Back
घाटाल मास्टर प्लान में तेज़ी, देव ने घर-घर जाकर विवाद सुलझाने का दावा किया
CDChampak Dutta
Oct 18, 2025 14:31:39
Kaji Chak, West Bengal
একাধিক কর্মসচীতে যোগ দিতে ঘাটালে সাংসদ দেব।ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠন থেকে ঘাটাল মাস্টার প্লান মনিটরিং কমিটির বৈঠক করেন।ঘাটাল মাস্টার প্লানে এখনও যারা জমি দিতে ভয় পাচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে বোঝানোর দায়িত্ব নিলেন দেব।নির্ধারিত সময়েই শেষ হবে ঘাটাল মাস্টার প্লানের কাজ জানালেন দেব।ঘাটাল মাস্টার প্লান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে দেবের বার্তা,কাজ সম্পন্ন হলে আমি নিজে বিরোধী সবাইকে ফোন করে ডেকে নেবো সেলিব্রেট করার জন্য কারণ তারাও তো সবাই ঘাটালের মানুষ।
বন্যা মিটতেই এবার জোরকদমে শুরু হবে ঘাটাল মাস্টার প্লানের কাজ,ঘাটাল শহরে শিলাবতী নদীর উপর গার্ডওয়াল দেওয়া থেকে মাস্টার প্লানের অধিন বেশকিছু জায়গায় একাধিক নতুন ব্রীজও তৈরি হবে।ঘাটাল মনিটরিং কমিটি ও প্রশাসনের তরফে জোরকদমে কাজ শুরুর প্রস্তুতি চলছে।শনিবার দুপুরে একাধিক কর্মসূচী নিয়ে ঘাটালে পোঁছান সাংসদ দেব।ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে বৈঠক এবং কমিটি গঠন,ঘাটাল টাউন হলে ঘাটাল মনিটরিং কমিটির বৈঠক করা।শেষে দলীয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়া ও ঘাটালের কুশপাতায় একটি কালী পুজোর উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।ঘাটালে দেবের কর্মীসূচী গুলির মধ্যে ঘাটাল উৎসব ও শিশু মেলা এবং ঘাটাল মাস্টার প্লান মনিটরিং কমিটির বৈঠককে ঘিরে সবার নজর ছিল।গতবছর ঘাটাল উৎসব ও শিশু মেলার বৈঠককে ঘিরে সাংসদের উপস্থিতিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রক্ত ঝরেছিল।যদিও এবার তেমন কোনো ঘটনা ঘটেনি,তবে দেবের কোনো কর্মসূচীতে নজরে পড়েনি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে।ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালনাসীর আবেগ এবং ঐতিহ্য,তা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় প্রশাসনকে সাথে নিয়ে সবদিক ভালো করে দেখে নেওয়ার বার্তা দেন দেব।ঘাটাল টাউন হলে ঘাটাল ماس্তার প্লান মনিটরিং কমিটির সদস্যদের উপস্থিতিতে ঘাটাল ماس্টার প্লানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।পাশাপাশি তিনি জানান,ঘাটালের মানুষকে ছাড়া মাস্টার প্লানের কাজ দ্রুত শেষ করা সম্ভব না।এবছর ছ'বার বন্যা হয়েছে যার ফলে কাজ অনেকটাই পিছিয়ে গেছে,কিন্তু এবার জোরকদমে কাজ শুরু হয়েছে।ঘাটাল মাস্টার প্লান কতোটা প্রয়োজন ঘাটালের মানুষ তা জানেন।যারা ইতিমধ্যে জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানান দেব।এছাড়াও তিনি মঞ্চ থেকে এও জানান,এখনও যারা জমি দিতে ভয় পাচ্ছেন বা আমরা হয়তো তাদের সঠিক ভাবে বোঝাতে পারিনি।দরকার হলে এবার আমি তাদের কাছে যাবো,আমি গেলে তারা যদি আশ্বস্ত হয় বোঝাতে পারি তাহলে কাজটা দ্রুততার সাথে শেষ করা যাবে।এককথায় এখনও যেসব জমি দাতা জমি দিতে কিন্তু বোধ করছেন এবার দেব নিজে তাদের বাড়ি গিয়ে বোঝানোর দায়িত্ব নেবেন বলে ঘাটাল মাস্টার প্লান মনিটরিং কমিটির বৈঠক থেকে জানিয়ে দেন।মনিটরিং কমিটির বৈঠক শেষে সাংসদ দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অন্য প্রশ্নের জবাব এড়িয়ে কেবল মাস্টার প্লান নিয়ে তার বক্তব্য জানান।তিনি বলেন,ড্রেজিংয়ের কাজ শুরু হয়ে গেছে,যেখানে যেখানে গার্ডওয়াল তৈরি হবে সেসব জায়গাও মার্কিং হয়ে গিয়েছে তারজন্য অনেকগুলো জমি অধিগ্রহন হয়ে গিয়েছে,এখন কিছু জমি অধিগ্রহনের জন্য আলোচনা চলছে।অনেকগুলো ব্রীজ তৈরি হবে তার জন্য সয়েল টেস্ট হয়ে গিয়েছে,দ্রুতগতিতে কাজ চলছে।এবছর ছ বার বন্যা হয়েছে তার জন্য কাজ অনেকটা স্লো হয়ে গিয়েছে,জল যতোটা কমবে ততোটা কাজ শুরু হবে,যে কাজগুলো আগে শুরু হয়েছিল সেগুলো আবার নতুন করে শুরু করতে হবে।তবে আমরা আশাবাদী দিদি যা কথা দিয়েছেন সেই সময় মতোই কাজ শেষ হবে।"ঘাটাল শহরে শিলাবতী নদীর উপর বেশকিছু জায়গায় গার্ডওয়াল দেওয়ার প্রস্তাব রয়েছে ঘাটাল মাস্টার প্লানে।আগে সেই কাজ থমকে যায় জমি জটের জন্য।জমি জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়াকে নির্দেশ দিয়েছিলেন,কারও জোর করে জমি নেওয়া হবেনা,প্রয়োজন হলে মাস্টার প্লানে প্রস্তাবিত গার্ডওয়াল দেওয়ার কাজের রুট ঘুরিয়ে করার জন্য।বন্যা মিটতে গার্ডওয়ালের জন্য রুট কাটছাঁট করে জমি ম্যাপিং য়ের কাজ সম্পন্ন হয়েছে।অনেক জমি দাতা জমি দিয়েওছে বলে জানান সাংসদ দেব,কিছু জমি দাতার সাথে এখনও আলোচনা চলছে।এবার সেইসব জমি দাতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানোর দায়িত্ব নেবেন দেব এমনটাই তিনি জানান।রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্লানের কাজ শুরু হয়েছে,এনিয়ে বিরোধীরা রাজ্যসরকারকে একাধিক বার কটাক্ষ করেছে।বিরোধীদের উদ্দেশ্য সাংসদ দেবের জবাব,বিরোধীরা যা বলছে তারা তাদের জায়গা থেকে হয়তো ঠিক কারণ বিরোধিতা না করলে তারা তো বিরোধী থাকবে না।ঘাটাল মাস্টার প্লানের কাজ কতোটা চলছে ঘাটালের মানুষ তা দেখছে,মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই সময়ের মধ্যেই সম্পন্ন হবে।"দেব জানান,ঘাটাল মাস্টার প্লান কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নই,এটা ঘাটালের মানুষের জন্য।বিরোধীদেরও শুভেচ্ছা যেদিন কাজ শেষ হবে তাদেরও ডাকা হবে কারন তারাও তো ঘাটালেই থাকেন,আমি নিজে তাদের ফোন করে ডাকবো।"
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DGDebabrata Ghosh
FollowDec 07, 2025 08:18:540
Report
DGDebabrata Ghosh
FollowDec 07, 2025 08:17:120
Report
BMBiswajit Mitra
FollowDec 07, 2025 08:06:0169
Report
ASAyan Sharma
FollowDec 07, 2025 07:47:3374
Report
BSBidhan Sarkar
FollowDec 07, 2025 07:47:0630
Report
BBBimal Basu
FollowDec 07, 2025 07:05:59118
Report
ABArup Basak
FollowDec 07, 2025 07:05:43116
Report
BSBidhan Sarkar
FollowDec 07, 2025 07:05:1891
Report
PDPradyut Das
FollowDec 07, 2025 07:05:0396
Report
CDChampak Dutta
FollowDec 07, 2025 06:49:17156
Report
MMManoranjan Mishra
FollowDec 07, 2025 06:48:57128
Report
STSrikanta Thakur
FollowDec 07, 2025 06:48:32170
Report
BBBimal Basu
FollowDec 07, 2025 06:47:41128
Report
BBBimal Basu
FollowDec 07, 2025 06:47:27112
Report
PSPrasenjit Sardar
FollowDec 07, 2025 06:46:22138
Report