Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

शनिवार की सुबह बीजेपी के अध्यक्ष और सांसद शमिक भट्टाचार्य बागडोगरा के लिए रवाना

SBSoumen Bhattachrya
Nov 15, 2025 02:31:49
Kolkata, West Bengal
শনিবার সকালের বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমিক ভট্টাচার্য
91
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Nov 15, 2025 04:47:05
Kolkata, West Bengal:আজ সকালের আবহাওয়া। সিনোপসিস। আজো শীতের আমেজ। স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা। অবাধ পশ্চিমের শীতল হাওয়া। কোনো পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে কোন সিস্টেম নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদল রাজ্যে। রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন এর সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। _sistem_ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করেছে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। _দক্ষিণবঙ্গ_ dক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী শনিবার পর্যন্ত। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী শীতল ও শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা। Tuesday এর মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে。 উত্তরবঙ্গ_ উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় খাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা_ সামান্য বাড়লেও কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই। স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কাল রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এর মধ্যে কলকাতায় পারদ ১৯/২০ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে। কলকাতার কুয়ाशা সম্ভাবনা বাড়বে। রাতে ও ভোরে শীতের আমেজ ও কুয়াশা। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। খুব সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে মঙ্গলবার দৃশ্যমানতা বেশ কিছুটা নামতে পারে। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। কলকাতার তাপমান_ আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯২ শতাংশ。 ভিন রাজ্যে_ শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় রাজস্থান ঝাড়খন্ড উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। কেরalara লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তামিলনাডু উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
99
comment0
Report
ABArup Basak
Nov 15, 2025 04:37:40
Mal Bazar, West Bengal:রাতের অন্ধকারে কৃষি জমির ফসল পাহারা দেবার সময় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম অঞ্জুলুধ ওরাও (৪৭)। মৃত্যুর বাড়ি রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার রানীখোলা লাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অনেকেই কৃষি কাজের সাথে যুক্ত। শীত পড়তেই জমির ধান পাকতে শুরু করেছে। কৃষি জমি সংলগ্ন এলাকায় টংঘর বানিয়ে রাতে পাহারা দিয়ে থাকেন কৃষি কাজের সাথে যুক্ত সকলে। রাতে ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দিচ্ছিলেন। হঠাৎই বুনো হাতির সামনে পড়ে গেলে হাতিটির অতর্কিত আক্রমণে মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে রানী খোলা লাইনে এলাকায়। স্থানীয় বাসিন্দা সুমন চিক বাড়াইকের জানিয়েছেন, ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দেবার সময় বুনো হাতির সামনে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মালবাজার বন্যপ্রাণ বিভাগ সূত্রে জানাগেছে, সরকারী নিয়ম মোতাবেক যাবতীয় প্রক্রিয়া করা হবে। অন্যদিকে আপালচাঁদ জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে রাতভর ধানক্ষেতে তাণ্ডব চালাল হাতির দল। তবে ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফিরে যেতে না পেরে মাল ব্লকের নিপুচাপুর চা বাগান এলাকায় শাবক সহ হাতির দলটি আটকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাতির দলটিকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতিদের গতিবিদির উপর কড়া নজর রাখছে বনকর্মীরা।
105
comment0
Report
ABArup Basak
Nov 15, 2025 04:24:04
Mal Bazar, West Bengal:রাতের অন্ধকারে কৃষি জমির ফসল পাহারা দেবার সময় बুনो हाथির आक्रमণে মৃত্যু हल এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম অঞ্জুলুধ ওরাও (৪৭)। মৃত্যুর বাড়ি রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রানীখোলা লাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অনেকেই কৃষি কাজের সাথে যুক্ত। শীত পড়তেই জমির ধান পাকতে শুরু করেছে। কৃষি জমি সংলগ্ন এলাকায় টংঘর বানিয়ে রাতে পাহারা দিয়ে থাকেন কৃষি কাজের সাথে যুক্ত সকলে। রাতে ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দিচ্ছিলেন। হঠাৎই বুনো হাতির সামনে পড়ে গেলে হাতিটির অতর্কিত আক্রমণে মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে রানী খোলা লাইন এলাকায়। স্থানীয় বাসিন্দা সুমন চিক বাড়াইক জানিয়েছেন, ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দেবার সময় বুনো হাতির সামনে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মালবাজার বন্যপ্রাণ বিভাগ সূত্রে জানাগেছে,সরকারি নিয়ম মোতাবেক যাবতীয় প্রক্রিয়া করা হবে। অন্যদিকে আপালচাঁদ জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে রাতভর ধানক্ষেতে তাণ্ডব চালাল হাতির দল। তবে ভোরের আলো ফুটতেই জঙ্গলে ফিরে যেতে না পেরে মাল ব্লকের নিপুচাপুর চা বাগান এলাকায় শাবক সহ হাতির দলটি আটকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাতির দলটিকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতিদের গতিবিদ্ধির উপর কড়া নজর রাখছে বনকর্মীরা।
149
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 15, 2025 04:23:46
Baruipur, West Bengal:সিপিএম এর কৃষক সভার সৌজন্যে কেরল থেকে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো সুন্দরবনের গ্রামের বাড়িতে বাসন্তী - ভীনরাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দেহ ফিরিয়ে নিয়ে আসা নিয়ে ব্যাপক চাপান উতোর তৈরী হয়। অবশেষে সিপিএম এর কৃষক সভার সৌজন্যে সুন্দরবনের ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ কেরলের কোজিকোডে থেকে বিমানে করে ফিরলো রাজ্যে।এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ পঞ্চায়েতের পাণিখালি এলাকার বাসিন্দা আবু বাক্কার লস্কর(৩৬)। পেশায় একজন পরিযায়ী শ্রমিক।পরিবারের একমাত্র উপার্জনকারী আবু বাক্কার প্রতিনিয়ত ভীন রাজ্যে কাজ করে জীবিকা নির্বাহ করতো।পাশাপাশি সেই সমস্ত উপার্জের টাকা কিছুটা সংরক্ষিত করে একটি পাকা ঘর নির্মাণ করেছিলেন মাথা গোঁজার ঠাই হিসাবে। ইদানিং সেই ঘরের ছাদ ফেলার জন্য গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে কেরলের কোজিকোডে কাজে গিয়েছিলেন।সেখানে গাছ কাটার কাজ করছিলেন। সেখানে গাছ কাটার কাজ করার সময় আচমকা গাছ থেকে পড়ে যায় নীচে।মাথায়,কোমরে মারাত্মক ভাবে আঘাত লাগে।স্থানীয়রা ওই পরিযায়ী শ্রমিক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য কোজিকোডে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা চলাকালীন ১২ নভেম্বর মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক আবু বাক্কার লস্করের। এরপর দেহ নিয়ে চলে একপ্রস্থ টানাপোড়েন। দরিদ্র পরিযায়ী শ্রমিকের মৃত দেহ কি ভাবে গ্রামে  ফিরবে সেই চিন্তায় ঘুব উবে যায় দরিদ্র পরিবারে। এমন মর্মান্তিক ঘটনার খবর পৌঁছায় বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন প্রধান ইয়ুদ আলি সেখ এর কাছে। তিনি সরকারি ভাবে দেহ টি ফিরিয়ে আনতে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক স্তরের কর্ম কর্তাদের নজরে আনেন। তবে নীট ফল ছিল শূণ্য। এরপর ইয়ুদ আলি তাঁর দলের সোর্স কাজে লাগিয়ে রাজ্য ক্ষেতমজুর সংগঠনের সভাপতি তুষার ঘোষের নজরে আনেন। তুষার বাবু যোগাযোগ করেন সর্বভারতীয় কৃষক সভার সম্পাদক বিজু কৃষ্ণাণ এঁর সাথে। তাঁরই উদ্যোগে বিমানে করে মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে সড়ক পথে এম্বুল্যান্স করে মৃতদেহ পৌঁছায় বাসন্তীর গ্রামে। শোকে কান্নায় ভেঙে পড়ে লস্কর পরিবার।  সিপিএম নেতা তথা প্রাক্তন প্রধান ইয়ুদ আলি সেখ জানিয়েছেন,  ‘গ্রামের এক দরিদ্র পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল কেরলে। মৃতদেহ নিয়ে আসার জন্য সমস্যা তৈরী হয়েছিল।সমাধানের জন্য রাজ্য এবং বাসন্তী ব্লক প্রশাসন কে জানিয়েছিলাম।উদ্যোগ গ্রহনে অনিহা ছিল। শেষ পর্যায় দলীয় কর্মকর্তাদের মারফত দেহ বাসন্তীতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দরিদ্র পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।এছাড়াও অসহায় এই পরিবারের পাশে রয়েছেন জেলা সিটু নেতৃত্ব। ’ অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে লস্কর পরিবার। সরকারী ভাবে সাহায্যের আশায় চাতকের মতো তাকিয়ে রয়েছেন আবু বাক্কার লস্করের মা,স্ত্রী ও দুই সন্তান。
119
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 15, 2025 04:18:08
Baruipur, West Bengal:সিপিএম এর কৃষক সভার সৌজন্যে কেরল থেকে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো সুন্দরবনের গ্রামের বাড়িতে বাসন্তী - ভীনরাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় দেহ ফিরিয়ে নিয়ে আসা নিয়ে ব্যাপক চাপান উতোর তৈরী হয়। অবশেষে সিপিএম এর কৃষক সভার সৌজন্যে সুন্দরবনের ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ কেরলের কোজিকোডে থেকে বিমানে করে ফিরলো রাজ্যে।এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় સૂત્રે জানা গিয়েছে সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ পঞ্চায়েতের পাণিখালি এলাকার বাসিন্দা আবু বাক্কার লস্কর(৩৬)। পেশায় একজন পরিযায়ী শ্রমিক।পরিবারের একমাত্র উপার্জনকারী আবু বাক্কার প্রতিনিয়ত ভীন রাজ্যে কাজ করে জীবিকা নির্বাহ করেন।পাশাপাশি সেই সমস্ত উপার্জের টাকা কিছুটা সংরক্ষিত করে একটি পাকা ঘর নির্মাণ করেছিলেন মাথা গোঁজার ঠাই হিসাবে। ইদানিং সেই ঘরের ছাদ ফেলার জন্য গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে কেরলের কোজিকোডে কাজে গিয়েছিলেন।সেখানে গাছ কাটার কাজ করছিলেন। সেখানে গাছ কাটার কাজ করার সময় আচমকা গাছ থেকে পড়ে যায় নীচে।মাথায়,কোমরে মারাত্মক ভাবে আঘাত লাগে।স্থানীয়রা ওই পরিযায়ী শ্রমিক কএ উদ্ধার করে। চিকিৎসার জন্য কোজিকোডে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা চলাকালীন ১২ নভেম্বর মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক আবু বাক্কার লস্করের। এরপর দেহ নিয়ে চলে একপ্রস্থ টানাপোড়েন। দরিদ্র পরিযায়ী শ্রমিকের মৃত দেহ কি ভাবে গ্রামে ফিরবে সেই চিন্তায় ঘুব উবে যায় দরিদ্র পরিবারে। এমন মর্মান্তিক ঘটনার খবর পৌঁছায় বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন প্রধান ইয়ুদ আলি সেখ এর কাছে। তিনি সরকারি ভাবে দেহ টি ফিরিয়ে আনতে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক স্তরের কর্ম কর্তাদের নজরে আনেন। তবে নীট ফল ছিল শূণ্য। এরপর ইয়ুদ আলি তাঁর দলের সোর্স কাজে লাগিয়ে রাজ্য ক্ষেতমজুর সংগঠনের সভাপতি তুষার ঘোষের নজরে আনেন। তুষার বাবু যোগাযোগ করেন সর্বভারতীয় কৃষক সভার সম্পাদক বিজু কৃষ্ণাণ এঁর সাথে। তাঁরই উদ্যোগে বিমানে করে মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়। সেখান থেকে সড়ক পথে এম্বুল্যান্স করে মৃতদেহ পৌঁছায় বাসন্তীর গ্রামে। শোকে কান্নায় ভেঙে পড়ে লস্কর family. সিপিএম নেতা তথা প্রাক্তন প্রধান ইয়ুদ আলি সেখ জানিয়েছেন, ‘গ্রামের এক দরিদ্র পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল কেরলে। মৃতদেহ নিয়ে আসার জন্য সমস্যা তৈরী হয়েছিল।সমাধানের জন্য রাজ্য এবং বাসন্তী ব্লক প্রশাসন কে জানিয়েছিলাম।উদ্যোগ গ্রহনে অনিহা ছিল। শেষ পর্যায় দলীয় কর্মকর্তাদের মারফত দেহ বাসন্তীতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দরিদ্র পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।এছাড়াও অসহায় এই পরিবারের পাশে রয়েছেন জেলা সিটু নেতৃত্ব। ’ অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে লস্কর পরিবার। সরকারী ভাবে সাহায্যের আশায় চাতকের মতো তাকিয়ে রয়েছেন আবু বাক্কার লস্করের মা,স্ত্রী ও দুই সন্তান。 151125ZG-BAR-BASONTI-DEATH-R
115
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 04:17:38
Barrackpur Cantonment, West Bengal:*খরদহ বন্দিপুরে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়।।আর তারই মাঝে শেখ সুরজ আলি ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তৃণমূলের আরেক কর্মী রুবেল শেখ। আক্রান্ত শেখ সুরজ আলিকে ঘটনাস্থল থেকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর অবস্থায় এখনো ভর্তি । ডাক্তারের পক্ষ থেকে বলা হয় অবস্থা খুব খারাপ পরিবারের। ঘটনাস্থলে পৌছেছে রহড়া থানার পুলিশ।।একজনকে গ্রেফতার করে পুলিশ।তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বাইট:- মামনি খান (আহত তৃণমূল কর্মীর মা) বাইট =আক্রমণের দাদা বিজেপির যুব নেতা জয় সাহার দাবী, এলাকা দখলের লড়াই তৃনমুলের। কার হাতে বন্দিপুর থাকবে, কে কতো বেশী তোলা তুলবে তার লড়াই। জমির দালালি কার হাতে থাকবে তার লড়াই। বাইটঃ- জয় সাহা( বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য) 151125 BKP KHARDA TMC CLASH 2C TE
83
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 15, 2025 04:17:24
Kolkata, West Bengal:বাগুইহাটি উড়ালপুলের হাইট বাড়ে ধাক্কা সেনা বাসের, অপর লেনের হাইটবার ভেঙ্গে পরল একটি অ্যাপ ক্যাব এর ওপর অল্পের জন্য প্রাণে বাঁচলো অ্যাপ ক্যাব চালক ক্ষতিগ্রস্ত গাড়ীটি。 রঘুনাথপুরের দিক থেকে বাগুইআটি উড়ালপোলে কলকাতা মুখি লেনে ওঠার সময় হাইটবাড়ে ধাক্কা মেরে হাইটবারের নিচে আটকে যায়, এর ফলে অপর প্রান্তের অর্থাৎ এয়ারপোর্ট মুখি হাইটবারটি ভেঙ্গে অ্যাপ্ ক্যাবের বনেটের উপর পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় চালক, এর ফলে ব্যাপক যানজট বাগুইআটি উড়ালপুলের কলকাতা মুখি লেনে। এই মুহূর্তে ঘটনাস্থলে বাগুইহাটি ট্রাফিক গার্ডের পুলিশ ও বাগুইহাটি থানার পুলিশ, হাইট বারের নিচে আটকে থাকা সেনা গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাগুইহাটি ট্রাফিক গার্ডের পুলিশ。
114
comment0
Report
PDPradyut Das
Nov 15, 2025 03:31:22
Jalpaiguri, West Bengal:সাত পাকে বাঁধা পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। প্রথম স্ত্রী মহিমা বারলা মারা যাওয়ার সাত মাসের মধ্যে দ্বি-বার বিয়ে করলেন আলিপুরদuয়ারের প্রাক্তন সাংসদ। কিন্তু এবার কাকে বিয়ে করলেন তিনি? পরিবার সূত্রে খবর, গত ১১ নভেম্বর জন বারলা যাঁকে রেজিস্ট্রি বিয়ে করেছেন, তাঁর নাম মঞ্জু তিরকি। দলগাওয়ের বাসিন্দা। ডিমডিমার একটি স্কুলের শিক্ষিকা। শোনা যাচ্ছে, রীতি মেনে শীঘ্রই চার্চে বিয়ে সারবেন জন বার্লা। নিঃসঙ্গতা কাটাতেই যে তিনি বিয়ে করলেন তা খোলাখুলি স্বীকার করে নিয়েছেন বারলা। বলেন, বাড়িতে খাওয়াদাওয়া থেকে বাড়িঘর দেখভাল করা সবেতেই অসুবিধা হচ্ছিল।
123
comment0
Report
Advertisement
Back to top