Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

बर्धमान के नीलपुर में जागरणी संघ का थीम दो मुखी बुद्ध; काली पूजा 56 साल

ALArup Laha
Oct 21, 2025 12:06:30
Belna, West Bengal
বর্ধমানের নীলপুরের জাগরণী সংঘের এবারের থিম ভাবনা দু মুখী বুদ্ধ। ৫৬ বছরে পা দিল জাগরণী সংঘের কালী পুজো।
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Oct 21, 2025 17:06:15
Bardhaman, West Bengal:হামারে জেল মে সূੜঙ্গ! কালীপুজোর রাতে চক্ষুদান করে শ্রীঘরে এক নিমন্ত্রিত! প্রতিমার গায়ের গহনা হাতসাফাই করার অভিযোগে মেমারি থানার পুলিশ আজ তাকে বর্ধমান আদালতে চালান করেছে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রসুলপুরের ব্যানার্জি পরিবারে। আড়াইশো বছরের বিখ্যাত কালীপুজোয়। একেই বলে সর্যের মধ্যেই ভূত! বিশেষ বন্ধু হিসেবে দ্বিতীয়বার পুজо দেখতে আসা ব্যক্তিই যে এমন কাজ করবে ভাবতে পারেন নি পরিবারের কেউ! মায়ের গহনা খোওয়া যাওয়ায় হুলস্থুল পড়ে যায়। মাথায় হাত পড়ে যায় এলাকার মানুষের। আড়াইশো বছরের পুরনো এই জাগ্রত কালী। পারিবারিক হলেও সবাই একে মানেন। তার গহনায় চক্ষুদান! হামারে জেল মে সূড়ঙ্গ! ঘটনার বর্ণনা বেশ রোমাঞ্চকর! ঘড়ির কাঁটা তখন রাত ১২ টা ছুঁয়েছে।সবে মা কালীর পুজোর শেষ হয়েছে।এবারে তো গোটা রাত পুজো। পরিবারের অনান্য সদস্যরাও পরিবারের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত।প্রতিবারই এ পরিবারের ডাকে অনেকেই আসেন দেবীদর্শনে。 হঠাৎ করেই পরিবারের এক সদস্যা লক্ষ্য করেন দেবীর বেশ কিছু গহনা দেবীর দেহে নেই।পরিমাণ প্রায় দশ ভরি। দামের কথা ধরলে ১০ লাখের বেশি। আবেগের মূল্যে অমূল্য! সবার অলক্ষ্যে তা হাতসাফাই হয়ে গেছে! ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। শুরু হয় জল্পনা কল্পনা。 বিহ্বলতা কাটিয়ে পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় জানানো হয়। পরে জানান হয় লিখিত অভিযোগ। এই পরিবার রসুলপুরের দলুইবাজারের বন্দ্যেপাধ্যায় পরিবার ।২৫০ বছর ধরে পরিবারে হয়ে আসছে কালীপুজো।কালীপুজোতে পরিবারের সদস্যরা যেমন উপস্থিত থাকেন, তেমনি আমন্ত্রিত ও থাকেন বেশ কিছু বিশেষ মানুষও。 সেরকমই পরিবারের এক মহিলা সদস্যের বিশেষ বন্ধু হিসেবে আমন্ত্রিত ছিলেন দেবজ্যোতি চৌধুরী। জানা গেছে, সব ঠিক চললে কিছুদিন পরেই এই পরিবারের আত্মীয় হয়ে যাবার কথা তার। সবাই যখন নানা কথা ভাবছেন。 তখনই তার নানা আচরণ মনে পড়ায় পরিবারের এক সদস্যার সন্দেহ জাগে। পুলিশকে তা জানান হয়。 এদিকে মেমারি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পরিবারের এক সদস্যের বন্ধু হিসাবেই দেবজ্যোতি উপস্থিত ছিলেন। জানা গেছে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখে ততক্ষনে গা ঢাকা দিয়েছেন শ্রীমান দেবজ্যোতি।খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন দেবজ্যোতি। পরে তাঁর কাছে থেকে উদ্ধার হয় দেবীর চুরি যাওয়া গহনা গুলো। এরপরই মেমারি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে。 জানা গেছে, দেবজ্যোতির বাড়ি বর্ধমানের খোশবাগানে। এই নিয়ে দ্বিতীয়বার পুজো দেখতে এসেছিলেন তিনি। কখন যেন ভক্ত থেকে হয়ে গেলেন তস্কর! পুজোর নিমন্ত্রিত অতিথি হিসেবে এসে পুজোর শেষে পরিবারের বিশেষ বন্ধু কখন যেন ঠাকুরের গহনা চুরি করে পিঠটান দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেলেন পুলিশের জালে। 'সকলই তোমারি ইচ্ছা!' চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী。 বাইট : ১) দেবযানী বন্দোপাধ্যায় ( পরিবারের সদস্য) ২) পুলিশ আধিকারিক。
1
comment0
Report
PDPradyut Das
Oct 21, 2025 17:05:44
Jalpaiguri, West Bengal:কালীপুজোর রাতে জলপাইগুড়িতে ভুতের আতঙ্ক। ভূত মহলে ভূতেদের দেখতে ৮ থেকে ৮০ দীর্ঘ লাইন। জী 24 ঘন্টা পৌঁছে গেল ভূতের ডেরায়। ,শ্যামা পুজোয় উত্তরের জলপাইগুড়িতে সাবধান! যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ভূত! জলপাইগুُড়িতে কালীপুজো মানেই এবার ভূতের রাজত্ব! শহরের অলিতে গলিতে ছেলেমেয়েরা মête উঠেছে ভূতের সাজে রিহার্সালে। কোথাও জম্বি, কোথাও সাহেব ভূত—মেকআপ, কস্টিউম আর আলো-আঁধারিতে তৈরি হচ্ছে গা ছমছমে পরিবেশ। ক্লাবগুলোর থিম ‘ভূত মহল’, দর্শনার্থীদের জন্য থাকছে ভয়ঙ্কর “ভূতের কুঠির” ও ভুলভুলাইয়া। ঘন অন্ধকার, কুয়াশা আর শব্দে যেন একেবারে হরর সিনেমার আবহ। স্থানীয়রা নিজেরাই করছেন সেট ডিজাইন, তৈরি করছেন অলৌকিক এক পুজো। কালীপুজো থেকে ভাইফোঁটা—তাই রাস্তায় দেখলেও চমকে উঠবেন না যদি সামনে আসে শ্মশানের ভূত!
1
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 21, 2025 17:05:09
Kolkata, West Bengal:आज दीपावली और भाईदूज के समय आसमान साफ रहेगा। सुबह कुछ जगहों पर धुंआ-धुँध हो सकता है, खासकर पर्वतीय और उपकूल जिलों में। बाकी सभी जिलों में चमकदार साफ आकाश रहेगा। सप्ताहांत में हवाओं में बदलाव की संभावना है। शुक्रवार से तटीय जिलों में बारिश की संभावना होगी; उत्तर 24 परगना, पश्चिमी मिदनापुर, पूर्व मिदनापुर, बर्दवान/झारग्राम आदि जिलों में हल्की से मध्यम बारिश हो सकती है, साथ ही गर्जना के साथ बारिश की चेतावनी भी है। 25 अक्टूबर से बारिश बढ़ने की संभावना है; दक्षिण बंगाल में बादल छाए रहेंगे और बारिश की संभावना रहेगी। शनिवार, रविवार और सोमवार को भी बारिश संभव होगी और गरज के साथ आकाशीय घटनाओं की चेतावनी दी गई है, विशेषकर दक्षिणी हवा और पश्चिमी हवाओं के संपर्क में। उत्तर बंगाल में भी सप्ताहांत में बारिश की संभावना है; आठ जिलों में हल्की से मध्यम बारिश संभव है, गरज के साथ। दार्जिलिंग, कलिंपोंग, जलपाईगुड़ी, आलिपुरद्वार जैसे पर्वतीय क्षेत्रों में शुक्रवार को हवाओं में बदलाव के साथ बारिश की संभावना होगी। शनिवार को दार्जिलिंग, कलिमोंपोंग और जलपाईगुड़ी में गरज के साथ बारिश और रविवार को इन जिलों के साथ मालदा में बारिश की आशंका है। सोमवार से सभी जिलों में उत्तर बंगाल में बारिश के संकेत। इसके पहले दीपावली और भाइदूज के मौके पर आकाश साफ रहेगा और बारिश की संभावना नहीं होगी।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 21, 2025 17:04:42
Kolkata, West Bengal:আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে ১১ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। আলমারির থেকে মিলল দেহ। মৃত কিশোরী আরজি কর ধর্ষণ ও খুন মামলায় দোষী সব্যস্ত সanjay রায়ের ভাগ্নি। সanjay এর বড় দিদির মেয়ে। জানা গিয়েছে, সanjay's বড় দিদির মৃত্যুর পর তাঁর ছোট বোন, অর্থাৎ শ্যালিকাই কিশোরীর দেখভাল করতেন। পরে কিশোরীর বাবা শ্যালিকাকে বিয়ে করেন। পরিবারের দাবি, রবিবার রাত থেকেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। ভেতরে ঢুকেই দেখেন, আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে কিশোরীর দেহ। দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
0
comment0
Report
PDPradyut Das
Oct 21, 2025 17:04:18
Jalpaiguri, West Bengal:কালীপুজোর রাতে জলপাইগুড়িতে ভুতের আতঙ্ক। ভূত মহলে ভূতেদের দেখতে ৮ থেকে ৮০ দীর্ঘ লাইন। জী 24 ঘন্টা পৌঁছে গেল ভূতের ডেরায়। শ্যামা পুজোয় উত্তরের জলপাইগুড়িতে সাবধান! যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ভূত! কালীপুজোকে কেন্দ্র করে জলপাইগুড়িতে অলিতে গলিতে ভূতের তাণ্ডব, ভূতের নৃত্য দেখতে পাড়ায় পাড়ায় দীর্ঘ লাইন। জলপাইগুড়ি শহর যেন এখন ভূতেদের দখলে। কোথাও জম্বি, কোথাও আবার সাহেব ভূত। সেইসব ভূতের কাণ্ডকারখানা দেখতে উৎসাহের অন্ত নেই। ভূতেদের ডেরায় একঝলক উঁকি মারতে পাড়ায় পাড়ায় লম্বা লাইন。 জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই ভৌতিক মহল তৈরি করেছে যুব শক্তি স্পোর্টিং ক্লাব। এবার তাদের পুজো মণ্ডপে ভৌতিক গ্রামের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। ভূত সেজেছে এলাকার শিশু, কিশোররা। এজন্য বেশ কয়েকদিন রিহার্সল দেওয়া হয়েছে তাদের। প্রতিদিন সন্ধ্যায় ভূতের শো শুরু হচ্ছে। ভাইফোঁটা পর্যন্ত এই শো চলবে। জলপাইগুড়ির ইন্দিরা কলোনি সংহতি সংঘ কর্শিয়াংয়ের ডাউহিলের ভূতকে তুলে এনেছে তাদের পুজো মণ্ডপে। জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনির নেতাজি পাড়ায় কালীপুজো উপলক্ষ্যে তৈরি হয়েছে ভয় মহল।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Oct 21, 2025 17:04:01
Darjeeling, West Bengal:*22-Year-Old Young Guy Sahil Rai Gives Life To Safe Stranger At Mirik Lake ,While Stranger Was Safe But Young Guy Death* A heart-wrenching incident occurred at Mirik Lake on Laxmi Puja night, October 20, 2025, when 22-year-old Sahil Rai, a resident of Thurbo LD Bahadur Gaon, lost his life while saving a stranger, Sadip Darjee, from Mirik Bazar, who allegedly attempted suicide by drowning in the lake. Sahil Rai bravely jumped into the water to rescue Sadip, and in a tragic turn of events, he went missing. Despite his own life being at risk, Sahil managed to save Sadip's life. Sadip Darjee, who tried to take his own life due to family issues, is currently undergoing treatment at Mirik BPHC. He stated that he got intoxicated and attempted suicide around 11 pm on October 20 due to family issues. The duo was unknown to each other, and Sahil's selfless act has left the community in shock. "Sahil was a very good person, always willing to help others and had a strong social presence in the community. He had no negative records and was loved by everyone," said Samir Rai, Panchayat Pradhan of Sahil's village. "It's tragic that he lost his life while saving a stranger. He will be deeply missed. He has two elder brothers and he is the youngest one." After an extensive search operation involving Mirik SDO, SDPO, Mirik police, locals, Mirik BPHC team, and the Fire department, with the help of boat stand staffs, Sahil Rai's body was recovered on October 21 around 8 am and brought to Mirik BPHC. The search operation was held as soon as the incident occurred on October 20 night but couldn't be rescued due to night. The body has been taken to NBMCH Siliguri. Villagers praise Sahil as a hero and his sacrifice will be remembered as a testament to humanity and bravery.
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 21, 2025 17:03:30
Katwa, West Bengal:সাড়ে তিন কেজি স্বর্ণালংকারে সজ্জিত কাটোয়ার জাগ্রত দেবী ক্ষেপী মায়ের নগর পরিক্রমা আলোকসজ্জা, ঢাকের তালে তালে ভক্তদের উচ্ছ্বাস আর ভক্তিমিশ্রিত আবেগে মুখরিত হয়ে উঠেছিল গোটা কাটোয়া শহর। প্রতিবছরের মতো এ বছরও সাড়ে তিন কেজি স্বর্ণালংকারে সজ্জিত হয়ে জাগ্রত দেবী ক্ষেপী মায়ের মহা নগর পরিক্রমা ধুমধামের মধ্য দিয়ে। সন্ধ্যা সাতটার পর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী সন্ধ্যা আরতি, তারপর বাজনা-বন্দনা, শঙ্খধ্বনি, ঢাক ও কাঁসর-ঘণ্টার মূর্ছনায় বেরিয়ে পড়ে ক্ষেপী মায়ের শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান রাস্তাগুলি ঘুরে মায়ের মন্দিরের সামনে এসে সমাপ্তি ঘটে নগর পরিক্রমার। অসংখ্য ভক্ত নারী, পুরুষ, শিশুভিড় জমায় রাস্তার দুই পাশে। কেউ প্রদীপ জ্বেলে প্রণাম করছে, কেউ আবার ফুল হাতে মা’কে দর্শন করছে ভক্তিভরে। মায়ের প্রতিমায় অলঙ্কৃত তিন কেজিরও বেশি সোনার গহনা যেন চোখ ধাঁধানো ঐশ্বর্যের প্রতীক হয়ে উঠেছিল। পরিক্রমা শেষে সমস্ত অলঙ্কার খুলে মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হয় গোয়ালপাড়া ঘাটে, যেখানে সম্পন্ন হয় মায়ের বিসর্জন। সেদিনের সেই মুহূর্তে ভক্তদের চোখে জল এক বছরের প্রতীক্ষা শুরু হয় আবার। মা ক্ষেপী কেবল দেবী নন, কাটোয়ার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর আগমন ও বিদায়কে কেন্দ্র করে জেগে ওঠে আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায়, যা বছর ঘুরে আবারও নতুন আশায় ভরে তোলে কাটোয়া শহর।
0
comment0
Report
ABArup Basak
Oct 21, 2025 17:02:46
Mal Bazar, West Bengal:*গোপন ভিডিও ভাইরাল কাণ্ডে বচসা ও হাতাহাতিতে জড়ালো তৃণমূল কাউন্সিলর ও তার পরিবার। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে মালবাজার শহরের ১১ নাম্বার ওয়ার্ডের তৃণমূলের টিকিটের নির্বাচিত কাউন্সিলর অজয় লোহারের আপত্তিকর ভিডিও। বিতর্কিত সেই ভিডিওকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় মালবাজার শহরের রাজনৈতিক মহলে। মঙ্গলবার বিকেল সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা ও কাউন্সিলার অজয় লোহার এবং তার পরিবারের সদস্যরা। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। পুরসভার প্রাক্তन চেয়ারম্যান স্বপন সাহা অভিযোগ করেন মাল আদর্শ বিদ্যাভবনের সামনে, ৩১ নাম্বার জাতীয় সড়কের পাশে তিনি ও তার কিছু অনুগামী বসেছিলেন। সেই সময় first হাতে আক্রমণ করেন। স্বপন সাহা ও তার চালক এবং তার অনুগামী আহত হন বলেও অভিযোগ এনেছেন তিনি। এদিকে পাল্টা অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর অজয় লোহারের। তার দাবি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে মা ও স্ত্রী প্রাক্তন চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে তাদের ওপরে আক্রমণ করা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপরে তার মাকে পড়ে থাকতে দেখেন। এরপরই দ্রুত তাকে মাল বাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শহরের স্বপন অনুগামীরা মালবাজার থানায় এসে জড়ো হন। মালবাজার থানায় অজয় ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। তবে এদিনের এই ঘটনায় মালবাজার শহরের রাজনৈতিক সংস্কৃতি যে কালিমালিপ্ত হয়েছে তা কিন্তু এক প্রকার শহরবাসীদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই মালবাজার পুরসভার স্বপন অনুগামী কাউন্সিলাররাও জড়ো হন। উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন টাউন সভাপতি তথা স্বপন অনুগামী বলে পরিচিত অমিত দে সহ অন্যান্যরা। কাউন্সিলরদের মধ্যে মিলন ছেত্রী, সুরজিৎ দেবনাথ, নারায়ণ চন্দ্র দাস, লিলি পুষ্পা টোপ্পো সহ অনেকেই উপস্থিত হন। শহরের এ দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যাবতীয় পরিস্থিতির ওপর নজর রাখছে মালবাজার থানার পুলিশ ও জেলা পুলিশ বলে জানা গেছে। এই ঘটনার রেশ কতদূর অব্দি যায় সেদিকেই লক্ষ্য এখন সবার। বাইট ১) প্রাত্তন চেয়ারম্যান স্বপন সাহা। ২) কাউন্সিলার অজয় লোহার। (উনার ভিডিও ভাইরাল) ৩) সুরজিৎ দেবনাথ। কাউন্সিলার, স্বপনের অনুগামী। ৪) তৃণমূল কংগ্রেসের প্রাক্তন টাউন সভাপতি তথা স্বপন অনুগামী বলে পরিচিত অমিত দে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 21, 2025 14:04:23
Chinsurah, West Bengal:রেজিস্ট্রি হয়েছে তিন বছর আগে।আগামী ৩ রা ফেব্রুয়ারী ছিলো আনুষ্ঠানিক বিয়ে। তাদের আগে গঙ্গায় ঝাঁপ চন্দননগরের যুবতীর। চন্দনগর বৌ বাজার বটতলার বাসিন্দা মানালী ঘোষের(২৫) সঙ্গে বৌবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের রেজিস্ট্রি বিবাহ হয় বছর তিনেক আগে। মানালী গত তিন বছর ধরে চন্দননগর বাগবাজারে জিটি রোডের পাশের একটি জুয়েলারী দোকানে সেলস গারার্ডারের কাজ করতেন। যুবতীর পরিবার জানিয়েছে গত তিনদিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা দেয়।স্থানীয়রা জানান একদিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। আজ সকালে কাজে এসেছিলেন যুবতী।চাকরি ছেরে দিচ্ছেন বলে তাকে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মানালী দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎ কে ফোন করেন।চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষন বসেছিলেন।তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমনটাই জানিয়েছেন। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে।নামানো হয় ডুবুরি স্পিডবোট। পুলিশ জানিয়েছে,যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে।তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।একজনকে আটক করে থানায় নিয়ে যায়。 যুবতীর ভাসুর শুভজিৎ রায় বলেন,দোকানে কোন একটা সমস্যা চলছিল তবে সেটা ঠিক কি আমরা বলতে পারব না।আজ সকালে দোকানে ঝামেলা হয় তারপর সেখান থেকে বেরিয়ে যায়।ভাই কে ফোন করেছিল এই দোকানের কাজটা আর নেই।ভাই একটি কারখানায় কাজ করে।চন্দনগর স্ট্যান্ডে মানালি কে বসতে বলে সে যখন পৌঁছায়।গিয়ে দেখে যা হবার তা হয়ে গেছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 21, 2025 14:03:58
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top