Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

उत्तर बंगाल में भाजपा नेताओं पर हमले के विरोध में रोड जाम, तृणमूल पर आरोप

BCBasudeb Chatterjee
Oct 07, 2025 12:53:21
Asansol, West Bengal
উত্তরবঙ্গে বিজেপি নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে বিজেপি কর্মীদের জিটি রোড অবরোধ আসানসোল :- উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি কথা মাথায় রেখে বিজেপি নেতৃত্ব ত্রাণ বিলি করতে গেলে তৃণমূল দ্বারা দুষ্কৃতীদের হাতে আহত হন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ বলে অভিযোগ। তারই প্রতিবাদে আসানসোল বি এনআর মরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি, এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা অবরোধ রাখে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা, পরে সাধারণ পথ চলতি মানুষের কথা মাথায় রেখে রাস্তা অভরোধ তুলে নেই বিজেপি。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Oct 07, 2025 15:02:32
Kalna, West Bengal:উত্তরবঙ্গে বিজেবি বিধায়ক আক্রান্তের ঘটনায় NIA দাবি নিয়ে কুনাল ঘোষ বলেন, গতকালের ঘটনায় আমরা নিন্দা করেছি কেন মানুষ ক্ষুব্ধ সেটা ওদেরকে ভাবতে হবে, ওরা মানুষের টাকা আটকাবে টাকা পেতে দেবে না, বাংলা ভাষায় কথা বললে তাড়াতে চাইবে, আমরা এই মারধর পছন্দ করি না। কালনার মন্তেশ্বরের একটি প্রতিবাদের ঘটনায় এসে এমনি বললেন কুনাল ঘোষ, আজ খগেন মুর্মুকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন এটাই আমাদের সৌজন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নজির গড়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে বারবার যখন সিপিআইএম মেরেছে, জ্যোতি বসু দেখতে গেছেন একটাও ছবি দেখাতে পারবেন, ত্রিপুরায় তৃণমূলের সকলকে যখন মেরেছে বিজেবি কেউ দেখতে গেছে, তৃণমূল এই বিষয়ে জড়িত নয়, হামলায় বিশ্বাস করে না। আজ উত্তরবঙ্গে ফের বিজেপি বিধায়কের উপর হামলার কুনাল ঘোষ বলেন বিজেপি বিধায়করা বলে এসেছেন ১০০ দিনের কাজের টাকা পেতে দেব না। দিল্লিকে বলছি টাকা না দিতে, তারা লোক ক্ষেপিয়ে রাখবেন যখন লোক ক্ষেপে গিয়ে তার হিসাব নিতে চাইবে তখন তৃণমূলের ওপর দোষ দেবেন এটা কেমন কথা,
0
comment0
Report
ALArup Laha
Oct 07, 2025 15:02:02
0
comment0
Report
ALArup Laha
Oct 07, 2025 15:01:05
Belna, West Bengal:বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেক মারফৎ ১ কোটি ৪৩ লক্ষ টাকা লোপাটের ঘটনায় গ্রেপ্তার বর্ধমান পুরসভার অ্যাকাউন্টেট সমীররঞ্জন মুখার্জী। গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশের ইকোনোমিক অফেন্স উইংস্।আগেই সমীররঞ্জন মুখার্জীর নামে এফআইআর দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।সোমবার রাতেই বর্ধমান থেকে তাঁকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ।মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমাণ্ডের জন্য বর্ধমান আদালতে পেশ করা হয় মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে। আদালত ৩ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আগামী ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পেশের নির্দেশ দেন। গত বছর ৭ সেপ্টেম্বর বর্ধমান পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে তাদের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের চেক ব্যবহার করে তিনটি চেকে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মাহারাষ্ট্রের নাগপুরে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় পৌরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে।একই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফেও মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার হিংগালঘাট থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। মহারাষ্ট্র পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে বর্ধমান থেকে গ্রেপ্তার করে সমীররঞ্জন মুখার্জীকে।মহারাষ্ট্র পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বয়ানের ভিত্তিতে এবং ঘটনার আগে ফোনে তিনজনের সাথে যোগাযোগের তথ্য পেয়ে এবার সমীররঞ্জন মুখার্জী-কে গ্রেপ্তার করলো মহারাষ্ট্র পুলিশ। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে লোপাট হয়ে যাওয়া পুরো টাকাটাই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের তরফে বর্ধমান পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হয়। মহারাষ্ট্র পুলিশের দাবি, তাদের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের সাথে আগে থাকতেই ফোনে যোগাযোগ ছিল সমীররঞ্জন মুখার্জীর।এরপরই বর্ধমান থেকে সমীররঞ্জন মুখার্জীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশা-ই পুর কর্তৃপক্ষের দাবী করে যে,চেক ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে।যদিও ফোনে যোগাযোগের বিষয় উড়িয়ে দিয়ে সমীরবাবুর আইনজীবী পার্থ হাটির দাবি,হয়তো ফোন ক্লোন করে কথা বলা হয়েছে,কোনো দুস্কৃতি সেই ফোন নম্বর ব্যবহার করে কথা বলেছে।এর সাথে সমীরবাবুর কোনো যোগাযোগ নেই।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 07, 2025 15:00:52
Kolkata, West Bengal:উত্তরবঙ্গে ধস ও বন্যার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। রাস্তাঘাট ভেঙে গেছে, বহু এলাকা এখনও জলমগ্ন। এই পরিস্থিতি পরিদর্শনে সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু সেখানেই তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় সাংসদের চোট লাগে, আহত হন বিধায়কও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনের গাফিলতিতেই ঘটেছে এই হামলা, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি হাতে নেয় বিজেপি। উত্তর ২৪ পরগনার অশোকনগরেও দেখা যায় উত্তপ্ত পরিস্থিতি। বিল্ডিং মোড়ে যশোর রোডে বিজেপি কর্মী-সমর্থকেরা পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা—“खगेन मুর्मুর ও শংকর ঘোষের উপর হামলার বিচার চাই”, “दोषীদের গ্রেফতার করতেই হবে।”অবরোধ চলাকালীন একটি গাড়ি চলে আসায় এলাকায় উত্তেজনাপ পরিস্থিতি তৈরি হতে থাকে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং আশ্বাস দিলে প্রায় আধ ঘণ্টা পর এই অবরোধ উঠে যায়。
0
comment0
Report
MMManoj Mondal
Oct 07, 2025 15:00:40
Kolkata, West Bengal:26 এর নির্বাচনের আগে পুজো মেটার সাথে সাথেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে আচমকা বৈঠক। ছুটি চলাকালীন কেন এই বৈঠক তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক বিধায়ক ও সাংসদরা। যদিও বৈঠক শেষে প্রত্যেকেই বলছেন এ বছরের যে আর্থিক বাজেট করা আছে অনেকগুলো টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেগুলো কিভাবে নিয়ে এসে কাজ সম্পন্ন করা যায় সেজন্যই তারা বৈঠক করেছেন। আগামীকাল থেকে যাতে পুরোদমে কাজ শুরু হতে পারে তার জন্যই তাদের এই জরুরী বৈঠক। তবে সূত্রের খবর একাধিক কর্মাধ্যক্ষ তাদের পর্যাপ্ত বাজেটে টাকা পাচ্ছেন না তাই নিয়েই এই জরুরী বৈঠক হয়েছে বলে জানা গেছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 07, 2025 12:53:50
Purulia, West Bengal:পুরুলিয়া: প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে পুরুলিয়ায় সার্কিট হাউসে অনুষ্ঠিত একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন তিনি। জেলাশাসک জেলা পুলিশ সুপার ছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা পরিষদ সভাধিপতি, সহ-সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে উত্তরবঙ্গ의 প্রाकৃতিক विपর্যয়ের প্রসঙ্গ টেনে इंद्र ভুটান রিভার কমিশন গড়ার পক্ষে סাওয়াল করে সংবাদ মাধ্যমকে বলেন, এই নিয়ে বারবার পার্লামেন্টে বলেও এবং প্রধানমন্ত্রীকে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠির গুরুত্ব দেয়নি কেন্দ্র সরকার। কেন্দ্রের লক্ষ্য রয়েছে বাংলাকে পিষে মারো.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 07, 2025 12:53:09
Howrah, West Bengal:উত্তরবঙ্গের নাগরকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে হাওড়া ব্রীজের সামনে অবরোধ বিক্ষোভ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার। আজ বিকালে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। হাওড়া ব্রিজে ওঠার আগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। এর ফলে হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টার বেশি সময় হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত হয়। হাজার হাজার যাত্রী বাসে এবং গাড়িতে আটকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং প্রচুর পুলিশ ও রাফ। মহিলা মোর্চার কর্মীরা জোর করে হাওড়া ব্রিজের দিকে এগোতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন "যেভাবে তাদের দলের সাংসদ এবং বিধায়ককে মারধর করা হয়েছে তা অমানবিক। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।"
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 07, 2025 11:01:39
Dinajpur, Rangpur Division:সুকান্ত মজুমদারের উদ্যোগে ১০০ কুইন্টাল চাল বোঝাই গাড়ি পাঠানো হলো জলপাইগুড়ির উদ্দেশ্যে। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় এই চাল বিতরণ হবে। আর কিছুক্ষণ পরই সুকান্ত মজুমদার নিজেও জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ও সঙ্গে কিছু শুকনো খাবারের প্যাকেট নিয়ে রওনা দিচ্ছেন। আগামীকাল সারাদিন জলপাইগুড়ির বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করবেন তিনি। শিলিগুড়ি পৌঁছেই প্রথমে আহত সাংসদ খগেন মুর্মুর সাথে দেখা করবেন সুকান্ত মজুমদার আর তারপরে জলপাইগুড়ির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে প্রাণ সামগ্রী বিক্রি করার কথা তার মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহর থেকে চালবাজ গাড়ি রওনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার。
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 07, 2025 11:01:29
Bardhaman, West Bengal:উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর হরেকৃষ্ণ কোনার সেতুর সামনে অবরোধ বিক্ষোভে সামিল হলেন জামালপুর ব্লক বিজেপি নেতৃত্ব। বিজেপির মন্ডল সভাপতি প্রধান পালের নেতৃত্বে এই অবরোধ বিক্ষোভ চলে। মঙ্গলবার দুপরে আধঘন্টার বেশি এই অবরোধ বিক্ষোভে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে জামালপুর থানার পুলিশ বাহিনী এসে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেয় বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরায় ঘটালে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বাইট : ১) টুম্পা চ্যাটার্জি ( বিজেপি নেত্রী) 0710ZG_BWN_SETU
0
comment0
Report
Advertisement
Back to top