Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

आगे वाले चुनावों में क्या होगा? बिहार खत्म, अब बंगाल में मतदान शुरू

EGE GOPI
Nov 22, 2025 17:05:33
Kharagpur, West Bengal
১। কী মনে হচ্ছে, এর পরের নির্বাচনে কি হবে? ২। কী ফল আসতে পারে? ৩।বিহার ভোট শেষ হল।এবার বাংলায় ভোট। কী হতে পারে؟
190
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Nov 22, 2025 17:06:17
Bankura, West Bengal:ও্তেন্টার সেনসস: টাকার চুরির অপবাদ দিয়ে পরিচারককে মারধর, পরিচারকের দিদিকে শ্লীলতাহানি ও কূপ্রস্তাব—এই অভিযোগে রানীবাঁধ থানার মেজো বাবু শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে, আজ সকাল থেকে ফের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, রানীবাঁধে ব্যাপক উত্তেজনা। গতকাল রাতের পরে আজ সকালে স্থানীয়দের পথ অবরোধ নিয়ে তড়িৎ বিক্ষোভ, ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে অবরোধ ও পুলিশের ঘিরা বিক্ষোভ চলছে। গত বৃহস্পতিবার রানীবাঁধ থানার মেজোবাবু শুভম রায় চৌধুরী বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরির অপবাদ দিয়ে পরিচারক সজল সোহিসকে বধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের কথা বাইরে জানালে সজলকে সার্ভিস রিভলবার দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। শুক্রবার ওই পুলিশ আধিকারিক বারে গিয়ে বাক্স ভেঙে নগদ টাকা ও অলঙ্কার নিয়ে যাওয়ার দাবি। বাধা দিলে সজলের দিদিকে শ্লীলতাহানি ও কূপ্রস্তাব দেয় বলে দাবি পরিবারের। শুক্রবার একই অপবাদে সজলকে নিজের ভাড়া বাড়িতে ডেকে অকথ্য নির্যাতন চালান বলে অভিযোগ। গোটা ঘটনা সজল অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। গতকাল বিকালে ঘটনার কথা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসীরা সন্ধ্যা থেকে অবরোধ শুরু করেন। আজ সকালে ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ পুনরায় শুরু হয়; পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভ আরও তীব্র হয়। এলাকাবাসীদের দাবি অভিযুক্ত পুলিশ আধিকারিককে শান্তিপূর্ণ পথে নয় বরং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। পুলিশ সুপারের কথা অনুযায়ী তদন্ত চলছে ও প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে—এমন আশ্বাস দেওয়া হয়, তবে আজ অবরোধ স্থগিত হয়নি।
168
comment0
Report
EGE GOPI
Nov 22, 2025 17:05:55
Kharagpur, West Bengal:রক্ত পরীক্ষা না করাই হলো কাল, ডেঙ্গুতে প্রাণ গেল সেনা জওয়ানের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডিঙ্গল উত্তর বুথের কাজিচক এলাকার বাসিন্দা দেবাশীষ সিংহ, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।প্রায় ১০ বছর ছত্তিসগড়ে পোস্টিং ছিলেন, বেশ কিছু দিন আগে ছুটিতে বাড়িতে এসে ছিলেন দেবাশীষ সিংহ, সূত্রে খবর বাড়ীতে থাকা কালীন বাবার ডেঙ্গু হয়েছিল।তারপর দেবাশীষ এর জ্বর হয়। কিন্তু দ্রুত বাড়ী ফিরে আসবে বলে রক্ত পরীক্ষা না করেই আবার কাজে ফিরে যায়।আর সেখানেই চিকিৎসা রক্ত অবস্থায় মৃত্যু হয়।সেখানে গিয়ে অসুস্থতা বাড়ায় রক্তের পরীক্ষা করতে দেখা যায় তার ডেঙ্গু হয়েছে।ততক্ষণে সব শেষ।মৃত্যু হোলো দেবাশীষ।আজ অর্থাৎ শনিবার নিজ বাড়িতে কফিনবন্দী দেহ পৌঁছায়।AREA জুড়ে শোকের ছায়া। রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জ্ঞাপন করা হয় সেনাবাহিনীর তরফে। আত্মীয়দের কথায় জানা যায় সময়ের রক্ত পরীক্ষা করলে হয়তো এমন দিন দেখতে হতো না।
107
comment0
Report
EGE GOPI
Nov 22, 2025 17:05:15
Kharagpur, West Bengal:Big Breaking: *বিজেপির জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ গাড়ির উপর চড়াও বিজেপির কর্মীদের* প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর সভাতে যাওয়ার সময় জেলা বিজেপির সভাপতির গাড়ির ওপর চড়াও বিজেপির কর্মীরাই। শনিবার অর্থাৎ আজ বিকেলে পশ্চিম মেদিনি پوشে জেলার মোহনপুর এলাকায় পরিবর্তন যাত্রা আয়োজন করেছিল বিজেপি আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার! আর সেই সভাতেই যোগ দিতে পৌঁছেছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মন্ডল, যাওয়ার পথে বৈতা এলাকায় জেলা সভাপতি গাড়ি আটকে দলীয় পতাকা হাতে নিয়ে এক প্রকার বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরাই আর সেই ছবি ভিডিও এখন ভাইরাল সমাজ মাধ্যমে, আর তাতেই উঠেছে প্রশ্ন !পশ্চিম মেদিনীপুরে কি তাহলে 2026 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে গোষ্ঠী কোন্দল তা প্রকট হচ্ছে , বিজেপির গোষ্ঠী কোন্দুল জেলাতে এই প্রথম নয় এর আগেও বারংবার জেলা বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে, গত কয়েক মাস আগে জেলাতে বিজেপির জেলা সভাপতি পদে রদবদল হয়েছে বর্তমানে সমিত মন্ডল রয়েছেন বিজেপির জেলা সভাপতি যিনি দিলীপ ঘনিষ্ঠ বলে চর্চিত জেলায়, তবে কারা আজ জেলা সভাপতির গাড়ি আটকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে জেলা সভাপতির গাড়ির সামনে বিক্ষোভ এবং তার গাড়ির উপর চড়াও হন এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। যদিও অপরদিকে বিজেপির জেলা সভাপতি বলেন এটা বিজেপি নয় তৃণমূলেরই কাজ চক্রান্ত করে তৃনমুল এমন কাজ করেছে বলে মন্তব্য জেলা বিজেপির সভাপতি সমিত মন্ডলের, যদিও অপরদিকে সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তৃতন্ত্রে জেলা সভাপতির দাবি এটা বিজেপির গোষ্ঠী কোন্দল শুভেন্দু বনাম দিলিপের কোন্দল সেখান থেকেই এমন ঘটনা ঘটেছে, তৃণমূলের জেলা সভাপতি দাবি করেন যে এর আগেেও এই জেলাতে দিলীপ ঘনিষ্ঠদের রাস্তায় টেনে এনে মারা হয়েছে শুভেন্দু অনুগামীরা এমন কাজ এর আগেেও করেছেন, আর আজও সুকান্ত মজুমদারের সভাতে দিলীপ অনুগামী জেলা সভাপতি যাতে সভাতে পৌঁছতে না পারেন তার জন্য এমন হেনস্থার শিকার হতে হয়েছে বলে দাবি তৃনমুলের জেলা সভাপতির। তবে ২৬-এর নির্বাচনের আগে যে জেলাতে গোষ্ঠী কোন দলের পারদ চড়ছে তা বলাই যেতে পারে
204
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 22, 2025 17:04:35
Jainagar, Bihar:এসআইআর-এর চাপে অসুস্থ জয়নগরের বিএলও, হাসপাতালে ভর্তি কমলপদ নस्कর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) অভিযানের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন জয়নগরের এক বিএলও। হরিনারায়ণপুর পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের বিএলও, পেশায় শিক্ষক বছর পঞ্চাশের কমলপদ নস্কর শনিবার বিকেলে বাড়ি ফেরার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। परिवार সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এসআইআর সংক্রান্ত কাজের চাপে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, বুথে প্রায় ১১৬০টি ফর্ম তাঁকে বিলি করতে হয়। ফর্ম হাতে পেতে দেরি হওয়ায় বিলিতেও দেরি হয়। ফলে ফর্ম ফেরত নেওয়ার সময়সীমা আরও চাপে পড়ে। শনিবার পর্যন্ত খুব অল্প সংখ্যক ফর্মই তিনি ফেরত নিতে পেরেছিলেন। এ দিনই পঞ্চায়েত দফতরে বৈঠকে দ্রুত সব ফর্ম ফেরত নেওয়ার নির্দেশ আসে। বৈঠক সেরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, “কম সময়ে প্রচুর কাজের বোঝা চাপিয়ে দেওয়ায় রাজ্যের বহু কর্মী সমস্যায় পড়ছেন। কারও মৃত্যু হয়েছে, কারও আত্মহত্যার খবর এসেছে। আমার এলাকার এই বিএলও-ও সেই অস্বাভাবিক চাপের কারণেই অসুস্থ।” তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। জয়নগর ১ বিডিও শুভদীপ দাস জানান, “অসুস্থ বিএলওর চিকিৎসা চলছে। আমি হাসপাতালে গিয়ে দেখা করেছি। কাজ সচল রাখতে ওর পরিবর্তে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে।”
105
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 22, 2025 17:04:05
Rajpur Sonarpur, West Bengal:বাংলার রাজনীতিতে বিজেপির মুখে এবার রাষ্ট্রবাদী মুসলিম শব্দ। নতুন শব্দবন্ধে কাদের টার্গেট করতে চাইছে পদ্মশিবির? সমর্থন পাওয়ার সম্ভাবনা কতটা? ইডির কয়লা-তল্লাশিতে বাংলা থেকে বেরোল কুবেরের ধন। ৬ কোটির সোনার গয়না এবং নগদ ৩ কোটি টাকা বাজেয়াপ্ত। ডিজিটাল নথিতে কি লুকিয়ে আরও সম্পদ? খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে এবার অনলাইন সার্ভে শুরু করতে চলেছেন রাজ্যপাল। রাজ্যবাসী কি চাইছে? কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন চাইছে তারা? SIR প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাতে কমিশনে তৃণমূল। প্রশিক্ষণ ছাড়াই কী ভাবে BLO-দের কাজে বসানো হয়েছে। BLO-দের জন্য অ্যাপে অজস্র ভুল। কমিশনের ভুলের Pretty? মানুষের। কমিশনের ওয়েবসাইট ভুলে ভরা, অভিযোগ তৃণমূলের। কাকে খুশি করতে ২ বছরের কাজ ২ মাসে করানো হচ্ছে? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের। বাবরি মসজিদ একটা আবেগ। বাবরি মসজিদ ভাঙার দরকার ছিল না। ছয় ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন বড় করেই করা হবে। বড়সড় ধামাকার হুমকি দিয়ে রাখছেন হুমায়ুন কবীর। বাবরি মসজিদের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি। তাঁদেরই আমন্ত্রণ জানিয়েছেন, যারা আসবেন বলে নিশ্চিত করেছেন। মালবাজারের পর কৃষ্ণনগর। ফের এক মহিলা BLO-এর অস্বাভাবিক মৃত্যু। SIR-এর কাজ নিয়ে প্রবল চাপেই আত্মঘাতী। দাবি পরিবারের।
161
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 22, 2025 17:03:24
Howrah, West Bengal:ঘরের উঠোনে বিষধর কেউটে। আতঙ্কে ঘুম ছুটলো গৃহস্থের। জনৈক পরিবেশ কর্মীর উদ্যোগে উদ্ধার সাপ। তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। শুক্রবার রাতে ঘটনারটি ঘটে হাওড়া জগৎবল্লভপুর ব্লকের নাইকুলি গ্রামে। গ্রামের জনৈকা বাসিন্দা সন্ধ্যা অধিকারী ওনার বাড়ির উঠোনে অনেকগুলো কুকুরকে একসঙ্গে তারস্বরে চেঁচানোর আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন ঐ অবাক কান্ড। ওনাদেরই উঠোনের এক কোণে আশ্রয় নিয়েছে লম্বা বিষধর ওই কেউটে সাপ। তাঁর বুঝতে আর অসুবিধা হয়নি যে এইজন্যই কুকুর ছানাগুলো অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছিল সেকারনেই। সাপটিকে দেখে উদ্ধার করার জন্য তিনি সঙ্গে সঙ্গেই এলাকার পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
137
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 22, 2025 15:47:14
Asansol, West Bengal:বিনা রেজিস্ট্রেশনের অটো–টোটোর দৌরাত্ম্যে অশান্ত শিল্পাঞ্চল! নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ–প্রশাসন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দিন দিন বাড়ছে বিনা রেজিস্ট্রেশন, বিনা নম্বর প্লেট এবং অন্য জেলা ও রাজ্যের অটো–টোটোর দৌরাত্ম্য। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি বেড়ে চলেছে নিরাপত্তা সংকট। শহরের বিভিন্ন প্রান্তে এখন এত বেশি টোটো ও অটো চলছে যে রাস্তায় ঠিকমতো চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। বৈধ ও অবৈধ গাড়ির মিশ্রণে ট্রাফিক ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত। ঝাড়খণ্ড ও বাইরের জেলার অটো উপচে পড়ছে আসানসোলের রাস্তায় স্থানীয়দের অভিযোগ—ঝাড়খণ্ড নম্বরের অটো—বোকারো ও রাঁচি থেকে আসা গাড়ি পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার অটো এসব গাড়ি প্রতিদিন আসানসোল শহরে নিয়মিত যাত্রী তুলছে। অথচ পরিবহণ আইন অনুযায়ী অন্য জেলা বা রাজ্যের অটো শিল্পাঞ্চলে এভাবে চলাচল করতে পারে না। এতে Local বৈধ অটো–টোটো চালকদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত, আইনশৃঙ্খলা রক্ষা কঠিন ও অপরাধের ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে। মোস্ট ক্রাইম জোন আসানসোল—নম্বর প্লেট না থাকলে ট্রেস করা সম্ভব নয়; সিসিটিভিতে গাড়ি শনাক্ত করতে সমস্যা হয় এবং অপরাধী সহজে পালিয়ে যেতে পারে। রাজনীতি–বিরোধে অভিযোগ–পাল্টা অভিযোগ উত্তপ্ত হচ্ছে—বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেছেন: “যেসব গাড়ির রেজিস্ট্রেশনই নেই, সেই গাড়ি দিয়ে যদি ক্রাইম হয় দায় নেবে কে? তৃণমূল নেতারা টাকা নিয়ে এসব গাড়ি চালাতে দিচ্ছেন।” প্রতিপক্ষের অভিযোগ—পরিবহন দপ্তরের আধিকারিকরা নজরদারি করছেন না। পরিবহন দপ্তরের তরফে নিয়ম স্পষ্ট: রেজিস্ট্রেশন বাধ্যতামoy, TTEN পোর্টাল through প্রতিটি ই-রিক्शা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর.টি.ও মৃণময় মজুমদার জানিয়েছেন—“বৈধ শোরুমগুলিকে রেজিস্ট্রেশন করতেই হবে। কেউ অতিরিক্ত টাকা নিলে পরিবহন দপ্তরে অভিযোগ করুন।” কমিশনারেট গঠনের পরও নিয়ন্ত্রণহীন যানবাহন! প্রশ্ন বাড়ছে—“নিয়ন্ত্রণ কোথায়ে? কঠোর ব্যবস্থা কবে নেবে প্রশাসন?”
61
comment0
Report
BSBidhan Sarkar
Nov 22, 2025 15:46:04
Chinsurah, West Bengal:মুখ্য নির্বাচন কমিশনারের গোঁয়ের জন্য অনেক লোক মারা যাচ্ছেন,দিল্লির এয়ারকন্ডিশন ঘর ছেড়ে গ্রামে ঘোরার অনুরোধ কল্যাণের। রাজ্যপালকে কৃষ্ণের অবতার বলে কটাক্ষ। আজ চন্ডীতলায় বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত হয়ে শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,এতগুলো লোক মারা গেছে এর থেকে দুঃখের কিছু নেই।যা চাপ বিএল ওদের উপর দিচ্ছে অসম্ভব ব্যাপার।আমি মুখ্য নির্বাচন আধিকারিক কে বলবো আপনি দিল্লির বাতানুকূল ঘর ছেড়ে একটু গ্রামে গ্রামে ঘুরুন না দেখুন কি হচ্ছে।আপনিতো থিওরিটিক্যাল কথাবার্তা বলছেন প্র্যাকটিক্যালি যেটা অসম্ভব।আপনি বুঝতেই চাইছেন না গো ধরে বসে রয়েছেন আপনার বউয়ের জন্য কতগুলো মানুষ মারা যাচ্ছে।আমি অনুরোধ করব মুখ্য নির্বাচন কমিশনার কে দয়া করে গ্রামে একটু যান।যেখানে নেটওয়ার্ক নেই কিচ্ছু নেই ডিএল ওরা কি করে আপলোড করবে।একটা অবাস্তব ব্যাপার চলছে। রাজ্যপালের খোল করতাল নিয়ে নাচ প্রসঙ্গে কল্যাণ বলেন,কৃষ্ণের ১০ অবতারের উনি একটা অবতার।উনি অনেক কিছুই লিখেছেন সবই রাজ্য সরকারের পয়সা খরচা হচ্ছে।কেউ পরেও না অযৌক্তিক সরকারের.pয়সা নষ্ট হয়।
190
comment0
Report
PCPrabir Chakraborty
Nov 22, 2025 14:39:11
Kolkata, West Bengal:রাজ্যপাল কি কি কাজ করতে পারবেন, তা সংবিধানে উল্লেখ আছে। তিনি বিজেপি নেতাদের খুশি করতে চাইছেন। তিনি সংবিধান লঙ্ঘন করতে চাইছেন। আজকের দিনে রাজ্যপাল পদ রাখা উচিত কিনা সেটা আগে রাজ্যপাল সমীক্ষা করে দেখুক। ১২ ফ্রেব্রুয়ারী ২০২৪ সালে চোপড়ায় শিশু মারা যাবার ঘটনা ঘটে। রাজ্যপাল নয় দিনের মাথায় গিয়ে বলেছিলেন, তিনি সাহায্য করবেন। কিন্তু আজ অবধি ্সেই পরিবার সাহায্য পেল না। রাজ্যপাল সাহায্য করলেন না। তিনি আবেগ নিয়ে খেলা করছেন। সাহায্য যখন করবেন না। তখন তাদের বললেন কেন? রাজ্যপালের ফান্ড থেকে পরিবারগুলোকে দেব বলে জানিয়েছিলেন। কিন্তু আসল কাজের সম্পর্ক নেই। আর রাজ্যপাল ঘুরে বেড়াচ্ছেন। যেটা তার কাজ নয়। রাজ্যপালের উচিত BLA 2 হওয়া। রাজ্যপাল তো BLA 2 হিসাবে বিজেপির হয়ে কাজ করুক。
141
comment0
Report
Advertisement
Back to top