Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

बांग्लादेश में कौज़ी नज़रुल की कब्र के पास हादी की कब्र, परिवार ने किया विरोध

BCBasudeb Chatterjee
Dec 20, 2025 12:56:16
Asansol, West Bengal
বাংলাদেশে কাজী নজরুল ইসলামের কবর স্থানের পাশেই কবর দেওয়া হচ্ছে হাদীর। এরই প্রতিবাদে সরব হয়েছেন কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যরা। আসানসোলের চুরুলিয়া তে রীতিমতো উদ্ভিগ্ন তার পরিবারের সদস্যরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Dec 20, 2025 15:01:40
Kolkata, West Bengal:বাঁকুড়া বিধানসভা বিষ্ণুপুর গ্রামের বিরাট ভুল। গোটা গ্রামকেই হিয়ারিং এ তলব করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ২০০২ সালের এস আই আর প্রক্রিয়ার সময় পদবী ছিল দাস, ২০২৫ এর এস আই আর প্রক্রিয়ার সময় দেখা গেল পদবী হয়ে গিয়েছে কর্মকার। একজন কিম্বা দুজনের নয় একটা গোটা পার্টের এই একই সমস্যা। ২০০২ এর সঙ্গে ২০২৫ এর কোনও মিল নেই। ২৫৫ নম্বর বাঁকুড়া বিধানসভার বিষ্ণুপুরের ১২৬ নম্বর পার্টে একধিক ভোটারের 2002 সালে দাস পদবী ছিল। ২০১২ সালে তাঁরা পদবী পরিবর্তন করে হয়েছেন কর্মকার। স্বাভাবিকভাবেই ফর্ম ফিলাপের সময় ২০০২ সালের তথ্য যখন দিতে যান তখন সেখানে দাস পদবী লেখেন। আসলে তাঁদের পদবী কর্মকার। ফর্ম পরীক্ষা করতে গিয়ে বিষ্ণুপুরের এই ঘটনা নজরে পড়ে কমিশনের। পদস্ত আধিকারিকদের ধারণা, এই ভুলের ক্ষেত্রে সরাসরি বি এল ও দের কোনো দোষ নেই। কারণ ভোটাররা নিজেরাই এনামুরাশন ফর্মে বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে ২০০২ সালের তথ্য যে তথ্য দিয়েছেন সেখানেই এই পদবী বিভ্রাট। স্বাভাবিকভাবেই ভোটারদের দেওয়া তথ্য আপলোড করেছেন বি এল ও রা। কিন্তু কেন এমন হল? পদবী পরিবর্তনের কারণ কি? তা জানতে চান কমিশনের পদস্থ আধিকারিকেরা। সেই কারণে গোটা গ্রামকেই হিয়ারিং এ তলব করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
0
comment0
Report
ALArup Laha
Dec 20, 2025 13:22:32
Bardhaman, West Bengal:এসআইআর আতঙ্কে পূর্ববর্ধমান জেলায় ফের আত্মহত্যার ঘটনা। নথিতে ভুল থাকায় দেশ ছাড়া হওয়ার আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল প্রৌঢ়। মৃতের নাম ভাস্কর মুখার্জী(৫৩)।আদিবাড়ি হুগলীর চন্দননগরে হলেও বর্তমানে তিনি আউশগ্রামের কল্যাণপুরে থাকতেন। Mortaের পরিবারের অভিযোগ, ভাস্কর মুখার্জীর ভোটার কার্ডে তাঁর পিতার নাম পঞ্চানন মুখার্জীর জায়গায় তার বাবা হিসেবে তার শ্বশুর সুবিমল মুখার্জী নাম আসে। অভিযোগ,বারংবার সেই নাম পরিবর্তন করতে চেয়েও কোনো লাভ হয়নি। তাই খসড়া তালিকায় তাঁর নাম এলেও হিয়ারিং-এ গিয়ে কি বলবেন সেই আতঙ্কেই ছিলেন তিনি। এই বয়সে এসে দেশ ছাড়া হওয়ার আতঙ্কও গ্রাস করেছিলো বলে অভিযোগ পরিবারের। সম্ভবত এই আতঙ্কের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবী পরিবারের। ঘটনার খবর পেয়ে বাড়িতে যায় আউশগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের ছেলে উল্লাস মুখার্জির অভিযোগ, ভোটার তালিকায় ‘পিতা’র নামের জায়গায় ভুল করে শ্বশুরের নাম নথিভুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিল তার বাবা ভাস্কর মুখার্জি । একাধিকবার নাম সংশোধনের আবেদন করা হলেও তা কার্যকর না হওয়ায় হতাশা আরও বেড়েছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) চালু হওয়ার পর নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথি জোগাড় করতে না পারায় তাঁর উদ্বেগ আরও তীব্র হয়ে ওঠে।Mortar শ্বশুর সুবিমল সরকার জানান, বারবার সংশোধনের আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনো সমাধান পাওয়া যায়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, পারিবারিক অশান্তির কারণেও তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে এই ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, বিজেপি বাংলার মানুষকে অপমান করতে চাইছে। বাংলার মানুষের মৃত্যু হলেও ওদের কিছু যায় আসে না। বিএলও মারা গেছে জেলায়। তবুও বিজেপির কমিশন এসআইআর নিয়ে চাপ দিচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই চাইছিল এসআইআর যেন না হয়। তাই তারা এখন ভূত দেখছে।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 20, 2025 13:22:01
Siliguri, West Bengal:বাংলাদেশের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মশাল মিছিল ও ইউনিসের কুশপুতুল দাহ সহ বিক্ষোভ মিছিলে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে শিলিগুড়ি রাজপথে প্রতিবাদে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির হিলকার্ট রোডের ভেনাস মোড় থেকে একটি মশাল মিছিল শুরু হয়। মিছিলটি হিলকার্ট রোড পরিক্রমা করে পুনরায় ভেনাস মোড়ে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশের প্রশাসনিক প্রধান মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল অভিযোগ করেন, “ইউনিস বাহিনীর মদতেই বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চলছে।” তাঁর দাবি, অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ প্রয়োজন। এদিন তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর যে হামলার অভিযোগ উঠেছে, সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা উচিত। পাশাপাশি বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করার জন্য ব্যবসায়ীদের কাছে আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশি নাগরিকরা ভারতে এসে যে সমস্ত পরিষেবা গ্রহণ করছেন, সেগুলি বন্ধ করা হোক। বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী দিনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 20, 2025 13:21:09
Chinsurah, West Bengal:বাংলাদেশে অস্থির পরিস্থিতি।একজন শিল্পী হিসাবে কাঞ্চন মল্লিকের আবেদন। এগুলোর মতো একটা অগ্নিগর্ভ পরিস্থিতি কখনোই কাম্য নয়।শিল্প সংস্কৃতি জগতে এমন কি বাংলাদেশের ইতিহাসের উপর এভাবে আক্রমণ হচ্ছে এটা কাম্য নয়।আমি চাইব যত তাড়াতাড়ি এই অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হয় যতই বাংলাদেশের পক্ষে মঙ্গল।লালন নজরুল এদের কাউকে তো অস্বীকার করতে পারবেনা।নিজের দেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার কোন মানে হয় না।আমি শিল্পী হিসেবে করজোড়ে অনুরোধ করবো আপনারা শান্ত হোন ভেবে দেখুন।আপনারা নিজেদের ইতিহাস হয়তো নষ্ট করে ফেলছেন।আমি চাইবো না এই বিশৃংখল পরিস্থিতি থাকুক। কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির সমাধি দেওয়া কতটা যৌতিক।কোন মৃত্যুই কাম্য নয় তবে কি করছেন সেটা ভেবে দেখা দরকার।ইতিহাস বিকৃত করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা যায় না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমকে গণ্য করা হয় সেখানে তাদের উপর যদি আক্রমণ হয় তাদের উপর যদি নৃশংস অত্যাচার নেমে আসে তাহলে ভবিষ্যতের জবাব দেবে.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 20, 2025 13:12:50
Howrah, West Bengal:এস আই আর খসড়া তালিকা প্রকাশ।হাওড়া জেলায় সব থেকে বেশি নাম বাতিল উত্তর হাওড়ায়।আজ এসআইআর এ বৈধ ভোটারের নাম নাদ ও শুনানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল উত্তর হাওড়ায়। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘাসবাগান মাঠ থেকে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু হয়। প্রায় হাজার দুয়েক তৃণমূল কর্মী এই মিছিলে পা মেলায়।মিছিল ডবসন রোড, পিলখানা, সালকিয়া চৌরাস্তা, বাধাঘাট হয়ে মিছিল শেষ হয়। এদিন গৌতম চৌধুরী অভিযোগ করেন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় যেভাবে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রায় ৬১ হাজার ভোটারের নাম বাদ গেছে তার সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক। শুধু তাই নয়, ওই কেন্দ্রের প্রায় ৩০ হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে হাওড়ার শরৎ সদনে। এর ফলে দূর থেকে আসা মহিলারা বিপদে পড়বেন। তার আরো অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে চলছে। উল্লেখ্য, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী পাঁচ হাজারের কিছু বেশি ভোটে জিতেছিলেন। এবারের ভোটার লিস্টে নাম বাতিলের ধাক্কায় তৃণমূল কি চাপে পড়ে গেছে ? এই প্রশ্নের উত্তরে গৌতম চৌধুরী বলেন সময় কথা বলবে। এখানে উন্নয়নের অংকে তারাই এগিয়ে আছেন। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তিনি আত্মবিশ্বাসী। ফের ভোটে জিতবেন।বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন ভয় পেয়ে তৃণমূল মিছিল করছে।মানুষ তাদের বুঝিয়ে দেবে।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 20, 2025 13:12:17
Kolkata, West Bengal:বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের দপ্তরের কাছে বিক্ষোভ প্রদর্শন বাংলা পক্ষের। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর নির্যাতন ও খুনের প্রতিবাদে এবং একই সঙ্গে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে শনিবার বিকেলে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের দপ্তরের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন বাংলা পক্ষ। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বেকবাগান মোড় থেকে জমায়েত করে, মিছিল বাংলাদেশ উপ দূতাবাসের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরবর্তীতে সেখানেই প্রায় ঘন্টাখানেক অবস্থান খুব প্রদর্শন করে তারা। তাদের দাবি অবিলম্বে যেন ভারত সরকার গোটা বিষয় নিয়ে পদক্ষেপ নেয় যেমনটা নেওয়া হয়েছিল ১৯৭১ সালে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 20, 2025 12:40:15
Purulia, West Bengal:পুরুলিয়া : হিমাচল প্রদেশে আর্মিতে কর্ত dutyরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হলো পুরুলিয়ার বাসিন্দা বিশ্বনাথ সাও-এর । প্রায় ৩৪ বছর বয়সী শহীদ ওই জওয়ানের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ঘোংঘা গ্রামে । গতকাল শুক্রবার জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায় । আজ শনিবার ওই জওয়ানের কফিনবন্দী দেহ ফিরল গ্রামে । বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন বিশ্বনাথ সাও। আজ শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এলাকাবাসীরা গ্রামে পৌঁছায় । ভারতীয় সেনাবাহিনীরা ট্রাকে করে তিরঙ্গা পতাকায় কফিনবন্দী দেহ নিয়ে আসেন গ্রামে । সেখানে জওয়ানের শেষ কৃত্য সম্পন্ন হয় । প্রথমে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা শেষ শ্রদ্ধা জানান, পরে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
0
comment0
Report
BBBimal Basu
Dec 20, 2025 12:39:56
Basirhat, West Bengal:নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শোকজের সদুত্তর না পেয়ে বসিরহাট পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে পুরসভা ভেঙে দিয়ে বসিরহাটের মহকুমাশাসক জসলীন কৌরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে আগেই বসিরহাট পুরসভার ২২ জন পুরপ্রতিনিধিকে শোকজ নোটিস জারি করা হয়েছে। বসিরহাট পুরসভার মোট আসন ২৩টি, এক জন পুর সদস্যর মৃত্যু হওয়ায় বর্তমান সংখ্যা ২২। পানীয় জলের অভাব, নিকাশি ব্যবস্থার দূরবস্তা, আর্থিক দূর্নীতি এবং প্রশাসনিক দুর্ব্যবহারের অভিযোগ তুলে গত ৯ই নভেম্বর এলাকার মানুষ রাজ্যের পুরমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর ভিত্তিতেই ২২ জন পুরসদস্যর বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হয়। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে; বিরোধীরা পুরসভায় ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে। তবে একাংশের মতে এই ঘটনায় শাসक দলের গোষ্ঠীকোন্দলেরও ভূমিকা নেওয়া হয়েছে। পুর সভার চেয়ারম্যান অদিতি মিত্র স্বীকার করেছেন যে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছিল এবং বোর্ড ডিজল্ভ করে মহকুমা শাসকের হাতে দেওয়া হয়েছে। বিজেপি বসিরহাট জেলা সভাপতির সুকল্যান বৈদ্য বলেন বসিরহাট পুরসভাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে এবং কাজের নামে টাকা তুলে নেওয়া হচ্ছে; তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথাও তিনি বলেছেন। সিপিএম নেতা প্রতাপ নাথ বলেন বছর খানেক আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং পদত্যাগের দাবি করেছি; তবে সেটা প্রশ্ন ভাবনা ছিল।
0
comment0
Report
Advertisement
Back to top