Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

झारखंड के DIVCS कार्यालय के बिना जानकारी पानी छोड़ने के विरोध में टीएमसी का प्रदर्शन

BCBasudeb Chatterjee
Oct 10, 2025 12:07:57
Asansol, West Bengal
রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। প্রতিবাদ ঝাড়খণ্ড এর পাঞ্চেতের ডিভিসি অফিসে ঘেরাও ও অবস্থান বিক্ষোভে তৃণমূল। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে শুক্রবার এই কর্মসূচি। ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। এর আগে গত মঙ্গলবার মাইথন জলাধারের পাশে ডিভিসি অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল। এরপর কোলকাতা সদর দপ্তরেও অবস্থান বিক্ষোভ হবে বলে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। ইতিমধ্যে ঝাড়খণ্ড ও পশ্চিম বঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদেরা ঝাড়খন্ডের পাঞ্চেত ডিভিস কার্যালয়ে এসেছে। Here আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, অনির্বাণ দাস, বান্টি তেওয়ারি, অভিনব মুখোপাধ্যায় প্রমুখ.
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 11, 2025 07:15:40
Jalpaiguri, West Bengal:মানুষ মানুষের জন্য। জīবে প্রেম করে জেই জন,সেইজন সেবিছে ঈশ্বর। মানবিক জলপাইগুড়ি জেলা পুলিশ। বন্যার জল নেমে যাবার পর কোদাল হাতে তুলে কাদা-পলি অপসারণে হাত লাগালেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে অফিসার সাধারণ পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ারOWNER自己的াই নিজেই বাড়ির উঠোন এবং ঘরের থেকে থেকে কোদাল হাতে কাদা পরিষ্কার করলেন, নতুন করে বন্যা দুর্গতদের ঘরবাড়ি বানিয়ে দেওয়ার কাজে হাত লাগালেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ এবং মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) গ্যালসন লেপচা ময়নাগুড়ি এবং ধুপগুড়ি থানার আইসি সহ পুলিশ কর্মীরা একদিকে ময়নাগুড়ি থানার অন্তর্গত গ্রাম ওপর দিকে ধূপগুড়ির খুলনা পাড়া এবং আধিকারী পাড়ার বন্যা কবলিত এলাকার বাড়িঘরের ভেতরে এখনও প্রায় এক হাঁটু পলি জমে রয়েছে। ফলে বহু বাড়িই বসবাস অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের এই দুর্ভোগ মেটাতে কয়েকজন শ্রমিক সহ ময়নাগুড়ি এবং ধুপগুড়ি থানার পুলিশ মাঠে নেমেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচাও। শুধু পলি পরিষ্কার নয়, বন্যা দুর্গতদের জন্য মশারি সহ diğer খাবার-দাবারও প্রশাসন বিতরণ করেছে। উচ্চ আধিকারিকদের এই মানবিক প্রচেষ্টা স্থানীয়দের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বন্যা দুর্গত এই মানুষগুলোর পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 11, 2025 06:49:05
Kolkata, West Bengal:VEG MARKET *রাজ্য সরকার নিয়োজিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রক টাস্ক ফোর্স বাজারে শেষ নেমেছিল পুজোর আগে। নজরদারির অভাব, নিম্নচাপের রেকর্ড বৃষ্টি এবং গরমের সবজির আকাল। তিনের যোগফলে দৈনন্দিন সবজির দাম মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে।* *একনজরে ১১ অক্টোবর সকালের বাজারদর* জ্যোতি আলু ২০ থেকে বেড়ে ২২ চন্দ্রমুখী আলু ৩০ নতুন আলু ৫০ থেকে ৫৫ আদা ২৫০ পিঁয়াজ ৩০ রসুন ২০০ ভেন্ডি ৮০ পটল ৮০ ফুলকপি ৬০/৭০ প্রতি পিস করলা ৮০ কাঁচালঙ্কা ১০০ শশা ৭০ পালং শাক ৮০ সজনে ডাটা ২০০ টম্যাটো ৭০ বেগুন ১৩০ *বাইট সবজি বিক্রেতা* এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের বক্তব্য ১) অতিরিক্ত বৃষ্টির ফলে প্রচুর সবজি ক্ষেতেই নষ্ট। এখনও বৃষ্টি থামার নাম নেই। ২) পুজোয় এবং কার্নিভালে শহরে সবজির ট্রাক ঢোকেনি। ফলে যোগানে ভাঁটা ছিল। ৩) গরমের সবজির স্টক প্রায় শেষ। শীতের সবজি না এলে দাম কমার সম্ভাবনা কম। আগামী সপ্তাহের আগে শীতের সবজি বাজারে আসবে না। ৪) আলুর হিমঘর থেকে পর্যাপ্ত আলু কলকাতায় বাজারে আসছে না কারণ আলুর মরসুম শেষ। নতুন আলুর ট্রাক আরো বেশি করে বাজারে না ঢুকলে আলুর দাম কমার আশা ক্ষীণ। ৫) সার্বিক মূল্যবৃদ্ধি ঘটেছে বাজার অর্থনীতিতে। সোনার দাম যদি অর্থনীতির সূচক হয় তাহলে কি দাম ছিল আর কি দাম হয়েছে সেটা বিচার করলেই বোঝা যায় আগের দামে সবজি বিক্রি করে একজন পাইকারি বা খুচরো সবজি বিক্রেতা সংসার চালাতে পারবেন না। *বাইট রবীন্দ্রনাথ কোলে। সদস্য। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স* ওয়াক থ্রু
3
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 11, 2025 06:17:27
Howrah, West Bengal:প্রায় সাড়ে তিন ঘন্টা অতিক্রান্ত এখনো দক্ষিণ পূর্ব শাখায় বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ চলছে পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ এসে পৌঁছায়। জগৎবল্লভপুর থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচশা। নির্ধারিত সময়ে ট্রেন না চলায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের। ডকসিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় নিত্যদিন ট্রেন দেরীতে আসার অভিযোগ। সমস্যাায় অফিস যাত্রীরা। রেল কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। সেকারনে বড়গাছিয়া রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্য যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ বলেছেন ব্লকের কারনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন আধিকারিকরা。
0
comment0
Report
TDTapan Deb
Oct 11, 2025 06:17:01
0
comment0
Report
CDChampak Dutta
Oct 11, 2025 06:05:24
Kaji Chak, West Bengal:এই ভ্যাটটি স্থানীয় পৌর নাগরিকবৃন্দ দ্বারা নির্মিত। এই ভ্যাট এ বহিরাগত পৌর নাগরিক বৃন্দ আবর্জনা ফেলবেন না।" এমনই লেখা পোস্টার ঘিরে দেখা দিয়েছে বিতর্ক।বহিরাগত বলতে কাদের বোঝানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা সেই প্রশ্ন উঠেছে।এরপরেই খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় স্থানীয় কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা। পৌর কর্মীদের সাহায্যে তিনি ওই পোস্টার গুলি ছিঁড়ে ফেলেন। সাত সকালে এমনই ঘটনা ঘটল মেদিনীপুর শহরের ১নম্বর ওয়ার্ড হবিবপুর এলাকায়। জানা গেছে ওই এলাকায় পৌরসভার সহযোগিতায় স্থানীয় মানুষেরা একটি ভ্যাট তৈরি করেছিলেন তাদের সুবিধার্থে। কিন্তু এখন দেখা যাচ্ছে পৌরসভার গাড়ি এলেও তাতে বাড়ির আবর্জনা না ফেলে কিছু মানুষ ফেলছে এই ভ্যাট এ। এছাড়াও মরা কুকুর গরু নিয়ে এসে ফেলা হচ্ছে এই ভ্যাট এ। তাই এই পোস্টার দেওয়া হয়েছিল যাতে বাইরের কেউ এই ভ্যাট এ নোংরা আবর্জনা না ফেলেভে। ভাষাগত হয়ত কিছু ত্রুটি রয়ে গেছে। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। মেদিনীপুর পৌরমসভার ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর এমন ভাষা লেখায় তীব্র আপত্তি এবং প্রতিবাদ জানায়। তার বক্তব্য, প্রত্যেকদিন পৌরসভার ভ্যাট এর গাড়ি আসে বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য। অথচ সেই গাড়িতে না দিয়ে এই ভ্যাট এ আবর্জনা ফেলে।আমরা মানুষকে সচেতন করছি। আর এই পোস্টারটা এলাকার মানুষের মধ্যে কেউ না কেউ দিয়েছে।লেখাটা ঠিক হয়নি তাই আমি এসে ছিঁড়ে দিয়েছি। এখন দেখার এরপরেও কি মানুষ সচেতন হবে।
0
comment0
Report
ABArup Basak
Oct 11, 2025 05:49:15
Mal Bazar, West Bengal:৮৭ বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী মেলা ও পুজো। সব ধর্মের সব বর্নের মানুষের সমাগম হয় বলে জানান মন্ত্রী বুলুচিক বড়াইক... দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই মালবাজার মহাকুমার নবগঠিত ব্লকের ক্রান্তি অঞ্চলে শুরু হল উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী পুজো এবং সেই উপলক্ষে আয়োজিত নয়দিনব্যাপী মেলা। এ বছর এই পুজো ও মেলা ৮৭তম বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তাদের দাবি, এই দীর্ঘ পথচলা উত্তরবঙ্গের মানুষের ঐক্য, ভক্তি এবং সাংস্কৃতিক চেতনার প্রতিচবি বহন করে。 শুক্রবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানদের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর ও আদিবাসী কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ কৃষ্ণা রায়, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ。 মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, “এই মেলার নাম এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে বহুদূর ছড়িয়ে পড়েছে। এটি একপ্রকার মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে সব ধর্ম ও জাতির মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। মেলায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন。” মেলার ইতিহাস ঘেঁটে জানা যায়, বহু বছর আগে এই অঞ্চলের কৃষকরা চাষবাসে আশানুরূপ ফলন না পেয়ে দুশ্চিন্তায় পড়েন। তখন এক স্থানীয় বাসিন্দা স্বপ্নাদেশ পান। এর পরই ধন-সম্পদের দেবতা ভান্ডারী দেবের পুজো শুরু হয়। পুজোর পর থেকেই এলাকার আর্থিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে বলে দাবি করেন এলাকাবাসীরা。 বর্তমান পুজো প্রাঙ্গণ একসময় চেকেন্দা গাছে ঘেরা ছিল। সেই থেকেই স্থানীয়রা একে চেকেন্দা ভান্ডারী পুজো নামে ডাকতে শুরু করেন। রাজবংশী সম্প্রদায়ের মানুষই প্রথম এই পুজোর সূচনা করেন। now তা গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছে। পুজো উপলক্ষে গোটা ক্রান্তি ব্লক উৎসবমুখর হয়ে উঠেছে। রাতে মানুষের ভিড় সর্বাধিক হয়। মেলা প্রাঙ্গণে বস Asus নাগরদোলা, সার্কাস, জাম্বো ট্রেন, নানা ধরনের প্রদর্শনী এবং বাহারি দোকানপাট। দূরদূরান্ত থেকে আগত বিক্রেতারাও অংশ নিয়েছেন এই মেলায়। এলাকার বাসিন্দা এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক বলেন, “এই পুজো ও মেলায় সব ধর্ম, সব জাতির মানুষ অংশ নেন। এটি নিঃসন্দেহে এক বৃহৎ মিলনমেলা। সবাই সারা বছর এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন।” পুজো কমিটির সভাপতি এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানান, “এই মেলাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে ও মেলায় অংশ নিতে আসেন.” প্রসঙ্গত, পুজোর সময় অনেক পরিবারের বিবাহিত মেয়েরাও নিজ গৃহে ফিরে আসেন শুধুমাত্র মেলা দেখার জন্য—এ এক আবেগঘন পারিবারিক মিলনও বটে। পুজো ও মেলা চলবে আগামী নয়দিন। দিনরাত এক করে উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। বাইট ১) ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মেলা কমিটি সভাপতি পঞ্চানন রায়। ২) মন্দিরের পুরহিত আদিত্য গোষ্যামী ৩) পদ্মশ্রী করিমুল হক। ৪) আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। ৫) পিটুসি অরুপ বসাক
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 11, 2025 05:48:58
0
comment0
Report
ABArup Basak
Oct 11, 2025 05:16:21
Mal Bazar, West Bengal:নাগরাকাটায় রবিবার রাতের প্রবল বৃষ্টিতে হঠাৎ সৃষ্টি হওয়া বন্যায় নাগরাকাটায় একাধিক চা বাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও সড়ক উড়ে গিয়েছে, কোথাও কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর দিক বদলে চা বাগানের বিস্তীর্ণ জমি ক্ষতিগ্রস্ত। অনেক জায়গায় সীমানা প্রাচীর ধসে গিয়ে ফ্যাক্টরি এলাকা উন্মুক্ত হয়ে পড়েছে। বিভিন্ন বাগানে মাটি আলগা হয়ে পড়ে গিয়েছে অসংখ্য ছায়াগাছ। জিতি চা বাগানের ‘নয়া লাইন’ শ্রমিক মহল্লার একমাত্র রাস্তায় থাকা কালভার্টটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ৭০টি পরিবার। একই পরিস্থিতি ‘গাঠিয়া লাইন’-এও, যেখানে ৬০টি পরিবারের বসবাস। শনিবার রাতেই জল ঢুকে পড়ে বাগানের ৮ নম্বর শ্রমিক মহল্লায়, ফলে শ্রমিকদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। বাগানের ৩ নম্বর সেকশনেও কালভার্ট ভেঙে Гагিয়েছে। ফ্যাক্টরির ৭০ মিটার দেওয়াল উড়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাসে। ক্যারন চা বাগানে ঢোকার একমাত্র রাস্তাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক কালভার্ট ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত চাগাছ। Moraghat চা বাগানের অন্তত ৫০ হেক্টর চা চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিরাও এই বন্যার কবলে পড়েছেন। অনেকেরই ছোট ছোট বাগান জলমগ্ন হয়েছে। এই ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে চা শিল্পকে রক্ষা করতে হলে রাজ্য সরকারের অবিলম্বে এগিয়ে আসা প্রয়োজন বলে দাবি চাবাগান কর্তৃপক্ষের। চা উৎপাদনের গুরুত্বপূর্ণ সময় শীতের আগে এই পর্যায়ে এমন দুর্যোগ চা শিল্পের ওপর বিশাল প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাইট ১) নাগরাকাটা চাবাগানের ম্যানেজার সোম্ভু চক্রবর্তী। ২) বাগান শ্রমিক অশোক থাপা।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 11, 2025 05:15:45
Kolkata, West Bengal:এতদিন এর চেনা পথে এবার পরিবর্তন।। তৃণমূলের আইপ্যাক, কিংবা বিজেপির এবিএমের মত সিপিএম ও এবার এজেন্সি নির্ভর? ২৬ এর নির্বাচন এর আগে নয়া ডিজিটাল পরিকল্পনা। রিতিমতো প্রফেশনাল দিয়ৈ শুরু হয়েছে কাজ। ২৬ এর আগে জমি ছাড়তে নারাজ সিপিএম। দলের কর্মীদে্য পাঠানো তথ্যের ওপরেই শুধু আর ভরসা নয়। তাছাড়া ২০১১ এর বিপর্যের পিছনেও আলিমুদ্দিন কে নিচু তলার কর্মীদের ভুল রিপোর্টিং এর দায় ও নিতে হয়েছে। শূন্যের গেরো কাটছেনা। এবার তাই একেবারেই অন্য অস্ত্রের সাহায্য বলা যেতে পারে রীতি ভেঙে। সীতারাম ইয়েচুরি, বুদ্ধদেব ভট্টাচাৰ্য, সরোজ মুখার্জী, অনিল বিশ্বাস, প্রমোদ দাশগুপ্ত এই পাঁচ জনের নামে নেওয়া হয়েছে এআধি পরিকল্পনা। পাঁচ পৃথক টিমের তথ্য বাকিরা জানতে পারছেনা। এমনকি গোপনীয়তা এমন ভাবেই বজায় রাখা হচশ্ছে যে আলিমুদ্দিন স্ট্রিটের বহু নেতার কাছে নেই এই টিমের খবর।।
0
comment0
Report
PDPradyut Das
Oct 11, 2025 04:33:39
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি বন্যা কবলিতদের পাশে বৃহন্নলারা, দুর্গতদের সাথে কথা বলে ত্রাণ বিতরণ করে চোখে জল। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত দুর্গতদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বৃহন্নলা সমাজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দিল জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। গুরুমা বিপাসা হালদারের নির্দেশে এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলে। দুর্গতদের হাতে সাহায্য তুলে দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃহন্নলারা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সোসাইটির সদস্যরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে তাঁরা মানুষের পাশে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন。 ​​উল্লেখ্য, বৃহন্নলা সমাজ এর আগেও বিভিন্ন সময়ে মানুষের আপদে-বিপদে সহায়তার নজির গড়েছেন—মেয়েদের বিয়েতে সাহায্য করা থেকে শুরু করে নানা সেবামূলক কাজে তাঁদের ভূমিকা প্রশংসিত। আচমকা বন্যায় ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকা যখন ভয়াবহ পরিস্থিতির মুখে, তখন বৃহন্নলা সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 11, 2025 04:22:22
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম সাদ্দাম হাজরা। শুক্রবার কুলতলির কেল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল দু’‌তে। এর আগেই ধরা পড়ে নুর উদ্দিন মোল্লা। গুলি চালনার ঘটনায় গুরুতর জখম তৃণমূল কর্মী সেলিম খাঁ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় নিজের দোকানে বসে থাকা অবস্থায় আকস্মিক বিদ্যুৎ চলে গেলে সুযোগ নেয় দুষ্কৃতীরা। টানা চার রাউন্ড গুলি চালানো হয় সেলিম খাঁ-কে লক্ষ্য করে। ছোঁড়া হয় তিনটি বোমাও। পুলিশ সূত্রে খবর, সেদিন আগ্নেয়াস্ত্র ও বোমা সরবরাহ করেছিল সাদ্দাম। জেরায় সে নিজেই তা স্বীকার করেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং একাধিক সরকারি নথি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ছক কষা হয়েছিল। ঘটনায় জড়িত থাকতে পারে আরও কেউ, খতিয়ে দেখছে কুলতলি থানার তদন্তকারী আধিকারিকরা।
0
comment0
Report
ABArup Basak
Oct 11, 2025 04:22:12
Mal Bazar, West Bengal:গত পাঁচ তারিখ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসেছিল উত্তরবঙ্গে।ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলঢাকা, গাঠিয়া, ডায়না নদীর জল ঢুকে পড়েছিল নাগরাকাটার বামনডাঙ্গা ও টুন্ডু এলাকায়। জলেরস্তরে ভেসে গিয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। বুধবার পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল বামনডাঙ্গা থেকে। এদিন টোন্ডু এলাকা থেকে উদ্ধার হল আরেকটি মৃতদেহ।মৃতদেহটি এক মহিলার বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০, নাগরাকাটা গাঠিয়া নদীর টানাটানি সেতু সংলগ্ন এলাকায় মৃতদেহটি উদ্ধার হয়।এই নিয়ে দশটি মৃতদেহ উদ্ধার হল নাগরা কাটা এলাকা থেকে।এখনো বামন ডাঙ্গা এলাকায় নিখোঁজ রয়েছে দুজন।ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ।মৃতদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাগরাকাটা থানায়।মৃতদেহটি লোকসান এলাকার বাসিন্দা আমিনা খাতুন এর বলেই প্রাথমিক অনুমান।বন্যার রাতে লোকসান এলাকা থেকেও জলের স্রোতে ভেসে গিয়েছিল বেশ কয়েকজন।সেই নিখোঁজদের মধ্যেই ছিলেন আমিনা খাতুন।প্রাথমিক অনুমান দেহটির তারই, তাই খবর দেওয়া হয়েছে আমিনা খাতুন এর পরিবারকে।সঠিক পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Oct 11, 2025 04:22:02
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি বন্যা কবলিতদের পাশে বৃহন্নলারা, দুর্গতদের সাথে কথা বলে ত্রাণ বিতরণ করে চোখে জল。 ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত দুর্গতদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বৃহন্নলা সমাজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দিল জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। গুরুমা বিপাসা হালদারের নির্দেশে এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলে। দুর্গতদের হাতে সাহায্য তুলে দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃহন্নলারা, অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সোসাইটির সদস্যরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলার বন্যাকবলিত প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে তাঁরা মানুষের পাশে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উল্লেখ্য, বৃহন্নলা সমাজ এর আগেও বিভিন্ন সময়ে মানুষের আপদে-বিপদে সহায়তার নজির গড়েছেন—মেয়েদের বিয়েতে সাহায্য করা থেকে শুরু করে নানা সেবামূলক কাজে তাঁদের ভূমিকা প্রশংসিত। আচমকা বন্যায় ময়নাগুড়ি ব্লকের একাধিক এলাকা যখন ভয়াবহ পরিস্থিতির মুখে, তখন বৃহন্নলা সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
0
comment0
Report
Advertisement
Back to top