:10:58
Durgapur, West Bengal:নিখোঁজ বহু ভোটার, সমস্যায় বিএলও। ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর এর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএল ও-দের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে না যাওয়ার এবং কাজের গাফিলতির অভিযোগ উঠছে। কিন্তু উল্টো চিত্র দেখা গেল দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডে। বিএলও যাচ্ছেন পাড়ায় পাড়ায়। এনুমারেশন ফর্ম রয়েছে তার হাতে। কিন্তু খুঁজে পাচ্ছেন না বহু ভোটারকে। কারণ সম্প্রতি উচ্ছেদ হয়েছে ডিটিপিএস কলোনি ও তার সংলগ্ন বস্তি। ফলে এলাকা ছেড়েছে الكثير ভোটার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর এর কাজ করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে পশ্চিম বিধানসভা ১৯০ নম্বর বুথের বিএলও দীপক রজককে। তাঁর দাবি, “নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার জন্য। আমার বুথে ৬০০ জন ভোটার। ডিভিসি থেকে বস্তি উচ্ছেদের ফলে বেশিরভাগ ভোটার এখান থেকে চলে গেছে। যারা আছে তাদের ফর্ম দিয়েছি। কলকাতা থেকে কিছু মানুষ এসে ফর্ম নিয়ে গেছেন। ৮৩ জনকে খুঁজে পাইনি। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।” তৃণমূলের ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি রামাশীষ চৌধুরীর বক্তব্য, ডিভিসি র সম্প্রসারণের জন্য আবাসন ভেঙে দেওয়া এমনকি বস্তি উচ্ছেদ করে দেওয়ায় ঐ সব মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের লোকেরা চেষ্টা করছে তাদের খুঁজে বের করার。 অন্যদিকে বিজেপির দুর্গাপুরের মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, এইভাবে ডিভিসি কর্তৃপক্ষ ঘর ভেঙে দিয়ে, বস্তি উচ্ছেদ করে সমস্যার সৃষ্টি করেছে। আমাদের বি এল এ রা তাদের খোঁজার চেষ্টা করছে。
104
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 05, 2025 10:10:36
Rajpur Sonarpur, West Bengal:নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)। পরিবার দাবি করেছে, সঞ্জিতকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। সেই ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরোন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বহু খোঁজখুঁজির পরও তাঁর কোন সন্ধান না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। শেষমেশ নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। এদিন সকালে বাড়ির কাছের এক খাল থেকে ভেসে ওঠে সঞ্জিতের দেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা সন্দেহ আরও বাড়িয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে সঞ্জিতকে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানা।
43
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 05, 2025 09:48:39
Baruipur, West Bengal:স্ত্রীকে নিজের হাতে খুন করেছি মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের। নিজের স্ত্রীকে খুন করে মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের। ভালবাসাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল দেবাশীষ নস্কর। কিন্তু সেই ভালোবাসাই বারবার ধোঁকা দিচ্ছিল বলে নিজের স্ত্রীকে খুন করে দেবাশীষ। বৃহস্পতিবার রাতে মৌমিতা সঙ্গে দেবাশীষ নস্করের তুমুল বচসা হয়। রাস্তার উপরই দেবাশীষকে একাধিকবার মারধর করে মৌমিতা। বারে বারে অপমান সহ্য করতে না পেরেই খুন করেছে বলে মাকে জানায় দেবাশীষ। এর আগেও একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী বাচ্চা ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই নিয়ে থানায় মীমাংসা হয়েছিল। সে সময় মৌমিতাকে তার বাপের বাড়ির সদস্যরা নিয়ে গিয়েছিল। দু সপ্তাহ আগে নিজের বাচ্চা মেয়ের কথা ভেবে দেবাশীষ ঘুটিয়ারি শরীফে গিয়ে মৌমিতাকে নিজের বাড়িতে আনে। বাড়িতে এসেও পুনরায় একই ঘটনা ঘটাচ্ছিল মৌমিতা। নিজের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে ঘটকপুকুর খালপাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল দেবাশীষ। সেখানেও বারে বারে অপমানিত হওয়ার কারণেই মৌমমিতা নস্করকে খুন করেছে বলে জানাই তার মাকে। মা জানতে পেরে প্রতিবেশীদের জানায় এবং পরে খবর পেয়ে পুলিশ ঘটকপুকুর খাল থেকে উদ্ধার করেছে মৌমিতা নস্করের মৃতদেহ। এই ঘটনায় দেবাশীষকে গ্রেফতার করে বারুইপুর মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
119
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 05, 2025 09:47:46
Rajpur Sonarpur, West Bengal:SIR ফর্ম জেরক্সের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা, শোক ছড়াল মল্লিকপুরে বারুইপুরের মল্লিকপুর এলাকায় SRI ফর্মের জেরক্স করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম প্রদীপ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মল্লিকপুর মোড়ে একটি জেরক্স দোকানের সামনে SIR ফর্মের নথিপত্র জেরক্স করানোর জন্য দীর্ঘ লাইন ছিল। সেই লাইনেই দাঁড়িয়ে ছিলেন প্রদীপবাবু। আচমকাই তিনি মাথা ঘুরে পড়ে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলেই তাঁর অবস্থার অবনতি হয়। খবর পেয়েই ছুটে আসে বারুইপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে দ্রুত তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা প্রদীপবাবুকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, আকস্মিক অসুস্থতা বা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, SIR ফর্ম বা অন্য সরকারি প্রক্রিয়ার জন্য জেরক্স বা প্রিন্টের দোকানে প্রতিদিনই বিশাল ভিড় হয়। চাপ, গরম এবং লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
92
comment0
Report
BSBidhan Sarkar
Dec 05, 2025 09:30:05
Chinsurah, West Bengal:স্কূল পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া টোটোর দূর্ঘটনা শরৎ সরনীতে। পথচারী এক মহিলাকে ধাক্কা মেরে যাত্রীবাহী এনজয় গাড়িতে ধাক্কা।আহত মহিলা,ভয়ে জরোসরো পড়ুয়া। বালির মোরের একটি স্কুল থেকে খাদিনামোরে এক শিশু পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় চুঁচুড়া শরৎ সরণীতে একটি টোটো দূর্ঘটনায় পরে। পথচারী মহিলাকে সজোরে ধাক্কা মারে।ছিটকে পরেন মহিলা।বিপরীত দিক থেকে আসা একটি চারচাকা গাড়িকে ধাক্কা মেরে টোটো উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। টোটো চালক অরূপ পাত্রের দাবী ব্রেক ভেঙে যাওয়ায় দূর্ঘটনা ঘটেছে。 স্কুল পড়ুয়ার মামা গোপал বালা বলেন,টোটোটা ধাক্কা মারল আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম।খ very ভয় লাগছে。 স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী ঘটনাস্থলেই ছিলেন।আহত মহিলাকে তুলে নিয়ে গিয়ে জল দেন শুশ্রুষা করেন।কাউন্সিলর বলেন,কয়েকদিন আগে আমাকেও ধাক্কা মেরেছিল একটি টোটো।আমার পায়ে আঘাত লাগে বাইক থেকে পরে আমার স্ত্রীর চোখে আঘাত লাগে।টোটো গুলো বেপরোয়া ভাবে চলে।ব্যবস্থা নেওয়া উচিত。 টোটোর ধাক্কায় আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা。
99
comment0
Report
BMBiswajit Mitra
Dec 05, 2025 09:29:49
Ranaghat, West Bengal:নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুনর্বাসনের দাবিতে প্রায় ৩০০ পরিবার গুরুত্বপূর্ণ রাস্তায় পথ অবরোধের আন্দোলনে নেমেছে। কল্যাণী গান্ধী হাসপাতালের সঙ্গে সংযোগকারী এই রাস্তাটি অবরুদ্ধ হওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দীর্ঘ ৬–৭ বছর ধরে নেতাজি নগর কলোনিতে বসবাসরত এই পরিবারগুলোর অভিযোগ, নবনির্বাচিত গয়েশপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ দে তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছেন। অথচ, অভিযোগ অনুযায়ী, তিনি চেয়ারম্যান থাকাকালীন বারবার তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন এবং নতুন ঘরের চাবি তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। স্থানীয়দের বক্তব্য, ২০১৯ সালে গান্ধী হাসপাতাল, টিবি হাসপাতাল ও রেল কলোনি এলাকার মানুষদের পুনর্বাসনের উদ্দেশ্যে একাধিক সভা করেন মরণ দে। সেই সময় তিনি তাদেরকে এই এলাকায় বসার অনুমতি দিয়েছিলেন এবং ভবিষ্যতে স্থায়ী ঘরের চাবি দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না-হওয়ার পাশাপাশি এখন উচ্ছেদের হুমকি আসতে থাকায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, ক্ষমতায় ফিরে এসে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উলটো চাপ সৃষ্টি করছেন মরণ দে। এই পরিস্থিতির জেরেই শহর তৃণমূল কংগ্রেসের “পরিবর্তন”-এর ডাককে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। মরণ দেকে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে অপসারণের দাবিতেই পথ অবরোধ চলছে। অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিবারগুলোর দাবি, প্রতিশ্রুত পুনর্বাসন না-পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
162
comment0
Report
CDChampak Dutta
Dec 05, 2025 09:17:20
Kaji Chak, West Bengal:মেদিনিുപ്പুর শহরের কালগাং এলাকায় দোতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা। মেদিনীপুর শহরের কালগাং এলাকায় একটি বাড়িতে শুক্রবার দুপুরে ঘটে গেল অগ্নিকাণ্ডর ঘটনা। স্থানীয় বাসিন্দা রঞ্জিত দাসের দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগে। রঞ্জিত দাস মেদিনীপুর আদালতের কাছে একটি জেরক্সের দোকান আছে বলে জানা গেছে। দুপুর আনুমানিক বারোটার সময় দোতলায় থাকা ভাড়াটিয়া ঘরে না থাকাকালীন হঠাৎ ঘরের ভিতর থেকে দাউদাউ করে ধোঁয়া বেরোতে দেখেন আশপাশের মানুষজন। মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। আতঙ্ক ছড়ালেও স্থানীয়রা অপেক্ষা না করে দ্রুত দোতলার তালা ভেঙে টুলু পাম্পের সাহায্যে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। একই সঙ্গে খবর দেওয়া হয় ভাড়াটিয়া ও দমকল বাহিনীকে। একটি দমকল ইঞ্জিন কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে দমকল কর্মীরা গোটা এলাকা পরিদর্শন করে জানান, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। পাশাপাশি ঘরের ভিতরে থাকা ছোট গ্যাসটভ থেকেও গ্যাস লিক হতে দেখতে পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারত। ঘরের ভিতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। যদিও বড় কোনও প্রাণহানি বা গুরুতর ক্ষতি এড়ানো গিয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্রুত উদ্যোগে। ঘটনায় কিছুক্ষণ আতঙ্ক ছড়ালেও বর্তমানে এলাকা স্বাভাবিক।
121
comment0
Report
BBBimal Basu
Dec 05, 2025 09:05:43
Basirhat, West Bengal:শ্বশুরকে খুনের অভিযোগে জামাই গ্রেফতার। পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় প্রাক্তন জামাই দীপু হালদার কে ঘটনায় চাঞ্চল্য স্বরূপনগরে তরুনীপুরে। পুলিস সূত্রে জানাযায় স বাদুড়িয়ায় বাড়ি দীপু হালাদারে সঙ্গে স্বরুপনগরের তরুনিপুর বাড়ি নির্মল মিস্ত্রির মেয়ে সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি প্রাক্তন জামাই জানতে পারে পুনরায় বিয়ে হয়েছে নির্মল মিস্ত্রির মেয়ের। এই শুনে ক্ষুব্ধ প্রাক্তন জামাই গত ২৪ শে নভেম্বর তরুনিপুরে তার শ্বশুর বাড়িতে গিয়ে হামলা চালায় শ্বশুর নির্মল মিস্তিকে ধরে বেধড়ক মারধোর করায় শ্বশুরের মৃত্যু হয়। থানার জামিইয়ের বিরুদ্ধের খুনের অভিযোগ হলে। ইতিমধ্যে জামাই গা ঢাকা দেয়। তদন্ত নেমে মোবাইলের সূত্র ধরে গতকাল রাতে হাওড়ায় পালিয়ে থাকা প্রাক্তন জামাইকে গ্রেফতার করে। পুলিস। আজ দশ দিনের পুলিসি হেপাজাতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাকে。
157
comment0
Report
MMManoj Mondal
Dec 05, 2025 09:05:24
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষন বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার তিন সন্তান। সব মিলিয়ে ৫ জনের পরিবার। এস আই আর ফর্ম আসার কথা ছিল পাঁচ জনের। কিন্তু বিএলও সাত জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার পাঁচ সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই জন তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড করেছে। বিষয়টি জানতে গাইঘাটা বিডিও-র আছে অভিযোগ দায়ের করে রাজু ও বিশু-র নাম বাদ দেওয়ার দাবিতে। রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। তাদের এলাকায় এই দুই জনের বাড়িও না। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কি ভাবে হল সেইটা নির্বাচন কমিশন বলতে পারবেন, ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কি ভাবে হল। বনগাঁ দক্ষিনে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের সে দালাল গুলো বিভিন্ন অফিসের সামনে থাকে তারা টাকার বিনিময়ে ভুয়ো এই ভোট গুলি করেছিল। এবার এস আই আর হওয়ার ফলে সে গুলি ধরা পড়ছে। বিষয়টি ক্ষতিয়ে সেখার অশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার।
148
comment0
Report
BBBimal Basu
Dec 05, 2025 08:32:17
Basirhat, West Bengal:বসিরহাট আদালতের নির্দেশে অবৈধভাবে দখল করে রাখা জায়গা পুনরুদ্ধার করে আসল মালিকের হাতে ফিরিয়ে দিল মিনাখাঁ থানার পুলিস। উত্তর ২৪ পরগঢার মিনাখাঁ থানার কাদিহাটি এলাকার হाकিম মোল্লা ও রিনু বিবি নামে একদম এক দম্পতির সাড়ে ১৬ শতক জায়গা অবৈধভাবে জোর করে দখল করে রেখেছিল ওই এলাকার হাফিজা বিবি নামে এক গৃহবধূ। প্রায় কুড়ি বছর ধরে তার জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল। তারপর হাকিম মোল্লা ও রিনু বিবি বসিরহাট আদালতে জায়গা ফিরে পাওয়ার জন্য মামলা করে। বসিরহাট আদালত এই জায়গা হাকিম মোল্লা ও রিনু বিবির নামে ঘোষণা করে। এবং এই জায়গা পুলিসকে উদ্ধার করে হাকিম মোল্লা ও রিনু বিবির কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিস।
59
comment0
Report
Advertisement
Back to top