Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

एगरा अस्पताल में बच्चे की मौत के बाद परिवार ने अस्पताल कर्मी पर हमला

KMKIRAN MANNA
Oct 14, 2025 08:03:05
Dihierench, West Bengal
এগরায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য! হাসপাতালের পুলিশ কর্মীকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশুর, অভিযোগ পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এগরা মহকুমা হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় ও মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত দিন আগে আলংগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান তাঁর দু’মাসের অসুস্থ পুত্রসন্তানকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রবিবার সকালে শিশুটির মৃত্যু হয়। এরপরই চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে মৃত শিশুর পরিবার ও আত্মীয়স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, এই সময় হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সঙ্গে পরিবারের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিশুর পরিবারের কয়েকজন সদস্য ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। পরিবারের অভিযোগ, ওই পুলিশ খারাপ উক্তি করেছিলেন, যা থেকেই ঘটনার সূত্রপাত। ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল পুলিশ বাহিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা জুড়ে চাপা উত্তेजনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের সুপার সমীর ভট্টাচার্য জানিয়েছেন, “ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাইটসঃ ১) সমীর ভট্টাচার্য – হাসপাতালে সুপার ২) তপন প্রধান – মৃত শিশুর বাবা। ৩)মৃত শিশুর মা
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 14, 2025 12:06:28
Bardhaman, West Bengal:বর্ধমান মেডिकल কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে。 জানা গেছে, আউটডোরের শিশু বিভাগে শিশুটিকে দেখাতে এদিন মা সেলেফা খাতুন তার ১৮ দিনের শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা থাকলেও, চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক-আপ হয়নি。 এরপর প্রসূতি বিভাগের বহিঃবিভাগের বারান্দায় সেলেফা খাতুন ও তার মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। সেই সময়ে এক হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ে মধ্য়েই ওই মহিলা শিশুকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। এদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বলরামপুরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তি থাকা এক রুগীর আত্মীয় সুরজ সাহানা বলেছেন, “এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।” এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। যদিও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি (হেডকোয়ার্টার) দেবাশীষ চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস। বাইট ১।সেলেফা খাতুন(মা), বাইট২। সুজল সেখ(বাবা), বাইট ৩। হামিদা বিবি(দিদিমা), বাইট ৪।সুরজ সাহানা(অন্য রুগীর আত্মীয়)。
0
comment0
Report
ALArup Laha
Oct 14, 2025 12:06:19
Belna, West Bengal:বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে। জানা গেছে, আউটডোরের শিশু বিভাগে শিশুটিকে দেখাতে এদিন মা সেলেফা খাতুন তার ১৮ দিনের শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা থাকলেও, চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক-আপ হয়নি। এরপর প্রসূতি বিভাগের বহিঃবিভাগের বারান্দায় সেলেফা খাতুন ও তার মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। সেই সময়ই এক হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ে মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। এদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বলরামপুরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তি থাকা এক রুগীর আত্মীয় সুরজ সাহানা বলেন, “এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।” এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। যদিও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি (হেডকোয়ার্টার) দেবাশীষ চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস। বাইট ১।সেলেফা খাতুন(মা), বাইট২। সুজল সেখ(বাবা), বাইট ৩। হামিদা বিবি(দিদিমা), বাইট ৪।সুরজ সাহানা(অন্য রুগীর আত্মীয়)।
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 14, 2025 11:36:53
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 14, 2025 11:25:49
0
comment0
Report
CDChampak Dutta
Oct 14, 2025 11:25:17
Kaji Chak, West Bengal:ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর গ্রেপ্তার, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি চিঠি সেই চিঠি দেখিয়ে টাকা তোলার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। সোমাবার সন্ধ্যা থেকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডে একটি লেটার ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে পুলিশের নজরে আসে সাথে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ঘাটাল থানাতে অভিযোগ করেন এক ব্যক্তি অভিযোগকারী দাবি ৫ লক্ষ টাকা তার কাছ থেকে নেয়া হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষকে বর্তমানে বিভাস বাবু ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ পেয়ে পুলিশ বিভাস চন্দ্র ঘোষকে গ্রেফতার করেছে। তাকে আজ ঘাটাল আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0
comment0
Report
PDPradyut Das
Oct 14, 2025 11:24:52
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ডোডালিয়া এলাকায় বিডিও ছোট ছোট শিশুদের নিয়ে পড়াশোনা আলোচনা এবং স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা। বর্তমানে স্কুল বন্ধ। তারই মাঝে প্রধান শিক্ষককে ডেকে নিয়ে এসে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য সদর বিডিও র এই উদ্যোগ। বন্যার জেরে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। জলে ভিজে নষ্ট হয়েছে বইপত্র। এদিকে স্কুলও বন্ধ। এই অবস্থায় যাতে খুদে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেকারণে আমি নিজেই সময় করে ক্লাস নিচ্ছি। যতদিন না স্কুল খুলছে, আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। ডোডালিয়ার বাসিন্দা পূর্ণিমা সরকারের ছেলে সূর্য পঞ্চম শ্রেণির ছাত্র। দুর্গত এলাকায় যেভাবে বিডিও শিক্ষকের ভুমিকায় এগিয়ে এসেছেন, তাকে স্বাগত জানিয়েছেন পূর্ণিমা। বললেন, ছেলের বইপত্র জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তার উপর স্কুল ছুটি। এলাকার শিক্ষকদের সঙ্গে নিয়ে বিডিও নিজে দুর্গত এলাকায় এসে পড়াচ্ছেন। এটা খুবই ভালো উদ্যোগ। এদিন বিডিওর সঙ্গে দুর্গত এলাকায় ক্লাস নেন ডোডালিয়া চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজমল হক বলেন, ভাইফোঁটার পর স্কুল খুলবে। কিন্তু দুর্গত এলাকার পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে না পড়ে, সেকারণে বিডিওর ডাকে বন্যা কবলিত গ্রামে এসে ছেলেমেয়েদের পড়াচ্ছি। খুবই ভালো লাগছে। গতকাল, সোমবার খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো বই-খাতা পেন্সিল, কলম ইত্যাদি। বন্যার তাণ্ডবে ঘরে জল ঢুকেছে। বই খাতা ভেসে গেছে তিস্তার জলে। পড়াশোনা বন্ধ হয়ে আছে। প্রকৃতির খামখেয়ালী গ্রাস করেছে জীবনের স্বাভাবিক ছন্দ। তাই জলপাইগুড়ি ব্লক প্রশাসনের প্রচেষ্টায় শিশুদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্গত পড়ুয়াদের পড়ালেন খোদ বিডিও। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সেখানে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা ছিল। বিডিও বলেন, বন্যার কারণে এলাকার বাসিন্দাদের বাড়িতে তিস্তার জল ঢুকে যায়। এখন জল নামলেও ঘরদোর লন্ডভন্ড। অনেকের বইখাতা জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে বই পেলেও অনেকের পড়ায় মন নেই। কারণে দুর্গত এলাকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেকারণে আমি নিজেই সময় করে ক্লাস নিচ্ছি। যতদিন না স্কুল খুলছে, আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। আজ জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের ডোডালিয়াপাড়ায় পড়ুয়াদের ক্লাস নেবেন বিডিও।
0
comment0
Report
PDPradyut Das
Oct 14, 2025 11:24:10
Jalpaiguri, West Bengal:রাজগঞ্জের নির্যাতিত নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়। মঙ্গলবার জলপাইগুড়ি রাজগঞ্জের ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির কনভেনর রাজগঞ্জ ব্লক নিতাই মন্ডল, উত্তরমন্ডল সভাপতি অর্জুন মন্ডল, আশিস দে সহ স্থানীয় নেতৃত্বরা। উল্লেখ্য, রাজগঞ্জে এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম ডালিম মহম্মদ, তার বাড়ি রাজগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। জানা গিয়েছে, ওই সপ্তম শ্রেনীর নাবালিকা কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে অন্তঃসত্ত্বা। এরপরই নাবালিকা পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত বৃদ্ধ মাঠে ছাগল চড়ানোর নাম করে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে নাবালিকাকে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 14, 2025 10:50:11
Jalpaiguri, West Bengal:শিক্ষকের ভুমিকায় মিহির কর্মকার। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ডোডালিয়া এলাকায় বিডিও ছোট ছোট শিশুদের নিয়ে পড়াশোনা আলোচনা এবং স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা। বর্তমানে স্কুল বন্ধ। তারই মাঝে প্রধান শিক্ষককে ডেকে নিয়ে এসে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য সদর বিডিও এই উদ্যোগ। বন্যার জেরে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। জলে ভিজে নষ্ট হয়েছে বইপত্র। এদিকে স্কুলও বন্ধ। এই অবস্থায় যাতে খুদে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেজন্য শিক্ষকের ভুমিকায় এগিয়ে এলেন খোদ বিডিও। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে ছেলেমেয়েদের পড়াচ্ছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। আজ, মঙ্গলবার পাতকাটা পঞ্চায়েতের ডোডালিয়া গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে পড়ান তিনি। বিডিও বলেন, বন্যার কারণে এলাকার বাসিন্দাদের বাড়িতে তিস্তার জল ঢুকে যায়। এখন জল নামলেও ঘরদোর লন্ডভন্ড। অনেকের বইখাতা জলে ভিজে নস্ট হয়ে গেছে। নতুন করে বই পেলেও অনেকের পড়ায় মন নেই। কারণে দুর্গত এলাকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেকারণে আমি নিজেই সময় করে ক্লাস নিচ্ছি। যতদিন না স্কুল খুলছে, আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। ডোডালিয়ার বাসিন্দা পূর্ণিমা সরকারের ছেলে সূর্য পঞ্চম শ্রেণির ছাত্র। দুর্গত এলাকায় যেভাবে বিডিও শিক্ষকের ভুমিকায় এগিয়ে এসেছেন, তাকে স্বাগত জানিয়েছেন পূর্ণিমা। বললেন, ছেলের বইপত্র জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তার উপর স্কুল ছুটি। এলাকার শিক্ষকদের সঙ্গে নিয়ে বিডিও নিজে দুর্গত এলাকায় এসে পড়াচ্ছেন। এটা খুবই ভালো উদ্যোগ। এদিন বিডিওর সঙ্গে দুর্গত এলাকায় ক্লাস নেন ডোডালিয়া চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজমল হক বলেন, ভাইফোঁটার পর স্কুল খুলবে। কিন্তু দুর্গত এলাকার পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে না পড়ে, সেজন্য বিডিওর ডাকে বন্যা কবলিত গ্রামে এসে ছেলেমেয়েদের পড়াচ্ছি। খুবই ভালো লাগছে। গতকাল, সোমবার খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। 2C 1410ZG_JAL_BDO_R2 সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো বই-খাতা পেন্সিল, কলম ইত্যাদি। বন্যার তাণ্ডবে ঘরে জল ঢুকেছে। বই খাতা ভেসে গেছে তিস্তার জলে। পড়াশোনা বন্ধ হয়ে আছে। প্রকৃতির খামখেয়ালী গ্রাস করেছে জীবনের স্বাভাবিক ছন্দ।তাই জলপাইগুড়ি ব্লক প্রশাসনের প্রচেষ্টায় শিশুদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্গত পড়ুয়াদে পড়ালেন খোদ বিডিও। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস নেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সেখানে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা ছিল। বিডিও বলেন, বন্যার কারণে এলাকার বাসিন্দাদের বাড়িতে তিস্তার জল ঢুকে যায়। এখন জল নামলেও ঘরদোর লন্ডভন্ড। অনেকের বইখাতা জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে বই পেলেও অনেকের পড়ায় মন নেই। কারণে দুর্গত এলাকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেকারণে আমি নিজেই সময় করে ক্লাস নিচ্ছি। যতদিন না স্কুল খুলছে, আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে। আজ জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের ডোডালিয়াপাড়ায় পড়ুয়াদের ক্লাস নেবেন বিডিও।
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 14, 2025 10:49:53
3
comment0
Report
KMKIRAN MANNA
Oct 14, 2025 08:34:24
Dihierench, West Bengal:ময়নায় তৃণমূলের অন্দরে শৃাঙ্খলাভঙ্গ! বিজয়া সম্মেলনীতে মন্ত্রী মানস ভূঞ্যাকে আমন্ত্রণ জানিয়ে তিনি পৌঁছানোর আগে সভা শেষ। ক্ষুব্ধ মানস ভূঞ্যা, দিলেন কড়া হুঁশিয়ারি পূর্ব মেদিনীপুর: ময়নায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দলের রাজ্য মন্ত্রী মানস ভূঞ্যাকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁর নির্ধারিত সময়ে পৌঁছানোর আগেই সভা শেষ করে দেন জেলা নেতৃত্বরা। পরে ময়নায় পৌঁছে সভাস্থলে ফাঁকা চেয়ার আর নিস্তব্ধ পরিবেশ দেখে হতবাক মন্ত্রী। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে মানস ভূঞ্যা সরাসরি তোপ দাগেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও পাঁশকুড়া পৌরসভার প্রধান নন্দ মিশ্র-সহ একাধিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে। এরপর পূর্ব মেদিনিופרপুরের পাঁশকুড়ায় দলীয় সভায় অংশ নিয়ে প্রকাশ্যে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন মন্ত্রী। কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “নেতারা হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রচার বন্ধ করুন। সময়জ্ঞান শিখুন, শৃঙ্খলা মেনে চলুন। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয় — আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে কেউ নেতা নন। দলের নামে নিজের প্রচার বন্ধ করুন, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” মানস ভূঞ্যা আরও স্পষ্ট বার্তা দেন, > “দলের পতাকা থাকবে, আর থাকবে শুধু মমতা ও অভিষেকের ছবি। কোন্দল নয়, ঐক্যই এখন দলের মূলমন্ত্র।” উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। জেলা সভাপতি সুজিত রায় ও নেতা পার্থ সারথী দাসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধ, দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে “কান ধরে উঠবস”-এর ভিডিও ভাইরাল হওয়া — সব মিলিয়ে উত্তাল জেলা রাজনীতি। এমনকি দলের কিছু সদস্যের বিরুদ্ধে বিরোধী শিবির ও শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের অভিযোগও উঠেছে। রাজনৈতিক মহলের মতে, ক্রমবর্ধমান এই অন্দরের বিভাজন রুখতেই এবার কড়া অবস্থান নিয়েছেন মানস ভূঞ্যা। তাঁর বার্তা স্পষ্ট — > “দলের ঐক্যই প্রাধান্য, শৃখলা ভঙ্গ করলে ছাড় নয়।” স্টেজ বাইট মানস ভূঞ্যা। রাজ্য সেচ মন্ত্রী।
0
comment0
Report
Advertisement
Back to top