Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

पश्चिमी बर्धमान जिले में SIR प्रक्रिया शुरू, BLO अधिकारी घर-घर मतदाता सूची जाँचने लगे

BCBasudeb Chatterjee
Nov 04, 2025 12:35:33
Asansol, West Bengal
নির্বাচন কমিশনের নিদের্শ অনুযায়ী আজ থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু SIR প্রক্রিয়াকরণের কাজ । আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে BLO অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখে SIR প্রক্রিয়া শুরু করলেন। সঙ্গে রয়েছেন বুথ লেভেলের এজেন্টরাও । এনুমারেশান ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে সমস্ত বিষয় বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 04, 2025 13:28:38
Kolkata, West Bengal:দিন কয়েক আগে উঠে এসেছিল ঠাকুরবাড়ির অন্দরে দুই ভাইয়ের মনোমালিন্যর চিত্র। ঠাকুর বাড়িতেই চলছে সিএএ এর দুটি আলাদা আলাদা ক্যাম্প। ঠাকুর বাড়ির অন্যতম সদস্যা মমতা বালা ঠাকুর অভিযোগ করেছিলেন সুব্রত ঠাকুর বড় ভাই সেক্ষেত্রে তার অধিকার সবার আগে।এর মধ্যেই কেটে গেছে বেশ কয়েকদিন। দিন কয়েক আগে সাংবাদিকদের মুখোমুখি হয় সুব্রত ঠাকুর জানিয়েছিলেন নতুন মতুয়া মহাসংঘ সংগঠন হবে ৪ঠা নভেম্বর। সে মতোই আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নতুন মতুয়া মহাসংঘ করলেন তিনি। এর আগে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ ছিল এক সঙ্গে। অন্যদিকে মমতা বালা ঠাকুরের একটি আলাদা মতুয়া মহা সংঘ। ঠাকুর বাড়িতে দুটি মতুয়া মহাসংঘ নিয়ে দ্বন্দ্বের মধ্যে ছিলেন মতুয়া সমাজ। এরই মধ্যে আরও একটি মতুয়া মহাসংঘ গঠন। তিনটি মতুয়া মহাসংঘ তৈরি হল ঠাকুরবাড়িতে। সুব্রত ঠাকুর জানালেন রেজিস্ট্রেশন নাম্বার এক ও নাম ও এক কিন্তু নতুন করে মতুয়াদের পরিষেবা দিতে একটি সংগঠন তিনি তৈরি করলেন। তারা সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে, এই সংগঠন তৈরি করা হয়েছে। নতুন সংগঠন তৈরি নিয়ে ঠাকুর বাড়ির অন্যতম সদস্য ও মতুয়া মহা সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর শুভকামনা জানিয়েছেন দাদা সুব্রত ঠাকুরকে。
0
comment0
Report
EGE GOPI
Nov 04, 2025 13:15:47
Kharagpur, West Bengal:বিধাননগর থানার দত্তাবাদ এলাকায় স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়। খুনের ঘটনায় নাম জড়ালো রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। জানা গেছে গত বৃহস্পতিবার নিউ টাউন যাত্রাগাছিতে অজ্ঞত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। পরে পুলিশ তদন্ত সেই ব্যক্তির নাম নাম স্বপন কামিল্যা, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার বিলমাধিয়া গ্রামে। ওই ব্যক্তির সল্টলেক দত্তावাদ এলাকায় একটি সোনার দোকান রয়েছে এবং সেখানে ভাড়া থাকতো। খুনের ঘটনার প্রায় কিছু দিন আগে রায়গঞ্জের বিডিও পরে প্রশান্ত বর্মন বেশ কয়েকজনকে নিয়ে স্বপন কামিল্যার বাড়িতে এসে তাঁর দেখা না পেয়ে বাড়ির লোককে হুমকি দিয়েছি শাসিয়ে যায়। বিডিও বাড়ির লোককে স্বপন কামিল্যা বেআইনি চোরাই সোনা কেনা বেচা করেছে। তাই তাঁকে খুঁজতে তাঁর বাড়িতে আসেন। সেই ঘটনার প্রায় দুই মাস পরে স্বপন কামিল্যা বেশ কয়েকজন অপহরণ করে খুন করে বলে অভিযোগ পরিবারের। সেই ঘটনায় বিডিও প্রশান্ত বর্মন জড়িত বলে বিধান নগর থানায় অভিযোগ জানায় পরিবারের লোকেরা। বিধান নগর থানার ঘটনার তদন্তে নেমেছে। পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 04, 2025 13:06:42
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 04, 2025 13:06:03
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 04, 2025 12:42:20
Bardhaman, West Bengal:মঙ্গলবার থেকে দলের নির্দেশে বিভিন্ন এলাকায় এস আই আর সহায়তা কেন্দ্র শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মঙ্গলবার এস আই আর বিষয়ক সহায়তা কেন্দ্র খুললো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের বড়শুল ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সহায়তা কেন্দ্র করা হয়েছে। বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবদীপ রায় জানান, এই সহায়তা কেন্দ্র থেকে অঞ্চলের মানুষদের এস আই আর বিষয়ক কাজে সহায়তা করা হবে। ২০০২ সালে ভোটার লিষ্টে নাম আছে কি নেই, এছাড়াও অন্য কোনও সমস্যা হলে তা দেখে প্রয়োজনমত সহায়তা করা হবে। তিনি জানান, এই অঞ্চলে উত্তরপ্রদেশ, বিহারের প্রচুর বাসিন্দা রয়েছে, তারা সমস্যায় পড়ছেন। তাদেরও এখান থেকে সহায়তা করা হচ্ছে। শুধু এই অঞ্চল নয়, আশেপাশের বিধানসভা কেন্দ্র থেকে কেউ এলে তাদেরও সহায়তা করা হবে。
0
comment0
Report
MMManoj Mondal
Nov 04, 2025 12:41:51
Kolkata, West Bengal:তৃণমূলের অভিযোগ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার মা বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। যা নিয়ে অতীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছিল। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা ও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়েও varie বিভিন্ন পোস্টে বিধায়কের মা বাবার নাম নেই, বিধায়ক যেভাবে SIR ফর্ম পূরণ করবে সেভাবে সবাই করবেন , বিধায়কের মোবাইল নাম্বার দিয়ে এহেন একাধিক পোস্ট দেখতে পাওয়া যায়। এই বিতর্কের মধ্যেই ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের ফর্ম পৌঁছালো অশোক কীর্তনীয়ার বাড়ি। মঙ্গলবার বিধায়কের হাতে তার পরিবারের পাঁচজনের ফর্ম তুলে দিলেন বিএলও। সোমবার প্রদীপ করে মৃত্যুর প্রতিবাদে একটি পদযাত্রা বের করেছিল বনগাঁ তৃণমূল। সেই পদযাত্রা থেকে বনগাঁ পৌরসভা পৌর প্রধান গোপাল শেঠ দাবি করেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনের নাম এসআইআরএ কাটা যাবে | এই প্রসঙ্গে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বলেন কার নাম কাটা যাবে সেটা তৃণমূলের দেখার বিষয় না এটা নির্বাচন কমিশন দেখবে
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 04, 2025 12:41:14
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 04, 2025 12:41:02
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস .... ২০০২ এর ভোটার লিস্ট এ বহু نام নেই ।পূরণ ২০০২ এর লিস্ট আমাদের কাছে ছিল ।আমরা সেটা মিলিয়ে দেখছি বহু নাম নেই ।আমরা বিভিন্ন দফতরে গেছিলাম কিন্তু কেউ সাহায্য করতে পারেনি । এই SIR এর তড়িঘড়ি কেনো ।কোন রাজনৈতিক দল কে সুযোগ পেয়ে দেবার জন্য এত তাড়াতাড়ি ।বিহার এর সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু করতে পারতেন الآن এত তাড়াহুড়ো করছেন কেন। অনেক ভোটারদের দেখা যাচ্ছে না বাদ গেছে ।সিইও এখানে সর্বোচ্চ সিদ্ধান্ত নেবার লোক নন। আমরা তাওসিও দফতরে আমাদের দাবিদাওয়া জানিয়েছি। ২০০২ এর লিস্ট কেন সীমান্ত লিস্ট হিসেবে ধরা হবে। কেন অন্যান্য বছর ধরা হচ্ছে না। কেন অন্য কোন বছর ধরা না করে শুধুমাত্র ২০০২ কে টার্গেট করা হচ্ছে। আজকে উলুবেড়িয়াতে একজন সুইসাইড করেছেন। তিনি ভিডিও করে সুইসাইড করেছেন এই এসআইআর আতঙ্কে। এতে রাজনৈতিক দলের সুবিধা হতে পারে অসুবিধা হতে পারে কিন্তু মানুষের মৃত্যু ঘটছে। এই রাজ্যের শাসক দল তারা মিছিল করছেন। কেন্দ্রের শাসক দল মানুষকে ভয় দেখাচ্ছে। বলছে বেশ কিছু নাম বাদ যাবে। মানুষ এতে ভয় পাচ্ছে। নির্বাচন কমিশন কিছু বলছে না。
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 04, 2025 12:40:35
Kolkata, West Bengal:BIHar women:: এবারের ভোটে সব রাজনৈতিক দলই নজরে মহিলারা। नीतिश कুমারের दल ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ১০০০০ ডিপোসিট করেছে। অন্যদিকে মহাগটবন্ধন শিবিরের প্রতিশ্রুতি জিতলেই আড়াই থেকে তিনহাজার প্রতিমাসে। लेकिन মহিলারা তাদের বয়ান কি? বিহারের রাজনীতি মহিলাদের সক্রিয় অংশগ্রহন তেমন চোখে পড়ার মত নয়। সব রাজনৈতিক দল এক্ষেত্রে ডাহা ফেল। প্রার্থী তালিকাতেও পুরুষ দের জয়জয়কার। মহিলাদের প্রতিনিধিত্ব নাম মাত্র।। সব মিলিয়ে মাত্র ২৫৮ জন মহিলা এবার বিহারে ভোট প্র Athi।। রিসারভেশনের বুলি আওরালেও কেউই এক্ষত্রে পাশ করেননি।। কিন্তু লক ডাউননের পর অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরা বাইরে থাকায় খেটে খাওয়া অংশের প্রতিনিধিত্ভ করেন এমন মহিলারা এবার নিয়ন্ত্র্‌রক।। তাদের বেশির ভাগের অভিযোগ, অনেকেই নীতিশ কুমারের ১০০০০ পাননি। অনেকেই জানতে চাইছেন এই টাকায় তাদের উন্নয়ন সম্ভব?? ভক্স মহিলাদের/ বাইট নিবেদিতা ঝাঁ, সমাজকর্মী/ ডব্লুটি ইন ওOUT.
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 04, 2025 12:40:02
Katwa, West Bengal:এস টি এফের জালে দুই গাঁজা পাচারকারী। উদ্ধার ৫৫ কেজি গাঁজা ভর্তি দুটি ব্যাগ। সোমবার সন্ধ্যায় মঙ্গলকোট থানার পুলিশের সাহায্যে যৌথ অভিযানে নতুনহাট বাইপাসের কাছে সরকারি বাসে অভিযান চালিয়ে দুই গাঁজা পাচারকারী আদু বিবি এবং জ্যোৎস্না বিবিকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের বাহিনী স্থানীয় পুলিশের সাহায্যে অভিযানে চালায়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে গাঁজা নতুনহাটে কারও হাতে তুলে দেওয়ার জন্য আনা হয়েছিল।গ্রেফতার হওয়া দুই মহিলার নাম আদু বিবি বাড়ি পূর্বস্থলী থানা এলাকার অপরজন জ্যোৎস্না বিবির বাড়ি নদীয়ার নবদ্বীপ থানা এলাকায়। মুর্শিদাবাদ থেকে কলকাতা গামী সরকারি বাসে করে সোমবার সন্ধ্যের সময় গাঁজা ভর্তি দুটি ব্যাগ নিয়ে নতুনহাটের কাছে বাসের মধ্যেই গ্রেপ্তার হয় দুই মহিলা পাচারকারীরা ক্যুরিয়রের কাজ করে বলে পুলিশ জানতে পেরেছে। আদু বিবিরা গাঁজা কার কাছ থেকে এনে কোথায় নিয়ে যায় এবং তাদের সঙ্গে কারা যুক্ত সে বিষয়ে জানার জন্য মঙ্গলকোট থানার পুলিশ ধৃতদ দুজনকে পাঁচ দিনের নিজেদের হেফাজত চেয়ে মঙ্গলবার বর্ধমানের এনডিপিএস আদালতের পেশ করে।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 04, 2025 12:39:17
0
comment0
Report
Advertisement
Back to top