Back
जामलपुर में बीजेपी ने अवैध नागरिकता के आरोप लगाए
ALArup Laha
Dec 18, 2025 03:23:53
Belna, West Bengal
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর মায়ের বিরুদ্ধে কমিশনে মারাত্মক অভিযোগ জানালো বিজেপি নেতৃত্ব। বাংলায় ’এসআইআর’(SIR) লাগু হতেই শুরু হয় ’বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ ভারত ছাড়া। পূর্ব বর্ধমানের জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যা ও তাঁর মাকে ভুয়ো ভারতীয় নাগরিক দাবি করে সরব হল বিজেপি নেতৃত্ব। তারা এদেরকে ’বাংলাদেশী অনুপ্রবেশকারী’ দাবি করে প্রশাসনের দফতরে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আর্জিও জানিয়েছেন।এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ২৬২ জামালপুর (তপঃ) বিধানসভা কেন্দ্রের অধীন জামালপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম উত্তর মোহনপুর।এই গ্রামের বাসিন্দাদের ভোট দানের জন্য সেখানকার ১৪২ নম্বর বুথটি নির্ধারিত করা রয়েছে।এসআইআর(SIR)এর কাজে নজর রাখার জন্য বিজেপি নেতৃত্ব স্থানীয় সুশান্ত মণ্ডলকে এই বুথে তাদের বিএলএ মনোনীত করেছিল।সেই বিএলএ এবং বিজেপির জামালপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রূপালী বিশ্বাস ও তাঁর মা দাসী বিশ্বাসকে ’বাংলদেশী অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছেন। পাশাপাশি এ নিয়ে তাঁরা ব্লক ও জেলার নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগও দায়ের করেছেন । বিজেপির বিএলএ (BLA) এবং মণ্ডল সভাপতLI লিখিত অভিযোগে নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন,’১৪২ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকার ৫৩৩ ক্রমিক নম্বরে রয়েছে জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের দু’বারের তৃণমূল সদস্য রূপালী বিশ্বাসের নাম।একেই বুথের ৭২৭ ক্রমিক নম্বরে রয়েছে রূপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসে নাম।বিজেপির বিএলএ(BLA)সুশান্ত মণ্ডলের অভিযোগ,’রূপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী।তিনি’ই রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে তাঁর স্ত্রীর নাম তোলান ভোটার তালিকায়।তার পর ভোটার কার্ড,আধার কার্ড ও তফসিলি জাতি (SC) সংশাপত্র হস্তগত করে নিয়ে রূপালী বিশ্বাস দু’বারের পঞ্চায়েত সদস্য হয়েছেন। একটিে রূপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব।তারা প্রশাসনকে জানিয়েছেন,২০০২ সালে ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নাম নথিভুক্ত ছিল না।পরে ভোটার তালিকায় নাম তোলার জন্য দাসী বিশ্বাস তাঁর নিজের পিতা,মাতা এমন কি স্বামীর পরিচয় গোপন করে যান।পরিবর্তে তিনি উত্তর মোহনপুর গ্রামের জগন্নাথ বিশ্বাসকে নিজের ’আপনজন’ দেখিয়ে ভোটার তালিকায় তাঁর নাম তুলেছেন।সেই কারণে ২০২৫ শের ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নামের নিচে তাঁর পিতা,মাতা বা স্বামী সম্পর্কের বিষয়টি ’উহ্য’ আছে। পরিবর্তে সেখানে অন্যান্য উল্লেখ করে জগন্নাথ বিশ্বাসের নাম লেখা আছে’। একই পথ অনুসরণ করে রূপালী বিশ্বাসের শ্বশুর অনিল বিশ্বাসকে নিজের পিতা দেখিয়ে উত্তর মোহনপুর গ্রামের গোপীনাথ বিশ্বাস ভোটার তালিকায় নাম তুলিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। যদিও বিজেপি নেতাদের আনা এইসব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রূপালী বিশ্বাস ও তাঁর মা। জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল বলেন, “২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় থেকে রূপালী বিশ্বাসকে ফাঁসানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সুশান্ত মণ্ডল এবং তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ। এই দম্পতি গত পঞ্চয়েত ভোটে সিপিএমের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রূপালি বিশ্বাসকে ফাঁসাতে সিপিএমের ওই প্রার্থী দম্পতি নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মারেন। পুলিশী তদন্তে সেই সত্য সামনে এলে সুশান্ত গ্রেপ্তার হয়ে জেল খাটে। দেবিকা গা ঢাকা দেয়।জেল খাটা আসামী সুশান্ত মণ্ডল ও তাঁর স্ত্রী এখন সিপিএম ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে।চলতি এসআইআর আবহে তারা ফের রূপালী বিশ্বাসের বদনাম করার ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছেন। এ নিয়ে বিডিও(জামালপুর) পার্থসারথী দে জানান ’অভিযোগের’ বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৪২ নম্বর বুথের বিএলও কে নির্দেশ দেওয়া হয়েছে।সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।“ বিডিও এমনটা জানালেও বিজেপির জামালপুর ১ মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল হুঁশিয়ারি দিয়েছেন, সংশোধিত ভোটার তালিকায় ফের যদি রূপালী বিশ্বাস ও তাঁর মা এবং জগন্নাথ বিশ্বাসের নাম নথিভুক্ত হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এত হৈচৈ করার কি আছে।কমিশন সঠিক তথ্য না পেলে ব্যবস্থা নেবে। বাইট ১- অনিল বিশ্বাস(শ্বশুর), বাইট ২- রঞ্জনা বিশ্বাস (পালিতা দিদিমা), বাইট ৩- কল্পনা বিশ্বাস (শাশুড়ী ), বাইট ৪- প্রধান চন্দ্র পাল(বিজেপি নেতা), বাইট ৫- দেবু টুডু (তৃণমূল নেতা) বাইট ৬- শাহাবুদ্দিন মণ্ডল(উপপ্রধান)। ক্যামেরায় পার্থ ব্যানার্জীর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DGDebabrata Ghosh
FollowDec 18, 2025 09:48:000
Report
SMSubhasis Mandal
FollowDec 18, 2025 09:24:430
Report
BBBimal Basu
FollowDec 18, 2025 09:05:090
Report
BSBidhan Sarkar
FollowDec 18, 2025 09:04:380
Report
BSBidhan Sarkar
FollowDec 18, 2025 09:04:100
Report
MDMritunjay Das
FollowDec 18, 2025 09:03:240
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 18, 2025 09:02:450
Report
ABArup Basak
FollowDec 18, 2025 09:00:460
Report
KMKIRAN MANNA
FollowDec 18, 2025 08:31:440
Report
CDChampak Dutta
FollowDec 18, 2025 08:22:440
Report
AGAyan Ghosal
FollowDec 18, 2025 08:06:250
Report
BCBasudeb Chatterjee
FollowDec 18, 2025 07:48:020
Report
CDChittaranjan Das
FollowDec 18, 2025 07:38:080
Report
ABArup Basak
FollowDec 18, 2025 07:37:350
Report
ANArnabangshu Neogi
FollowDec 18, 2025 07:36:350
Report