Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

खरदह में सीपीआईएम गुटबाजी: विरोध पर नेता के इशारे से कर्मी घायल, आरोपी फरार

BSBarun Sengupta
Oct 09, 2025 08:30:07
Barrackpore, Kolkata, West Bengal
খরদহে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় বিষয়ে ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় সিপিএম নেতার হাতে আক্রান্ত সিপিএম কর্মী, আতঙ্কে সিপিএম কর্মী, পলাতক অভিযুক্ত নেতা সিপিএম দলের মধ্যে দলীয় বিষয়ে ভুল সীদ্ধান্ত নিয়েছিল সিপিএম নেতা উত্তম বনিক।।দলীয় হোয়াটসঅ্যাপ গ্ৰুপে তার প্রতিবাদ করেছিল সিপিএম কর্মী তথা পার্টির সদস্য সৌমিত্র আচার্য্য।।আর তার প্রতিবাদ করায় সিপিএম নেতা উত্তম বনিকের দলবল মারধোর করল সিপিএম কর্মী সৌমিত্রকে।।সিপিএম কর্মীকে বাড়ির সামনে রাস্তায় ফেলে লোহারের রড দিয়ে বেধড়ক মারধর করল।।অল্পের জন্য রক্ষা পেল সিপিএম কর্মীর চোখ।।ঘটনাকেন্দ্র ঘিরে ফের দেখা দিল সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব।।ঘটনাকে ঘিরে চরম আতঙ্কে রয়েছে আক্রান্ত সিপিএম কর্মী।।অভিযুক্ত সিপিএম নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে রহড়া থানায়।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিপিএম নেতা উত্তম বনিক।।তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Oct 09, 2025 10:28:53
Kolkata, West Bengal:ধূপগুড়ি থেকে ২২ কিলোমিটার ভিতরে প্রত‍্যন্ত গ্রাম বগরিবাডি। সেখানেই রয়েছে হোগলাপাতা পাড়া। ৫০০ মিটার দূরেই জলঢাকা নদী। রবিবার সকালেই এই গ্রামের মধ্যে প্রবল দুর্যোগ নেমে আসে। প্রবল বর্ষণে জলস্তর বাড়তে থাকে। পুরুষ, মহিলা ও বয়স্করা হাতে কুড়াল নিয়ে মাটি কেটে বাঁধ আটকানোর চেষ্টা করেন, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। এরপর জীবন বাঁচাতে রেল লাইনের উপর আশ্রয় নেন। তিনটে জায়গায় বাঁধ ভেঙে যায়; ৭–৮ ফুট উঁচু জল উঠে যায়। এত বড় ঢলে লোহার স্তম্ভ থেকে ঘর, লাইটপোস্ট, গুঁড়ি পর্যন্ত পড়ে যায়; ১০–১২টি ঘর জলমগ্ন হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসের ছবি। মোট ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, ১০০ বাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন। Government পক্ষে পাশের স্কুলে ত্রাণ শিবির করা হয়েছে, তবে বহু মানুষ বাড়ি ছেড়েছে। নদীর জলের সাথে বালি ও গড়া তাপ আরও কষ্ট বাড়িয়েছে। প্লাস্টিকের টেন্টে শিশুদের নিয়ে দিন কাটছে। প্রশাসনের কেউ গ্রামে আসেনি বলে অভিযোগ। ভাষ্য অনুযায়ী ধূপগুড়ি, হোগলাবাডি, গোধিয়াকুঠি, বগরিবাডি, ভাণ্ডানিতে ৬৫০ হেক্টর সবজি ও ৯০০ হেক্টর ফসল ক্ষতি হয়েছে; মাছের ভ্যারিও নষ্ট হয়েছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Oct 09, 2025 10:28:38
Kolkata, West Bengal:ধূপগুড়ি , বগরিবাড়ি , হোগলাপাতা আমিনুল ইসলাম। গোদিয়ারকুঠি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বগরিবাড়ি এলাকাতেই বাড়ি। ১৯৯৮ সালের বন্যায় চলে যায় তার বাড়ি। এবার বন্যায় যদিও ক্ষতির মুখে পড়েনি তাঁর বাড়ি। কিন্ত একজন বন্যা কবলিত হিসাবে জানেন এই সময় কি পরিস্থিতি হয় সর্বহারাদের। তাই হোগলাপাতা গ্রামের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উদ্যোগী হয়েছেন তিনি। পাশে নিয়েছে তাঁর স্কুলের ছোটো ছোটো পড়ুয়ারা, প্রাক্তন ছাত্র থেকে অভিভাবকদের, কিছু গ্রামবাসীকে। কী ভাবে সাহায্যে করছেন? হোগলাপাটা নামে এই পাড়া কার্যত ধ্বংসস্তূপ পরিণত হয়েছে । সেটা যেন এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে । আশেপাশের গ্রামের শয়ে শয়ে মানুষ আসছেন তা দেখতে। যারা আসছেন তাদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছিলেন এই প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। তাতেও মিলছে সাড়া। ইতিমধ্যেই ১ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। Now অনেকেই আসছেন খাওয়ার নেওয়ার জন্য, সরকারি সাহায্য মিলছে, কিন্ত কিছু দিন পরে সেই সাহায্যের হাত সরে যেতে পারে। সেই সময় তাদের হাতে এই টাকা তুলে দেওয়া খাওয়া পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে aminulদের।
0
comment0
Report
PMPiyali Mitra
Oct 09, 2025 10:28:18
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 09, 2025 09:22:05
Maipit, ওয়েস্ট বেঙ্গল:তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিচালনা! গ্রেফতার নুরুদ্দিন মোল্লা, স্বীকার করল খুনের ছক কুলতলীর বৃন্দাবনের খেয়া এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় অবশেষে গ্রেফতার এক। ধৃতের নাম নুরুদ্দিন মোল্লা। তার বাড়ি গাজীর চক গ্রামে। কুলতলী থানার পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয়। গত রবিবার সন্ধ্যায় দোকানদারি করছিলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ। সেই সময় আচমকা এলাকায় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা তার উপর পরপর চার রাউন্ড গুলি চালায় ও তিনটি বোমা চার্জ করে। গুরুতর জখম অবস্থায় সেলিমকে প্রথমে কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথম থেকেই ব্যক্তিগত শত্রুতার দিকটি খটিয়ে দেখছিল। জেরায় নুরুদ্দিন স্বীকার করেছে, পুরনো শত্রুতার জেরেই সেদিন সে পরিকল্পনা করে গুলি চালায় এবং খুনের ছক কষে। পুলিশের অনুমান, ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যবহৃত একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কিছু কার্তুজ。 স্থানীয় এলাকায় এই গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। অন্যদিকে, পুলিশ জানিয়েছে — ব্যক্তিগত বিরোধই ছিল মূল কারণ। ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজে চলছে তল্লাশি।
3
comment0
Report
KMKIRAN MANNA
Oct 09, 2025 09:02:18
Dihierench, West Bengal:ওড়িশা থেকে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল এগরা থানার পুলিশ, সঙ্গে গ্রেপ্তারের দুই অবৈধ বাদে বিক্রেতা। ফের বড়োসড় সাফল্য এগরা থানার। বুধবার রাতে ওড়িশা থেকে আগত বিপুল পরিমান অবৈধ বাজি বাজেয়াপ্ত করল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে একটি ইঞ্জিন ভ্যানে করে ওড়িশা থেকে বাজি নিয়ে আসার সময় এগরা ২ ব্লকের বেতায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বাজি উদ্ধার হয়। এগরা থানার IC অরুন কুমার খাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে বিপুল পরিমান বাজি উদ্ধার করা হয়। পাশাপাশি ইঞ্জিন ভ্যানটি আটক করে পুলিশ। ২ জন বেআইনি বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। ২ জনের বাড়ি এগরা ২ ব্লকের উত্তর তাজপুর এলাকায় । আজ দুপুরে ২ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়。
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 09, 2025 09:02:05
Kalna, West Bengal:TMC के MP और CPIM प्रাক্তन विधायक की राजनीतिक तर्ज़ा शुरू कलনায়, पहले हमने देखा CPM के समय टिकिटकी, गिरगिटि, पिपरों के अंडे खाने से लोग रहा करते थे। विजय सम्मेलन में उपस्थित होकर चौंकाने वाला बयान बर्धमान पूर्व लोकसभा क्षेत्र के तृणमूल सांसद शर्मिला सरकार ने। इसी भाषण में ही राजनीतिक तर्ज़ा शुरू हो गया कलনার पूर्वस्थली में, चिकित्सक और MP शर्मिला सरकार के चिकित्सक के अनुमति पत्र निषिद्ध कर दिए जाने चाहिए, এমনকি उनके सामान्य ज्ञान नहीं कि लोग टिकिटकी, गिरगिटि नहीं खा सकते। MP के इस प्रकार के टिप्पणी पर पलटवार करते हुए पूर्व विधायक और CPIM नेता प्रदीप साहा ने कहा, पूर्वस्थली के 1 नंबर ब्लॉक के तृणमूल कांग्रेस के आयोजन में विजय सम्मेलन की योजना बनाई गई थी कलনার पूर्वस्थली 1 नंबर ब्लॉक के नजरूल मंच पर। इस आयोजन में राज्य के मंत्री स्वपन देवनाथ, पूर्वस्थली उत्तर के विधायक तपन चট্টोपाध्याय आदि मौजूद थे। इस दिन विजय सम्मेलन के अंत में संवाददाते से 26 के चुनाव को लेकर टिप्पणी करते हुए उन्होंने कहा कि टिकिटकी गिरगिटि पिपरों के अंडे खाने से पहले लोग रहते थे, अब विकास की बातें लोगों तक पहुँच चुकी हैं, सड़कें-जल जंगल सभी पहले से बेहतर हैं, लोग नहीं भूखे रहते। यहाँ मंच पर बयान 26वीं विधानसभा चुनावों पर कोई समस्या नहीं होगी। बाइट एक - शर्मिला सरकार (MP पूर्व बर्धमान) तस्वीर 2C पर 91025-KLN-MP-R
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 09, 2025 09:01:44
Durgapur, West Bengal:*গ্রামে নেই রাস্তা,রোগীকে খাটিয়ায় করে মাঠের আল ধরে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে রাজ্য সরকার কে কটাক্ষ সাংসদ সৌমিত্র খাঁ-এর, পাল্টা তৃণমূলের বক্তব্য, রাস্তা তৈরি করতে জমি না দেওয়ায় সম্ভব হচ্ছে না*। গ্রামে নেই রাস্তা, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য কেন্দ্রের পাঠানো টাকা কিছুই খরচ করে না রাজ্য সরকার। যার কারনে গ্রামে কেউ অসুস্থ হলে, রাস্তা না থাকায় খাটিয়ায় করে ধানক্ষেতের আল ধরে রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে। এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন সৌমিত্র খাঁ। তিনি দাবি করেন, ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের আমানিডাঙ্গা এলাকার। ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন গত সোমবার আমানিডাঙা আদিবাসী গ্রামের যুবক বুধি মুর্মু অসুস্থ থাকায় তাকে খাটিয়া করে মাঠের আলের রাস্তা ধরে হাসপাতালে যেতে হয়। সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও প্রকাশে আসার পর সেই ভিডিও তিনিও পোস্ট করে রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন।যদিও এই ঘটনার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন, কয়েকটি আদিবাসী পরিবার কে নিয়ে ছোট্ট একটি গ্রাম কুনুর নদীর তীরে আছে। সেই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। কোনো রাস্তাও ছিল না। সেখানে উদ্যোগ নিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। গ্রামের ভিতর থেকে বেশ কিছুটা রাস্তাও নির্মাণ করা হয়েছে। বাকি রাস্তা নির্মান করার জন্য জমি দিতে রাজি হচ্ছে না। যদিও কেউ রাজি হয় তারা আবার জমির মালিকদের থেকে জমি কেনার কথা বলছে। যার कारण জমি না মেলায় বাকি রাস্তা নির্মান করার সম্ভব হয় নি। রামকৃষ্ণ বাবু সৌমিত্র খাঁ এর প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ টেনে সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে বলেন, তিনি বাঁকুড়ায় থাকেন। আউশগ্রামের জঙ্গল মহলে কি উন্নয়ন হয়েছে সেটা তিনি ওখানে বসে জানতে পারবেন কি করে। তাকে ওই গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন সৌমিত্র বাবু আমানি ডাঙা গ্রামে ঢুকে দেখুক উন্নয়ন হয়েছে কিনা। আর যে টুকু রাস্তা এখনো নির্মাণ হয় নি সেটা তারাও উদ্যোগ নিয়ে দেখতে বলেছে তারা পারে কিনা। তবে জমি জটের এই টানাপোড়েনে গ্রামের প্রায় পঞ্চাশটির মত পরিবার দুর্ভোগে থাকে। তাদের সব কিছু এই এই এক দেড় কিলোমিটার জমির আল জলা জায়গা পেরিয়ে আসতে হয় ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসার ক্ষেত্রে সব কিছু। তাই যেমন করে হোক তাদের এই রাস্তা করে দেওয়ার আবেদন জানান। না হলে বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা এই ভাবেই আল পেরিয়ে জুতো হাতে নিয়ে হাঁটুর উপর প্যান্ট তুলে পেরোতে হচ্ছে।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Oct 09, 2025 08:36:20
Darjeeling, West Bengal:After 4 Days Toy Train Long Route Daily Service Started From Darjeeling To NJP and NJP To Darjeeling. It was Close For Last Sunday, Due To Landslide In Many Places Toruist Are Happy And Travel Not only the House, Road But The Toy Train which is one of the main attraction of Darjeeling Hills for the tourist had been effected due to the Landslide which occur on 5th Oct. The Long Route Toy Train which Run from Darjeeling toward NJP and From NJP toward Darjeeling daily had been closer from last Sunday when the Landslide occur. In this route in many places from Rangbul till Tindharai the landslide was came in the Railway Track for which 4 days Toy Train Daily Service was closed. From today it had been started as all the Landslide which was in the track was clear for which the Toy train had started from today. And just it had been reach Kurseong Station and after 20 mins it again move toward NJP. It had been seen that in today Toy train they was 3 Boggy and Tourist had been traveling from Darjeeling Toward NJP and they all enjoying the ride. Even some Foreign Tourist are also Travelling today. Where as the Joy ride which run from Darjeeling to Ghum was open as that part was not effected by landslide. Byte of Foreign Tourist We was 2 days in Darjeeling and today we are going back and we travel through Toy Train and after 4 days it again started and it was due to landslide we heard. We are enjoying the ride and we are happy But Of Kolkata Tourist We was in Darjeeling and we had booked the toy train but it was not running for which we had cancelled it but today we called to Manager he told us that from today it is started and we had gain booked the ticket form Darjeeling till NJP and we are enjoying it. Byte of Tour Operators After 4 days it is open which is very good as you train is one of the main attraction for the tourist and today our guest had taken the ride from Darjeeling toward NJP.
1
comment0
Report
MMManoranjan Mishra
Oct 09, 2025 08:34:37
Purulia, West Bengal:পুরুলিয়া : বালি বোঝাই ট্রাক্টর আটক করাকে কেন্দ্র করে ঝামেলা । ঘটনাকে ঘিরে পুরুলিয়া সদর থানার মধ্যে পুরুলিয়ার বিজেপি কর্মী সুরজ শর্মাকে মারধর পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জীর । মারধরের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে । আহত বিজেপি কর্মীর অভিযোগ, বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে থানা চত্বরে মদ্যপ অবস্থায় মারধর করেছেন বিজেপি বিধায়ক । পাল্টা বিজেপি বিধায়কের অভিযোগ, আমার নামে ট্রাক্টর আটক করে তোলা তুলছিল ওই বিজেপি কর্মী । ঘটনায় তৃণমূলের কটাক্ষ, বিজেপি বিধায়ক বালি কারবারের সঙ্গে যুক্ত তাই, বালি কারবারের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের ঝামেলা হয় । গতকাল মধ্যরাতে বিজেপি কর্মী সুরজ শর্মা শহরের মাঝে বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে । পুরুলিয়া সদর থানায় খবর দিলে পুলিশ এসে দুটি বালি বোঝাই ট্রাক্টর থানায় নিয়ে যায় । ঘটনার পর থানায় পৌঁছান ট্রাক্টর মালিকেরা এবং পুরुलিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । সুরজ শর্মা থানায় পৌঁছালে তাদের মধ্যে বচসা বাধে । সেখানেই বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী এবং সুরজ শর্মার মধ্যে হাতাহাতি হয় । ঘটনার আহত অবস্থায় সুরজ শর্মা ভর্তি হন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরদিন মারধরের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে । আহত বিজেপি কর্মী সুরজ শর্মার অভিযোগ, বালি পাচার আটকানো হয়েছিল । পরে বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে মদ্যপ অবস্থায় বিজেপি বিধায়ক আমাকে মারধর করে । পাল্টা বিজেপি বিধায়কের দাবি, ট্রাক্টর আটক করে আমার নামে তোলা তুলছিল ওই বিজেপি কর্মী । আমার নামে কেন অনৈতিক ভাবে তোলা তুলবে এই কথা জিজ্ঞাসা করতেই আমার সঙ্গে বচসা হয় । আমার উপরে আক্রমন চালানোর চেষ্টা করা হলে আমি পাল্টা আত্মো রক্ষার্থে হাতাহাতিতে জড়িয়ে পড়ি। ট্রাক্টর মালিকদের অভিযোগ, নিজেকে বিজেপি কর্মীর পরিচয় দিয়ে মধ্য রাতে ট্রাক্টর আটক করে বিজেপি বিধায়কের নামে তোলা চাইছিল । আমরা তারই প্রতিবাদ করি । আমাদের বালি নিয়ে যাওয়ার বৈধ কাগজ রয়েছে । বিষয়টি থানায় জানানো হয়েছে । গোটা বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, বালি চুরির টাকা ভাগ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে । এখানেই পরিষ্কার পুরুলিয়ায় অবৈধ বালি করবার নিয়ে পুরুলিয়ার বিজেপি বিধায়ক জড়িত রয়েছে । পুলিশ প্রশাসন যেন এই ঘটনায় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় এই আর্জি জানাই ।
0
comment0
Report
BBBimal Basu
Oct 09, 2025 08:33:53
Basirhat, West Bengal:হিঙ্গলগঞ্জ ব্লকের হъемনগরের রায়মঙ্গল নদীর প্রায় চারশো ফুট ধসে যাওয়া নদীবাঁধ ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে পাশের জমি থেকে মাটি তুলে মেরামতি করল প্রশাসন। পূর্ণিমার ভরা কোটালে রাতে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলের হেমনগর কোস্টাল থানা সংলগ্ন হরি বাড়ি খেয়া ঘাট এলাকায় রায় মঙ্গল নদীর প্রায় চারশো ফুট মাটির বাঁধে ব্যাপক ধস নামে। যে কোন মুহুর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কিত, হয়ে পড়ে গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে যায় হেমনগর থানার পুলিস ও প্রশাসনিক কর্তারা। রাতে মাইকিং করে সতর্ক করা হয় নদী তীরবর্তী গ্রামবাসীদের। ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে জমি থেকে মাটি তুলে ধসে যাওয়া নদী বাঁধ মেরামতি করে প্রশাসন।
0
comment0
Report
BBBimal Basu
Oct 09, 2025 08:33:22
Basirhat, West Bengal:হিংলগঞ্জ ব্লকের হেমনগরের রায়মঙ্গল নদীর প্রায় চারশো ফুট ধসে যাওয়া নদীবাঁধ ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে পাশের জমি থেকে মাটি তুলে মেরামতি করল প্রশাসন। পূর্ণিমার ভরা কোটালে রাতে উত্তর ২৪ পরগণার হিংলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলের হেমনগর কোস্টাল থানার সংলগ্ন হরি বাড়ি খেয়া ঘাট এলাকায় রায় মঙ্গল নদীর প্রায় চারশো ফুট মাটির বাঁধে ব্যাপক ধস নামে। যে কোন মুহুর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কিত, হয়ে পড়ে গ্রামের মানুষগুলো। খবর পেয়ে ছুটে যায় হিংলগঞ্জ থানার পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা। রাতে মাইকিং করে নদী তীরবর্তী গ্রামবাসীদের সতর্ক করা হয়। ভোর রাত পর্যন্ত জেসিপি দিয়ে জমি থেকে মাটি তুলে ধসে পড়া নদী বাঁধ মেরামতি করা হয়েছিল।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 09, 2025 08:31:23
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের বিনপুর ১ নম্বর (লালগড়) ব্লকের নেপুরা অঞ্চলের উপরবদিয়ে বয়ে যাও ভৈরববাঁকি নদীর উপর থাকা ব্রীজ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। কোনরকমে সাধারন মানুষ পার হচ্ছিলেন। দূর্গা পূজার পর প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়ায় ভেঙে গেল ব্রিজের একাংশ। প্রায় ২৫ বছর আগে তৈরি হয়েছিল এই ব্রিজ টি। গত কয়েক বছর ধরে ব্রীজটির হাল বেহাল হয়ে পড়ে। কোনরকমে প্রাণে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করছিলেন। কিন্তু বঙ্গে প্রবল বৃষ্টির জন্য এই ব্রিজটি বেহাল হয়ে পড়ে। বর্তমানে কোনরকমে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সেতুর উপর দিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। ব্রীজটি নেপুরা অঞ্চলের সঙ্গে হাড়দা অঞ্চল ও বাঁকুড়ার সাথে সংযোগকারী। ব্রীজটি সারাই না হলে ব্লক অফিসে গিয়ে নিত্যনৈমিতিক কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয়রা।ঘুরপথে যেতে হচ্ছে তাদের। গতকাল কংসাবতী সেচ দপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বঙ্গে যেভাবে বারবার বৃষ্টির প্রকোপ দেখা যাচ্ছে তাতে চিন্তিত সেচ দপ্তর। এই বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন ওই দপ্তরের মন্ত্রী মানষ ভূঁইয়া। তিনি সরাসরি বলেন জঙ্গলমহলে বেশ কিছু জায়গায় কাজ করতে গিয়ে সেচ দপ্তরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বানানো হয়েছে ব্রিজ , আবার কোথাও জেলা পরিষদের থেকে বানানো হয়েছে আবার কিছু তৈরি করা হয়েছে সেচ দপ্তর থেকেও। আমি জেলা শাসক কে নির্দেশ দিয়ে যাচ্ছি কয়েক দিনের মধ্যেই সেগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য। এরপর যে ব্রিজ গুলি সেচ দপ্তর থেকে নির্মিত হয়েছিল সেগুলি সেগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 09, 2025 08:30:51
Jalpaiguri, West Bengal:জলঢাকার বাঁধ ভাঙে najwięksো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মীনাক্ষী, এই এলাকায় কোন মন্ত্রী পৌঁছায়নি অভিযোগ বন্যা দুর্গতদের। જલঢાકા નદી의 বাঁধ ভাঙা প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার বিডিও ,জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোন বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ। প্রয়োজনীয় ওষুধ দরকার।তাদের মূল দাবি বাঁধ ,ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার। এদিন মীনাক্ষী মুখার্জী বলেন, দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোন পরিকল্পনা নেই। আমি আপনি সবাই দেখতে পাচ্ছি সরকার দেখতে পাচ্ছে না। রাজ্য সরকারকে মানবিক হতে হবে। বাড়ি ভিটে সব গেছে, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না。
0
comment0
Report
Advertisement
Back to top